Tag: শ্রাবন্তী

  • শ্রাবন্তী চান বিচ্ছেদ ও টাকা, রোশন চান ‘নতুন করে’

    শ্রাবন্তী চান বিচ্ছেদ ও টাকা, রোশন চান ‘নতুন করে’

    প্রেম আর বিচ্ছেদের মাঝামাঝি আটকে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিবাহবন্ধনে জড়ালেও টেকেনি। শ্রাবন্তীর তৃতীয় বিয়েও খাদের কিনারে। এরই মাঝে সংকট। শ্রাবন্তী চান বিবাহবিচ্ছেদ আর রোশন সিং চান অতীত ভুলে নতুন করে সম্পর্ক গড়তে।

    কাগজে-কলমে এখনও স্বামী-স্ত্রী রোশন-শ্রাবন্তী। কিন্তু গত ১০ মাস ধরে এক ছাদের তলায় থাকেন না এ দম্পতি। তাই তো আদালতের দারস্থ দুজনই।

    কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, শ্রাবন্তীর সঙ্গে সংসারের জন্য আদালতের দারস্থ হয়েছিলেন রোশন। কিন্তু সেই মামলার সমন গ্রহণ করলেও গত জুলাইয়ে আদালতে হাজির হননি শ্রাবন্তী। ১৬ সেপ্টেম্বর আদালতে দু-পক্ষের মুখোমুখি হওয়ার কথা ছিল। সে দিনই আইনজীবীর মাধ্যমে রোশনের কাছে উত্তর পাঠান শ্রাবন্তী।

    রোশনের আইনজীবী শ্যামল মণ্ডল আনন্দবাজারকে বলেছেন, ‘শ্রাবন্তী রোশনের কাছ থেকে বিবাহবিচ্ছেদ চেয়েছেন। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা যাবে না।’ কিন্তু শুধু বিচ্ছেদ চেয়েই থেমে যাননি শ্রাবন্তী। রোশনের কাছ থেকে খোরপোশ হিসেবে বেশ কিছু টাকা দাবি করেছেন তিনি। আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন শ্রাবন্তী। পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।

    ২০০৩ সালে পরিচালক রাজীবকুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। তাঁদের ঘরে ঝিনুক নামের এক ছেলে রয়েছে। এর পর এই সর্ম্পকের ইতি টেনে কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী, কিন্তু সে সম্পর্কও বেশি দিন টেকেনি।

    ২০১৯ সালের ১৯ মে দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তবে বছর না ঘুরতেই খবর বেরোয়, এ সংসারও নাকি ভাঙতে বসেছে অভিনেত্রীর। এখন তা আদালত পর্যন্ত গড়িয়েছে।

    এন-কে

  • তৃতীয় বিয়ে থেকে মুক্তি পেতে যা করলেন শ্রাবন্তী

    তৃতীয় বিয়ে থেকে মুক্তি পেতে যা করলেন শ্রাবন্তী

    অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। রোশনের সঙ্গে তৃতীয় বিয়ে ভাঙা থেকে অভিরূপের সঙ্গে নতুন প্রেমের গুঞ্জন, নায়িকার ব্যক্তিগত জীবন সবসময় সংবাদ শিরোনামে। এবার রোশনের কাছ থেকে মুক্তি পেতে মামলা দায়ের করলেন টালিউড অভিনেত্রী।

    রোশন-শ্রাবন্তী যে বহুদিন ধরেই এক ছাদের নিচে থাকেন না, সে কথা সবারই জানা। এবার কাগজে কলমে সে সম্পর্কে ইতি টানতে চাইছেন নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আলিপুর আদালতে বিয়ে বিচ্ছেদ চেয়ে মামলা দায়ের করেছেন অভিনেত্রী।

    মামলার পাশাপাশি রোশনের বিরুদ্ধে নানা অভিযোগও করেছেন শ্রাবন্তী। পরিষ্কার করে দিয়েছেন রোশনের সঙ্গে আর সংসার করতে চান না তিনি। আগামী ১০ ডিসেম্বর এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

    মাত্র ১৬ বছর বয়সে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এরপর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন নায়িকা। বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ২০১৯ সালের গোড়ার দিকে চূড়ান্ত হয় কৃষাণ-শ্রাবন্তীর ডিভোর্স। কয়েক মাসের মাথাতেই রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী।

    এরপর হানিমুন, একসঙ্গে আদুরে ছবি থেকে রোম্যান্টিক টিকটিক ভিডিও পোস্ট করতেন এই জুটি। তবে গত বছর পূজার আগে ছন্দপতন। শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়ে চলে যান রোশন। সংবাদমাধ্যমের কাছে সেই খবর ফাঁস হতে বেশি সময় লাগেনি।

    কিন্তু হঠাৎই ছন্দপতন। গত বছর দুর্গাপূজার সময় থেকেই আলাদা থাকছেন শ্রাবন্তী-রোশন। তৈরি হয় মনের দূরত্ব। অনেক ঘটনার পর গত জুন মাসে শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন রোশন সিং, তত দিনে অবশ্য শ্রাবন্তীর নতুন প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার গুঞ্জন চাউর হয়ে যায়। এর মধ্যেই বিভিন্ন সময়ে ব্যবসায়ী অভিরূপ নাগ ও শ্রাবন্তীকে সময় কাটাতে দেখা গেছে টালিপাড়ার বন্ধুদের সঙ্গে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় শ্রাবন্তী। আজকাল সমানতালে পাল্লা দেন রোশনও। গত কয়েক মাসে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দু’জনেই। আগামী দিনে শ্রাবন্তী-রোশনের সম্পর্কের পানি কোনদিকে গড়ায় সেটাই এখন দেখার।

    এন-কে

  • শ্রাবন্তী না আসায় ১৫ লাখ টাকা লোকসান

    শ্রাবন্তী না আসায় ১৫ লাখ টাকা লোকসান

    ওপার বাংলার দর্শকনন্দিত নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় এই নায়িকা। এরই মধ্যে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘‌শিকারী’, বাংলাদেশের ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করে সাফল্য পেয়েছেন তিনি।

    এদিকে বাংলাদেশের ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করছেন শ্রাবন্তী। গত বছর সিনেমাটির শুটিং শুরু করেন। কিন্তু তার অংশের শুটিং এখনো বাকি রয়েছে। বাকি অংশের শুটিংয়ের জন্য গত ১০ জানুয়ারি ঢাকায় আসার কথা ছিল তার। শুধু তাই নয়, ওই দিনই বিএফডিসিতে শুটিংয়ে অংশ নেওয়ারও কথা ছিল। নির্ধারিত শিডিউল অনুযায়ী সেট নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেন পরিচালক। হঠাৎ শ্রাবন্তী জানান, তিনি ঢাকায় আসতে পারছেন না।

    জানা গেছে হঠাৎ করে শ্রাবন্তীর মামা শ্বশুর মারা গেছেন। স্বাভাবিক কারণে ওই দিন ভিসা অফিসে যেতে পারেননি। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আনু’মানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান।

    শ্রাবন্তী এসে শুটিংয়ে অংশ নিবেন এফডিসিতে সেট নির্মাণ করে রাখেন। সেটটি এখন ফাঁকা পড়ে আছে। ফ্লোর ভাড়াসহ ১০০ জনের ইউনিটও ছিল প্রস্তুত। কিন্তু শ্রাবন্তীর না আসায় আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সময়ের অভাবে ভিসা অফিসেও যেতে পারেননি শ্রাবন্তী। তবে আজ মঙ্গলবার তিনি ভিসা করাবেন। ভিসা পেলেই শুক্রবার ঢাকায় আসবেন কলকাতার এ অভিনেত্রী। এরপরেই ‘বিক্ষোভ’ ছবির শুটিংয়ে অংশ নেবেন।

    শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমায় শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করছেন বলিউডের রাহুল দেব।

    সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন সানি লিওন। এরই মধ্যে মুম্বাইয়ে সেট তৈরি করে গানটির শুটিংও সম্পন্ন করেছেন। নৃত্য পরিচালনা করেছেন ভারতের বব ও পাবন। গানে কণ্ঠ দিয়েছেন কোনাল।