ডেস্ক নিউজ : উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ায় আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছে চ্যানেল জি ২৪ টিভি ও সানপ্লাস গ্রুপ।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) লাল গোলাপের একটি ফুলেল তোড়া দিয়ে নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান চ্যানেল জি ২৪ এর এম ডি ও সানপ্লাস গ্রুপের ব্যবস্তাপনা পরিচালক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ফেডারেশন অব বোড মেম্বার নূর মোহাম্মদ মধু।
তিনি শিক্ষা অনুরাগী সমাজসেবক ও দরিদ্র মানুষের প্রিয় ব্যাক্ত্বি এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা তৌহিদুল হক চৌধুরীকে উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট নির্বাচকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য : সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ারা থেকে বিনাপ্রতিদ্বদ্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদুল হক চৌধুরী। এর আগেও তিনি একই উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
গত শনিবার (৭নভেম্বর ) বিকালে নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স হলে চট্টগ্রাম জেলার সকল উপজেলা চেয়ারম্যানের সম্মতিক্রমে আগামী ৫ বছরের জন্য উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি নির্বাচিত হন তৌহিদুল হক চৌধুরী।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স