Tag: শ্রমিক

  • লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

    লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রাস্তার পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় কাশেম আলী (২৭) নামে এক ইটভাটা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক এলাকা থেকে মরদেহটি উদ্ধারের পর লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে ইটভাটা শ্রমিককে হত্যার পর গলায় মাফলার পেঁছিয়ে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।

    নিহত কাশেম আলী সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আবু তাহেরের ছেলে। সে জসিম ব্রিকস্ নামে স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো।

    স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, গত কয়েকদিন স্থানীয় জসিম ব্রিকস ফিল্ডে ইট তৈরির কাজ শেষে সোমবার ভোরে বাড়ি ফিরছিলেন শ্রমিক কাশেম আলী। সকালে আন্দার মানিক এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছালে কে বা কাহারে তাকে হত্যার পর রাস্তার পাশে গাছের সাথে ঝুলিয়ে রাখে। এসময় তার হাটু মাটির সাথে লেগে ছিলো। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

    স্থানীয় তেয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ইবনে ওমর হোসাইন ভুলু বিষয়টি নিশ্চিত করেন।

    লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা এখনি সঠিক ভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    নিহতের বাড়িতে চলছে আহাজারি। দূরদূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন এমন মর্মান্তিক খবর শুনে।

  • আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নেত্রী বাপ্পি দেববর্মন সংবর্ধিত

    আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নেত্রী বাপ্পি দেববর্মন সংবর্ধিত

    ডেস্ক নিউজ : আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাপ্পি দেববর্মনকে সংবর্ধনা দিয়েছে শ্রীশ্রী জগন্নাথ পুজা উদযাপন পরিষদ।

    নগরীর চকবাজার নরসিংহ আখেঁড়ায় গত ১৮ ডিসেম্বর শ্রীশ্রী জগন্নাথ পুজা উদযাপন পরিষদ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক সাধারণ সভা, ত্রি-বার্ষিক সম্মেলন এবং গুণীজন সংবর্ধনায় তাঁকে এ সম্মাননা দেয়া হয়। পরে একই অনুষ্ঠানে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

    প্রান্ত আচার্যের সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে আরো সংবর্ধনা পেয়েছেন রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজীত মুখার্জি, সাংবাদিক কাঞ্চন আচার্য, আওয়ামী লীগ মনোনীত মহিলা কমিশনার পদপ্রার্থী রুমকী সেনগুপ্তা প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • জামালপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক বিজিবির সহায়তায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

    জামালপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক বিজিবির সহায়তায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

    জামালপুর প্রতিনিধি:বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক বিজিবি’র উপর আস্থা রেখে শ্রমিক,কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ শুক্রবার (২২ মে) সকালে জামালপুর শহরের বানিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এবং জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) আওতাধীন সীমান্তবর্তী হতদরিদ্র ১ হাজার পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ এর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনিসুর রহমান, জামালপুর ব্যাটা লিয়ন (৩৫ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ (এসইউপি), পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও অত্র ওয়ার্ডের কাউন্সিল জামাল পাশাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/মেহেদী

  • লকডাউনে বাড়ি ফেরার তাড়া, একদিনে দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ শ্রমিক

    লকডাউনে বাড়ি ফেরার তাড়া, একদিনে দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ শ্রমিক

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিতে বেকায়দায় ভারতের ভিন্ন রাজ্যের শ্রমিকরা। লকডাউনে বাড়ি ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন ম্রমিকরা। বাড়ি ফেরার এ তাড়াতেই ভারতে একদিনেই পৃথক দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ জন ভিন্ন রাজ্যের শ্রমিক।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর ভারতে কানপুরের কাছে মর্মান্তিক রেল দুর্ঘটনাযর পর এবার মধ্যপ্রদেশে দুর্ঘটনার বলি হলেন আরো ৮ পরিযায়ী শ্রমিক। আহত হয়েছেন ৫৪ জনেরও বেশি।

    বুধবার গভীর রাতে মধ্যপ্রদেশের গুনায় দুর্ঘটনাটি ঘটে। করোনা ভাইরাস লকডাউনের কারণে, উত্তরপ্রদেশের মহারাষ্ট্রের মুম্বইতে আটকে পড়া প্রায় ৭০ জন শ্রমিক তাঁদের উত্তরপ্রদেশের উন্নাওয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন।

    অন্যদিকে খালি বাসে চালক ও সহকারী নিয়ে মধ্যপ্রদেশের গুনা থেকে আহমেদাবাদ যাচ্ছিল একটি বাস। গুনায় বাইপাসের উপর দ্রুতগামী বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ শ্রমিকের। আহত হয়েছে ৫৪ জনেরও বেশি শ্রমিক।

    তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের বেশিরভাগই উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা বলে জানা গেছে।

    একই দিন আরেকটি দুর্ঘটনায় উত্তর প্রদেশের মুজফ্ফরপুরে রাজ্য সরকারের বাসের চাকায় পিষ্ট হয়ে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

    জানা যায়, লকডাউনের মধ্যেই এই পরিযায়ী শ্রমিকরা পঞ্জাব থেকে হেঁটে বিহারের গোপালগঞ্জে নিজেদের বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, বাসে কোনও যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পরই পালিয়েছে বাস চালক।

    বিগত কয়েকদিনে বহু শ্রমিক হেঁটে বাড়ির পথ ধরেছেন। গত সপ্তাহে, ২০ জন শ্রমিক বাড়ি ফেরার পথে মালগাড়ির ধাক্কায় ১১ জনের মৃত্যু হয়। মহারাষ্ট্রে আউরঙ্গাবাদে রেললাইনের ওপর ঘুমাচ্ছিলেন এসব শ্রমিকরা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • প্লীজ, পাহাড়ের শ্রমজীবী মানুষদের প্রতি মানবিক হোন

    প্লীজ, পাহাড়ের শ্রমজীবী মানুষদের প্রতি মানবিক হোন

    বিশেষ প্রতিবেদন:::পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মোট আয়তনের এক দশমাংশ এলাকা জুড়ে অবস্থিত হলেও এ অঞ্চলের অধিকাংশ মানুষদের জীবিকার তাগিদে থাকতে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন শিল্পাঞ্চলে। মহামারি করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে।

    এমন পরিস্থিতিতে নিম্নআয়ের শ্রমজীবী মানুষদের রুটিরুজির ভরসাস্থল অধিকাংশ কলকারখানা বন্ধ। বেতন ভাতা দেয়নি সিংহভাগ প্রতিষ্ঠান। তার উপর যোগ হয়েছে বাড়িওয়ালাদের অমানবিক আচরণ। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের আশপাশের এলাকাগুলোতে বসবাস এসব নিম্নআয়ের শ্রমজীবীদের। একদিকে শিল্প মালিকদের দায়িত্বহীনতা ও অন্যদিকে বাড়ির মালিকদের অমানবিকতার মাঝামাঝি রয়েছে পাহাড়ের এসব মানুষ।

    এমন পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও সাভারসহ বিভিন্ন শিল্পাঞ্চল থেকে পার্বত্য চট্টগ্রামে ফিরছে হাজারো মানুষ। গণপরিবহন বন্ধ থাকার পরও পায়ে হেটে, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন মাধ্যমে আসছে তাঁরা।

    জেলার বিভিন্ন প্রবেশদ্বারে অপেক্ষমান শ্রমজীবি মানুষ

    এতো পথ পাড়ি দিয়ে নিজের জেলায় প্রবেশের বেলায় তারা আবারও মুখোমুখি হচ্ছে কঠিন বাস্তবতার।

    এই যেন ত্রিমুখী বিপদের মুখে পাহাড়ের এসব মানুষ। তাঁরা যেখানে স্বল্প মজুরিতে শ্রম দেয় সেখানকার জনপ্রতিনিধি কিংবা প্রশাসন যদি তাদের পাশে ছায়া হয়ে দাঁড়ায় তাহলে তাদের বাড়ি ছেড়ে , খাবারের অভাবে শত মাইল পাড়ি দিয়ে পাহাড়ে আসতে হয় না।

    সরকার করোনা ভাইরাসের বিরুদ্ধে যেসব সম্মুখ যোদ্ধাদের লড়াই করছেন তাদের প্রতি বাড়িওয়ালা কিংবা সমাজের নেতিবাচক আচরণ না পড়ে সে লক্ষে সজাগ থাকতে সংশ্লিষ্টদের নজর রাখতে বলেছেন। সে সাথে যদি স্বল্প মজুরির খেটে খাওয়া এসব শ্রমজীবীরা যেন এ সময়ে নিষ্ঠুরতা শিকার না হয় সে দিকে নজর দেয়ার অনুরোধ করছি।

    চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বসবাসরত পার্বত্য চট্টগ্রামের মানুষদের জন্য যদি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা দুই বেলা আহারের ব্যবস্থা ও মাথা গুজার ঠাঁই নিশ্চিত করে দিতে পারে তাহলে তাদের ঝুঁকি নিয়ে আর পাহাড়মুখী হতে হবে না।

    এতে করে যেমন মানুষগুলো ভাল থাকবে, ভাল থাকবে সবুজ বেষ্টিত পার্বত্য চট্টগ্রাম।

    মানুষগুলোর মজুরি স্বল্প হতে পারে , জীবন স্বল্প নয়। তারাও আমাদের মতো মানুষ, তাদের প্রতি মানবিক হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আর এ কাজে যদি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় চান তবে পার্বত্য বীর মাননীয় মন্ত্রী কখনও না করবেন না বলে ভরসা রাখতে পারেন।

    প্রদীপ চৌধুরী; সিনিয়র সাংবাদিক, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

  • শ্মশানের পঁচা কলা কুড়িয়ে খাচ্ছে শ্রমিক, লকডাউন এ ভারতের ভয়াবহ পরিস্থিতির প্রতিচ্ছবি

    শ্মশানের পঁচা কলা কুড়িয়ে খাচ্ছে শ্রমিক, লকডাউন এ ভারতের ভয়াবহ পরিস্থিতির প্রতিচ্ছবি

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || প্রাণঘাতী করেনায় প্রাণহানী রোধে ভারত সরকার পুরো দেশ লকডাউন ঘোষণা করেন।

    এরপরও ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয় পুরো ভারত জুড়ে।  এতে করে দুস্থ, দিনমজুরসহ বিপাকে পড়েছেন ভিনদেশে কাজ করতে যাওয়া শ্রমিকরা।

    খিদের জ্বালায় শ্মশান থেকে কলা কুড়িয়ে খাচ্ছেন বিদেশি শ্রমিকরা। দেশটির রাজধানী দিল্লির যমুনা নদীর ধারে নিগমবোধ শ্মশানের এই মর্মান্তিক ঘটনা চমকে দিয়েছে গোটা দেশকে।

    এর মধ্যেই উত্তর দিল্লির এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতে টানা ৪০ দিনের লকডাউন চলছে। এ সময় মানুষ কতটা ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে, তার প্রতিচ্ছবি হয়ে উঠেছে এমন দৃশ্য।

    ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, শ্মশানের মাঠের ঘাসের উপর পড়েছিল কিছু কলা। যার মধ্যে বেশিরভাগই পঁচে গিয়েছে। আর কিছু কলায় পচন ধরার পথে।

    মৃতের শেষকৃত্যর পুজা সম্পন্ন করতে উপাচার হিসেবে ওই কলাগুলো ব্যবহার করা হয়েছিল। খিদের জ্বালায় সেই কলা কুড়িয়ে খেতে দেখা গেল কয়েকজন শ্রমিকদেরকে।

    দেশটির সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ওই কলার স্তূপের পাশে ব্যাগ হাতে জড়ো হয়েছেন কিছু ক্ষুধার্ত শ্রমিক। পচা কলার মধ্যে বেছে বেছে খাওয়ার মতোগুলো সযত্নে ব্যাগে ভরে নেন তারা।

    তাদের মধ্যে একজন শ্রমিক বলেন, ‘এমনিতে তো কলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু বেছে বেছে ভালগুলো নিতে পারলে এখন চলে যাবে।’

    আরেকজন বলেন, ‘যেভাবেই হোক পেট তো ভরাতেই হবে। আর কলাতে পোকা তো আর পড়ে না।’

    আন্তর্জাতিক গণমাধ্যম ডিউ টিভির প্রতিবেদনে বলা হয়, শ্মশানের পচা কলা খেয়ে যে বিষক্রিয়ায় তাঁরা মারা যেতে পারেন, সে বোধও এখন তাঁদের নেই। আগে পেটের আগুন নিভুক, তারপর ভাবা যাবে বাকি সব।

    করোনার ফলে হঠাৎ করে লকডাউন হয়ে যাওয়ার পর এই বিপন্ন পরিযায়ী শ্রমিকদের কষ্টের অনেক ছবি এই কয়েক দিনে বার বার সামনে এসেছে। হেঁটে বাড়ি ফিরতে গিয়ে তাঁরা পথে মারা গিয়েছেন।

    উত্তর প্রদেশ সরকার কিছু বাসের ব্যবস্থা করায় হাজার হাজার শ্রমিক ঠাসাঠাসি করে লাইনে দাঁড়িয়ে ঘরে ফিরেছেন। নিজের বাড়িতে পরিবারের কাছে গেলে তাও বাঁচবেন। মহানগরে কে তাঁদের সাহায্য করবে? যদিও লকডাউনের প্রথম পর্বে দিল্লি সহ বেশ কিছু রাজ্যের সরকার চেষ্টা করেছে পরিযায়ী শ্রমিকদের আশ্রয় ও খাবার দিতে।

    শ্রমিকদের আশা ছিল ১৫ তারিখের পর তাঁরা বাড়ি ফিরে যেতে পারবেন। কিন্তু লকডাউন ওঠেনি। ৩ মে পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তাতে কীভাবে পরিযায়ী শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙেছে মুম্বইয়ে সে দৃশ্য দেখা গিয়েছে।

    সুরাত, হায়দরাবাদে হাজারো শ্রমিক বাড়ি ফেরার মরিয়া চেষ্টা চালিয়েছেন। দিল্লি দেখলো তাঁদের খিদের জ্বালা।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • কনটেইনারবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর শ্রমিক

    কনটেইনারবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর শ্রমিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর বার্থে কনটেইনারবাহী গাড়ির ধাক্কায় গাড়ির ধাক্কায় প্রাণ গেছে মো. মনির (৫০) নামে এক শ্রমিকের।

    তিনি চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর শ্রমিক এবং তার বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলায় বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ১১ নম্বর বার্থে দুর্ঘটনাটি ঘটে।

    বার্থ শ্রমিক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারক বলেন, সকালে রফতানি কনটেইনার জাহাজে তোলার জন্য স্প্রেডার লাগানোর সময় বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) ট্রেইলার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মনির প্রাণ হারান।

    দুর্ঘটনার জন্য দায়ী কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারক।