মো: পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: অবশেষে সকল ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সহযোগী মহাপরিচালক পদ থেকে সরিয়ে দেয়া হলো আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে আল্লামা শেখ আহমদকে।
এছাড়া আমৃত্যু মাদ্রাসার মহাপরিচালক হিসেবে বহাল থাকবেন বর্তমান মহাসচিব ও হেফাজতে ইসলামির আমীর আল্লামা শাহ আহমদ শফি।
আজ বুধবার (১৭ জুন) হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক কার্যালয়ে অনুষ্ঠিত দীর্ঘ সাড়ে ৫ ঘন্টা ধরে চলা মজলিসে শূরা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
মাদ্রাসার বর্তমান মহাপরিচালক
১০৩ বছরের অধিক বয়সী আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্য জনিত কারণে বার বার অসুস্থ্য হয়ে পড়লে আহমদ শফীর উত্তরসূরী নিয়ে বিভিন্ন সময় দ্বন্ধে জড়িয়ে পরে একাধিক পক্ষ। তবে এবার সব দ্বন্ধ আর উত্তেজনার অবসান ঘটাল মজলিসে শূরা কমিটির বৈঠক।
সূত্র জানায়, মাদ্রাসা ভবনে সকাল ১০টায় জুনায়েদ বাবুনগরীকে ছাড়াই শুরু হয় মজলিসে শূরার বৈঠক। দুই ঘণ্টার মাথায় দুপুর ১২টা ৪৮ মিনিটের দিকে বৈঠকে ডাকা হয় বাবুনগরীকে। এরপর দুপুর ১:২০ মিনিটে তিনি বৈঠক ত্যাগ করেন। পরে দুপুর সাড়ে ৩ টায় বৈঠক শেষ হয়। সভাপতিত্ব করেন আল্লামা আহমদ শফী
বৈঠকে আরো উপস্থিত ছিলেন শূরা কমিটির সদস্য যথাক্রমে:- আল্লামা নোমান ফয়জী, আল্লামা নুরুল ইসলাম, আল্লামা আব্দুল কুদ্দুস, মুফতি নুরুল আমীন, আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী, আল্লামা সালাউদ্দিনব নানুপুরী, আল্লামা সোহাইব নোমানী, আল্লামা আবুল হাসান (কক্সবাজার), আল্লামা আবুল কাসেম ফেনী, আল্লামা ওমর ফারুক বাথুয়া।
২৪ ঘণ্টা/এম আর