Tag: শ্রীলঙ্কা

  • বাংলাদেশের বোলিং-ফিল্ডিং ব্যর্থতায় সুপার ফোরে শ্রীলঙ্কা

    বাংলাদেশের বোলিং-ফিল্ডিং ব্যর্থতায় সুপার ফোরে শ্রীলঙ্কা

    এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে পরাজয়ের পর বাংলাদেশ দলে চলছিল থমথমে পরিস্থিতি। তারপরও শ্রীলঙ্কা ম্যাচের আগে দলটির অধিনায়ক শানাকার মন্তব্যের জবাব চলছিল একের পর এক। মিরাজের কথাকে ভুল প্রমাণ করে শেষ চারে উঠলো লঙ্কানরা। শেষ ওভারের নাটকীয়তায় সর্বনাশ বাংলাদেশের! ২ উইকেটের জয় লঙ্কানদের, এশিয়া কাপ শেষ বাংলাদেশের!

    মেহেদী হাসান মিরাজ (৩৮), আফিফ হোসেন (৩৮), সাকিব আল হাসান (২৪), মাহমুদউল্লাহ রিয়াদ (২৭) ও মোসাদ্দেক হোসেনের (২৪*) দূর্দান্ত ব্যাটিংয়ে ১৮৩ রান করে বাংলাদেশ। এরপর একাদিক জীবন পেয়ে কুশাল মেন্ডিস ৬০ ও অধিনায়ক দাসুন শানাকার ৪৫ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৯.২ ওভারেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

    ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার বোলারদের ওপর চওড়া হয় দুই লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস। যদিও কুশলের সহজ ক্যাচ হাতছাড়া করেন মুশফিক। তবে উদ্বোধনী জুটি বড় হতে দেননি পেসার এবাদত। নিশাঙ্কাকে ২০ রানে ফেরানোর ঐই একই ওভারেই আসালাঙ্কাকে ফেরান এই পেসার। এর ঠিক দুই ওভার না যেতেই লঙ্কান শিবিরে আবারো এবাদতের আঘাত। এবার ফেরান গুনাথিলাকাকে।

    যদিও ৪ বার জীবন পাওয়া কুশল মেন্ডিস একপ্রান্ত আগলে রেখে দ্রুত রান তোলার চেষ্টা করেন। তবে পঞ্চমবারে এসে আর রক্ষা মেলেনি এই ব্যাটারের। তাসকিনের শিকার হয় ৬০ রান করে মাঠ ছাড়েন কুশল। এরপর শানাকার ব্যাট চওড়া হলেও লঙ্কানদের শেষ রক্ষা হয়ে উঠেনি। শেষদিকে করুনারত্নের ছোট ক্যামিও পর আশিতার ৩ বলে ১০ রানে ভর করে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা। ফলে এশিয়া কাপ থেকে ছিটকে গেলো টাইগাররা। এদিন দলের হয়ে এবাদত নেন ৩ উইকেট, তাসকিনের শিকার ২ উইকেট। মাহেদি এবং মুস্তাফিজ ১ করে উইকেট লাভ করেন।

    এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত নকআউট এই ম্যাচে দারুণ এক পুঁজিই পেয়েছিল বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৭ উইকেট খুইয়ে তুলেছে ১৮৩ রান। তাতে লঙ্কানদের সামনে চ্যালেঞ্জটা দাঁড়াল ১৮৪ রানের।

    দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মাটিতে আগে ব্যাট করে জেতার কীর্তি অন্তত শেষ এক বছরে খুব বেশি নেই। তাই অধিনায়ক সাকিব আল হাসান চাইছিলেন টস জিতে ফিল্ডিং করতেই। তবে টস হেরে সে চাওয়া আর পূরণ হয়নি তার। শ্রীলঙ্কা ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে।

    ওপেনিং বাংলাদেশের মাথাব্যথার কারণ বহুদিন ধরেই। সেই সমস্যার সমাধান খুঁজতে আজ লাল সবুজের প্রতিনিধিরা ওপেন করতে পাঠায় মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমানকে। আশা জাগানিয়া শুরুর পরও ওপেনিং জুটি বড় হয়নি, ১৯ রানেই বিদায় নেন সাব্বির রহমান।

    তবে মিরাজকে শুরুতে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তটা দারুণভাবেই কাজে লেগে গেছে বাংলাদেশের জন্য। সাব্বিরের বিদায়ের পর রান তোলার দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেন তিনি। তার ব্যাটে চড়েই মূলত পাওয়ার প্লে শেষে ৫৫ রান তুলে ফেলে বাংলাদেশ।

    বাংলাদেশকে দারুণ শুরু এনে দেওয়া মিরাজ অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ২৬ বলে ৩৮ রান তুলে তিনি বিদায় নেন পরের ওভারেই।

    এরপর মুশফিক এসে ১৫০০ টি-টোয়েন্টি রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন, তবে ফেরেন এরপরই। সাকিব আল হাসানও রানের গতি বাড়ানোর তাগিদে ফেরেন ২২ বলে ২৪ রান তুলে। ৮৭ রানে ৪ উইকেট খুইয়ে বাংলাদেশ খানিকটা চাপেই পড়ে গিয়েছিল।

    ৩১ বলে ৫৭ রান তুলে সেই চাপটা দূর করে মাহমুদউল্লাহ রিয়াদ আর আফিফ হোসেনের জুটি। ২২ বল খেলে ইনিংস সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলে আফিফ ফেরেন এরপর। এর দুই বল পরই মাহমুদউল্লাহ ২২ বলে ২৭ রান করে ফিরলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

    এবার বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন মোসাদ্দেক হোসেন। ৯ বলে ৪ চারের মারে তিনি খেলেন ২৪ রানের দারুণ এক ইনিংস। শেষে সঙ্গী হিসেবে পান তাসকিন আহমেদকে, মোসাদ্দেকের সঙ্গে তার ৬ বলে এক ছক্কায় খেলা ১১ রানের ছোট্ট ক্যামিওতে ভর করে ১৮৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়ে ফেলে বাংলাদেশ! কিন্তু ম্যাচটা যেটা হলো না!

  • শ্রীলংকাকে বিধ্বস্ত করে আফগানিস্তানের শুভ সূচনা

    শ্রীলংকাকে বিধ্বস্ত করে আফগানিস্তানের শুভ সূচনা

    লক্ষ্যটা খুব বড় ছিল না। মাত্র ১০৬ রানের টার্গেট দিয়েছিল শ্রীলংকা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রহমানুল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই। তাদের আগ্রাসী ব্যাটে খেলতে থাকা আফগানরা তা ছুঁয়ে ফেলে পানি পানের বিরতির পরই।

    ৫৯ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় আফগানিস্তান।

    টস ভাগ্য জিতে আয়োজক দেশ শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় আফগানরা। শুরুতেই ফজল হক ফারুকী ও নাভিনউল হকের পেস বলে দিশাহারা হয়ে যান আসালাঙ্কারা। প্রথম দুই ওভারেই আউট হয়ে যান লংকানদের তিন টপ অর্ডার। রাজাপাকশে ও গুনাথিলাকার জুটি সেই চাপ সামাল দেন। তবে শেষ মুহূর্তে একশ রানের আগেই অল-আউটের শঙ্কা জেগেছিল। কারুনারত্নের ৩১ রানের ইনিংসে কোনো রকমে ১০০ পাড় করে তারা।

    মাত্র ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন জাজাই ও গুরবাজ। দুজনের ব্যাটে তান্ডব ছুটে যেন।

    তাদের দানবীয় ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারেই আসে ৮৩ রান। ব্যাটিংয়ের পর বোলিংয়ে শ্রীলংকাকে দিশাহারা করে ফেলে আফগানরা। তারা যেন তখন মরিয়া হয়ে উঠেছিল একটি উইকেটের জন্য।

    তখনই দলকে ব্রেক থ্রো এনে দেন শ্রীলংকার লেগ স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। তার গুগলিতে গুরবাজের লেগ স্টাম্পে আঘাত হানে। ফিরে যান ৪০ রান করে। ১৮ বলে তিন চার ও চার ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি।

    গুরবাজ ফিরে গেলেও অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন জাজাই। তবে তাকে শেষ পর্যন্ত সঙ্গ দিতে পারেননি তিনে নামা ইব্রাহিম জাদরান। থিকশানার বল সোজা ব্যাটে খেলতে গিয়েছিলে জাজাই। দাগের বাইরে চলে এসেছিলেন ইব্রাহিম। বোলারের হাতে লেগে আঘাত করে স্টাম্পে। ফিরে যেতে হয় ১৫ রান করেই। ১৩ বলে তার ইনিংসটি সাজানো ছিল দুটি চারে।

    ইব্রাহিম যখন আউট হন তখন জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩ রান। সেটা পেতে শেষ পর্যন্ত বেগ পেতে হয়নি। ৩৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জয় নিয়ে ফেরেন জাজাই। ২৮ বলে ৫ চার ও এক ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি।

    শ্রীলংকার হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন রাজাপাকশে। দারুণ বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের বিধ্বস্ত করা ফজল হক ফারুকী হয়েছেন ম্যাচ সেরা।

  • বাংলাদেশকে ‘১০’ উইকেটে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

    বাংলাদেশকে ‘১০’ উইকেটে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

    সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চট্রগ্রাম টেস্টে ড্রয়ের পর এই হারে কার্যত সফরকারীদের কাছে সিরিজও খোয়ালো স্বাগতিকরা।

    চট্রগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে সিরিজের প্রথম টেস্ট ড্রয়ের পর ঢাকায় দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

    শেষ পর্যন্ত দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ৷ তবে টাইগারদের এই পুঁজি যে যথেষ্ট ছিল না, লঙ্কান ব্যাটাররা সেটা হারে হারে প্রমাণ করে দেন। প্রথম ইনিংসে কুশল মেন্ডিস ও দীনেশ চান্ডিমালের সেঞ্চুরিতে ৫০৬ রানে অলআউট হওয়ার আগে ১৪১ রানের বড় লিড পায় সফরকারীরা।

    ১৪১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে প্রথম বারের মতো একই ম্যাচের দুই ইনিংসেই শূন্য রানে আউট হন ওপেনার তামিম ইকবাল। ব্যাটিংয়ে ছন্দ হারানো দলপতি মুমিনুল হকও ফেরেন শূন্য হাতে।

    এছাড়া নাজমুল হোসেন শান্ত ২ এবং আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় মাত্র ১৫ রানে আউট হলে টাইগারদের বিপদ বাড়তে থেকে। সেখান থেকে আর উইকেট না হারিয়ে ১১ রানের জুটিতে চতুর্থ দিনের খেলা শেষ করেন প্রথম ইনিংসের দুই নায়ক মুশফিকুর রহিম ও লিটন দাস। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের চেয়ে ১০৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করে টাইগাররা।

    আগের দিনের দুই অপরাজিত ব্যাটার পঞ্চমদিনের শুরুতে অবশ্য লঙ্কান পেসারদের ভালোই সামলাচ্ছিলেন। ব্যক্তিগত ৯ রানে কাসুন রাজিথার বলে আম্পায়ার লিটনকে ক্যাচ আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান এই টাইগার ব্যাটার। তবে রাজিথার পরের ওভারে বলের লাইন মিস করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। আউট হওয়ার আগে মুশফিক করেন ২৩ রান।

    লিটনকে সঙ্গে নিয়ে সাকিব কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। লিটন ৫২ ও সাকিব ৫৮ রানে ফিরে গেলে হারের খুব কাছে চলে যায় বাংলাদেশ। এরপর ব্যাট হাতে মোসাদ্দেক কিংবা অন্য কেউই তেমন কিছুই করতে পারেননি। ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৮ রানের লিডে ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

    ২৯ রানের লক্ষ্য তাড়া করতে তেমন বেগ পেতে হয়নি লঙ্কানদের। দুই ওপেনার ফার্নান্দো ও করুনারত্নে মাত্র তিন ওভারেই সেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন। ১০ উইকেটের বড় জয় নিয়ে চলতি বছর নিজেদের প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল সফরকারীরা।

    সংক্ষিপ্ত স্কোর
    টস: বাংলাদেশ

    বাংলাদেশ ১ম ইনিংস : ৩৬৫/১০ (১১৬.২ ওভার)
    মুশফিক ১৭৫*, লিটন ১৪১, তাইজুল ১৫
    রাজিথা ৬৪/৫, আসিথা ৯৩/৪

    শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৫০৬/১০ (১৬৫.১ ওভার)
    ম্যাথিউস ১৪৫, চান্দিমাল ১২৪, করুনারত্নে ৮০, ধনঞ্জয়া ৫৮, ওশাদা ৫৭
    সাকিব ৯৬/৫, এবাদত ১৪৮/৪

    বাংলাদেশ ২য় ইনিংস : ১৪৯/৫ (৪৬ ওভার)
    সাকিব ৫৮, লিটন ৫২
    আসিথা ৫১/৬, রাজিথা ৪০/২

    শ্রীলঙ্কা ২য় ইনিংস: ২৯/০ (৩ ওভার)
    ফার্নান্দো ২১*, করুনারত্নে ৭*

    ফল: শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী।

  • ম্যাথিউসের সেঞ্চুরিতে প্রথম দিনে শ্রীলঙ্কার সংগ্রহ ২৬৪

    ম্যাথিউসের সেঞ্চুরিতে প্রথম দিনে শ্রীলঙ্কার সংগ্রহ ২৬৪

    চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষ সেশনে উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।

    প্রথম সেশনে দুই উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় সেশন কাটে উইকেটবিহীন। প্রথম সেশনে যেখানে ২ উইকেটে ৭৩ রান তুলেছিল সেখানে চা-বিরতির আগে স্কোরবোর্ডে ১৫৮ রান তোলে শ্রীলঙ্কা। ৫৪ রান করে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস।

    এমনকি ৫৪ রানে অপরাজিত থাকেন ম্যাথিউসও। উইকেটবিহীন একটি সেশন কাটানোর পর স্বাভাবিকভাবে হতাশ হওয়ার কথা। তবে তৃতীয় সেশনে শুরুতে সেটি কাটিয়ে দেন তাইজুল। ৫৪ রান করা মেন্ডিসকে ক্যাচ আউট করে সাজঘরে ফেরান তাইজুল।

    ধনঞ্জয়া এসে একটু আগ্রাসী খেলার চেষ্টা করেন। তবে ধনঞ্জয়া ক্রিজে থিতু হতে পারেননি। তাঁর আগেই তাঁকে সাজঘরের পথ দেখান সাকিব। তাঁর করা বলটি ব্যাটের কানায় লেগে দারুণ এক ক্যাচ নেন স্লিপে থাকা মাহমুদুল হাসান জয়।

    তবে আম্পায়ার নিশ্চিত আউটে সাড়া দেননি। ফলে বাধ্য হয়েই রিভিউ নেন মুমিনুল। রিভিউতে দেখা যায় পরিস্কার ব্যাটের সঙ্গে সংযোগ ছিল বলের। সাথে সাথেই নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার।

    ১৮৩ রানে চতুর্থ উইকেটের পতন পর ম্যাথুসকে সঙ্গ দিতে ক্রিজে আসেন চান্দিমাল। ম্যাথিউসও ধীরে ধীরে এগোতে থাকেন সেঞ্চুরির দিকে। নিজের ১২তম টেস্ট সেঞ্চুরিটি আসে বাউন্ডারি মেরে। নতুন বল হাতে নেওয়ার পর শরিফুলের ওভারে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

    শেষ পর্যন্ত ৪ উইকেট হারিএ ২৫৮ রান করেই প্রথম দিন শেষ করে শ্রীলঙ্কা। ৩৪ রান করে অপরাজিত রয়েছেন চান্দিমাল ও ২১৩ বলে ১১৪ রান করে অপরাজিত রয়েছেন ম্যাথিউস। বাংলাদেশের হয়ে প্রথম দিনে সর্বোচ্চ দুটি উইকেট নেন নাঈম হাসান।

  • শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

    শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

    শপথের মাধ্যমে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তাঁর শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতির সরকারি ভবনে শপথ অনুষ্ঠিত হয়। এরপর রনিল ওয়ালুকারমা মন্দিরের উদ্দেশে যান। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    এর আগে রনিল বিক্রমাসিংহের দল ইউএনপির বরাতে ডেইলি মিরর জানিয়েছিল, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তিনি শপথ নিতে পারেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রনিল শপথ নিলেন। এ নিয়ে তিনি ষষ্ঠবারের মতো সেদেশের প্রধানমন্ত্রী হলেন।

    সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে শপথ নিয়েছিলেন ২০২০ সালের ৯ আগস্ট। তিনি সেদেশের চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন। এর দুই বছর না ঘুরতেই অর্থনৈতিক টানাপোড়েনে টালমাটাল হয়ে পড়ে দেশ। দেখা দেয় জনরোষ। শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে অনেকে নিহতও হয়েছেন।

    এরপর অর্থনৈতিক সংকটের মধ্যে তুমুল বিক্ষোভে চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানান, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। চলমান সহিংস আন্দোলনের মধ্যেই তাঁর বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় দেশটির মন্ত্রিসভা।

    এরপর কে হতে পারেন নতুন প্রধানমন্ত্রী, তা নিয়ে চলে জল্পনা-কল্পনা। পরে আজ শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে জানা গেল, সন্ধ্যায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সেদেশের পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

  • সাফে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

    সাফে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

    মালদ্বীপে আজ শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর। প্রথম দিনই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

    মালের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শুক্রবার (১ অক্টোবর) বিকেল ৫টায়

    নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে ১৮ বছরের শিরোপার খরা কাটাতে মালদ্বীপে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

    আসরে অন্য দলগুলোর তুলনায় শুধু শ্রীলঙ্কাই র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে।

    প্রথম ম্যাচ জয়ে শুরু করতে চান কোচ অস্কার ব্রুজন। নতুন ফরমেশন ৪-১-৪-১ এ দল মাঠে নামাতে পারেন স্প্যানিশ কোচ।

    এদিকে, ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। জ্বরের কারণে লঙ্কানদের বিপক্ষে খেলতে পারবেন না মাঝমাঠের নির্ভরতার প্রতীক সোহেল রানা।

    সাফে দু’বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ১টি করে জয়ে সমতায় দু’দল। যদিও সবশেষ ৬ দেখায় ৪টিতেই জিতেছে বাংলাদেশ।

    এন-কে

  • হোয়াইটওয়াশের লজ্জা শ্রীলঙ্কার

    হোয়াইটওয়াশের লজ্জা শ্রীলঙ্কার

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবারও সেই ছন্নছাড়া শ্রীলঙ্কাকে দেখা গেল। তিন ম্যাচ টি-টোয়েন্টির সবক’টিতে জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল আফ্রিকানরা।

    এর আগে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই শোধটাই এবার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিল প্রোটিয়ারা।

    টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ থেকে ছিটকে পড়া দাসুন শানাকারা হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছিল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)। কিন্তু এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১০ উইকেটে বিশ্রীভাবে হারল শ্রীলঙ্কা।

    টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু শুরু থেকেই মুখ থুবড়ে পড়ে লঙ্কান ব্যাটসম্যানরা। ১৮ এবং ১৯ রানের মাথায় পরপর দুই উইকেট হারিয়ে বসে থাকে তারা। ওপেনিংয়ে নেমে কুশল পেরেরার ৩৯ এবং নয়ে ব্যাট করতে নেমে চামিকা করুণারত্নের অপরাজিত ২৪ রানই সম্বল ছিল শ্রীলঙ্কার। বাকিরা কেউ দুই অঙ্কের কোটাই অতিক্রম করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে শ্রীলঙ্কা।

    দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার সামনে সাদামাটা লক্ষ্যই দিয়েছিল শ্রীলঙ্কা। আর তাই সহজ এই লক্ষ্যে পৌঁছাতে বেশি কসরতও করতে হয়নি প্রোটিয়াদের। ওপেনিং জুটিই হাসতে হাসতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। রেজা হেন্ড্রিক্স ব্যক্তিগত ৫৬ করে অপরাজিত থাকেন। কুইন্টন ডি’কক অপরাজিত ৫৯ রান করেন। ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

    এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে এমন লজ্জার হারের পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। এর আগেও ইংল্যান্ডের বিপক্ষে ভরাডুবির পরেও সমালোচকদের তোপের মুখে পড়েছিল লঙ্কানরা। একযোগে সব খেলোয়রকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আনফলো’ করে প্রতিবাদে শামিল হয়েছিল দেশটির ক্রিকেট ভক্তরা।

    তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে ঘরের মাঠে ভারতে টি-টোয়েন্টি সিরিজে হারায় দাসুন শানাকারা। আর এতে করে নতুন করে আশাও দেখতে শুরু করে ভক্ত-সমর্থকরা। কিন্তু আবারও ব্যর্থতার বৃত্তে বন্দি লঙ্কান ক্রিকেট। বিশ্বকাপ শুরুর আগে যা নিঃসন্দেহে খারাপ বার্তা।

    এদিকে, লঙ্কান ক্রিকেটের এমন লজ্জার দিনেই মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আরেকবার মন ভাঙল দেশটির ক্রিকেট ভক্তদের। এদিনই সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন লঙ্কান কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গা। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন মালিঙ্গা।

    টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আগেই। বিদায় জানিয়েছেন ফ্যাঞ্চাইজি ক্রিকেটকেও। তবে টি-টোয়েন্টি চালিয়ে যাচ্ছিলেন। এবার এই ফরমেট থেকেও বিদায় নিলেন এই ৩৮ বছর বয়সী এই স্টাইলিশ পেসার।

    এন-কে

  • শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকায়

    শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকায়

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

    শুক্রবার (১৯ মার্চ) সকাল সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান।

    এদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ১০ দিনের আয়োজনের তৃতীয় দিন জাতির জনকের জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন মাহিন্দা রাজাপাকসে।

    বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা সেরে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি।

    এরপর শুক্রবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন মাহিন্দা রাজাপাকসে।

    শনিবার সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

    এরপর শনিবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে উভয় দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে।

    শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে ২৮ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছে। এর মধ্যে বেশ কয়েক মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন। দেশটির শিক্ষামন্ত্রী, তাত ও বস্ত্রবিষয়ক প্রতিমন্ত্রী, আঞ্চলিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গৃহনির্মাণসামগ্রী শিল্পবিষয়ক প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা মাহিন্দা রাজাপাকসের সফরসঙ্গী হচ্ছেন।

    দুই দিনের সফর শেষে আগামী ২০ মার্চ সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন।

    দশ দিনের এই আয়োজনে ২২ মার্চ নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী, ২৪ মার্চ ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এবং ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেবেন।

    দশ দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের বক্তব্য ও ভিডিও বার্তা ছাড়াও বন্ধুরাষ্ট্রগুলোর সাংস্কৃতিক দলের পরিবেশনা থাকবে।

  • রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তিতে রাজাপাকসে’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

    রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তিতে রাজাপাকসে’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে’কে ফোন করে তার রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘শেখ হাসিনা আজ সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং তার রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্ণ হওয়ায় তাকে (রাজাপাকসে) আন্তরিক অভিনন্দন জানান।

    তিনি বলেন, টেলিফোনে কথোপকথনের সময় দুই প্রধানমন্ত্রীই পারস্পরিক কুশল বিনিময় করেন এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পূণর্ব্যাক্ত করেন।

    প্রেস সচিব বলেন, দুই নেতা উভয় দেশের জনগনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ইসলাম ধর্মের অবমাননা:দুবাইয়ে তিন শ্রীলঙ্কানের মামলার রায় ২০ ডিসেম্বর

    ইসলাম ধর্মের অবমাননা:দুবাইয়ে তিন শ্রীলঙ্কানের মামলার রায় ২০ ডিসেম্বর

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের বানিজ্য নগরী দুবাইতে ইসলাম ধর্মের অবমাননা মামলার তিন শ্রীলঙ্কান নাগরিকের বিচার কার্যক্রম শুরু করেছে দুবাই আদালত। মে মাসে তাদের গ্রেফতার করেছে আল বারাসা থানার পুলিশ।

    পুলিশ জানায়, চলতি বছরের মে মাসে শ্রীলঙ্কার দুর্ঘটনার পর এই তিনজন ইসলাম ধর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করেন। পোস্ট দেখে সাথেসাথে তাদের সহকর্মীরা পুলিশে অভিযোগ জানালে পুলিশ সত্যতা যাচাই করতে তাদের ল্যাপটপ ও মোবাইলসহ তিনজনকে আটক করে।

    দুবাই পাবলিক প্রসিকিউশন অনুসারে জানা যায়, তিনজন আসামী ২৮ থেকে ৩৪ বছর বয়সী। বুধবার শুনানিতে আসামীরা তাদের অপরাধ স্বীকার করেছে।

    আগামী ২০ ডিসেম্বর মামলার রায়ের দিন নির্ধারণ করেছে দুবাই সুপ্রিম কোর্ট।

  • প্রেসিডেন্ট হয়ে ছোট ভাই প্রধানমন্ত্রী করলেন বড় ভাইকে

    প্রেসিডেন্ট হয়ে ছোট ভাই প্রধানমন্ত্রী করলেন বড় ভাইকে

    শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। সদ্য নির্বাচিত দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বুধবার প্রধানমন্ত্রী হিসেবে বড় ভাই মাহিন্দা রাজাপাকসের নাম ঘোষণা করেন।

    সরকারের মুখপাত্র বিজয়ানন্দ হেরাত জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন মাহিন্দা রাজাপাকসে।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী এপ্রিলে পার্লামেন্ট নির্বাচন হতে পারে শ্রীলঙ্কায়। এর আগ পর্যন্ত সরকার পরিচালনার জন্য অন্তর্বর্তী মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট গোতাবায়া। আর সেই মন্ত্রিসভার প্রধান হবেন তার ভাই মাহিন্দা।

    উল্লেখ্য, গত শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক প্রেসিডেন্ট রানা সিংহ প্রেমাদাসার ছেলে সাজিথ প্রেমাদাসাকে বিপুল ভোটে পরাজিত করেন গোতাবায়া।

    এক দশক আগে তামিলদের সঙ্গে গৃহযুদ্ধ অবসানের কৃতিত্ব দেওয়া হয় দুই ভাই মাহিন্দা-গোতাবায়াকে। ওই সময় প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দা আর প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ছোট ভাই গোতাবায়া।

  • শ্রীলঙ্কার সিরিজ জয়

    শ্রীলঙ্কার সিরিজ জয়

    ওয়ানডে সিরিজের ঠিক উল্টো চিত্রনাট্য যেন টি-টোয়েন্টি সিরিজে। ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা পাকিস্তান সফরকারী শ্রীলঙ্কার কাছে হেরে গেছে টি-টোয়েন্টি সিরিজে। লাহোরে দ্বিতীয় ম্যাচে ৩৫ রানের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

    সোমবার (৭ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান জড়ো করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান আসে ভানুকা রাজাপক্ষের ব্যাট থেকে। ৪৮ বলের মোকাবেলায় ৪টি চার ও ৬টি ছক্কা হাঁকান তিনি।

    এছাড়া অন্যান্যদের পক্ষে সেহান জয়াসুরিয়া ৩৪, অধিনায়ক দাসুন শানাকা অপরাজিত ২৭ ও দানুশকা গুনাথিলাকা ১৫ রান করেন।

    পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট শিকার করেন ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ ও শাদাব খান।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান শুরুতেই বিপর্যয়ে পড়ে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে চাপে পড়ে যায় সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দল। শেষপর্যন্ত দলটির ইনিংস গুটিয়ে যায় ১৪৭ রানে, ১৯ ওভার ব্যাট করে।

    দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান আসে ইমাদের ব্যাট থেকে। এছাড়া আসিফ আলী ২৯ ও সরফরাজ ২৬ রান করেন।

    শ্রীলঙ্কার পক্ষে নুয়ান প্রদীপ একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনটি, ইসুরু উদানা দুটি ও কাসুন রাজিথা একটি উইকেট শিকার করেন।

    সংক্ষিপ্ত স্কোর

    শ্রীলঙ্কা ১৮২/৬ (২০ ওভার)
    ভানুকা ৭৭, সেহান ৩৪, দাসুন ২৭*
    ইমাদ ২৭/১, ওয়াহাব ৩১/১

    পাকিস্তান ১৪৭ (১৯ ওভার)
    ইমাদ ৪৭, আসিফ ২৯
    প্রদীপ ২৫/৪, হাসারাঙ্গা ৩৮/৩

    ফল: শ্রীলঙ্কা ৩৫ রানে জয়ী।