মাদারবাড়ী শোভানীয়া ক্লাবের আয়োজনে যুব ও ক্রীড়া সংগঠক মোঃ মোশাররফ হোসেন লিটনের সার্বিক সহযোগিতায় নগরীর মাদারবাড়ী গোল্ডেন গেইটস্থ ক্লাব প্রাঙ্গণে ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর সভাপতিত্বে মঙ্গলবার (২৮ মার্চ) অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাহে রমজান সিয়াম সাধনার মাস। আত্মশুন্ধির এ মাসের মূল মাহাত্ম্য সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দবোধ বজায় রাখা,পারস্পরিক সৌহার্দ্যের অনন্য উদাহরণ দুস্হদের পাশে থাকা। এ লক্ষ্যেই ইফতার সামগ্রী উপহার নিয়ে দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মাদারবাড়ী শোভানীয়া ক্লাব, আজকে ১৫০ পরিবারের মাঝে, ২ কেজি চনা, ডাল ২ কেজি, চিনি ২ কেজি, তৈল ২ লিটার, চাউল ৩ কেজি,আলু ৩ কেজি, পিঁয়াজ ২ কেজি,সেমাই ১ কেজি, বেসন ১ কেজি, চিড়া ১ কেজি, খেজুর ৫০০ গ্রাম বিতরণ করে।
পাশাপাশি তিনি আহবান জানিয়েছেন বিওবানদের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, মহানগর আওয়ামীলীগের সদস্য বেলাল আহমেদ, সিজেকেএস কাউন্সিল মোহাম্মদ সোলেয়ামান, বক্সিরহাট আওয়ামী লীগ নেতা লিটন রায়, এসএম মামুনুর রশীদ, মোঃ ফখরুল ইসলাম, আশরাফুজ্জামান আশরাফ, মহসিন সাজু, মহসিন আলী বাদশা, ফরুক, সাহেদ হোসেন হিরা, রানা, আলোউদ্দীন ভূঁইয়া, মিঠু, এস রানা, সাহেদ, ইসমাইল, রিজভী সানী, জনি, আরাফাত, অভি, মাসুম, মাকসুদ, রঞ্জয়, শহিদ, আমজাদ, ওয়াহিদ, মান্না।