Tag: সংঘবদ্ধ ধর্ষণ

  • হাটহাজারীতে ২ সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ

    হাটহাজারীতে ২ সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ

    হাটহাজারী পৌর সদরের পশ্চিমে সন্দীপ পাড়ার পাহাড়ি এলাকায় এক গৃহবধু (২৪) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে।

    গত মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া বারোটার দিকে ঘরে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে স্থানীয় সন্ত্রাসী ওয়াসিম (৩২) ও তার সহযোগী দুলাল (৩১) গৃহবধুর ঘরের দরজা ভেঙ্গে জোর পূর্বক প্রবেশ করে অস্ত্রের মুখে সন্তানদের জিম্মি করে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ ব্যাপারে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

    ধর্ষনের শিকার গৃহবধুর স্বামী প্রবাসে চাকুরী করেন। ঐ গৃহবধু সন্দ্বীপ পাড়ার পাহাড়ী এলাকায় ৫ ও ৪ বছর বয়সী দুই পুত্র সন্তানকে নিয়ে থাকেন।

    কান্নাজড়িত কন্ঠে ঐ গৃহবধু জানান, অন্যদিনের মতো গত মঙ্গলবার রাতে আমি সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলাম। রাত সোয়া বারটার দিকে ঘরের পেছনের দরজা ভেঙ্গে এলাকার কুখ্যাত সন্ত্রাসী ওয়াসিম (৩২) ও তার সহযোগী দুলাল (৩১) আমার ঘরে প্রবেশ করে।

    তারা ধারালো দা দিয়ে আমার সন্তাদের জিম্মি করে করে রাখে আমাকে পালাক্রমে নির্যাতন ও ধর্ষণ করে। আমি তাদের বাপ-ভাই ডেকেও রক্ষা পাইনি। সন্ত্রাসীরা এটা নিয়ে বাড়াবাড়ি করলে দুই ছেলে ও আমাকে জবাই করে খুন করার হুমকি দেয়।

    পরে সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার আমাকে চমেকে যেতো বললেও ঐ সন্ত্রাসীদের ভয়ে আবার ঘরে ফিরে আসি। আতঙ্কে এখন পার্শ্ববর্তী এক মহিলার ঘরেই দুই সন্তানকে নিয়ে রাতযাপন করি। এখন আমি কী করবো, কোথায় যাবো? গভীর ক্ষোভ ও অপমানে আমার এখন আত্মহত্যা ছাড়া কোন পথ নেই।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্ষক ওয়াসিম হাটহাজারী পৌর এলাকার রঙ্গীপাড়া গ্রামের মচুয়া বাপের বাড়ির মৃত গুরা মিয়ার পুত্র। সে একজন চিহ্নিত সন্ত্রাসী এবং খুন, ডাকাতি ও একাধিক মাদক মামলার জেলখাটা আসামি। সে পাহাড়ঘেঁষা সন্দ্বীপ কলোনীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

    এর আগেও বিভিন্ন সময় সে ওই এলাকার নিরীহ পরিবারের পুরুষ সদস্যদের অনুপস্থিতিতে রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। অপর ধর্ষক দুলাল বরিশালের জেলার কালামের পুত্র। সেও এলাকার ত্রাস হিসেবে কুখ্যাতি রয়েছে।

    হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমতিয়াজ বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় ওই মহিলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আসেন। ধর্ষণের ঘটনা হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেকে রেফার করে দেওয়া হয়েছে।’

    হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, ‘ ঘটনার শিকার মহিলা বিষয়টি প্রথমে আমাদের জানাননি। এ ঘটনায় একটি মামলা রুজু করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।