Tag: শীতবস্ত্র বিতরণ

  • খুলশীতে এতিম শিশুদের মাঝে যুবদলের শীতবস্ত্র বিতরণ

    খুলশীতে এতিম শিশুদের মাঝে যুবদলের শীতবস্ত্র বিতরণ

    “শীতার্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসুন”- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আহবানে সাড়া দিয়ে এতিম, গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ যুবদলের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে বুধবার (৬ জানুয়ারী) নগরীর খুলশীর মাস্টার লেইন এলাকার দারুস সালাম বালক-বালিকা মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    এ সময় তিনি বলেন, যুবদল এদেশের মানুষের বিপদে-আপদে, সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছে। এই প্রবল শীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

    উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলশী থানা যুবদলের আহবায়ক মোঃ হেলাল হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সম্পাদক আব্দুল আওয়াল টিপু, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিল্টন,১৩নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ বাদশা আলমগীর, যুগ্ম আহবায়ক মোঃ জসিম, মোঃ সোহেল বাবু, ৯নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, খুলশী থানা যুবদল নেতা এমদাদ হোসেন মিঠু, আব্দুল সাত্তার, মোহাম্মদ সুজন, আব্দুর রহমান, নুরুল করিম লিটন, মোঃ জসিম, মোঃ লিটন, মোঃ জাবেদ, মোঃ মাইনুদ্দীন খান, মোঃ আলম ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন সাইফসহ নেতৃবৃন্দ।

  • পাহাড়তলীতে যুবদলের শীতবস্ত্র বিতরণ

    পাহাড়তলীতে যুবদলের শীতবস্ত্র বিতরণ

    “শীতার্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসুন”- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আহবানে সাড়া দিয়ে এতিম, গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ যুবদলের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে বুধবার (৬ জানুয়ারী) নগরীর পাহাড়তলী মাস্টার লেইন এলাকার দারুস সালাম বালক বালিকা মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    এ সময় তিনি বলেন, যুবদল এদেশের মানুষের বিপদে-আপদে, সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছে। এই প্রবল শীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

    উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলশী থানা যুবদলের আহবায়ক মোঃ হেলাল হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সম্পাদক আব্দুল আওয়াল টিপু, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিল্টন, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ বাদশা আলমগীর, যুগ্ম আহবায়ক মোঃ জসিম, মোঃ সোহেল বাবু, ৯নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, খুলশী থানা যুবদল নেতা এমদাদ হোসেন মিঠু, আব্দুল সাত্তার, মোহাম্মদ সুজন, আব্দুর রহমান,নুরুল করিম লিটন, মোঃ জসিম,মোঃ লিটন, মোঃ জাবেদ, মোঃ মাইনুদ্দীন খান, মোঃ আলম ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন সাইফসহ নেতৃবৃন্দ।

  • হালিশহরে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

    হালিশহরে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

    স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের আওতাধীন হালিশহর থানার উদ্যোগে শুক্রবার (২৫ ডিসেম্বর) নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া দারুচ্ছুন্নাহ ও এতিমখানায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, শিক্ষা সম্পাদক, প্রচার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, হালিশহর বি ব্লক ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মনির কাউছার, পোর্ট ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

    উল্লেখ্য, “মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এ শ্লোগান কে ধারন করে ২০১৫ সনের ৯ জানুয়ারি শীতার্ত পথবাসিদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন।

  • বারৈয়ারঢালা ইউনিয়নে ৫শত শীতার্থদের মাঝে আ.লীগ নেতা সাইদুল ইসলামের শীতবস্ত্র বিতরণ

    বারৈয়ারঢালা ইউনিয়নে ৫শত শীতার্থদের মাঝে আ.লীগ নেতা সাইদুল ইসলামের শীতবস্ত্র বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলামের ব্যক্তিগত উদ্যেগে প্রতিবছরের মতো এবারও এলাকার গরীব, অসহায় ৫শত শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত (কম্বল) বিতরণ করা হয়েছে।

    আজ শুক্রবার (১৮ডিসেম্বর) বিকালে বারৈয়ারঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।

    এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান। ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ আজিজ মানিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সম্পাদক মুহাম্মদ ইসমাঈল সিরাজী, আওয়ামী লীগ নেতা আনোয়ার, আলমগীর, দিদার, রাসেল, মমিন, মোশারফ, রফিক, ইউপি সদস্য খোরশেদ আলম বদন উদ্দিন মেম্বার, মহিলা নেত্রী নার্গিস বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি এবং বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/দুলু

  • তারেক রহমানের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

    তারেক রহমানের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত স্বপ্নপূরণে তারেক রহমান ১৯ দফা কর্মসূচির আলোকে নেতকর্মীদের সাথে নিয়ে দেশব্যাপী কাজ শুরু করেন। তার এই পথচলা মেনে নিতে পারে নাই ষড়যন্ত্রকারীরা। তারেক রহমান পারিবারিক উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে আসেননি। যোগ্যতা বলে রাজনীতিতে এসেছেন। তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা ও কর্ম কৌশল দেখে আওয়ামী লীগ আতঙ্কগ্রস্থ হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

    তিনি বলেন, রাজনীতিতে অংশগ্রহণের পরই তার জনপ্রিয়তা ও জাতীয়তাবাদী শক্তির জাগরণে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ভীত হয়ে তাঁর বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায় বলেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে স্তব্দ করার ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই তারেক রহমানকে রুখতে পারবে না। অচিরেই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তিনি জনগণের মাঝে ফিরে আসবেন।

    তিনি আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় নাসিমন ভবন দলীয় কার্যালয় চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক, প্রিয়নেতা দেশনায়ক তারেক রহমান এর ৫৬ তম শুভ জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    এতে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, তারেক রহমানের অভাবনীয় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওয়ান ইলেভেনের সরকার গভীর চক্রান্ত্রের নীলনক্সার চক একেছিল। তার নির্মম বলি হন আধুনিক রাজনীতির এই আইডল। কথিত দূর্নীতি মামলায় গ্রেফতার করে তার বিরুদ্ধে ১৩টি মামলা করা হয়। সেনা নিয়ন্ত্রিত সরকার তাকে গ্রেফতার করে নির্মম নির্যাতন করে। বর্তমান সরকার ক্ষমতায় এসে আরো অনেক মিথ্যে মামলায় জড়িত করেছে। এই অবৈধ বাকশালি সরকার অনেক চেষ্টা করেও একটি মামলা প্রমাণ করতে পারেনি।

    বিশেষ বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন,বাংলাদেশের জনগণের মুক্তি, অধিকার আদায় ও গণতন্ত্র রক্ষা করতে গিয়ে তারেক রহমান আজ পরবাসে নির্বাসিত জীবন যাপন করছেন। ৫৬ তম জন্মদিনে ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান’র জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। ভবিষ্যৎ এ দেশনায়ক সুস্থ হয়ে বীরের বেশে দেশে ফিরে আসবেন এবং দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, ইনশাআল্লাহ।

    সভাপতির বক্তব্যে এইচ এম রাসেদ খান বলেন, তারেক রহমান স্বেচ্ছাসেবক দলে নতুন প্রাণ সৃষ্টি করেছেন। দুঃসময়ে দূর থেকে দলকে সঠিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কোন ষড়যন্ত্র তারেক রহমানের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবেনা। তারই নেতৃত্বে ফ্যাসিষ্ট সরকারের পতন হবে এবং দেশের গণতন্ত্র পূণরুদ্ধার হবে।

    চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়ত হোসেন বুলুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, এ্যাড.সাইদুল ইসলাম, মোঃ আসলাম, হারুন আল রশিদ, মামুনুর রহমান, এম এ সালাম, হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, গিয়াস উদ্দিন সেলিম, সিরাজুল ইসলাম ভূঁইয়া, নুরুল আলম শিপু, আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার।

    উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলম, আব্দুল হাই, হাসান মাহমুদ, এম এ হানিফ, দিদার হোসেন, শওকত আকবর রিপন, মোঃ মনির হোসেন, শাহাদাত হোসেন সোহাগ, জাকির হোসেন, মিজানুর রহমান বাবুল, ইমরান চৌধুরী বাবলু, মোখলেছুর রহমান, আব্দুল মান্নান, মোঃ হাসান, মাহবুব খালেদ, নিজাম উদ্দিন বুলু, রাসেল খান, মোঃ আলমগীর, মফিজ উদ্দিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক খান, মোঃ লিটন, সাইফুল আলম দিপু, ইকবাল হোসেন রুবেল, রবিউল ইসলাম, মোঃ সুমন, শাহজাহান বাদশা, সম্পাদক মন্ডলীর সদস্য আকবর হোসেন মানিক, বাবুল মিঞা, লুৎফর রহমান জুয়েল, নুর আলম, মোঃ ইসকান্দর, বেলায়েত হোসেন মাসুদ, হারুনুর রশিদ মনি, মোঃ জসিম উদ্দিন, জাহাঙ্গীর হোসাইন, ফরহাদ আলম মৃধা, আব্দুল হান্নান, সহ-সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ আলী, আকতার হোসেন, খোরশেদ আলম, মোঃ পারভেজ, মোঃ বারেক, জাকির হোসেন মিশু, ইমরান সিদ্দিকী জ্যাকসন, মোঃ রনি, কার্যকরী সদস্য আবুল হোসেন, নুরুল আলম রাজু প্রমুখ।

    আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কদম মোবারক এতিমখানা ও হেফজখানার ১০০ জন শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

  • ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

    ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

    প্রগতিশীল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যেগে চট্টগ্রাম অক্সিজেন রেল লাইন এলাকায় শুক্রবার (১৭ জানুয়ারী) শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

    আশেক উল ইসলাম তিতান ও সাজ্জাদ হোসাইন সিয়ামের নেতৃত্বে এবং সানজিদা নাসরিন ও ক্লিন্টনের সমন্বয়ে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যেগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইচ্ছার উপদেষ্টা ও পৃষ্ঠপোষক লায়ন নবাব হোসেন মুন্না।

    শীতবস্ত্র বিতরণ এই কর্মসূচী অত্র সংগঠনের ১০৭ তম কর্মসূচী বলে জানান ইচ্ছার যুগ্ম সম্পাদক সাইফুল করিম বাবর ও ওয়াহিদ মুরাদ। মহতি এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়, সাধারন সম্পাদক জসিম উদ্দীন, সম্পাদক মন্ডলির সদস্য পিন্টু বড়ুয়া, নুর হোসেন রাজু, সারজাত উল্লাহ মুনির, এইচ কে রিদয়, তৌহিদুল ইসলাম রিয়াদ, শ্রুতি দে, বিউটি আকতার, মিজানুর রহমান মানিক, মাহমুদুল হাসান, জুয়েল মহাজন, জয় দাশ, তাজুল, হামিদা বেগম, রুবেল, ইকবাল হাসান, বাবু প্রমুখ।

  • চট্টগ্রামে ‘আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র বিতরণ

    চট্টগ্রামে ‘আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র বিতরণ

    চট্টগ্রাম মহানগরীর ভাসমান শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘আমরাই কিংবদন্তী’।

    জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের জন্য এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের একত্রিত করে গ্রুপটি পরিচালিত হয়।

    বুধবার (১৫ জানুয়ারী) রাত ১১টা থেকে শুরু করে ভোর সাড়ে চারটা পর্যন্ত চট্টগ্রাম শহরের ৫০টিরও বেশি স্থানে প্রায় ৬০০ জন ভাসমান শীতার্তদের মাঝে সুয়েটার এবং কম্বল বিতরণ করে গ্রুপের চট্টগ্রামস্থ সদস্যবৃন্দ।

    আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র বিতরণ

    মানব কল্যাণে গ্রুপের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই গ্রুপ এর অন্যতম লক্ষ্যগুলোর একটি।

    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহ, চট্টগ্রামসহ সারা দেশে বিভিন্ন এতিমখানার সংস্কারকাজ ও খাবার বিতরণ, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিভিন্ন কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

    আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র বিতরণ

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিচ্ছে এই গ্রুপের সদস্যরা ।

    উল্লেখ্য, এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের একত্রিত করে ২০১৭ সালের ১৫ নভেম্বর ২২ হাজার সদস্য নিয়ে যাত্রা শুরু করে ‘আমরাই কিংবদন্তী’।

  • রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    রাউজান প্রতিনিধি : “পুলিশ সপ্তাহ ২০২০ ” উপলক্ষে রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বারের নিজস্ব অর্থায়নে এলাকার গরিব ও দুস্থদের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করা হয়।

    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে ও রাউজান থানার উপ পরিদর্শক সাইমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, সমাজসেবক ফারাজ করিম চৌধুরী।

    অতিথি ছিলেন নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমদ, আ.লীগ নেতা তফসির আহমেদ বাবুল,জাহাঙ্গীর সিকদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সুমন দে, দ. রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, হাফিজ উদ্দিন মেম্বার , সেকান্দর হোসেন মেম্বার, যুবলীগ নেতা নুরুল ইসলাম।

    অনুষ্ঠানে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফারাজ করিম চৌধুরী।

    ফারাজ করিম চৌধুরী বলেন, কমিউনিটি পুলিশিং জনগণের মাঝে পুলিশের আস্থার সেতুবন্ধন সৃষ্টিতে ভূমিকা রাখছে। সন্ত্রাসমুক্ত, অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার পাশাপাশি শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের যে উদ্যোগ তারা নিয়েছেন সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় একটি কাজ।

  • রাজশাহীতে আলোর আশা যুব ফাউন্ডেশন’র উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ

    রাজশাহীতে আলোর আশা যুব ফাউন্ডেশন’র উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ

    আলোর আশা যুব ফাউন্ডেশনের উদ্দ্যোগে রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্ভুক্ত হলিদাগাছী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে, হলিদাগাছী জাগির পাড়া গ্রামের হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    জাগিরপাড়া রাজশাহী অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম। যেখানে দারিদ্রতা ও নিরক্ষরতার হার অনেক বেশী। শৈত্য প্রবাহ জনিত কারণে সেখানকার শিশু ও বৃদ্ধরা অনেক বেশী কষ্ট পাচ্ছিল। এই বিষয়টি আলোর আশা ফাউন্ডেশনকে অবগত করেন রাজশাহী শাখার প্রধান আহবায়ক মোঃ জাহিদ হাসান। তার দেয়া তথ্য অনুযায়ী অসহায় পরিবারদের জন্য সূদর চট্টগ্রাম থেকে পরিচালিত আলোর আশা যুব ফাউন্ডেশন অসহায় হতদরিদ্র পরিবারদের পাশে এগিয়ে আসে।

    শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের উপদেষ্টা মোঃ সালাউদ্দিন মিন্টু। বিশেষ অতিথি ছিলেন চারঘাট উপজেলা আওয়ামিলীগ এর সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মানবাধিকার সংস্থা “হিউম্যানিটি এন্ড ওয়াচ ইন্টারন্যাশনাল” এর চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম, আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন খান, আশরাফুল ইসলাম, শহীন আলম।

    এছাড়াও উপস্থিত ছিলেন হিমেল, সজীব, আঁখি, আতিকুর সহ আলোর আশা ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন হলিদাগাছী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম রুবেল।

    এ সময় মোঃ জাহিদ হাসান বলেন, সূদর চট্টগ্রাম থেকে পরিচালিত আলোর আশা যুব ফাউন্ডেশন অসহায় মানুষের কল্যাণে সারাদেশে কাজ করছে। সমাজের সকল বিত্তবান ধনাঢ্য ব্যক্তিবর্গ আমাদের পাশে এগিয়ে এলে আমরা এই গ্রামেও শিশুদের সোহা স্কুল চালু করবো যার মাধ্যমে সমাজের অসহায় শিশুরা পড়াশুনা করবে এবং কোন শিশু যেন পড়াশুনা হতে ঝরে না পড়ে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল, সিনিয়র সহ সভাপতি শামসুল আলম খাঁন মুরাদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এর নিকট। ওনাদের সহযোগিতায় আমরা এই মহৎ কার্যটি সম্পূর্ণ করেছি এবং ভবিষ্যতে আরো ভালো ভালো কার্যক্রম করব ইনশাআল্লাহ।

    এই শৈত্যপ্রবাহের মাঝে কম্বল পেয়ে অসহায় পরিবারদের মুখে হাসি ফুটেছে। তাদের মধ্যে রহিমা বলেন এই গ্রামে এই প্রথম আমরা কোন সহযোগিতা পেয়েছি, ছেলেপুলে নিয়ে এবার একটু আরামে থাকবো। রহিমার মত আগত সকলে আলোর আশা যুব ফাউন্ডেশনের সকল সদস্য শুভাকাঙ্ক্ষীদের জন্য শুভ কামনা ও দোয়া প্রার্থনা করেন।

    এসময় বিশেষ অতিথি আরিফুল ইসলাম বলেন, রাজশাহী শহরে হিউম্যানিটি ওয়াচ ইন্টারন্যাশনাল অসহায় মানুষদের জন্য কাজ করে পাশাপাশি আলোর আশা যুব ফাউন্ডেশনও কাজ করে যাচ্ছে। জাগিরপাড়া গ্রামের কোন হতদরিদ্র মানুষ অসুস্থ হলে আমরা যৌথভাবে তার চিকিৎসা সেবার ব্যবস্থা করবো।

    পরিশেষে প্রধান অতিথি সালাউদ্দিন মিন্টু সকল বক্তার সাথে একাত্বতা ঘোষনা করে আলোর আশা যুব ফাউন্ডেশন এর পাশে সবসময় থাকার ইচ্ছা ব্যক্ত করেন এবং সার্বিক সহযোগীতার আশ্বাস দেন এবং সেইসাথে শিক্ষার্থী ঝড়ে পরা রোধে সংগঠন গুলোর পাশাপাশি সমাজের বিত্তবানদেরো এগিয়ে আসার আহ্বান করেন যার মাধ্যমে আমরা সত্যিকার অর্থে গড়ে তুলতে পারবো সুন্দর এক সোনার বাংলাদেশ।

  • এতিম, দুস্থ-পথ শিশুদের শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে ফেসবুক গ্রুপ বি এন্ড বি

    এতিম, দুস্থ-পথ শিশুদের শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে ফেসবুক গ্রুপ বি এন্ড বি

    এতিম, দুস্থ ও পথ শিশুদের মাঝে কম্বল,শীতের প্রসাধনী এবং খাবার বিতরণ করেছে চট্টগ্রাম বিভাগের ফেইসবুক ভিত্তিক গ্রুপ আমরাই ভাল এবং সেরা এসএসসি ২০০০-এইচএসসি ২০০২ ব্যাচ (We are B&B ssc2000-hsc2002, Chattogram Division)।

    শুক্রবার (৩ জানুয়ারী) নব গঠিত ফেইসবুক ভিত্তিক গ্রুপটির পক্ষ থেকে চট্টগ্রাম শহরের হালিশহর এলাকায় অবস্থিত ৫ টি মাদ্রাসায় শিক্ষারত শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতে ব্যাবহার্য প্রসাধনী এবং তাদের জন্য দুপুরে খাবারের আয়োজন করা হয়।

    মাদ্রাসাগুলি হলো- দারুল আনসার মাদ্রাসা, উন্মুল কোরআন মাদ্রাসা, মারকাজুল উলুম মাদ্রাসা, আমেনা সুলতানা মাদ্রাসা এবং মারকাজুল তালিম মাদ্রাসা।

    একই দিন হালিশহর এলাকায় অবস্থিত পথ শিশুদের “আমাদের স্বপ্নকুঁড়ি স্কুলে” ৬৫ জন ছাত্র-ছাত্রীদের জন্য প্রায় ছয়মাস ব্যাবহার উপযোগী শিক্ষা সামগ্রী (কাগজ, কলম, পেন্সিল, রাবার, কাটার এবং স্কেল ইত্যাদি) প্রদান করা হয়েছে।

    শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন পাঁচটি মাদ্রাসার খতীব বৃন্দ, পথ শিশুস্কুলের শিক্ষকবৃন্দ এবং বি এন্ড বি গ্রুপ্রের ক্রিয়েটর মোর্শেদ আহাম্মেদ, এম এইচ সোহেল, এম হোসেন রানা, উপদেষ্টা পরিষদের- আসিবুল আরিফ শান্ত, মেহেদী হাসান, সাইফুল সবুজ, মোঃ সাইফুল ইসলাম, গ্রুপের কার্যকারী সদস্য- সালাউদ্দিন, মিজান, তানভির ইসলাম, আর কে রেজা, মোঃ তানভির, মোঃ মাহফুজ, আক্তার বেঞ্জিমা, মহসিন সুমন সহ আরো অনেকে।

    গ্রুপটির উক্ত আয়োজনে বিশেষভাবে সহোযোগীতা করেছে ইউসুফ রাসেল, হোসাইন মোঃ শাহাদাত, ফারজানা তানিয়া, আলতাফ প্রমুখ।

    ভবিষ্যতেও ফেইসবুক গ্রুপটির সদস্যবৃন্দ বিভিন্ন প্রকার সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

  • সীতাকুণ্ডে মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    সীতাকুণ্ডে মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সামাজিক সংগঠন মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্ধশতাধিক স্থানীয় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    এছাড়াও আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণের উদ্দেশ্যে বিভিন্ন শাখার সদস্যদের মাঝে দেড় শতাধিক শীতবস্ত্র হস্তান্তর করা হয় সংগঠনের পক্ষ থেকে।

    শুক্রবার (৩ জানুয়ারী) বিকালে উপজেলার ফকিরহাটস্থ সাদেক মস্তান (র:) উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত শীত বস্ত্র বিতরন করা হয়।

    শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান শেষে মানবতা ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দের তত্ত্বাবধানে উক্ত সংগঠনের ২০২০ইং বর্ষের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে পুননির্বাচিত হন রনি খাঁন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ইকরামুল হাসান বাবু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মিরাজ হোসেন।

    অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্থপতি ও ডিজাইনার এবং মানবতা ফাউন্ডেশনের উপদেষ্টা প্রকৌশলী কামরুদ্দোজা। সংগঠনের উপদেষ্টা ও সাদেক মস্তান (র:) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব এবং মানবতা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড সমিতি, চট্টগ্রাম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মানিক, সহ-সভাপতি ও মানবতা ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা লায়ন আলী আকবর জাসেদ, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক লায়ন বেলাল হোসেন প্রমুখ।

    বক্তারা বলেন, ঘুণে ধরা সমাজে মানবতা যেখানে বারংবার পরাজিত সেখানে মানবতার ডালি নিয়ে প্রায় ৩ বছর আগে আবির্ভূত হয়েছিলো মানবতা ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠান। শুরু থেকে তারা সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

  • টেকনাফে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    টেকনাফে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    টেকনাফ প্রতিনিধি : টেকনাফে ২বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে অসহায়-দরিদ্র ও শীতার্ত ২ শতাধিক নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হ্নীলা হাইস্কুল প্রাঙ্গনে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির আওতাধীন এলাকার অসহায়-দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে একসভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন আহসানুল করিম রাইন, এডি নুরুল হুদা, হ্নীলা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার আব্দুল মোতাবেক প্রমুখ।

    অনুষ্ঠান শেষে তালিকাভূক্ত ২শতাধিক পরিবারের অসহায়-দরিদ্র নারী-পুরুষ এবং শিশুদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।