Tag: শীপ ইয়ার্ড

  • সীতাকুণ্ডে তাহসিন শীপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত

    সীতাকুণ্ডে তাহসিন শীপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে তাহসিন শীপ ব্রেকিং ইয়ার্ড নামক একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানায় জাহাজ থেকে পড়ে মো. আবদুর রহিম তুষার (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ সাগর উপকূল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আবদুর রহিম তুষার কুড়িগ্রাম জেলার মোহাম্মদ সোলায়মানের পুত্র।

    বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. তোফায়েল আহমেদ।

    জানা গেছে, তুষার জাহাজে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে মাথায় মারাত্মক জখম হন। তাকে সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সীতাকুণ্ডে শীপ ইয়ার্ডকে পরিবেশের ২০ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ডে শীপ ইয়ার্ডকে পরিবেশের ২০ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের মাষ্টার এন্ড ব্রাদার্স শীপ ব্রেকিং ইয়ার্ড লিমিটেডকে বিশ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    আজ মঙ্গলবার (২৭ শে অক্টোবর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে মাস্টার কাসেম এর মালিকানাধীন কুমিরাস্থ মাষ্টার এন্ড ব্রাদার্স শীপ ব্রেকিং ইয়াডকে লিমিটেডকে জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, উক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু