Tag: শুভ উদ্বোধন

  • বোয়ালখালীতে মীর মোহাম্মদ নূর নাহার জামে মসজিদের শুভ উদ্বোধন

    বোয়ালখালীতে মীর মোহাম্মদ নূর নাহার জামে মসজিদের শুভ উদ্বোধন

    বোয়ালখালী উপজেলার অন্তর্গত দক্ষিণ পশ্চিম চরখিজিরপুর টেক্সঘর গ্রামের মীর মোহাম্মদ নূর নাহার জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে মীর মোহাম্মদ নূর নাহার জামে মসজিদের উদ্বোধন করা হয়।

    এসময় প্রধান মেহমান হযরতুল আল্লামা আলহাজ্ব হাসান রেজা আলকাদেরী, জেলা পরিষদের সদস্য মো: ইউনুস, বন্দর ব্যবহারকারী সিবিএর সাধারণ সম্পাদক মো: আলমগীর, ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: আলমগীর, মসজিদের প্রতিষ্ঠাতা মোঃ মীর নওশাদ, নাসিরুদ্দিন, হাজী মোঃ নাসের, সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

    উদ্বোধনকালে বক্তারা বলেন এই মসজিদ নির্মাণের ফলে অত্র এলাকাবাসির অনেকদিনের আশা পূর্ন হলো। এই মসজিদ নির্মানে যারা শ্রম ও সহযোগিতা করেছেন তাদের প্রতি পরবর্তী প্রজন্ম কৃতজ্ঞ থাকবেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাউজানে ই-রেজিস্টার বিতরণ ও জনসংখ্যা গণনা কার্যক্রমের উদ্বোধন

    রাউজানে ই-রেজিস্টার বিতরণ ও জনসংখ্যা গণনা কার্যক্রমের উদ্বোধন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ই-রেজিস্টার বিতরণ ও জনসংখ্যা গণনা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়রম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা নিক্সন চৌধুরী।

  • ঠাকুরগাঁওয়ে গোরক্ষনাথ বারুণী মেলার উদ্বোধন

    ঠাকুরগাঁওয়ে গোরক্ষনাথ বারুণী মেলার উদ্বোধন

    গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁওঃ প্রতি বছরের ন্যায় এবারও  ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে সপ্তাহব্যাপী বারুণী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

    মেলা কমিটির সভাপতি অনিল কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায়  উপস্থিত ছিলেন, সাবেক দুই সংসদ সদস্য ইয়াসিন আলী ও সেলিনা জাহান লিটা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, বীর মুত্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, হিন্দু বোদ্ধ খ্রিষ্টান পরিষদ নেতা অমল কুমার রায় প্রমুখ।

    এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, সনাতন ধর্মের বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য যে ইতিহাস সূত্রে জানা যায়, এটি হিন্দু সম্প্রদায়দের একটি তীর্থস্থান। ফাল্গুনের শিব চতুদর্শী তিথিতে পুণ্যস্নানের জন্য আগমন ঘটে অসংখ্য নর-নারীর। আর তারই ধারাবাহিকতায় আজ এটি হিন্দু সনাতন ধর্মের একটি তীর্থস্থানে পরিণত হয়েছে।

    এটি মূলত গুপ্ত যুগ থেকে সেন যুগের মধ্যবর্তী সময়ে নির্মিত হয়। নাথ সহজিয়া তৎকালীন সূত্রে জানা যায়, গুরু গোরাক্ষনাথের নাম অনুসারে নামকরণ করা হয় মন্দিরটির।

    ইতিহাস ও এলাকা সূত্রে জানা যায়, এই মন্দিরটির পাশে একটি কুয়া ছিল যা বর্তমানেও রয়েছে। এটি  তৎকালীন একটি ঐতিহাসিক ঘটনার বিবরণ। ওই কুয়াটি থেকে পানি উঠে পুরো একটি এলাকা জলাশয়ে পরিণত হতো, এমনকি বোরো ধান চাষের সময় কোনো সেচ বা পানির প্রয়োজন হতো না। যেটুকু পানি লাগতো তা সরবরাহ করতো ওই কুয়াটি। কথিত আছে, আগের যুগের মানুষরা যা মানত করতো সেখান থেকে তাই পেতো।

    এ ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে এটি একটি ঐতিহাসিক জায়গায় রূপান্তরিত হয়। যার পরিপেক্ষিতে প্রতি বছর এখানে সনাতন ধর্মালম্বীদের জন্য আয়োজন করা হয় এই মেলাটির।

  • ডিসি রোড সমন্বয় কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসি রোড সমন্বয় কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

    ডি. সি. রোড সমন্বয় কল্যাণ পরিষদের উদ্যোগে বোয়ালখালী তৈয়বিয়া দেলোয়ার আম্বিয়া সুন্নিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে এক ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

    শনিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।

    যেখানে সর্বসাধারনের জন্য ছিল বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা, মহিলাদের ফ্রি জরায়ু পরীক্ষা, ফ্রি খৎনা, ফ্রি ডায়াবেটিক পরীক্ষা, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং ব্লাড প্রেসার নির্ণয়।

    সংগঠনের আহ্বায়ক মোঃ ইদ্রিস বাবুল এর সভাপতিত্বে ও সমন্বয়কারী মোঃ রাসেদ কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।

    এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়কারীদের মধ্যে আবু রায়হান পারভেজ, এখতেয়ার হোসেন, মুফিজুর রহমান, আলহাজ্ব মুনিরুল ইসলাম, মোঃ জাবেদ আহমেদ, ছাত্র নেতা জাহাঙ্গীর সেলিম, মোঃ সাজ্জাদ হোসেন, ফুটন্ত ফুলের সভাপতি শাহিন মোহাম্মদ সহ ফুটন্ত ফুলের সদস্যারা।

    সমন্বয় কল্যাণ পরিষদের উদ্যোগে বোয়ালখালীর পশ্চিম কধুরখীল গ্রামে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ২৪৬ জনের ফ্রি চিকিৎসা, ১৪৭ জনের জরায়ুর চিকিৎসা, ২৫ জনের ফ্রি খতনা, ৩৫০ জনের ফ্রি ডায়াবেটিক পরীক্ষা ও ৪৭৫ জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, এবং ১৯৫ জনের ব্লাড় প্রেসার নির্ণয় করা হয়।

    সংগঠনের সদস্যরা বলেন এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ও আজীবন করে যাবে ইনশাআল্লাহ।