Tag: শ্রদ্ধা নিবেদন

  • জেলহত্যা দিবসে বনানী কবরস্থানে আ. লীগের শ্রদ্ধা

    জেলহত্যা দিবসে বনানী কবরস্থানে আ. লীগের শ্রদ্ধা

    জেলহত্যা দিবস উপলক্ষ্যে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

    আজ (শুক্রবার) সকাল ৮টার পর বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

    বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। ঢাকায় তারা যে রক্তপাত, তাণ্ডব ঘটিয়েছে এটা তারই প্রমাণ। এরপর এই সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা তারা সংলাপ করলে এটা তাদের বিষয়। বিএনপি ফের অবরোধ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সতর্ক পাহারায় আছি। পাহারা জোরদার করা হবে।

    এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মো. ফারুক খান, শাহজাহান খান, অ্যাড. কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

    এরপর পর্যায়ক্রমে দলের অঙ্গ সংগঠনগুলোর নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন। নেতাকর্মীদের ভিড়ে সকাল থেকেই বনানী কবরস্থান এলাকা মুখরিত হতে থাকে। একে একে বিভিন্ন সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    এদিন বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ। পরে বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে পবিত্র কোরআন পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এর কিছুদিন পরেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় চার নেতাকে।

    মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন এই চার নেতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ওই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী। আর এ এইচ এম কামরুজ্জামান খাদ্য ও ত্রাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

  • রাউজানে সূর্য সেনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন

    রাউজানে সূর্য সেনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন

    ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিপ্লবী মাস্টারদা সূর্য সেনকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে মাস্টারদার জন্মধন্য রাউজানের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

    সূর্য সেনের ৮৮তম ফাঁসি দিবসে চট্টগ্রামের রাউজান সদরে অবস্থিত মাস্টার দা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

    এরপর রাউজান উপজেলা আওয়ামীলীগ,অঙ্গসংগঠন, রাউজান প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক নেতৃবৃন্দরা।

    মাস্টার দা’সূর্য সেন পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি শ্যামল পালিতের সভাপতিত্বে সূর্য সেন কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।

    উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাধন পালিত,আ.লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, আব্দুল লতিফ,তছলিম উদ্দিন, যুবলীগ নেতা তপন দে।

    এছাড়াও রাউজান প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক সভাপতি মীর আসলাম, সভাপতি শফিউল আলম,প্রদীপ শীল, জাহাঈীর নেওয়াজ,নেজাম উদ্দিন রানা, শাহাদাত হোসেন সাজ্জাদ,আরফাত হোসাইন প্রমুখ।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/প্রিন্স

  • বিজয় দিবসে রাউজান প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

    বিজয় দিবসে রাউজান প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মহান বিজয় দিবসে রাউজান স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান প্রেস ক্লাব।

    বুধবার (১৬ ডিসেম্বর) সকালে এই শ্রদ্ধা নিবেদন করেন রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ।

    এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি নেজাম উদ্দীন রানা, সাংগঠনিক ও অর্থ সম্পাদক এম কামাল উদ্দিন, সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • সীতাকুণ্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষকলীগের শ্রদ্ধা নিবেদন

    সীতাকুণ্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষকলীগের শ্রদ্ধা নিবেদন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষকলীগ নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

    এর আগে পৌরসদর থেকে র‌্যালি নিয়ে নেতাকর্মীরা উপজেলা চত্বরে আসে। র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদক্ষিণ করে।

    ধান,চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি করে।

    এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষকলীগের আহবায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক – আবুল কাশেম ওয়াহেদী, শামসুল আলম, আনোয়ার ভুইয়া, সদস‍্য – মহিউদ্দিন, মামুন চৌধুরী, নুরউদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/দুলু

  • শহীদ রাউফুন বসুনিয়ার ৩৫ তম শাহাদাৎ বার্ষিকীতে খোরশেদ আলম সুজনের শ্রদ্ধা নিবেদন

    শহীদ রাউফুন বসুনিয়ার ৩৫ তম শাহাদাৎ বার্ষিকীতে খোরশেদ আলম সুজনের শ্রদ্ধা নিবেদন

    স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ রাউফুন বসুনিয়ার ৩৫ তম মৃত্যুবার্ষিকীতে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল সংলগ্ন বসুনিয়া তোরণ এ রাউফুন বসুনিয়ার আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ রাউফুন বসুুনিয়ার অগ্রজ সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

    শ্রদ্ধা নিবেদন শেষে সমবেত ছাত্রদের উদ্দেশ্যে সুজন বলেন, শহীদ রাউফুন বসুনিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রথম সারির শহীদ ছাত্রনেতা। সেদিনের মর্মান্তিক ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন সেদিন আমরা যারা সেই মিছিলে ছিলাম আমরা যে কেউ রাউফুন বসুনিয়ারর মতো শহীদ হতে পারতাম। আমাদের চোখের সামনে রাউফুন বসুনিয়ার মৃত্যু কোনভাবেই আমরা মেনে নিতে পারিনা। আমরা ছাত্রবস্থায় তৎকালীন সামরিক স্বৈরাচারের যিনি প্রতিভূ ছিলেন তাঁর বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের সংগ্রাম সফল হয়েছে। রাউফুন বসুনিয়ার রক্ত বৃথা যায় নাই।

    দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। যুগে যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছে। আজও বাংলাদেশ থেকে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, দূর্নীতি, জঙ্গীবাদ নির্মূল করে শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য ছাত্র সমাজকেই ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে। যাতে করে আমাদের কষ্টার্জিত রক্তর্জিত গণতন্ত্র, আমাদের জাতীয় উন্নয়ন কোনটাই যেন দুশমনরা পেছনের দরজা দিয়ে এসে গ্রাস করতে না পারে।

    তিনি দুঃখ প্রকাশ করে বলেন ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ভূমিকাকে কলংকিত করার জন্য এখনো ষড়যন্ত্র চলছে। এখনো ছাত্রদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করা হচ্ছে। তাই সকল ষড়যন্ত্র ভেদ করে ছাত্রদেরকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

    সুজন রাউফুন বসুনিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।