সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে তাহসিন শীপ ব্রেকিং ইয়ার্ড নামক একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানায় জাহাজ থেকে পড়ে মো. আবদুর রহিম তুষার (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ সাগর উপকূল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আবদুর রহিম তুষার কুড়িগ্রাম জেলার মোহাম্মদ সোলায়মানের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. তোফায়েল আহমেদ।
জানা গেছে, তুষার জাহাজে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে মাথায় মারাত্মক জখম হন। তাকে সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।