Tag: শীতলপুর

  • সীতাকুণ্ডে শীতলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬০টি ঘরসহ ৬টি দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

    সীতাকুণ্ডে শীতলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬০টি ঘরসহ ৬টি দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের শীতলপুস্থ বগুলা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে ৬০ টি ভাড়াঘর, একটি রাইসমিল, ফার্নিচারের দোকান, চায়ের দোকানসহ ৬ টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কুমিরা ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে।

    জানা যায়, স্থানীয় জালাল মেম্বারের মালিকানাধীন ভাড়া ঘর ও দোকানে আগুন লাগে। এসময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানান জালাল মেম্বার।

    স্থানীয়রা জানান, কুমিরা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসতে দেরি করায় আগুনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। রাইস মিলের মালিক মোঃ আলমগীর বলেন, আগুনে সবচে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে আমার। আমার দোকানে বিভিন্ন ব্যবসায়ীর হলুদ, মরিচ, মসল্লা, চাউল, ডাইলসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে গেছে। আমার প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়। এদিকে আগুন লাগার বিষয়ে জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোলতান মাহমুদ কোন প্রকার বক্তব্য দিতে রাজি হননি।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের শীতলপুরে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

    সীতাকুণ্ডের শীতলপুরে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডের শীতলপুর এলাকা থেকে অজ্ঞাত এক লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর দুইটার দিকে শীতলপুরস্থ মদনহাট ফরেষ্ট আফিসের পার্শ্ববর্তী পাহাড়ের নিচে জঙ্গলের ভিতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

    জানা যায়, স্থানীয় কয়েকজন এলাকাবাসী একটি লাশ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহা, মডেল থানার ওসি ( তদন্ত) শামীম শেখ ঘটনাস্থলে উপস্থিত হন।

    লাশটির বয়স আনুমানিক (২৮) বছর। ধারণা করা হচ্ছে লাশটি ৪/৫ দিন আগের। লাশের শরীরে পঁচন ধরাতে মুখমন্ডল চেনা যাচ্ছে না।

    এব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, স্থানীয় এলাকাবাসীর দেওয়া খবরে আমরা মদনহাটের ফরেষ্ট বিটের একটু দুরে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করি।

    বিষয়টি চট্টগ্রাম সিআইডি টিমকে জানানো হয়েছে তারা এলে লাশ শনাক্ত করবে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • সীতাকুণ্ডে বিট কর্মকর্তার পরিত্যাক্ত ঘরে মিলল জবাইকৃত মায়া হরিণ!

    সীতাকুণ্ডে বিট কর্মকর্তার পরিত্যাক্ত ঘরে মিলল জবাইকৃত মায়া হরিণ!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত বন বিটের একটি পরিত্যাক্ত ঘর থেকে জবাইকৃত একটি মায় হরিণ উদ্ধার করেছে পুলিশ। হরিণটির ওজন প্রায় ১২ কেজি।

    আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময় এঘটনা ঘটে। ময়নাতদন্ত ছাড়াই বিট অফিসের পাশে মায়া হরিণটি মাটিচাপা দেওয়া হয়েছে।

    জানা যায়, সকালে শীতলপুর বিট কর্মকর্তা জাকির হোসেন নিজেই পরিত্যাক্ত রুমের ভিতরে একটি জবাইকৃত হরিণের চামড়া ছড়ানোর সময় স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি দেখতে পায়।

    পরে ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের জানালে তাৎক্ষনিভাবে কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়। এসময় সাংবাদিকদের দেখে বিট কর্মকর্তা জাকির হোসেন তড়িঘড়ি করে জবাইকৃত মায়া হরিণটি মাটি চাপা দিতে যায়।

    এসময় তিনি বলেন, শামসুল আলম নামে এক ব্যক্তি পাহাড় থেকে হরিণটি নিয়ে যাওয়ার সময় আমি আটক করি। এরপর চামড়া সংরক্ষণের জন্য আমি জবাই করে চামড়া ছড়াই।

    এ প্রতিবেদক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়কে জানালে তিনি হরিণটি মাটি চাপা দিতে নিষেধ করেন। এদিকে নাম প্রকাশ না করা শর্তে ওই এলাকার বেশ কয়েকজন যুবক বলেন, বিট কর্মকর্তাসহ স্থানীয় ২/৩ জন মিলে উক্ত হরিনটি আটক করে জবাই করে।

    পরবর্তীতে স্থানীয় লোকজনের মাঝে ঘটনাটি জানাজানি হয়ে গেলে বিট কর্মকর্তা হরিণের চামড়া সংগ্রহ করে মাংস মাটির নিচে চাপা দেয়।

    এদিকে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এস.আই মো. রফিক এর নেতৃত্ব পুলিশ শীতলপুর বিট কার্যলয়ে গিয়ে জবাইকৃত ও চামড়া ছড়ানো অবস্থায় মায়া হরিণটি উদ্ধার করেন। পরে কুমিরা বন বিভাগের রেঞ্জ অফিসার উত্তম কুমার দত্ত সেখানে উপস্থিত হন।

    এ বিষয়ে তিনি বলেন, পাহাড়ে শিকারীরা হরিণটি হত্যা করেছে। জবাইকৃত হরিণটি বিট কর্মকর্তা উদ্ধার করেছে।

    এদিকে বিট কর্মকর্তা জাকির হোসেন সাংবাদিকদের কাছে হরিণটি নিজে জবাই করে চামড়া ছড়ানোর বিষয়টি স্বীকার করলেও পুলিশের কাছে তিনি জবাই করা অবস্থায় পেয়েছেন বলে জানান।

    পরিত্যাক্ত রুমটিতে হরিণটি জবাই ও চামড়া চড়ানোর আলামত হিসেবে কয়েকটি ছুরি,কলাপাতা এবং রক্ত পাওয়া যায়।

    এব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা বখতিয়ার নূর সিদ্দিকী বলেন, কে বা কারা একটি মায়া হরিণকে হত্যা করেছে পাহাড়ে, সেটা বিট কর্মকর্তা উদ্ধার করেছে বলে আমাকে জানিয়েছে।

    লকডাউনের কারণে সব কিছু বন্ধ থাকায় ময়নাতদন্তও করা সম্ভব নয় বলে স্থানীয় প্রশাসনকে জানিয়ে মাটি চাপা দেওয়ার কথা জানিয়ে বলেন, দুপুর দেড়টার সময় এসআই রফিক ও রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার দত্তের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই মায়া হরিণটি মাটিচাপা দেওয়া হয়।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • সীতাকুণ্ডের শীতলপুরে কারের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

    সীতাকুণ্ডের শীতলপুরে কারের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোঃ শফি (৭৫) প্রকাশ কর্ণেল শফি নামের এক
    বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

    আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটের সময় সীতাকুণ্ডের শীতলপুর বগুলা বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় তিনি নিহত হন। নিহত শফি স্থানীয় বগুলা বাজার এলাকার মৃত মাজেদ মিয়া ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনির আহমদ বলেন, দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় স্থানীয় মুক্তিযোদ্ধা মো. শফি মারা গেছেন। এলাকাবাসী তাকে কর্ণেল শফি নামে চিনেন। তবে তিনি সেনা বাহিনীর অফিসার ছিলেন না।

    এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একজন মুক্তিযোদ্ধা আহত হলে তাকে দুপুরে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সীতাকুণ্ডের শীতলপুরে দোকানে ঢুকে গেলো কাভার্ডভ্যান নিহত ১,আহত ৫

    সীতাকুণ্ডের শীতলপুরে দোকানে ঢুকে গেলো কাভার্ডভ্যান নিহত ১,আহত ৫

    চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

    আজ বৃহস্পতিবার (৭নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সোনাইছড়ির গামারীতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত যুবকের নাম মোঃ সুমন (৩৮)। সে বি-বাড়িয়ার মোখলেস মিয়ার পুত্র। এঘটনায় আহত হয়েছে ৫ জন তাদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে তারা হচ্ছে হারুন ও আজিজ।

    দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান

    জানাযায়, সকালে মহাসড়কের পাশে চট্টগ্রামমুখী দাঁড়ানো একটি পিকআপকে (ভোলা ঢ ১১-০০৯১) একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুইটি গাড়ির একটি কুলিং কর্ণারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং ৫জন আহত হয়। পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনারস্থলে এসে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরন করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয় এলাকাবাসী।

    বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল বলেন, চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে একটি দোকানে ঢুকে গেলে এতে একজন পথচারী নিহত হয়, আহত হয় ৪জন। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাড়ি দুইটি আটক করা হয়েছে।