Tag: শ্রীলংকা

  • প্রথমবারের মত শ্রীলংকাকে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকার

    প্রথমবারের মত শ্রীলংকাকে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকার

    প্রথমবারের মত টি-টুয়েন্টিতে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে বড় ব্যবধানে হারায় শ্রীলংকাকে। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো প্রোটিয়ারা।

    প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিলো দক্ষিণ আফ্রিকা। হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে শেষ ম্যাচ খেলতে নামে তারা। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রান সংগ্রহ করে লংকানরা। দক্ষিণ আফ্রিকার বির্জন ফরচুইন ও কাগিসো রাবাদা ২টি করে উইকেট নেন।

    ১২১ রানের সহজ টার্গেট হেসে খেলে স্পর্শ করে ফেলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। ৩২ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন তারা। ৪২ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কায় হেনড্রিকস ৫৬ এবং ডি কক ৪৬ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। ডি ককের ইনিংসে ৭টি চার ছিলো। ম্যাচ ও সিরিজ সেরা হন ডি কক।

    টি-টুয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। ২-১ ব্যবধানে সিরিজটি জিতেছিলো লংকানরা।

    এন-কে

  • গোতাবায়া রাজাপাকসে শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচিত

    গোতাবায়া রাজাপাকসে শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচিত

    শ্রীলংকায় গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার মুখপাত্র এ কথা জানান।
    দেশটিতে ইসলামপন্থীদের হামলায় ২৬৯ জন নিহত হওয়ার সাতমাস পর শনিবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

    মুখপাত্র খেইলিয়া রামবুকওয়েলা বলেন, ‘আমরা ৫৩ থেকে ৫৪ শতাংশ ভোট পেয়েছি। এর মানে বিজয় সুস্পষ্ট। আমরা খুবই খুশি গোতাবায়া পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন।’

    এদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাসন মন্ত্রী সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৪৫ দশমিক ৩ শতাংশ ভোট। তিনি সংখ্যালঘু তামিলদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন। কিন্তু সিংহলী আসনসমূহে কম ভোট পেয়েছেন।

    তবে রাজাপাকসে (৭০) দ্বীপ দেশটির সিংহলী এলাকায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।

    বামপন্থী অনুরা কুমারা দেশনায়েক তৃতীয় অবস্থানে রয়েছেন, তিনি পেয়েছেন ৪.৬৯ শতাংশ ভোট।

    নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশপ্রিয় বলেছেন, বিচ্ছিন্ন সহিংস ঘটনায় অনেক লোক আহত হওয়া সত্ত্বেও শনিবারের ভোটে ১৫ দশমিক ৯৯ মিলিয়ন ভোটারের মধ্যে ৮০ শতাংশ ভোট পড়েছে।

    সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজা পাকসের ছোট ভাই গোতাবায়া তামিল বিদ্রোহ দমনকালে দেশটির প্রতিরক্ষা সচিব ছিলেন।