Tag: শেখ রাসেল ডিজিটাল ল্যাব

  • লক্ষ্মীপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পেলো ১৫ মাধ্যমিক বিদ্যালয়

    লক্ষ্মীপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পেলো ১৫ মাধ্যমিক বিদ্যালয়

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পেলো ১৫ মাধ্যমিক বিদ্যালয়। জেলার রামগঞ্জ উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয় পেলো এ শেখ রাসেল ডিজিটাল ল্যাব। লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান নিজ হাতে আজ দুপুরে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার কার্যালয়ে ১৫ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক প্রধান শিক্ষকের হাতে ওই অনুমোদনপত্র তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন, এমপি ড. আনোয়ার হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ, রামগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুরুল হক ফারুক, সাধারন সম্পাদক মোঃ রফিক উল্যা মাষ্টারসহ প্রমূখ নেতৃবৃন্দ।

    এসময় এমপি আনোয়ার খান বলেন, পর্যায়ক্রমে উপজেলার বাকী স্কুল কলেজ ও মাদ্রাসাগুলোতেও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ডিমলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

    ডিমলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

    নীলফামারীর ডিমলায় সোনাখুলী হাজী জহরতুল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ছাত্রীদের জন্য ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়েছে।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে উক্ত প্রতিষ্ঠানে ১১টি ল্যাবটপ, চেয়ার, টেবিল, ডিজিটাল বোর্ড সরবারহ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের তত্বাবধানে ৬লাখ ১৩ হাজার ৪০৯ টাকা ব্যয়ে ছাত্রীদের জন্য ওয়াশ ব্লক নির্মান করা হয়।

    সোমবার(২৮অক্টোবর)দুপুরে এসব প্রকল্পের উদ্বোধন করেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

    এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, ওসি মফিজ উদ্দিন শেখ, ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, প্রতিষ্ঠানের সভাপতি আফতাব হোসেন মিয়া, প্রধান শিক্ষক আব্দুল ময়ীদ, ওয়াশ ব্লক নির্মানের ঠিকাদার গোলাম রব্বানী বাবু, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।