Tag: শোক প্রকাশ

  • প্রবীণ আ.লীগ নেতা নুরুল করিম বেবী চৌধুরী ইন্তেকাল, পররাষ্ট্রমন্ত্রীর শোক

    প্রবীণ আ.লীগ নেতা নুরুল করিম বেবী চৌধুরী ইন্তেকাল, পররাষ্ট্রমন্ত্রীর শোক

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নুরুল করিম বেবী চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত দুইটার দিকে বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে পোমরা হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
    – Advertisement –

    প্রবীণ আওয়ামী লীগ নেতা নুরুল করিম বেবী চৌধুরীর মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্সম সাধারন সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

    মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেবী চৌধুরী ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণ করে দলের দুঃসময়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দলের তৃণমূলে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন তিনি। এছাড়া তিনি এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন। মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

  • সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন ফারুক : রাষ্ট্রপতি

    সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন ফারুক : রাষ্ট্রপতি

    সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    সোমবার (১৫ মে) রাষ্ট্রপতির কার্যালয়ের ডেপুটি প্রেস সচিব ইমরানুল হাসানের পাঠানো এক শোক বার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেন।

    এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, চিত্রনায়ক ফারুকের মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর অভিনীত চলচ্চিত্র দেশের সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র অঙ্গনে তার অবদান দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

    রাষ্ট্রপতি মরহুম আকবর হোসেন পাঠান ফারুকের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সাংবাদিক নজরুল ইসলামের মায়ের ইন্তেকাল

    সাংবাদিক নজরুল ইসলামের মায়ের ইন্তেকাল

    দ্য নিউ নেশান পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান নজরুল ইসলামের মাতা সুফিয়া বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    শনিবার (৩ ডিসেম্বর) বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    মৃত্যুকালে তিনি তিন পুএ ও তিন কন্যা সন্তানসত অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    সাংবাদিক নজরুল ইসলামের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ২৪ঘণ্টা ডট নিউজ পরিবার।

    তারা মরহুমার আত্মার মাফফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

     

  • সাংবাদিক মাহাবুব রশীদ এর মায়ের ইন্তেকাল

    সাংবাদিক মাহাবুব রশীদ এর মায়ের ইন্তেকাল

    দৈনিক দিনকাল চট্টগ্রাম অফিসের সাবেক ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক মাহবুব রশীদ এর আম্মা শামসুন্নাহার ইন্তেকাল করেছেন।

    আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সোয়া তিনটায় রাজধানীর পান্থ পথের নিজ বাসায় তিনি মারা যান।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন নাতী নাতনী ও শুভানুধায়ী রেখে যান।

    সাংবাদিক মাহবুব রশীদ তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ও বার্থক্যজনিত কারণে আমার মা ইন্তেকাল করেছেন।

    আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাঠালী গ্রামে এবাদুল্লাহ মুন্সির বাড়িতে নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিনিয়র সদস্য সাংবাদিক মাহবুব রশীদ এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএমইউজের সভাপতি মোঃ শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান।

    এক বিবৃতিতে নেতৃবৃন্দ মোসাম্মদ শামসুন্নাহার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • ইঞ্জিনিয়ার আলী আশরাফ এর মৃত্যুতে সিটি মেয়রের শোক প্রকাশ

    ইঞ্জিনিয়ার আলী আশরাফ এর মৃত্যুতে সিটি মেয়রের শোক প্রকাশ

    নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার আলী আশরাফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

    এক শোকবার্তায় তিনি বলেন, ইঞ্জিনিয়ার আলী আশরাফ এর মৃত্যুতে আমরা একজন গুণী মানুষকে হারালাম। যিনি সব সময় নগরের উন্নয়নের কথা ভাবতেন এবং নগর উন্নয়নে কাজ করতেন। সেই সাথে সদা হাস্যজ্জোল একজন মহান মনের মানুষ গড়ার কারীগরকেও আমরা হারিয়েছি। যার শুন্যস্থান কোনদিনও পূরণ হওয়ার নয়।

    আমি উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

    ইঞ্জিনিয়ার আলী আশরাফ ৬ই মার্চ দিবারাত ২.০৭ মিনিটে ঢাকার এভার কেয়ার (সাবেক এপেলো) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    উল্লেখ্য, তিনি ফটিকছড়ি নিবাসী মরহুম এডভোকেট মোহাম্মদ নুরুল হুদার বড় ছেলে। বেশ কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন। দেশ দরদী প্রকৌশলী আলী আশরাফ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সাবেক সভাপতি, নগর পরিকল্পনাবিদ, সাউদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য, রোটারি সেন্টারের আজীবন সদস্য সহ বহু সংগঠনের সাথে জড়িত ছিলেন।

  • রাউজান সাংসদের মেঝ ভাই ফজলে রাব্বিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

    রাউজান সাংসদের মেঝ ভাই ফজলে রাব্বিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই এবিএম ফজলে রাব্বি চৌধুরী (মানিক) সহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ গৃহীত হয়েছে।

    ১০ মে বুধবার বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।সংসদে শোক প্রস্তাব

    সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সরকারি দলের বেগম মতিয়া চৌধুরী, আ স ম ফিরোজ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জাসদের হাসানুল হক ইনু ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

    শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য রুহুল আমিন মাদানী। এর আগে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    উল্লেখ্য গত বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসাপাতালে ইন্তেকাল করেন এবিএম ফজলে রাব্বি চৌধুরী। তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

    তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা একেএম ফজলুল কবির চৌধুরীর ২য় পুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছিলেন।

    সংসদে বড় ভাইয়ের শোক প্রস্তাব আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/রাজীব প্রিন্স