Tag: শুভশ্রী

  • চুমু বিতর্ক নিয়ে মুখ খুললেন শুভশ্রী

    চুমু বিতর্ক নিয়ে মুখ খুললেন শুভশ্রী

    গত ২১ ফেব্রুয়ারি ছিল পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। বেশ ঘটা করে দিনটি উদযাপন করেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মধ্যরাতে কেক কেটে শুরু হয় উদযাপন। সেই রাতের এই পার্টি স্বামীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ছবি তুলেছিলেন শুভশ্রী।

    আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছিলেন শুভশ্রী। যা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছিল। ছবিটি নিয়ে কেউ কেউ নিন্দাও করেছেন। তবে খানিকটা সময় নিয়ে এ বিষয়ে জবাব দিলেন শুভশ্রী।

    ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, ‘যারা ট্রল করেন, তাদের কোনো অস্তিত্ব-ই আমাদের কাছে নেই। আমরা আমাদের মতো করে কাজ করি। আর আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই।’

    শুভশ্রী আরো জানান, পুরুষদের তুলনায় নারীদেরই বেশি সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে তিনি মনে করেন, নারীরা শক্তিশালী- এটা সমালোচকরা জানেন বলেই হয় বারবার আক্রমণ হয়।