Tag: সংবাদ সম্মেলন

  • সীতাকুণ্ডে আপন ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে ভাসুরের সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ডে আপন ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে ভাসুরের সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ড প্রতিনিধি: মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মিথ্যা অপবাদের প্রতিবাদে  চট্টগ্রামের সীতাকুণ্ডে আপন ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভাসুর মোঃ শাহ আলম।

    ১৬ জানুয়ারী মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    তার পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন শাহ আলমের ছেলে মোঃ কামরুল হাসান। সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের নুরুল আলম কমিশনার বাড়ির মৃত ফরিদ আহম্মদের ছেলে মোঃ শাহ আলম সংবাদ সম্মেলনে তার ছোট ভাইয়ের স্ত্রী হোসনে আরা বেগমের দায়ের করা মিথ্যা মামলা ও মিথ্যা অপবাদের অভিযোগ করেন।

    লিখিত বক্তব্যে শাহ আলম বলেন, বিগত ২০১০ সালের ২৬ জুন সীতাকুণ্ড পৌর সদর এলাকায় কিছু চিহ্নিত সন্ত্রাসীর হাতে আমার ছোট ভাই নুরুল আলম কমিশনার খুন হন। এরপর কিছুদিন পর থেকে ছোট ভাইয়ের স্ত্রী হোসনে আরা বেগম বেপরোয়া জীবন যাপন শুরু করে। তার ঘরে অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যায়।  বড় ভাই তথা ভাসুর হিসেবে বিষয়টি আমার নজরে আসলে আমি তাকে বিভিন্ন সময় মৌখিক ভাবে শাসন করি। এরপর থেকে হোসনে আরা বেগম আমার উপর অসন্তুষ্ট হইয়া আমার পারিবারিক ও খরিদা সম্পত্তি ভাগ করে নিতে চাইলে পৌরসভা তার সম্পত্তি তাকে বুঝিয়ে দেয়। পরে তিনি ভাড়া ঘর নির্মাণ করলে আমার জায়গায় তার ঘর ও স্থাপনা এসে যায়। সেসময় আমি তার নাবালক পুত্রদের কথা ভেবে তারা সাবালক হলে আমার জায়গা ছেড়ে দেবে শর্ত দিয়ে ব্যবহারের অনুমতি দিই। কিন্তু পরবর্তীতে দেখি তারা জাল দলিল করে এই সম্পত্তি দখলের পাঁয়তারা শুরু করেছে। আমি প্রতিবাদ করায় আমি (শাহআলম) ও আমার পুত্র কামরুল হাসান (৩২) ও বদরুল হাসান (২৫), কন্যা নিলুফা আক্তার (২৭) এবং স্ত্রী আনোয়ার বেগম এর নামে ৪-৫টি মিথ্যা মামলা দেবার পাশাপাশি অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। এতে আমরা শারীরিক, মানসিক, আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছি। তার স্বামীর মৃত্যুর পর বেপরোয়া জীবন যাপন শুরু করেন ছোট ভাইয়ের স্ত্রী হোসনেয়ারা বেগম। ভাসুর হিসেবে এর প্রতিবাদ করতেন মোঃ শাহআলম। এতেই ক্ষিপ্ত হয়ে ভাসুর ও তার পরিবারের সদস্যদের নামে একের পর এক মিথ্যা মানহানিকর মামলা দিয়ে চরম হয়রানি শুরু করেন হোসনেয়ারা। শুধু তাই নয়, বিভিন্ন মাধ্যমে শুরু করেন অপপ্রচারও। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তর ও আদালতে হাজির হতে হতে ক্লান্ত অসুস্থ ষাটোর্ধ বৃদ্ধ শাহআলম। আমার ছোট ভাইয়ের হত্যার সাথে নাকি আমি জড়িত সে এমন মিথ্যা অপবাদ দিতে থাকে এবং একেরপর এক মিথ্যা মামলা দায়ের করে আমাকে হয়রানি করতে থাকে। আমি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অতিকষ্টে জীবন যাপন করছি। এ বৃদ্ধ বয়সে বিভিন্ন মিথ্যা অপবাদ ও মামলা দিয়ে আমাকে অযথা হয়রানি করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম, বড় ছেলে কামরুল হাসান ও ছোট ছেলে বদরুল হাসান।

  • প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

    প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার (২১ জুন) সংবাদ সম্মেলন ডেকেছেন। তাঁর সাম্প্রতিক সুইজারল্যান্ড সফরের বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এমন তথ্য জানিয়েছেন।

    ইহসানুল করিম বলেন, কাল বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪-১৫ জুন ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান করতে সুইজারল্যান্ডের জেনেভা যান। গত শনিবার তিনি দেশে ফেরেন।

  • প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

    প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

    আগামী সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের ওপর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সোমবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    এর আগে দুই সপ্তাহের তিন দেশে সরকারি সফরে শেষে ৯ মে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। তিন দেশ সফরের প্রথম ধাপে গত ২৫ এপ্রিল জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দেশটিতে যান। সেখানে জাপান সম্রাট নারুহিতো ও প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করেন। এ সফরে জাপানের সঙ্গে বিভিন্ন বিষয়ে ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

    জাপানে চার দিনের সফর শেষে ২৯ এপ্রিল বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারত্বের ৫০ বছরপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি। পরে তিনি যুক্তরাষ্ট্র থেকে ৪ মে যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথ অঞ্চলের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যান।

    যুক্তরাজ্যে অবস্থানকালে শেখ হাসিনা ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লস ও রানির অভিষেক অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরে আসেন।

  • ফটিকছড়িতে অবাধ্য পুত্রের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

    ফটিকছড়িতে অবাধ্য পুত্রের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

    ফটিকছড়ি প্রতিনিধি: প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে নানান নির্যাতনের স্বীকার হয়ে অবাধ্য পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক মা নুর জাহান বেগম (৬৫)।

    সোমবার দুপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কেঁদে কেঁদে তার ছেলে নুর মোহাম্মদ মনা কর্তৃক নির্যাতনের বর্ণণা দেন। এই রমজান মাসেও তিনি নিজ বসতঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবী করেন। এ ব্যাপারে একাদিক মামলা দায়েরের কথাও জানান তিনি।

    লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি মালেয়শিয়া থেকে এসে নুর মোহাম্মদ তার পৈত্রিক বসতবাড়ি পুরোটাই নিজের নামে লিখে দিতে আমাকে চাপ প্রয়োগ শুরু করে। আমার মোট সাত সন্তান। একজনকে কিভাবে একতরফা সমস্ত সম্পদ লিখে দিবো? প্রশ্ন করলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার বড় ছেলের বউ জহুরা বেগমকে মারধর করে এবং তাকে মোটরসাইকেল দিয়ে হত্যার চেষ্টা করে। এতে তার কোমড়ের হাড় ভেঙ্গে যায়। এরপর আমাকে ও আমার নাতনী জেসমিনকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

    তিনি দাবী করেন এই অবাধ্যপুত্র নুর জাহান ফটিকছড়ির কতিপয় রাজনৈতিক নেতা ও জনপ্রধিনিধির নামে ভয় ভিতি প্রদর্শন করে এলাকায় কাউকে পরোয়া করেনা। আমার অন্যপুত্রদেরও হুমকী দমকী প্রদর্শন করছে। তার ভয়ে আমিসহ আমার অন্যপুত্রও তাদের পুত্র বধুসহ এই রমজানের দিনেও এবাড়ি ওপাড়ি পালিয়ে বেড়াচ্ছি। সে থানা পুলিশের সাথে দহরম মহরম সম্পর্কের কথাও বলে বেড়ায়।

    তার নির্যাতনে অতিষ্ট হয়ে নুর জাহান বেগম চীপ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন বলেও জানান।

    সংবাদ সম্মেলনে নুর জাহান বেগমের ছেলে আজাদ, ছেলের বউ জোহরা বেগম উপস্থিত ছিলেন।

  • সীতাকুণ্ডে মাদ্রাসা প্রতিষ্ঠাতার নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ডে মাদ্রাসা প্রতিষ্ঠাতার নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড জোড়আমতল আলআমিন ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা থেকে (প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি) ডাঃ ইকবাল উর রশীদ চৌধুরী বুলবুলকে প্রতিষ্ঠাতা থেকে বাদ দিয়ে অন্য ব্যক্তিকে প্রতিষ্ঠাতা করার প্রতিবাদে সীতাকুণ্ড প্রেসক্লাবে শনিবার বিকাল ৫টায় সংবাদ সম্মেলন করেছে ডাঃ ইকবাল উর রশীদ চৌধুরী।

    সীতাকুণ্ড প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের জোড়আমতলে আমি এলাকাবাসীকে নিয়ে ১৯৯৭ সালে আল আমিন ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করি এবং আমি মাদ্রাসার জন্য ৯শতক জায়গা দান করি। পর্যায়ক্রমে আরও ২লাখ টাকা দিয়ে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যায়।

    তিনি আরও জানান আমি মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে সর্ব প্রথম জায়গা ও টাকা দানকারী। তাছাড়া ২০/৩/৯৭ সালের ২য় সভায় রেজুলেশন মোতাবেক আমি প্রতিষ্ঠাতা ও সভাপতি স্বীকৃতি দেই। কিন্তু আমি বিদেশ চলে যাওয়াই এবং একটি চক্র পরিকল্পিত ভাবে আমাকে প্রতিষ্ঠাতা থেকে বাদ দিচ্ছে।

    তিনি সাংবাদিকদের বলেন আমি যেহেতু প্রথম ভূমি দাতা ও অর্থ দাতা। তাই আমাকে প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি দিতে হবে। এখন নতুন করে অনেকেই টাকা ও জায়গা দিবে তারা দাতা সদস্য হতে পারে কিন্তু প্রতিষ্ঠাতা হতে পারেনা।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক্তার বুলবুলে স্ত্রী শাহনাজ বেগম, ও মোঃ সোহেল।

  • বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

    বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) গণভবনে সংবাদ সম্মেলন করবেন। আজ বুধবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

    জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে। শেখ হাসিনা যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ছাড়েন।

    যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন।

    ২৪ঘণ্টা/জেআর

  • স্যান্ডর ডায়ালাইসিস কর্তৃপক্ষ এবং ডাক্তার রেহনুমার বিরুদ্ধে রোগী হত্যার অভিযোগ

    স্যান্ডর ডায়ালাইসিস কর্তৃপক্ষ এবং ডাক্তার রেহনুমার বিরুদ্ধে রোগী হত্যার অভিযোগ

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নীচ তলায় প্রধান প্রবেশ পথের পাশে অবস্থিত “স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ” প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ এবং সেখানে কর্তব্যরত ডাক্তার রেহনুমা ও নার্স-টেকনিশিয়ানদের রোগীর প্রতি দুর্ব্যবহার, অবহেলা এবং ভুল চিকিৎসার মাধ্যমে ডায়ালাইসিস গ্রহণকারী ৬০ বছর বয়সী একজন বৃদ্ধা কিডনী রোগী ‘সাফিয়া খানম’ কে হত্যার অভিযোগ এনেছেন তাঁর পরিবারের সদস্যরা।

    আজ ১৫ জুন (বুধবার) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে তাঁর পরিবারের সকল সদস্য উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

    সংবাদ সম্মেলনে তাঁর স্বামী এম.এ মাসুদ ও তাঁর ছেলে সাংবাদিক তানভীর আহমেদ গত ৫ জুন রাতে ডায়ালাইসিস গ্রহণের জন্য তাঁর স্ত্রীকে নিয়ে ডায়ালাইসিস কেন্দ্রে উপস্থিত হওয়ার পর স্যান্ডর কর্তৃপক্ষের ডাক্তার রেহনুমা, নার্স-টেকনিশিয়ান কর্তৃক রোগী এবং রোগীর সাথে থাকা আত্মীয়দের প্রতি দুর্বব্যহার এবং রোগীকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তার বিশদ বর্ণনা দেন।

    সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যে রোগীর পরিবারের পক্ষ থেকে রোগীর এই মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে অবহিত করা হয় এবং এর জন্য ‘স্যান্ডর কর্তৃপক্ষ এবং ডাক্তার রেহনুমার’ বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়। স্যান্ডর কর্তৃপক্ষের সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের চুক্তি বাতিল করে এই ডায়ালাইসিস কেন্দ্রটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী বিভাগের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রয়াত রোগীর পরিবারের পক্ষ থেকে জোর দাবী জানান রোগীর স্বামী এম.এ মাসুদ।

    স্যান্ডর কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মারফত ১০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের মাধ্যমে উক্ত টাকা কিডনী রোগীদের কল্যাণে ব্যয় করার জন্য আহ্বান জানান তিনি।

    সংবাদ সম্মেলনের একপর্যায়ে নিহতের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাঁরা প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ডিজি হেলথ, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), চট্টগ্রাম জেলা সিভিল সার্জনসহ সকলের প্রতি এই ঘটনার বিষয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

  • চন্দনাইশে নিখোঁজ এনজিও কর্মকর্তা শাহাদাতের ৮ দিনে হদিস মিলেনি

    চন্দনাইশে নিখোঁজ এনজিও কর্মকর্তা শাহাদাতের ৮ দিনে হদিস মিলেনি

    চট্টগ্রামের চন্দনাইশে নিখোঁজ এনজিও কর্মকর্তা শাহাদাতের সন্ধানের দাবীতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

    মঙ্গলবার (৩১ মে) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিখোঁজ এনজিও কর্মকর্তা শাহাদাতের ভগ্নিপতি আবদুল্লাহ আল নোমান সুমন বলেন, গত ২৪ মে রাতে রহস্যজনক ভাবে চট্টগ্রামের চন্দনাইশের রওশন হাট থেকে নিখোঁজ হন বেসরকারী ক্ষুদ্র ঋন প্রদানকারী সংস্থা প্রত্যাশীর ফিল্ড অফিসার শাহাদাত।

    তিনি বলেন নিখোঁজের দুদিন পর শাহাদাতের ফেসবুক আইডি থেকে একটি পোষ্ট দিয়ে বলা হয় ম্যানেজার আমাকে বাঁচতে দিলনা। ম্যানেজারের কাছে শাহাদাত দুই লাখ টাকা পাওনা ছিল। পাওনা টাকা ফেরত চাওয়ায় জীবন দিতে হল তাঁকে। এ নিয়ে ২৫ মে চন্দনাইশ থানায় জিডি করা হলেও এখনো হদিস মিলেনি নিখোঁজ শাহাদাতের। জিডি করার পর পুলিশ দু একদিন তৎপরতা দেখালেও এর পর রহস্যজনক কারনে নিরব হয়ে যায়। বর্তমানে শাহাদাত বেঁচে আছে নাকি মৃত তাও নিশ্চিত নয় তার পরিবার। নিখোঁজ শাহাদাত ফটিকছড়ি ভুজপুর থানাধীন দাঁতমারা ইউপির বালুখালী গ্রামের বদিউল আলমের বড় ছেলে।

    শাহাদাত নিখোঁজের পর ম্যানেজারের অসংলগ্ন কথা বার্তায় মনে হয় এর পিছনে তার হাত রয়েছে। নিখোঁজ শাহাদাতের ভাই রিয়াদ উদ্দিন সাইমুন বলেন, নিখোঁজ হওয়ার পর শাহাদাতের ব্যক্তিগত মোটর সাইকেলটিও প্রত্যাশী অফিসে ছিল এবং চলতি মাসের বেতনও পাওনা রয়েছে।

    সুমন বলেন নিখোঁজ হওয়ার কথা মোবাইল ফোনে ম্যানেজার তাদেরকে ২৪ মে রাতে জানান। পরদিন ২৫ মে তারা চন্দনাইশ প্রত্যাশী অফিসে গেলে তখন ম্যানেজার বলেছিলেন শাহাদাতের কাছে তারা কোন টাকা পয়সা পাওনা নেই। মাঠ পর্যায়ে কোন সদস্যের সাথে কোন ধরনের ঝামেলাও ছিলনা শাহাদাতের। থানায় দায়ের করা জিডিতেও কোন ধরনের আর্থিক লেনদেনের বিষয়ে উল্লেখ করেনি প্রত্যাশী কর্তৃপক্ষ। কিন্তু দুদিন পর শাহাদাতের ফেসবুক আইডি থেকে একটি পোষ্ট দেয়ার পর ম্যানেজারের কথার ধরন পাল্টে যায়। ম্যানেজার বলেন শাহাদাতের কাছে প্রত্যাশী কর্তৃপক্ষ দুই লাখ টাকা পাওয়ার কল্পকাহিনী সাজাচ্ছে। এতে করে আমাদের ধারনা ম্যানেজারের কাছে পাওনা টাকা ফেরত চাওয়ায় ম্যানেজার আতাঁত করে শাহাদাতকে গুম করিয়েছে। গত তিন বছর ধরে প্রত্যাশী এনজিওতে চাকুরী করে আসছিল শাহাদাত।

    এদিকে নিখোঁজের পর ৮ দিন অতিবাহিত হলেও শাহাদাতের কোন হদিস না পাওয়ায় সন্তানের শোকে বাকরুদ্ধ শাহাদাতের মা বাবা। তাদের দাবী ফেসবুক স্ট্যাটাস পর্যালোচনা করলেই বেরিয়ে আসবে তার নিখোঁজের মুল রহস্য।

    এসময় শাহাদাতের পিতা বদিউল আলম তাঁর ছেলেকে ফেরত পেতে প্রশাসনের সহায়তা কামনা করেন। এসময় শাহাদাতের ভাই রিয়াদ উদ্দিন সাইমুন, মা ফাতেমা আক্তার, নিখোঁজ শাহাদাতের স্ত্রী তাহমিনা আক্তারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • বায়েজিদ ফ্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মাজহারুল হকের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন

    বায়েজিদ ফ্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মাজহারুল হকের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন

    চট্টগ্রামে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে স্কুল ও ব্যবসায় সমান পার্টনার করার প্রতিশ্রুতি দিয়ে ৩ কোটি টাকা হাতিয়ে প্রতারনার অভিযোগ করেছেন ভুক্তভোগি এক ব্যবসায়ী।

    সকালে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার সুলতান মার্কেটের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগি ব্যবসায়ী জসিম উদ্দিন।

    বায়েজিদ ফ্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. মাজহারুল হক এমন প্রতারনা করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান ব্যবসায়ী জসিম।

    লিখিত বক্তব্যে ভুক্তভোগি জসিম বলেন, বায়েজিদ ফ্রি ক্যাডেট স্কুল এবং সুলতান মার্কেটের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার ফ্লোরের সমান অংশিদারিত্ব দেয়ার কথা বলে কয়েক দফায় প্রায় তিন কোটি হাতিয়ে নেন অধ্যক্ষ মাজহারুল হক। নিজের ব্যবসায়ীক দোকান ও সহায় সম্বল বিক্রি কওে কয়েক দফায় ২ কোটি ৬৭ লাখ টাকা দেয়ার পর হতে গত ১১ বছরে ব্যবসার অংশিদারিত্ব পাওয়া তো দুরের কথা বিনিয়োগকৃত অর্থেও কোন ধরনের লভ্যাংশও পাননি তিনি। বরং বিনিয়োগের মূল অর্থ ফেরত চাওয়ায় বর্তমান প্রশাসনের মাধ্যমে তাঁকে সেখান থেকে উচ্ছেদসহ প্রান নাশের হুমকি দিচ্ছেন মাজহারুল হক।

    সংবাদ সম্মেলনে জসিম বলেন, বায়েজিদ বোস্তামি এলাকায় দীর্ঘদিন ব্যবসা করার সুবাধে পূর্ব পরিচয় ছিল অধ্যক্ষ মাজহারের সাথে। ২০১১ সালে বায়েজিদ বোস্তামি দরগাহ শরীফ ওয়াকফ এস্টেট পরিচালনা কমিটি থেকে সুলতান মার্কেটের প্রথম তলা দালানের উপর নিজ খরচে ২য়, ৩য় এবং ৪র্থ তলা ভবন নির্মানের চুক্তি করেন অধ্যক্ষ মো. মাজহারুল হক। চুক্তি অনুযায়ী উক্ত ভবনের দ্বিতীয় তলায় বায়েজিদ ফ্রি ক্যাডেট স্কুল পরিচালনা এবং বাকী ফ্লোর গুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করবেন। ওয়াকফ এস্টেট পরিচালনা কমিটির সাথে এটি ছিল মূলত একটি ভাড়ার চুক্তি।

    এসময় পূর্ব পরিচয়রের সুত্র ধরে অধ্যক্ষ মাজহারুল হক উক্ত ভবনে ২য়, ৩য় এবং ৪র্থ তলা ভবন নির্মান এবং স্কুল পরিচালনাসহ বানিজ্যিক দোকান পরিচালনার জন্য জসিমকে পার্টনার হওয়ার প্রস্তাব করেন। মাজহারুল হকের কাছে তখন ভবন নির্মান করার জন্য টাকা না থাকায় তিনি এখাতে টাকা বিনিয়োগের প্রস্তাব করেন। এ জন্য তিনি তার পূর্ব পরিচিতি দুইজন ব্যক্তি চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আনিছুর রহমান মিঞা এবং অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও উন্নয়ন) মো. খালেদ মামুন চৌধুরী নামে দুই ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেন। কথিত এই দুই অতিরিক্ত জেলা প্রশাসক আমাকে মাজহারুল হক তাদের আত্মীয় দাবী করে তার সাথে টাকা বিনিয়োগে পরামর্শ দেন। একাজে বায়েজিদ এলাকার ব্যবসায়ী ইলিয়াছ হোসেনও মাজহারের পক্ষ নিয়ে টাকা বিনিয়োগের জন্য জসিমকে সুপারিশ করেন। সকলের কথায় সরল বিশ্বাসে ব্যবসায় টাকা বিনিয়োগে সম্মত হন জসিম। কথা অনুযায়ী প্রথমে এক কোটি টাকা বিনিয়োগের অংশ থেকে ২০১১ সালের ২ জুন ৬ লাখ টাকা মাজহারুল হককে চেক মুলে প্রদান করা হয়। এসময় এক কোটি টাকা বিনিয়োগ বাবদ প্রথম কিস্তির একটি প্রাপ্তি স্বীকার পত্র লেখা হয় যাতে উল্লেখ করা হয় জসিমের কাছ থেকে ভাড়া বাবদ এ টাকা নিচ্ছে। এ প্রাপ্তি স্বীকার পত্রে উক্ত কথিত দুই অতিরিক্ত জেলা প্রশাসক এবং এলাকার বাসিন্দা ইলিয়াছও স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। এর পর জসিম তাকে বিভিন্ন তারিখে চেক মুলে দফায় দফায় সর্বমোট ২ কোটি ৬৭ লাখ টাকা প্রদান করেন। জসিমের কাছ থেকে টাকা নিয়ে মাজহারুল উক্ত ভবনে স্কুল ও দোকান নির্মান করেন। এর মধ্যে ২০১৩ সালের জানুয়ারী মাসে মাজহারুল হক জসিমকে ২য় তলার ফ্লোর বুঝিয়ে দেয়ার সময় ভবনের মূল মালিক পক্ষের সাথে চুক্তিপত্র করতে হবে বলে কয়েটি অলিখিত স্টাম্পে জসিমের স্বাক্ষর করিয়ে নেন। বিনিয়োগের সমান অংশিদারিত্বের চুক্তি মতে ২য় তলার ফ্লোরে ১৯টি দোকান ঘর নির্ধারন করে সেখানে আমার নিজ প্রায় ১ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা দোকানের সার্টার, পার্টিশান ওয়াল নির্মান ও ফ্লোওে টাইলস লাগানো, বৈদ্যুতিক সংযোগসহ বিভিন্ন কাজে ব্যয় করা হয়। এর মধ্যে ৮ টি দোকান বিভিন্ন ব্যক্তির কাছে জসিমের মাধ্যমে লাগিয়ত করে টাকা গুলো মাজহারুল হক নিয়ে যান। ভবনের ২য় তলার ফ্লোর বুঝিয়ে দেয়ার পর থেকে অধ্যক্ষ মাজহারুল হক ১৯ টি দোকানের মালিকানা ভাড়া বাবদ ২০১৩ সালের নভেম্বর হতে ২০২১ সালের জানুয়ারী পর্যন্ত বিনা রশিদে ৩০ লাখ ৬৯ হাজার টাকা গ্রহন করেন।

    সরল বিশ্বাসে বিপুল পরিমাণ এসব অর্থ বিনিয়োগ করা হলেও জসিমের সাথে লিখিত কোন চুক্তিপত্র করেননি ধূর্ত মাজহার। চুক্তির কথা বললে মাজহার বলতেন শেয়ার হোল্ডার নেয়া হয়েছে জানলে ভবনের মূল মালিক তথা ওয়াকফ এস্টেট কর্তৃপক্ষ ইজারা বাতিল করবে। তাই সব কিছু গোপন রাখতে হবে । কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মাজহারুল হকের আসল রুপ ধরা পড়ে। তখন জসিম তাঁর বিনিয়োগকৃত টাকার সমান ভাগ এবং স্কুলের বিগত সময়ের আয় ব্যায়ের হিসাব চাইলে তিনি আজ দেবেন কাল দেবেন বলে সময় ক্ষেপন করতে থাকে।

    সর্বশেষ গত ২৭ নভেম্বর কোন ধরনের চুক্তিপত্র দেয়াসহ বিনিয়োগকৃত টাকা ও লভ্যাংশ দিতে অস্বীকৃতি জানান তিনি। উল্টো প্রশাসনের মাধ্যমে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদের হুমকি প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গত ৩০ ডিসেম্বর রাতে জসিমকে বায়েজিদ থানা পুলিশ কোন প্রকার মামলা ছাড়া আটক করে থানায় নিয়ে যান। সেখানে নিয়ে আটকে রেখে থানার ওসি কামরুজ্জামান ও দারোগা রবিউল জসিমকে অকথ্য ভাষায় গালিগালি করে দোকানের দখল ছেড়ে দিতে বলে। পরের দিন ওসির নির্দেশে পুলিশ মার্কেটে এসে ভাড়াটিয়াদেরকে জসিমকে দোকানের ভাড়া না দিতে বলে যান।

    বর্তমানে অধ্যক্ষ মাজহারুল হক পুলিশের সহায়তায় জসিমকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে।

    সরল বিশ্বাসে অর্ধেক শেয়ারের অংশ পাওয়ার আশায় প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করে এখন অনেকটা নিঃস্ব জসিম। বিনিয়োগকৃত অর্থ ফেরত চাওয়ায় প্রাননাশের হুমকিসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে মাজহার।

    এ দিকে এ ঘটনায় গত ৩ জানুয়ারী মাননীয় সিনিয়র সহকারী জজ ৫ম এর আদালতে একটি চিরস্থাীয় নিষেধাজ্ঞার আবেদন করা হয়। আদালত শুনানী শেষে বিবাদীর প্রতি সমন জারি করেছে।

  • ‘মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন’ উপলক্ষে ৫ ডিসেম্বর সুফি সেমিনার ও সংগীতানুষ্ঠান’

    ‘মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন’ উপলক্ষে ৫ ডিসেম্বর সুফি সেমিনার ও সংগীতানুষ্ঠান’

    ‘মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী রবিবার (৫ ডিসেম্বর) নগরীর জাকির হোসেন রোডস্থ ‘খুলশী কনভেনশন হল’(কর্ণফুলী হল)-এ রিপাবলিক অব টার্কি’র বাংলাদেশ দূতাবাস, টার্কি অনারারী কনসাল জেনারেল অব চিটাগাং এবং ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’-এর যৌথ আয়োজনে “Roadmap to sustainable peace: Maulana Jalaluddin Rumi’s Path” শীর্ষক সেমিনার ও সুফি সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    এ উপলক্ষে শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর জানান, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিপাবলিক অব টার্কি’র বাংলাদেশ এম্বেসির অ্যাম্বাসেডর এইচ ই মোস্তফা ওসমান তুরান। স্বাগত ভাষণ প্রদান করবেন তুরস্কের অনারারী কনসাল জেনারেল অব চিটাগাং সালাউদ্দিন কাসেম খান। সভাপতিত্ব করবেন মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট এর ম্যানেজিং ট্রাস্টি আওলাদে রাসূল হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম. জি. আ.)।

    সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রবন্ধের উপর আরো বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ নূরে আলম।

    সন্ধ্যা ৬টায় তুরস্কের সাংস্কৃতিক দলের সুফি সংগীত ‘Whirling Dervish’ (ঘূর্ণায়মান দরবেশ) পরিবেশনা এবং এর পরই মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর মনোজ্ঞ সুফি সংগীতানুষ্ঠান।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এস জেড এইচ এম ট্রাস্ট এর সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর, ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন যাকাত তহবিল পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, অনারারী কনসাল জেনারেল অব চিটাগাং প্রতিনিধি আবুল বাসার ও ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।

    এন-কে

  • হয়রানীর প্রতিবাদে সুবিচার চেয়ে আবুধাবি প্রবাসী ফখরুল ইসলাম খান সিআইপি’র সাংবাদিক সম্মেলন

    হয়রানীর প্রতিবাদে সুবিচার চেয়ে আবুধাবি প্রবাসী ফখরুল ইসলাম খান সিআইপি’র সাংবাদিক সম্মেলন

    আমিরাত প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় প্রস্তাবিত আন্তর্জাতিক মানের এফ,আই,কে হাসপাতালের জন্য খরিদকৃত জায়গায় উপর অপরিকল্পিতভাবে ড্রেনের নামে মাটি খনন , আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও, বারইয়ার হাট পৌরসভার মেয়র মো: রেজাউল করিম খোকনের ব্যক্তিগত রেষারেষির কারণে তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা আবুধাবি প্রবাসী আল সুমাইয়া গ্রূপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান সিআইপি ‘র নিজস্ব খরিদকৃত জায়গার ওপর নির্মিত খান মার্কেটে ভাংচুর , সন্ত্রাসী বাহিনী কর্তৃক তার মালিকানাধীন এফ, আই,কে,প্রোপাটর্টিজ ডেভেলপমেন্ট লিঃ এর কর্মকর্তাদের জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন হওয়ার প্রতিবাদে সুবিচার চেয়ে আবুধাবিতে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয় গত শুক্রবার স্থানীয় সময় রাতে আবুধাবির একটি হোটেলে।

    সরকার কর্তৃক দুইবার নির্বাচিত সিআইপি এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরপর দুইবার বৃহত্তর চট্টগ্রামের সর্বোৎকৃষ্ট রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে স্বীকৃতি প্রাপ্ত প্রবাসী ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি দাবী করেন যে তার মার্কেটে অর্ধশতাধিক ব্যবসায়ী মেয়রের ভাড়াটে সন্ত্রাসীদের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন এবং তিনি ব্যক্তিগতভাবে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একজন প্রবাসী হিসেবে তিনি তার জানমাল রক্ষায় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।

    সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর আহবায়ক কাজী সৈয়দ তারেক এবং প্রবাসী ব্যবসায়ী সংগঠক সরওয়ার আজমও একজন রেমিট্যান্স যোদ্ধার প্রতি এ ধরণের ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা জানান। এতে প্রবাসী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।

  • সাংবাদিক মুজাক্কির হত্যার বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

    সাংবাদিক মুজাক্কির হত্যার বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

    বৃহস্পতিবার সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই নূর উদ্দিন।

    তিনি বলেন, নিহত মুজাক্কির সাংবাদিকতা পেশার পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল। অসুস্থ ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াত।

    সে রোগীদের প্রয়োজনে ‘এ’ নেগেটিভ গ্রুপের রক্ত ২৬ জনকে দিয়েছে। করোনাকালীন নিজ এলাকার অসহায় ও গরিব মানুষের দ্বারে দ্বারে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে। ঈদে দুস্থ ও এতিমদের গোপনে সহযোগিতা করত।

    নূর উদ্দিন আক্ষেপ প্রকাশ করে বলেন, গত শুক্রবার উপজেলার চাপরাশিরহাট পূর্ববাজারে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের সময় দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় মুজাক্কির।

    এ সময় আহত মুজাক্কির বাঁচার জন্য বারবার আকুতি জানালেও উপস্থিত স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘসময় বাজারে পড়ে থাকার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মুজাক্কির মৃত্যুবরণ করেছে বলে জানান ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক।

    বুরহান পড়ালেখার পাশাপাশি সংবাদিকতা করত। কিন্তু সে কোনো দলের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না বলে তিনি দাবি করেন।

    সংবাদ সম্মেলনে নিহতের বাবা মাওলানা নূরুল হুদা মো. নোয়াব আলী মাস্টার বলেন, ওই দিন ঘটনাস্থলে তিনি বা তার পরিবারের কেউ উপস্থিত ছিল না। তাই কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা দেখিনি। তবে যারা এ হত্যার সঙ্গে জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের গ্রেফতার করে বিচারের দাবি করেন। খুনিদের ফাঁসির জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি।

    নিহতের মা মমতাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আদরের ছোট ছেলে মারা যাওয়ার পর আত্মীয়স্বজনের মাধ্যমে বুধবার একটি ভিডিও দেখেছিলাম। ভিডিওতে দেখা যায়, গত কয়েক মাস আগে একজন ব্যক্তি তাকে অকথ্যভাষায় গালাগাল করে মারধর করে। ওই হামলাকারী তাকে বলে ‘তোর কোন বাবা আছে?। আমি ওই হামলাকারীকে গ্রেফতার করার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। এ ঘটনায় আইনিব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন নিহতের ভগ্নিপতি আবদুস সাত্তার।