Tag: শোক

  • পাকিস্তানে বিমান বিধ্বস্ত/ নিহত বেড়ে ৯৭, জীবিত উদ্ধার ৩/ইমরান খান ও মোদীর শোক

    পাকিস্তানে বিমান বিধ্বস্ত/ নিহত বেড়ে ৯৭, জীবিত উদ্ধার ৩/ইমরান খান ও মোদীর শোক

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক সংবাদ : পাকিস্তানের করাচিতে উড়োজাহাজ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯৭ জনের মৃত্যুর খবর জানা গেছে। দুর্ঘটনাস্থল থেকে তিন জনকে জীবিত উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

    পাকিস্তানের করাচিতে সিন্ধু প্রদেশের স্বাস্থ্যকর্মকর্তারা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন। এছাড়া হতাহতের মধ্যে ১৯ জনের পরিচয় শনাক্ত করা গেছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

    পাকিস্তানের আন্তর্জাতিক এয়ারলাইনসের (পিআইএ) বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার (২২ মে) এক টুইটবার্তায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    দেশটির বিমান চলাচল কর্মকর্তারা জানান, শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ারলাইন্সের (পিআইএ) জেট বিমান এ-৩২০ এ, ৯১ জন যাত্রী এবং ৮ জন বিমান কর্মী ছিলেন। লাহোর থেকে বিমানটি যাত্রা শুরু করে পাকিস্তানের অন্যতম ব্যস্ত একটি বিমানবন্দর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি বিধ্বস্তের আগে দুই থেকে তিন বার অবতরণের চেষ্টা করে। কিন্তু শেষমেশ করাচির একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে যায় বিমানটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জিন্নাহ বিমানবন্দর থেকে বিমানটি মাত্র প্রায় এক মিনিটের দূরত্বে ছিল।

    শাকিল আহমেদ নামে স্থানীয় একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিমানটি প্রথমে একটি মোবাইল টাওয়ারে আঘাত করে। এরপর বাড়ির উপরে বিধ্বস্ত হয়ে পড়ে। দেশটির সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, দুর্ঘটনায় আরও অনেকে হতাহত হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

    পাকিস্তানের টিভি ফুটেজ থেকে দেখা গেছে, ওই এলাকার বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ উজায়ের বিবিসি উর্দু বিভাগকে জানিয়েছেন, বিকট আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। তিনি বলেন, প্রায় চারটি বাড়ি পুরো বিধ্বস্ত হয়ে গেছে। প্রচুর ধোঁয়া আর আগুন জ্বলছে।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় জানান, দুর্ঘটনার খবরে তিনি মর্মাহত এবং দু:খিত। সেইসঙ্গে অবিলম্বে ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

    এদিকে পাকিস্তানের আন্তর্জাতিক এয়ারলাইনসের(পিআইএ) বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এক টুইটবার্তায় তিনি বলেন, পাকিস্তানে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করছি।

    প্রসঙ্গত এর আগেও গত ২০১০, ২০১২ ও ২০১৬ সালে পৃথক তিনটি বিমান বিধ্বস্থের ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে। ২০১০ সালে পাকিস্থানের ইসলামাবাদের কাছে বেসরকারি বিমান সংস্থা এয়ারব্লু পরিচালিত একটি বিমান বিধ্বস্ত হলে ১৫২জন যাত্রীর সবাই মারা যায়। সেটি ছিল পাকিস্তানের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

    এরপর ২০১২ সালে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাওয়ালপিণ্ডিতে অবতরণ করার সময় পাকিস্তানের ভোজা এয়ার পরিচালিত বোয়িং ৭৩৭-২০০ বিধ্বস্ত হলে ১২১জন যাত্রী এবং ছয়জন ক্রু-র সবাই প্রাণ হারান।

    তাছাড়া ২০১৬ সালে পাকিস্তানের উত্তরাঞ্চল থেকে ইসলামাবাদ যাবার সময় পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে গেলে বিস্ফোরিত হয়ে মারা যায় ৪৭জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চলে গেলেন চবি শিক্ষক ড. জাহাঙ্গীর, শোক জানিয়েছেন উপাচার্য

    চলে গেলেন চবি শিক্ষক ড. জাহাঙ্গীর, শোক জানিয়েছেন উপাচার্য

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম আর নেই।

    হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

    আজ রবিবার (২৬ এপ্রিল) ভোরে নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৬ বছর। তিনি এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার ভোরে সেহেরি খাওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে ড. জাহাঙ্গীর আলমকে মুরাদপুরের বাসা থেকে সিএসসিআর হাসপাতালে আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

    আজ জোহরের নামাজের পর চট্টগ্রামের হাটহাজারীস্থ উত্তর মাদার্শা নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

    তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

    এক শোক বাণীতে উপাচার্য বলেন, প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ছিলেন অত্যন্ত মেধাবী, বিনয়ী, নিভৃতচারী একজন সাদামনের মানুষ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যদে দায়িত্বপালনকালীন তিনি তাঁর মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে যে অবদান রেখেছেন চবি প্রশাসন তা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

    এছাড়া শোক জানিয়েছে চবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • রাউজানে সাংবাদিক গাজী জয়নালের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

    রাউজানে সাংবাদিক গাজী জয়নালের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

    ২৪ ঘন্টা ডট নিউজ।রাউজান প্রতিনিধি : দৈনিক ইত্তেফাকের রাউজান প্রতিনিধি সাংবাদিক গাজী জয়নাল আবেদীন জুবায়ের’র পিতা গাজী আব্দুল কাদের আর নেই।

    ৩০ ডিসেম্বর সোমবার বিকাল তিনটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ নং ওয়ার্ডের এইচডিইউ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ শারীরিক রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

    ৩০ ডিসেম্বর রাত ১০ টায় স্থানীয় জামে মসজিদ ময়দানে নামাজে জায়নাজা শেষে হযরত সোনা গাজী (রহ:) ও হযরত টোনা গাজী শাহ (রহ:) গোরস্থানে দাফনকাজ সম্পন্ন হয়।

    গাজী জয়নালের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, রাউজান সাংবাদিক কল্যাণ সমিতি, রাউজান সাহিত্য পরিষদ, পাহাড়তলী নজরুল ক্লাবসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।

  • পাথরঘাটা ট্রাজেডি :  নওফেল’র শোক, নিহত প্রত্যেক পরিবারকে দেয়া হবে ১০ হাজার টাকা

    পাথরঘাটা ট্রাজেডি : নওফেল’র শোক, নিহত প্রত্যেক পরিবারকে দেয়া হবে ১০ হাজার টাকা

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহতদের আত্নার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    এদিকে নওফেলের পক্ষে আজ রবিবার বেলা সাড়ে ১২টার সময় ঘটনাস্থল পরিদর্শণে যান প্রয়াত চট্টলবীর সাবেক সফল মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী এবং শিক্ষা উপমন্ত্রী নওফেলের মা হাসিনা মহিউদ্দিন ও ছোট ভাই রোরহান উদ্দীন চৌধুরী সালেহীন।

    এসময় নিহত সাতজনের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়ার কথা জানিয়েছেন প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর কণিষ্ট পুত্র রোরহান উদ্দীন চৌধুরী সালেহীন।

    তিনি জানিয়েছেন চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর পক্ষে নিহত প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

    এসময় চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • কসবায় ট্রেন দুর্ঘটনা : বেঁচে গেলেন ফজলে করিম!

    কসবায় ট্রেন দুর্ঘটনা : বেঁচে গেলেন ফজলে করিম!

    ২৪ ঘন্টা চট্টগ্রাম স্পেশাল : ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

    দুর্ঘটনা কবলিত তুর্ণা নিশীতা ট্রেনে করেই ঢাকা যাওয়ার কথা ছিলো সাংসদ ফজলে করিমের। ওই ট্রেনের টিকিটও সংগ্রহ করেছিলেন তিনি। তবে রাষ্ট্রপতির সাথে গুরুত্বপূর্ণ এক বৈঠকের সিদ্ধান্তে হঠাৎ করেই তিনি যাত্রা পথ পরিবর্তণ করেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করেই তিনি ঢাকায় পৌছান।

    এসব তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিমের এপিএস চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।

    তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। শোক বার্তায় ফজলে করিম নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দুর্ঘটনায় আহত মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান।

    এদিকে দুর্ঘটনার শিকার ট্রেনে করে পিতার ঢাকা যাওয়ার পথ পরিবর্তণকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা ব্যতীত আর কিছুই নয় বলে উল্লেখ করে ট্রেন দুর্ঘটনায় ঝড়ে যাওয়া প্রাণগুলোর আত্মার মাগফিরাত কামনা করে ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন সাংসদের জ্যৈষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরী।

    আজ মঙ্গলবার দুপুর ২ টা ৫৭ মিনিটে ফারাজ করিম তার পোস্টটি পাবলিশড করেন।

    ২৪ ঘন্টা ডট নিউজের পাঠকদের জন্য ফারাজ করিমের স্ট্যাটাসটি হুবুহ তুলে ধরা হলো।

    দুর্ঘটনার শিকার তূর্ণা নিশীতা যা গতরাতে চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলো, সেই ট্রেনে করে আমার বাবার আজ সকালে ঢাকা পৌঁছানোর কথা ছিল। সেই ট্রেনের টিকেট কিনেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে প্লেনে আসার পরিকল্পনাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা ব্যতীত আর কিছুই নয়।

    দায়িত্বরতদের কর্তব্যের অবহেলার কারণে এই ঘটনাগুলো ঘটছে, এটা বুঝতে আর কতগুলো তদন্ত কমিটি লাগবে? আগেও বলেছি, দায়িত্বে থাকা সকলের বিরুদ্ধে হত্যা মামলা আনুন। একটা উদাহরণ সৃষ্টি করুন।

    আমি নিশ্চয়তার সাথে বলছি, এধরণের ঘটনা ভবিষ্যতে শূন্যের কোটায় নেমে আসবে। তবে ব্যবস্থা নেবেনই বা কেমনে, যেখানে গুরুত্বপূর্ণ এসব পদে চাকরি তদবির ও ঘুষের মাধ্যমেই হয়?

    মনে কষ্ট নিয়েই বলছি, আজ আল্লাহ যদি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে সেই ট্রেনে যাওয়ার হুকুম করতেন, তাহলে কি দেশের রেল ব্যাবস্থায় কোন পরিবর্তন আসতো? ঝড়ে যাওয়া প্রাণগুলোর আত্মার মাগফিরাত কামনা করছি।

  • সাংসদ বাদলের মৃত্যুতে পুলিশ সুপার মিনার শোক

    সাংসদ বাদলের মৃত্যুতে পুলিশ সুপার মিনার শোক

    চট্টগ্রাম ৮ বোয়ালখালী সংসদীয় আসনের সংসদ সদস্য , বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খাঁন বাদলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নুরেআলম মিনা।

    শুক্রবার প্রদত্ত এক শোকবার্তায় তিনি বলেন, মঈন উদ্দিন খাঁন বাদলের মৃত্যু জাতির জন্য নি:সন্দেহে অপূরণীয় ক্ষতি। তাঁর মতো একজন প্রজ্ঞাবান ও বিরল রাজনীতিবিদের অভাব জাতি দীর্ঘদিন অনুভব করবে। চট্টগ্রাম অঞ্চলের মানুষ এ মৃত্যুতে একজন গুনী অভিবাবক’কে হারালো।’

    পুলিশ সুপার আরও বলেন, তাঁর মতো একজন দেশ প্রেমিক, বিচক্ষণ ও নীতিবান রাজনৈতিক ব্যক্তির মৃত্যুতে চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিটি সদস্য গভীরভাবে শোকাহত। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে তাঁর বিদেহী আত্মার মাহফেরাত কামনা করাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা যেন তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতিটি সদস্যকে এ অপূরণীয় ক্ষতি ও প্রিয়জন হারানোর বেদনা বহন করার শক্তি দান করেন।

  • ভোরের দর্পন ও ২৪ ঘন্টার পটিয়া প্রতিনিধি সঞ্জয়ের শ্বশুড়ের পরলোকগমন

    ভোরের দর্পন ও ২৪ ঘন্টার পটিয়া প্রতিনিধি সঞ্জয়ের শ্বশুড়ের পরলোকগমন

    জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকা ও জনপ্রিয় অনলাইন পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজের পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি সঞ্জয় সেনের শ্বশুড় নেপাল দে দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি কান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

    মঙ্গলবার দুপুর ১২টার সময় কক্সবাজারের ইদগাঁও জালালাবাদ হিন্দুপাড়া এলাকার নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

    পরিবারের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করে মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭০ এবং তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন বলে জানিয়েছেন।

    সঞ্জয়ের শ্বশুড়ের অকাল মৃত্যুতে ভোরের দর্পণ পত্রিকার ব্যুরো ও আঞ্চলিক প্রধানগন এবং অনলাইন পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজের সংবাদকর্মীরা কৃতজ্ঞচিত্তে স্বরণ করে শোক জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন।

    বিবৃতিতে বলেন, স্বর্গীয় নেপাল দে একজন আদর্শ পিতা ছিলেন। তাঁর সুযোগ্য সন্তানরা আজ প্রতিষ্ঠিত। একজন আদর্শ পিতা হিসেবে তার অবদান কখনো ভুলবার নয়। ভোরের দর্পণ পরিবার আজীবন তাঁকে স্বরণ করবে।

    ভোরের দর্পণের পক্ষে বিবৃতিদাতারা হলেন, পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান নুর মোহাম্মদ রানা, চট্টগ্রাম ব্যুরো প্রধান রাজীব সেন প্রিন্স এবং পত্রিকাটির চট্টগ্রাম বিভাগে কর্মরত সকল প্রতিনিধিগণ।

    এদিকে সঞ্জয় সেনের শ্বশুড়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জনপ্রিয় অনলাইন ২৪ ঘন্টা ডট নিউজের সিনিয়র রিপোর্টার মঞ্জুর মোর্শেদ রনী, মামুনুর রহমান, টিটুসহ অনলাইনে কর্মরত সকল সংবাদকর্মীরা।

    বিবৃতিতে নিহতের বিদেহী আত্মার শান্তি ও সদগতি কমনা করে শোকসংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

    এছাড়াও পৃথক আরেকটি বিবৃতিতে শোক জানিয়ে শোকসংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন পটিয়া উপজেলা গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি।