Tag: শেখ হাসিনার

  • ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার’ ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র

    ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার’ ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মুজিব বর্ষ উপলক্ষ্যে নগরীর আলকরন সুলতান আহমদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল।

    বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরনীয় করে রাখতে গত বুধবার রাতে ফলক উম্মোচন করে এই ম্যুরাল উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    এই ম্যুরালে বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং শেখ হাসিনার উদ্ভব নতুন বছরের বই উৎসব টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।

    ১৪ লক্ষ টাকা ব্যয়ে ১০ ফুট দৈর্ঘ্য ও ৮০ ফুট প্রশস্তের আর্কিটেক্ট ফয়সল ও মামুনের সলিড ভয়েড আর্কিটেক্টস নামক প্রতিষ্ঠান এই ম্যুরাল তৈরীর কাজ সম্পন্ন করেছেন।

    এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, ইতোমধ্যে নগরীকে দৃষ্টি নন্দন করতে নগরীর বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশন সৌন্দর্যবর্ধনে অনেক কাজ করেছে। এছাড়া ইতিহাস ও ঐতিহ্যকে নব প্রজন্মের কাছে পরিচয় ও জানার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিদের নামে নাম করণ করা হয়েছে। বরেণ্য ব্যক্তিদের ভাষ্কর্য স্থাপিত হয়েছে এবার।

    সিটি মেয়র আরো বলেন, বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। ২০২১ সনের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সনের মধ্যে উন্নত দেশে পরিণত করতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন বর্তমান প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর জন্য কর্পোরেশনের এই উদ্যোগ।ম্যুরাল উদ্বোধন

    বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুর রহমান, সমাজসেবক আবদুল হালিম দোভাষ, ব্যবসায়ী আলহাজ্¦ জহুর আহমদ সওদাগর, শিক্ষক সাহাদাত হোসেন, আলহাজ্ব সিদ্দিক আহমেদ সর্দ্দার, আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, ইস্পাহানী লি. এর জেনারেল ম্যানেজার ওমর হান্নান, সলিট ভেইড আর্কিটেক্ট এর পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম মানুন, শিক্ষক মো. নুর হোসেন ও স্থপতি ফয়সাল ভূইয়া।

    সভা পরিচালনা করেন নগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। সভায় আরো উপস্থিত ছিলেন আনোয়ার আলম, মঞ্জুর হোসাইন, জাহাঙ্গীর সিদ্দিকী, হাজী নাসির আহমদ, ছবির আহমেদ, সাবিনা খায়ুম দোভাষ, নিগার সীমা, আফসার আহমেদ, মো. সিরাজ, লক্ষী পদ দাশ, অনিল দাশ, ওয়াহিদুল আলম শিমুল, এস এম সিরাজ, সাখাওয়াত হোসেন সাকু, তাজউদ্দিন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, কামরুল হক, তানভীর আহমেদ রিংকু, আবদুল আজিজ ও শাহেদ হোসেন টিটু প্রমুখ।

    মুনাজাত পরিচালনা করেন বায়তুর রহমত জামে মসজিদের খতিব আলহাজ্ব আবদুর রহমান।

  • শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

    শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব,চট্টগ্রাম : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বদলে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশ, বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। আরো খবর : নেতাকর্মীদের বিনয়ী হওয়ার আহবান তথ্যমন্ত্রীর

    তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতির প্রবৃদ্ধিতেও বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের চাইতে এগিয়ে।স্বাধীনতার পর যে পাকিস্থান বাংলাদেশ রাস্ট্র হিসেবে টিকে থাকা নিয়ে সন্দেহ করতো সেই পাকিস্থানের প্রধানমন্ত্রী ও জনগণ এখন আক্ষেপ করেন। কারণ সমস্ত সূচকে বাংলাদেশ আজকে পাকিস্থানকে অতিক্রম করেছে। আরো খবর : মায়ের মমতায়, বোনের স্নেহে আওয়ামী লীগকে সুসংগঠিত করে শেখ হাসিনা : তথ্যমন্ত্রী

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর বুধবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের উদ্দ্যেশে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, পাকিস্থানের, বুদ্ধিজীবি ও রাজনীতিবিদরা যখন উন্নত দেশে রুপান্তর করার স্বপ্ন দেখান তখন সে দেশের জনগণ বলেন আমাদেরকে অত স্বপ্ন দেখাবেন না বরং বাংলাদেশ হওয়ার চেষ্টা করেন। এখানেই হচ্ছে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার স্বার্থকতা। আরো খবর : খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভীর বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া কিছু নয়-তথ্যমন্ত্রী

    এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    এর আগে আওয়ামী লীগের সদ্য নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাতে সকাল থেকে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং অংগ সংগঠনের নের্তৃবৃন্দরা বিমান বন্দরে জড়ো হন। তাদের শুভেচ্ছা অভিনন্দনে শিক্ত হন তথ্যমন্ত্রী।

  • চট্টগ্রামে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন পালন

    চট্টগ্রামে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন পালন

    চট্টগ্রাম : নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপন করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখহাসিনার ৭৩ তম জন্মদিন।

    চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের আয়োজনে দুপুরে নগরির ইন্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও আলোচনা সভা।

    এতে নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষসহ আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নগরীর বিভিন্ন্ স্থানে নানা কর্মসূচি পালন করছে।

    ২৪ ঘন্টা/আরএস..

  • চিকিৎসার জন্য অর্থ সাহায্য শেখ হাসিনার অনন্য উদ্যোগ

    চিকিৎসার জন্য অর্থ সাহায্য শেখ হাসিনার অনন্য উদ্যোগ

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক উপজেলার ১৮টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে নগদ ১৭ হাজার ৫০০ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।

    আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

    এসময় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের হাতে ২০১৮-১৯ অর্থবছরে এককালীন অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি। মিরসরাইয়ের উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন ও ইসমত আরা ফেন্সি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আরা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

    এসময় ক্যান্সার, কিডনী, লিভার সেরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মাঝে ২৬ জনকে ৫০ হাজার করে ১৩ লাখ টাকা এককালীন অনুদান এবং প্রতিবন্ধী ৭২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।

    প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসময় বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে মাদকের বিরুদ্ধে জনগনকে সচেতন করতে হবে। জনগন সচেতন হলেই মাদকমুক্ত সমাজ গঠন সহজ হবে।

    তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে বৃক্ষরোপনে তিনি অর্থায়ন করবেন বলে জানান। চিকিৎসার জন্য দেওয়া অর্থ সম্পর্কে বলেন, এগুলো শেখ হাসিনার অনন্য উদ্যোগ।

    বিভিন্ন ধরনের ভাতা চালু করে শেখ হাসিনা অসহায় মানুষের দুর্দশা লাঘবের চেষ্টা করে যাচ্ছেন। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

    ২৪ ঘন্টা/আশরাফ/রাজীব..