Tag: শোক

  • সাংবাদিক আলমগীর সবুজের মায়ের ইন্তেকাল

    সাংবাদিক আলমগীর সবুজের মায়ের ইন্তেকাল

    দেশ টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান সাংবাদিক সৈয়দ আলমগীর সবুজের মা জান্নাতুল ফেরদৌস ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

    আজ সোমবার সকাল আটটায় চট্টগ্রাম নগরীর আলমগীর সবুজের বাসায় বার্ধ্যক্য জণিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি চার ছেলে এবং ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

    আজ সোমবার বাদে মাগরিব রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন মীর বাড়ি গ্রামের জামে মসজিদ মাঠের ঈদগাহে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

    তার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে সাংবাদিক নেতারা মরহুমার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

  • হাছান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেলের শোক

    হাছান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেলের শোক

    ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও কাশেম-নূর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান শিল্পপতি হাছান মাহমুদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, হাছান মাহমুদ চৌধুরী করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের সাহায্য-সহযোগিতা প্রদানের পাশাপাশি করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানেও অনুদান ও চিকিৎসা সামগ্রী প্রদান করে করোনা সংকট মোকাবেলায় মানবিক দায়িত্ব পালন করেছেন।

    তিনি বলেন, হাছান মাহমুদ চৌধুরী মৃত্যুতে দেশবাসী একজন সফল ব্যবসায়ী ও মানবিক মানুষ হারালো। শিক্ষা উপ-মন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আল্লামা শফীর মৃত্যুতে শিক্ষা উপ-মন্ত্রী নওফেলের শোক

    আল্লামা শফীর মৃত্যুতে শিক্ষা উপ-মন্ত্রী নওফেলের শোক

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    শুক্রবার রাতে এক শোক বার্তায় তিনি মরহুম আল্লামা আহমদ শফীর আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    রাতে গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান, চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার বিদায়ী মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

    পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আল্লামা আহমদ শফী’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    আল্লামা আহমদ শফী’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    প্রেস বিজ্ঞপ্তি : দেশের কওমি মাদ্রাসা সমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল উলাইয়া লিল জামিয়াতিল কওমিয়া, বেফাকুল মাদারিস, বাংলাদেশ ও হেফাজত-ই-ইসলাম সংগঠনের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকালের সংবাদে ব্রাসেলস সফররত তথ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে আল্লামা শফীর বয়স হয়েছিল ১০৪ বছর।

    ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় প্রয়াত আল্লামা শফীকে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে-দ্বীন হিসেবে উল্লেখ করেন এবং চট্টগ্রামের একই উপজেলা রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে আন্তরিক শ্রদ্ধা জানান।

    মন্ত্রী বলেন, মাওলানা আল্লামা শফী দীর্ঘ তিন দশকেরও বেশি দেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে প্রাচীন ও বৃহত্তম চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হিসেবে কওমি মাদ্রাসাগুলোর নেতৃত্ব দিয়েছেন। দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও স্বীকৃতি অর্জনে তার ভূমিকা অনস্বীকার্য।

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের পাখিয়ারটিলা গ্রামে ১৯১৬ সালে জন্মগ্রহণকারী শাহ আহমদ শফী মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • রাউজানে প্রবীণ শিক্ষক রাখাল চন্দ্র দে আর নেই, বিভিন্ন মহলের শোক

    রাউজানে প্রবীণ শিক্ষক রাখাল চন্দ্র দে আর নেই, বিভিন্ন মহলের শোক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানে পাহাড়তলী ইউনিয়নের শতবর্ষোত্তীর্ণ প্রাচীন বিদ্যাপীঠ মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রাখাল চন্দ্র দে (৭৫) পরলোক গমন করেছেন।

    রবিবার বেলা সাড়ে ১২ টায় বার্ধক্যজনিত রোগে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। ১৪ জুন রবিবার বিকেলে শেষকৃত্য অনুষ্ঠান শেষে স্থানীয় শ্মশানে তার মৃতদেহ সৎকার করা হয়।

    শিক্ষক রাখাল চন্দ্র দে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দাশ পাড়া গ্রামের মৃত তার চরণ দে’র পুত্র। তিনি মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

    পরে একই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে ২০০৮ সালে তিনি অবসরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

    মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, শিক্ষক মন্ডলী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ নানান সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা গুনী এই শিক্ষকের প্রয়াণে শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/আর এস পি

  • ধর্ম প্রতিমন্ত্রী’র মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেল এর শোক

    ধর্ম প্রতিমন্ত্রী’র মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেল এর শোক

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের শোক

    সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের শোক

    ২৪ ঘণ্টা গণমাধ্যম ডেস্ক : সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহর ইন্তেকালে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

    এক শোক বার্তায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর এবং সাধারণ সম্পাদক আলীউর রহমান বলেন, রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম তাঁর পিতা জাতীয় চারনেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর মতোই স্বাধীনতার পক্ষে সবসময় রাজপথে থেকেছেন। একইসঙ্গে ১৪ দলীয় জোটের মুখপাত্র হিসেবে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।

    এর আগেও তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এক মেধাবী ও প্রবীন রাজনীতিবিদকে হারিয়েছে।

    চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

    বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লা ইন্তেকালে শোক প্রকাশ করেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম নেতৃবৃন্দ।

    শোক বিবৃতিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লার আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন চসিক মেয়র আ জ ম নাছির

    ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন চসিক মেয়র আ জ ম নাছির

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    শনিবার (১৩ জুন) রাতে মেয়র নাছির গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ শোক জানান।

    শোক বার্তায় আ জ ম নাছির বলেন, আওয়ামী লীগের সৎ,পরিচ্ছন্ন রাজনীতিক মুক্তিযোদ্ধা মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ সাহেব একজন আদর্শবান রাজনৈতিক নেতা।

    দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ শেখ আবদুল্লাহ ছিলেন তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ইতিবাচক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে শেখ আবদুল্লাহ ছিলেন অকুতোভয় সৈনিক। সাধারণ মানুষের কল্যাণে তার অবদান অক্ষয় হয়ে থাকবে।

    তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    উল্লেখ্য, শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • মোহাম্মদ নাসিম-এর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেল’র শোক

    মোহাম্মদ নাসিম-এর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেল’র শোক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

    বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে শিক্ষা উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, কর্মীবান্ধব কারা নির্যাতিত নেতা, দলের একজন বলিষ্ঠ সংগঠক আন্দোলন-সংগ্রামের অকুতোভয়, শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান, ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম না ফেরার দেশে চলে গেলেন।

    নওফেল বলেন, মোহাম্মদ নাসিম আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন। দেশ ও সমাজের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধারভরে স্মরণ করবে।’

    নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১৩ জুন) বেলা ১১টার ১০ মিনিটে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোহাম্মদ নাসিমের একান্ত সহকারী সচিব মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • মোহাম্মদ নাসিম-এর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    মোহাম্মদ নাসিম-এর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ড. হাছান মাহমুদ।

    এক শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    তথ্যমন্ত্রী শোকবার্তায় আরো বলেন, জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম আজীবন জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অটল ছিলেন।

    মন্ত্রী এসময় ২০১৪-২০১৮ মেয়াদে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ১৯৯৬-২০০১ মেয়াদে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মোহাম্মদ নাসিমের দায়িত্ব পালনের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

    ড. হাছান মাহমুদ বলেন, মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন এদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। অপরদিকে, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ বিবৃতি দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • চির নিদ্রায় শায়িত হলেন হাটহাজারী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জসিম

    চির নিদ্রায় শায়িত হলেন হাটহাজারী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জসিম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন ৭৫ পরবর্তী বাংলাদেশ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা শাখার আহ্বায়ক, হাটহাজারী পৌর সহায়ক কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন।

    এর আগে আছরের নামাযের পর হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (৯ জুন) হাটহাজারী কাচারী সড়কস্থ নিজ বাস ভবনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

    মরহুমে পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে দূরারোগ্য ক্যান্সার এবং কিডনি সমস্যায় ভূগছিলেন তিনি।

    এদিকে একজন পরিচ্ছন্ন ও নিষ্ঠাবান রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন হাটহাজারী প্রেস ক্লাব, হাটহাজারী সাংবাদিক সমিতি, হাটহাজারী সাংবাদিক ইউনিয়ন, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ-ছাত্রলীগ, হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগ-ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

    ২৪ ঘণ্টা/মো. পারভেজ/আর এস পি

  • আল্লামা নুরুল হাশেমীর মৃত্যুতে আল্লামা সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর শোক

    আল্লামা নুরুল হাশেমীর মৃত্যুতে আল্লামা সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর শোক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : বিশিষ্ট ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ইমামে আহলে সুন্নাত, হযরত আল্লামা শাহ্সুফী মাওলানা কাজী নুরুল ইসলাম হাশেমী (রঃ)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আল্লামা সাইফুদ্দীন মাইজভাণ্ডারী।

    মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল (দ), হযরত আল্লামা শাহ্সূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ) এক শোকবার্তায় বলেন, আজ আমরা সুন্নীয়তের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালাম।

    এ শূন্যতা অপূরণীয়। মহান আল্লাহ্ দ্বীন ও সুন্নীয়তের জন্য তার অবদানকে কবুল করে প্রিয় নবিজীর (দ) উসিলায়, তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

    ২৪ ঘণ্টা/আর এস পি