Tag: শ্রমিক অসুস্থ্য

  • তৃতীয় দিনের মতো হাফিজ জুট মিলে আমরণ অনশন চলছে, অনেক শ্রমিক অসুস্থ

    তৃতীয় দিনের মতো হাফিজ জুট মিলে আমরণ অনশন চলছে, অনেক শ্রমিক অসুস্থ

    কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি: তৃতীয় দিনের মতো চলছে সীতাকুণ্ডের হাফিজ জুট মিল শ্রমিকদের আমরণ অনশন।

    বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচী শুরু করে সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের শ্রমিকরা।

    বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের আয়োজনে উক্ত আমরণ অনশন শুরু হয়। অনশন কর্মসূচীর তৃতীয় দিনে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান শ্রমিক নেতারা।

    তীব্র শীতের মধ্যে অনশনরত শ্রমিকরা অসুস্থ্য হয়ে পড়েছেন। বেতন-ভাতা পরিশোধ ও জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে সারাদেশের রাস্ট্রয়াত্ব পাটকল শ্রমিকদের আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের হাফিস জুট মিলস সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের আয়োজনে উক্ত আমরন অনশন কর্মসূচী পালন করছে।

    হাফিজ জুট মিলস জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল হক বলেন, “শ্রমিকদের ৬টি সেক্টরের ৪টি সেক্টর বাস্তবায়ন হল। পাট-সেক্টর করতে এত গড়িমসি কেন? গত কয়েকটা বছর আমরা আশা করেও বারবার প্রতারিত হচ্ছি। আমারা রাস্তায় থাকত চাই না, উৎপাদন বাড়িয়ে মিলকে এগিয়ে নিতে চাই। গত কয়েক বছর পাটকল গুলোতে নামমাত্র পাট ক্রয় করা হচ্ছে। উৎপাদন একেবারে তলানিতে। কেন এমন হবে ?” দাবী আদায়ের ব্যাপারে যতক্ষণনা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন আশার বাণী না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে।