দেশ টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান সাংবাদিক সৈয়দ আলমগীর সবুজের মা জান্নাতুল ফেরদৌস ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার সকাল আটটায় চট্টগ্রাম নগরীর আলমগীর সবুজের বাসায় বার্ধ্যক্য জণিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি চার ছেলে এবং ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ সোমবার বাদে মাগরিব রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন মীর বাড়ি গ্রামের জামে মসজিদ মাঠের ঈদগাহে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে সাংবাদিক নেতারা মরহুমার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।