Tag: শ্বশুর

  • না ফেরার দেশে সাকিবের শ্বশুর

    না ফেরার দেশে সাকিবের শ্বশুর

    বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ আহমেদ (৭২) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুরে যুক্তরাষ্ট্রে তিনি ইন্তেকাল করেন।

    পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন অনেক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

    তার মারাত্মক অসুস্থতার খবর শুনে জরুরি ভিত্তিতে গতকাল গভীর রাতে যুক্তরাষ্ট্রে রওনা দেন সাকিব আল হাসান। কিন্তু দুর্ভাগ্য যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই পান দুঃসংবাদ।

    উল্লেখ্য, শ্বশুরের মৃত্যুর দুই দিন আগেও আরেকটি দুঃসংবাদ পেয়েছেন সাকিব আল হাসান। এর আগে, গত সোমবার তার ফুফা ওমর আলী (৬৬) ইন্তেকাল করেন। তাকে মাগুরায় দাফন করা হয়েছে।

    সাকিবের শ্বশুরের গ্রামের বাড়ি বাংলাদেশের নরসিংদীতে। যুক্তরাষ্ট্র থেকে নিজের এলাকায় তার লাশ আনা হবে কিনা, এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

    প্রসঙ্গত বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টিতে জেমকন খুলনার হয়ে খেলছিলেন সাকিব। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। কিন্তু ফাইনাল না খেলেই শ্বশুরের অসুস্থতার খবর জেনে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

  • শ্বশুর অসুস্থ: ফাইনালের আগে যুক্তরাষ্ট্র ফিরে গেলেন সাকিব

    শ্বশুর অসুস্থ: ফাইনালের আগে যুক্তরাষ্ট্র ফিরে গেলেন সাকিব

    বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা। তবে ফাইনালে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না দলটি। শ্বশুরের অসুস্থতার খবর জেনে জরুরি ভিত্তিতে আমেরিকায় যেতে হচ্ছে এই অলরাউন্ডারকে।

    খুলনার ম্যানেজার ও সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সাকিবের শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার রাতেই ঢাকা ছেড়ে যেতে হচ্ছে তাকে। হোটেল ছেড়ে গতকাল রাতেই তাকে চলে যেতে হয়েছে। ওর শ্বশুর অনেক দিন থেকে অসুস্থ ছিলেন। কালকে সাকিব জানতে পারে যে তিনি বেশ গুরুতর অসুস্থ এখন।

    যেহেতু পরিবার সবসময়ই সবকিছুর আগে এবং জেমকন খুলনা এটাকে সবসময় গুরুত্ব দেয় ও শ্রদ্ধা করে, আমাদের দিক থেকে তাই কোনো সমস্যা ছিল না, বলেন নাফিস।

    ‘জেমকন খুলনার পক্ষ থেকে আমরা সবাই তার পরিবারের জন্য দোয়া করছি। আশা করি সে নিরাপদে পৌঁছবে।

    সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পরিবার যুক্তরাষ্ট্রে থাকে। এক বছরের নিষেধাজ্ঞার বড় একটি অংশ সাকিব কাটিয়েছেন সেখানেই। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার জন্য গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।

    প্রসঙ্গত গতকাল সোমবারই ফাইনাল নিশ্চিত করেছে খুলনা। শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে জহুরুল ইসলামের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ ২১০ রান।

    যেখানে সাকিব ব্যাট হাতে ১৫ বলে করেছেন ২৮ রান। এর পর কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে ১৯.৪ ওভারে ১৬৩ রানেই অলআউট হয়েছে চট্টগ্রাম। সেখানে বল হাতেও অবদান ছিল সাকিবের। ৩২ রানে নিয়েছেন একটি উইকেট।

  • শ্বশুরকে গলা কেটে হত্যা জামাতার, পুকুরে মিলল ছুরি-হ্যান্ড গ্লাভস

    শ্বশুরকে গলা কেটে হত্যা জামাতার, পুকুরে মিলল ছুরি-হ্যান্ড গ্লাভস

    সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের বিশ্বাসপাড়ায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে (৬৫) গলা কেটে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে এসব উদ্ধার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের সময় হত্যাকারীর শরীরে পরিহিত জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতের জামাতাকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতার আবুল কালাম আজাদ দেয়াড়া দাখিল মাদরাসার শিক্ষক ও নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট মেয়ের জামাই। নিহত কৃষক মোসলেম উদ্দীন দেয়াড়া গ্রামের মৃত. নঈমুদ্দীনের ছেলে।

    সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মীর্জা সালাউদ্দিন বলেন, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও হত্যার রহস্য উন্মোচনে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে শুক্রবার সকালে গ্রেফতার করা হয় নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদরাসার শিক্ষক আবুল কালাম আজাদকে।

    তার স্বীকারোক্তি মোতাবেক নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিহতের ভাতিজার ঘর থেকে হত্যাকাণ্ডের সময় তার গায়ে থাকা জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে।

    পারিবারিক বিরোধের জের ধরে ২৪ নভেম্বর দিবাগত রাতের কোন একসময় বাড়িতে কেউ না থাকায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে গলা কেটে হত্যা করেন জামাতা। এ কাজে তাকে সহযোগিতা করেন নিহতের ভাতিজা।

  • শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল পাচ্ছেন সেই বাইকার নববধূ আফরোজ

    শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল পাচ্ছেন সেই বাইকার নববধূ আফরোজ

    শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল উপহার পাচ্ছেন গায়ে হলুদের দিন বাইক র‌্যালি (মোটরসাইকেল শোভাযাত্রা) করে ভাইরাল হওয়া নববধূ ফারহানা আফরোজ।

    তিনি জানিয়েছেন, গায়ে হলুদের ছবি ভাইরাল হওয়া এবং নানা বিরূপ মন্তব্য তার জীবনে কোন প্রভাব ফেলবে না। শ্বশুরবাড়ির লোকজনের সাথে তার বোঝাপড়াটা ভালো, ফলে আগামীতেও তিনি বাইক রাইডিং অব্যাহত রাখবেন।

    এর আগে ১৪ আগস্ট পাবনার কাশিনাথপুরের বাসিন্দা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার হাসনাইন রাফির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যশোর শহরের সার্কিট হাউজ এলাকার মেয়ে ফারহানা আফরোজ। এর আগের দিন ১৩ আগস্ট ছিল ফারহানার গায়ে হলুদ।

    গায়ে হলুদের দিনে শহরজুড়ে বন্ধু-বান্ধব ও সাথীদের নিয়ে বাইক র‌্যালি (মোটরসাইকেল শোভাযাত্রা) করেন কনে ফারহানা। ওই শোভাযাত্রার ছবি এ কাজে নিযুক্ত ফটোগ্রাফার তার অনুমতি নিয়েই ফেসবুকে দেন। এরপর ব্যতিক্রমী এ আয়োজনের ছবি ভাইরাল হয়।

    ফারহানা আফরোজ বলেন, সবাই নেচে-গেয়ে গায়ে হলুদের অনুষ্ঠান উদযাপন করেছি। আমি যেহেতু বাইক চালাতে পারি তাই বাইক চালিয়ে অনুষ্ঠান করেছি। ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই এমন আয়োজন। এটি আমার নিজস্ব উদ্যোগে করেছি। অনেক আনন্দ করেছি বন্ধু-বান্ধব ও সাথীরা।

    যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি ও ২০১৩ সালে যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে এইচএসসি পাস করেন ফারহানা। এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে এইচআর-এ এমবিএ করছেন ফারহানা।

    তিনি আরো বলেন, ২০০৭ সাল থেকে বাইক চালাই। মূলত বাড়িতে সাইকেল ও প্রাইভেটকার চালানো শেখা হয় ছোটবেলাতেই। বাবার মোটরসাইকেলটিও চালানোর একটা ঝোঁক ছিল। তাই বাবার অজান্তেই কোন প্রশিক্ষক ছাড়াই মোটরসাইকেল চালানো শিখি। ২০১৩ সালে ঢাকায় আসার পর বন্ধুদের বাইকে হাত পাকাই। এরপর নিজে স্কুটি কিনি। ওই স্কুটিতেই বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করি।

    ফারহানা আরো বলেন, বাইক র‍্যালির ছবি ফেসবুকে আসার পর শ্বশুড়বাড়ির লোকজন তা স্বাভাবিকভাবেই নিয়েছেন। তারা আমার বাইক চালানোর বিষয়টি আগে থেকেই জানতেন। ফলে তারা ছবি ও ভিডিও দেখে বেশ আনন্দ করেছে। কিন্তু নেটিজানরা বিষয়টিকে ভালোভাবে নিতে পারছে না। তারা আমার চারিত্রিক সনদ দিচ্ছেন। এটা আমি মানতে পারছি না। যে কারণে ছবি ভাইরাল হবার পর আমি নিজেই বাইক র‌্যালির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করি।

    তিনি আরো বলেন, সুযোগ পেলে আমি হেলিকপ্টার চালানোও শিখতাম। আমি সবকিছুই চালানো শিখতাম। স্বামীর পক্ষ থেকেও কোনপ্রকার আপত্তি নেই।

    তবে তার সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে ফারহানা তাকে সংবাদমাধ্যমে না টানার জন্য অনুরোধ করেন। তার স্বামী হাসনাইন রাফি বর্তমানে ঢাকার গাজীপুরে কর্মরত। ফারহানাও শিগগিরই ঢাকা যাবেন। এবং শ্বশুরের প্রতিশ্রুত মোটরবাইকটি ঢাকা থেকেই কিনবেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পুত্রবধূর বেলনের আঘাতে মাথা ফাটল বৃদ্ধ শ্বশুরের,থানায় মামলা

    পুত্রবধূর বেলনের আঘাতে মাথা ফাটল বৃদ্ধ শ্বশুরের,থানায় মামলা

    সাতক্ষীরার দেবহাটায় ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ শ্বশুরের মাথা ফাটিয়ে দিয়েছেন পুত্রবধূ। এ ঘটনায় বৃদ্ধ নিজে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

    জানা যায়, উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের মৃত হামিজদ্দীন সরদারের পুত্র নেছার আলী সরদার নামের ৭৮ বছরের এক বৃদ্ধ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে তার নিজ বাড়ির বেসিনের ট্যাপে হাত মুখ ধুয়ে বে-খেয়ালে ট্যাপটি বন্ধ না করে ঘরে চলে যান। এ সময় বৃদ্ধের ছোট পুত্র কওছার আলীর স্ত্রী রাজিয়া সুলতানা এটি দেখতে পায়। তখন পুত্রবধূ বৃদ্ধের উপর ক্ষিপ্ত হয়ে রুটি তৈরি করা বেলন দিয়ে বৃদ্ধের মাথায় সজোরে আঘাত করে। ফলে বৃদ্ধের মাথা কেটে রক্তপাতের ঘটনা ঘটে।

    পরে বৃদ্ধ নেছার আলী থানায় এসে বাদী হয়ে পুত্র বধূর নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে তার পুত্রবধূ এমন ঘটনা প্রতিনিয়ত ঘটায় বলে জানান ৭৮ বছর বয়সী বৃদ্ধ নেছার আলী।
    এ ব্যাপারে দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্বল কুমার মৈত্র জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • মিরসরাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ : স্বামী, শ্বশুর পলাতক

    মিরসরাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ : স্বামী, শ্বশুর পলাতক

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শশুর-শাশুড়ির বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম নাহিদা আক্তার সুমি (২০)।

    রবিবার ( ৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে স্বামী ওমর ফারুক, শশুর আকতার হোসেনসহ বাড়ির লোকজন পলাতক রয়েছে।

    জোরারগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    জানা গেছে, ২০১৪ সালে মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের আকতার হোসেনের ছেলের সাথে একই উপজেলার করেরহাট ইউনিয়নের চত্তরুয়া সরকার তালুর গ্রামের প্রবাসী নুরুল আফছারের মেয়ে নাহিদা সুলতানা সুমির বিয়ে হয়।

    বিয়ের পর তাদের সংসারে ৫ বছর ও ১ বছর বয়সের দুটি মেয়ে রয়েছে। তারা গত কিছুদিন ধরে কদমতলা এলাকার নিজাম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

    নিহত সুমির মা পপি আক্তার অভিযোগ করেন, বিয়ের পর কয়েক মাস ভালো চললেও পরে বিভিন্ন সময় ঠুঙ্কো কারণে আমার মেয়েকে স্বামী, শ্বশুর, শাশুড়ি মারধর করতো। তাদের পারিবারিক কলহ নিয়ে একাধিক বার বৈঠকও হয়েছে। তারা আমার সুমিকে বাঁচতে দিলো না। আমার মেয়ের খুনিদের শাস্তি চাই।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে রবিবার দুপুরে কদমতলা এলাকার নিজাম উদ্দিনের বাড়ি থেকে নিহত নাহিদা আক্তার সুমির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

    আগামীকাল সোমবার লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরন করা হবে। ঘটনার পর থেকে সুমির স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।