Tag: শুটকিপল্লী

  • আছাদগঞ্জের শুটকিপল্লীতে আগুন : পুড়ল ব্যবসায়ি সমিতির অফিস

    আছাদগঞ্জের শুটকিপল্লীতে আগুন : পুড়ল ব্যবসায়ি সমিতির অফিস

    চট্টগ্রামের বৃহৎ পাইকারী শুটকির বাজার আছাদগঞ্জের শুটকি পল্লীর একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে গেছে শুঁটকি ব্যবসায়ী সমিতির কার্যালয়।

    আজ রবিবার সকাল ৭টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে নগরীর লামাবাজার ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে লামার বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে শুটকিপল্লীর ৫ তলা একটি ভবনের তৃতীয় তলায় থাকা আছাদগঞ্জ শুঁটকি ব্যবসায়ি সমিতির কার্যালয়ে আগুন লাগে।

    খবর পেয়ে আমার স্টেশনের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুন নিয়ন্ত্রণে আসার আগে সমিতির কার্যালয় পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানালেন পায়ার সার্ভিসের এ কর্মকর্তা।