Tag: সংবর্ধিত

  • আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নেত্রী বাপ্পি দেববর্মন সংবর্ধিত

    আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নেত্রী বাপ্পি দেববর্মন সংবর্ধিত

    ডেস্ক নিউজ : আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাপ্পি দেববর্মনকে সংবর্ধনা দিয়েছে শ্রীশ্রী জগন্নাথ পুজা উদযাপন পরিষদ।

    নগরীর চকবাজার নরসিংহ আখেঁড়ায় গত ১৮ ডিসেম্বর শ্রীশ্রী জগন্নাথ পুজা উদযাপন পরিষদ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক সাধারণ সভা, ত্রি-বার্ষিক সম্মেলন এবং গুণীজন সংবর্ধনায় তাঁকে এ সম্মাননা দেয়া হয়। পরে একই অনুষ্ঠানে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

    প্রান্ত আচার্যের সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে আরো সংবর্ধনা পেয়েছেন রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজীত মুখার্জি, সাংবাদিক কাঞ্চন আচার্য, আওয়ামী লীগ মনোনীত মহিলা কমিশনার পদপ্রার্থী রুমকী সেনগুপ্তা প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আমিরাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি টিপু সুলতান চৌধুরী সংবর্ধিত

    আমিরাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি টিপু সুলতান চৌধুরী সংবর্ধিত

    ওবায়দুল হক  আরব আমিরাত থেকে : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই উত্তর আমিরাত প্রবাসী শাখার উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আমিরাতের শারজা মেম রেস্টুরেন্ট হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ ইউএই প্রবাসী শাখার উপদেষ্টা নুরুল আবছার। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আমম টিপু সুলতান চৌধুরী।

    বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক চৌধুরী, সারজা বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ব্যাংকার এস এম নুরুল ইসলাম, উপদেষ্টা আমির হোসেন,বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি আরশাদ হোসেন হিরু, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এ মুনির, ইউএই যুবলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী সুবোধ চৌধুরী শিবু, আবু তাহের ভূইয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মীর কামাল, সহ-সভাপতি আনোয়ারুল হোসেন, জসিম উদ্দিন পলাশ প্রমুখ। বক্তব্য রাখেন মোহাম্মদ জকি,জানে আলম, এয়ার মোহাম্মদ, মীর কামাল, মীর খালেদ,মোহাম্মদ আবছার,রাসেল, মাহাবুব আলম
    প্রমুখ।

  • ফটিকছড়িতে সংবর্ধিত তথ্যমন্ত্রী

    ফটিকছড়িতে সংবর্ধিত তথ্যমন্ত্রী

    ফটিকছড়ি প্রতিনিধি: তথ্যমন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ এম.পি ফটিকছড়ির সুন্দপুর ইউনিয়নের আজিমপুর গ্রামে শ্বশুড়বাড়ীতে সংবর্ধিত হয়েছেন।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকালে তাঁর শ্বশুড়বাড়ীর বিদ্যাপীঠ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

    বৃহস্পতিবার দুপুরে তিনি শ্বশুড়বাড়ীর আজিমপুর গ্রামের মাস্টার বাড়ীতে স্বস্ত্রীক মধ্যাহ্নভোঁজ করেন। এরপর বিকাল ৪ টায় বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন।

    অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকা ‘স্বপ্ন ছোঁয়ার’ মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি জয়নাল আবেদীন কাঞ্চনের সভাপতিত্বে এতে বিশেষ আলোচক ছিলেন নারী সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি (এমপি)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন, ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন, তথ্যমন্ত্রীর সহধর্মিনী জুরাইন ফাতেমা, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ চৌধুরী, খিরাম ইউ.পি চেয়ারম্যান সোহরাব হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ফটিকছড়ি আমার শ্বশুড়বাড়ী। এখানে আমার অনেক কিছু দেওয়ার আছে। ফটিকছড়ির উন্নয়ন করা আমার দায়িত্ব। আমি ভবিষ্যতে ফটিকছড়ির সামগ্রীক উন্নয়নে ভূমিকা রাখব।