Tag: শ্রমিক নিহত

  • থানচিতে জিপ খাদে পড়ে ৪ শ্রমিক নিহত

    থানচিতে জিপ খাদে পড়ে ৪ শ্রমিক নিহত

    বান্দরবানের থানচি উপজেলায় জিপ উল্টে পাহাড়ের খাদে পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

    বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

    স্থানীয়রা জানায়, থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবোঝাই একটি জিপ উল্টে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলের তিনজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, জিপ উল্টে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় এম এ শিপইয়ার্ডে শ্রমিক নিহত

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় এম এ শিপইয়ার্ডে শ্রমিক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বার আউলিয়ায় এম. এ শিপব্রেকিং ইয়ার্ডে দূর্ঘটনায় মো. মাহফুজুল আলম (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছে।

    বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকায় এঘটনা ঘটে।

    জানা যায় ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় উপর থেকে পড়ে গিয়ে শ্রমিক মাহফুজ গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক সন্দ্বীপ উপজেলার কাছিয়াপাড়া গ্রামের আবু হানিফের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আলাউদ্দিন।

    এব্যাপারে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, বারআউলিয়া এলাকায় একটি পুরাতন জাহাজে কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে মাহফুজুর আলম নামে এক শ্রমিক আহত হয়। পরে তাকে চমেকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে এক শ্রমিক নিহত, আহত ১

    সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে এক শ্রমিক নিহত, আহত ১

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় দূর্ঘটনায় মোঃ মোস্তফা (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় মোঃ রাশেদ (২৫) নামের আরো এক শ্রমিক আহত হয়।

    আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটার সময় উপজেলার বাঁশবাড়িয়াস্থ রড তৈরী কারখানাতে এঘটনা ঘটে।

    নিহত মোস্তফা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বারশিকুরা গ্রামের মেঃ জসিম উদ্দিনের পুত্র। আহত রাশেদ উপজেলার কুমিরা ইউনিয়নের হিঙ্গুলীপাড়া গ্রামের গনি মুক্তার বাড়ির মোঃ তাজুল ইসলামের পুত্র।

    জানা যায়, জিপিএইচ ইস্পাত ফ্যাক্টরিতে সকালে
    মেইনটেনেন্সের কাজ করার সময় প্যাডেলের ঢাকনার সাথে ধাক্কা লেগে দুই শ্রমিক গুরুত্বর আহত হয়। এসময় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মোঃ মোস্তফা মারা যান। আহত রাশেদ বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আলাউদ্দিন বলেন, সীতাকুণ্ড থেকে গুরুত্বর আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসার পর একজন মারা যান, আরো একজন চিকিৎসাধীন আছে। তারা দুইজনই জিপিএইচ এ কর্মরত শ্রমিক বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

    সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছে।

    বুধবার (৫ আগষ্ট) বেলা তিনটার দিকে কুমিরার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মমতাজ উদ্দিন (২৮), পিতা নুরুচ্ছাপা প্রকাশ নুরু এবং আব্দুর রশিদ মাঝি (২৭) পিতা মৃত সিরাজ মিয়া। তাদের বাড়ি
    কক্সবাজার জেলার পেকুয়া থানার পূর্ব উজানটিয়া ইউনিয়নে।

    জানা যায়, জিপিএইচ ইস্পাত কারখানায় ব্যবহার করতে গভীর পাহাড়ে ছড়ার পানি জমিয়ে রাখার জন্য বাঁধ নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন শ্রমিকদ্বয়। উক্ত জমানো পানি কারখানায় ব্যবহারের জন্য সেখান থেকে পাইপের মাধ্যমে ফ্যাক্টরিতে সঞ্চয় করা হতো। জমিয়ে রাখা ড্যামের পানির বাঁধে মাটির কাজ করার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই এ দু’জন শ্রমিক নিহত হয়।

    নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, জিপিএস কারখানার শ্রমিক নিহতের ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • ভাটিয়ারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

    ভাটিয়ারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলকায় নির্মাণাধীন ভবনের ৮ম তলার ছাদ থেকে পড়ে মো মাহিন (২৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

    আজ শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুর পৌনে একটার সময় ভাটিয়ারী এলাকার গিয়াস উদ্দিন এর বাড়িতে এঘটনা ঘটে।

    নিহত মাহিন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন গৌড়গাট্টা সৈয়দ আলী বাড়ির মৃত রফিক এর ছেলে।

    জানা যায়, নতুন নির্মাণাধীন একটি আটতলা ভবনে কাজ করার সময় অসাবধানত পা পিচলে সে নিচে পড়ে যায়, এসময় গুরুত্বর আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শামীম শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হবে।

  • চট্টগ্রামে দেয়াল ধ্বসে শ্রমিকের মৃত্যু

    চট্টগ্রামে দেয়াল ধ্বসে শ্রমিকের মৃত্যু

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন একটি ভবনের বেইজড নির্মাণের সময় পাশের একটি দেয়াল ধ্বসে নিহত হয়েছে এক নির্মাণ শ্রমিক।

    আজ ১১ নভেম্বর সোমবার বিকেল ৪টার সময় চট্টগ্রামের দক্ষীণ খুলশীর ১নং রোডে আনোয়ারের ৬নং বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত শ্রমিকের নাম বাচ্চু মিয়া (৫৫)। তিনি কুমিল্লা জেলার কসবা থানা এলাকার আছকিনা ইউনিয়নের বাসিন্দা মৃত আবদুস সামাদের ছেলে বলে জানা গেছে।

    শ্রমিক নিহতের তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁডির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া বলেন, সোমবার বিকেলে খুলশীতে নির্মাণাধীন একটি ভবনের কাজ করার সময় পাশের একটি দেয়াল ধ্বসে গুরুতর আহত হয় নির্মাণ শ্রমিক বাচ্চু মিয়া।

    আহত অবস্থায় বাচ্চুর অপর সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু মিয়াকে মৃত ঘোষণা করে।

  • সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের প্লেট পড়ে শ্রমিক নিহত

    সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের প্লেট পড়ে শ্রমিক নিহত

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি জাহাজ থেকে প্লেট পড়ে মো. মুসলিম (৫৩) নামে এক কাটার ফোরম্যান নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোট কুমিরা এলাকায় সাগর উপকূলে অবস্থিত প্যাসিফিক শিপ ব্রেকিং ইয়ার্ড ও এইচ.এম. শীপ ব্রেকিং ইয়ার্ডে এই দূর্ঘটনা ঘটে।

    নিহত মুসলিম উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের লালুর বাপের বাড়ির আব্দুল কাদেরের পুত্র।

    জানা যায়, দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নে সাগর উপকূলে অবস্থিত এইচ.এম. শীপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজে কাজ করছিল ফোরম্যান মো. মুসলিম। হঠাৎ পার্শ্বে থাকা প্যাসিফিক শীপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ থেকে একটি লোহার টুকরা ছিটকে তার গায়ে উপর পড়লে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    সীতাকুন্ড থানার ওসি তদন্ত শামীম শেখ জানান, দুপুরে ছোট কুমিরা এলাকায় সাগর উপকূলে একইসাথে লাগানো প্যাসিফিক ও এইচ.এম. শীপ ব্রেকিং দুটি ইয়ার্ড। হঠাৎ প্যাসিফিক ইয়ার্ডের জাহাজ থেকে একটি টুকরা এইচ.এম. শীপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজের উপর পড়লে মো. মুসলিম গুরুতর আহত হয়।

    পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বর্তমানে লাশটি চমেক হাসপাতালে রয়েছে।

  • চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

    চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

    চট্টগ্রাম নগরীর রুবি গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বায়েজিদ স্টিল মিলের এক শ্রমিক।

    বৃহস্পতিবার ভোরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম রিপন (২০) সে রংপুর জেলার পীরগাছা উপজেলার কাতিপাড়ার মোব্বাশের হোসেনের ছেলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

    সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে নগরীর রুবি গেইটে এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় বায়েজিদ স্টিল মিলের শ্রমিক রিপন।

    পরে আহত অবস্থায় রিপনকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সীতাকুণ্ডে তিনতলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

    সীতাকুণ্ডে তিনতলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

    সীতাকুণ্ডে তিনতলার ছাদ থেকে পড়ে
    আল আমিন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

    বুধবার (১৬ অক্টোবর) বিকাল তিনটার সময় এ ঘটনা ঘটে। নিহত আল আমিনের কুমিল্লার বুড়িচং উপজেলায়।

    জানা যায়, উপজেলার সদরে ৬ তলার বিল্ডিং এর তিনতলায় আস্তরের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে সীতাকুণ্ডে ভুঁইয়া টাওয়ার এর পিছনে দীর্ঘ দিন যাবত ভাড়া বাসায় বসবাস করছেন।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ভবনের নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত এক নির্মাণ শ্রমিক মারা যায়। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে জানান তিনি।

  • সীতাকুণ্ডে দুই শ্রমিক নিহতের ঘটনায় ইয়ার্ডের কার্যক্রম বন্ধ

    সীতাকুণ্ডে দুই শ্রমিক নিহতের ঘটনায় ইয়ার্ডের কার্যক্রম বন্ধ

    সীতাকুণ্ডে গত ১২ অক্টোবর (শনিবার) পুরাতন জাহাজ ভাঙা ইয়ার্ডে গ্যাসে আক্রান্ত হয়ে ২ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় উপজেলার কুমিরা ঘাটঘর উপকূলে অবস্থিত “ও ডব্লিউ ডব্লিউ ট্রেডিং এণ্ড শীপ ব্রেকিং” নামের ইয়ার্ডটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

    শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব সোহেলা নাসরীন এর সাক্ষরিত নোটিশে জানানো হয় গত ১২ অক্টোবর MV SIERREA নামক জাহাজ বিভাজন কার্যক্রম চলমান অবস্থায় রাত ১০ টায় জাহাজের তলদেশে গ্যাস কাটার দিয়ে কাজ করার সময় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে সাইফুল (২৬) এবং মাসুদ (২২) নামের দুই শ্রমিক গ্যাসে আক্রান্ত হয়ে মারা যায়।

    এধরণের দূর্ঘটনার কারণে দেশে-বিদেশে জাহাজ পূনঃপ্রক্রিরাজাতকরণ শিল্পের বিষয়ে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে। ইয়ার্ড কর্তৃক কার্টিং আবেদন দাখিল এবং কার্টিং অনুমতির পূর্বেই জাহাজে বেআইনীভাবে রাতে কাজ করায় এধরণের দূর্ঘটনা ঘটেছে মর্মে প্রতীয়মান হয়।

    এমতাবস্থায় ইয়ার্ড পর্যায়ে সংঘটিত দূর্ঘটনার কারণে দি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং রোলস-২০১১ এর বিধি ৪ অনুযায়ী মেসার্স ওডব্লিউ ডব্লিউ ট্রেডিং এন্ড শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়া সংশ্লিষ্ট সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হলো।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, শনিবারের ঘটনার পর ইয়ার্ডের সকল কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ইয়ার্ডটি পরিদর্শন করে গেইটে নোটিশ লাগিয়ে দিয়েছি।

  • সীতাকুণ্ডে মাথায় প্লেট পড়ে শিপ ইয়ার্ড শ্রমিক নিহত

    সীতাকুণ্ডে মাথায় প্লেট পড়ে শিপ ইয়ার্ড শ্রমিক নিহত

    সীতাকুণ্ডে কাজ করার সময় লোহার প্লেট চাপা পড়ে মো: রবিউল হোসেন (২০) নামে এক শিপব্রেকিং ইয়ার্ড শ্রমিক নিহত হয়েছে।

    রোববার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল সাগর পাড়ে এইচএম শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক জামালপুর জেলার ইসলামপুর থানার আবুল হায়াতের পুত্র।

    সূত্রে জানা যায়, রাতে শিপব্রেকিং ইয়ার্ডের ভেতরে স্তুপ করা স্ক্র্যাপ জাহাজের প্লেট কাটার সময় আকস্মিক লোহার প্লেটের নিচে চাপা পড়েন রবিউল। এসময় প্লেট চাপায় মাথা থেতলে গিয়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর আহত রবিউলকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, ইয়ার্ডটিতে রবিউল কাটারম্যানের দায়িত্ব পালন করছিলেন। রাতে কাজ করার সময় গুরুত্বর আহত হলে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।