Tag: শুভেচ্ছা

  • উপজেলা পরিষদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতিকে সানপ্লাস গ্রুপের শুভেচ্ছা

    উপজেলা পরিষদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতিকে সানপ্লাস গ্রুপের শুভেচ্ছা

    ডেস্ক নিউজ : উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ায় আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছে চ্যানেল জি ২৪ টিভি ও সানপ্লাস গ্রুপ।

    আজ মঙ্গলবার (১০ নভেম্বর) লাল গোলাপের একটি ফুলেল তোড়া দিয়ে নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান চ্যানেল জি ২৪ এর এম ডি ও সানপ্লাস গ্রুপের ব্যবস্তাপনা পরিচালক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ফেডারেশন অব বোড মেম্বার নূর মোহাম্মদ মধু।

    তিনি শিক্ষা অনুরাগী সমাজসেবক ও দরিদ্র মানুষের প্রিয় ব্যাক্ত্বি এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা তৌহিদুল হক চৌধুরীকে উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট নির্বাচকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    উল্লেখ্য : সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ারা থেকে বিনাপ্রতিদ্বদ্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদুল হক চৌধুরী। এর আগেও তিনি একই উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

    গত শনিবার (৭নভেম্বর ) বিকালে নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স হলে চট্টগ্রাম জেলার সকল উপজেলা চেয়ারম্যানের সম্মতিক্রমে আগামী ৫ বছরের জন্য উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি নির্বাচিত হন তৌহিদুল হক চৌধুরী।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সাথে অফিসার্স এসোসিয়েশনের মতবিনিময়

    চুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সাথে অফিসার্স এসোসিয়েশনের মতবিনিময়

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির ২০২০-২১ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন চুয়েট অফিসার্স এসোসিয়েশন।

    ৩ ফেব্রুয়ারি সোমবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম।

    এতে শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বীসহ সকল নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ নেওয়া হয়।

    অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব মোহাম্মদ ফজলুর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইউছুপ। অনুষ্ঠানে শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ সময় চুয়েট শিক্ষক সমিতি এবং অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ চুয়েটের চলমান অগ্রযাত্রাকে আরো বেগবান করতে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যেক সদস্যদের অধিকার ও দাবি আদায়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।