Tag: সংবাদ সম্মেলন

  • সীতাকুণ্ডে ওয়াকফ সম্পত্তী থেকে বঞ্চিত করায় ভাইপোর বিরুদ্ধে ফুফুর সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ডে ওয়াকফ সম্পত্তী থেকে বঞ্চিত করায় ভাইপোর বিরুদ্ধে ফুফুর সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ড প্রতিনিধি : ওয়াকফ এষ্টেটের ওয়ারিশদের অর্থ আত্মসাৎকারী ভাইপোর বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছেন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সামছুন্নাহার (৬০)।

    মঙ্গলবার সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সামছুন্নাহারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে পিংকি আক্তার।

    শামসুন্নাহার অভিযোগ করে বলেন, উপজেলার মহাদেবপুর মৌজার আর এস ১৭০০/০৩ নং খতিয়ানের আর এস ৭৯২ দাগের বি এস ১২২৩ দাগের ১০ শতক ভূমিসহ দোকান ঘর ১৯৮২ সালে রেজিষ্ট্রিকৃত ৩৮৭৭ নং ওয়াকফনামা দলিল মূলে ওয়াকফ আল- আওয়াত করে তিনি নিজে মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করেন।

    ওয়াকফ সম্পত্তির দলিলে তিনি শর্ত রাখেন যে, মৃত্যুর পর তাহার ঔরষজাত বড় ছেলে শফিউল আলম এবং তৎ পুরুষানুক্রমে ভবিষ্যৎ বংশধরগণ উক্ত ওয়াকফ এস্টেট এর সম্পত্তি মোতোয়াল্লী থাকিয়া ওয়াকফকৃত সম্পত্তির আয় হ‌ইতে মসজিদের কার্য্যদি,শাসন,সংরক্ষণ ও তদারকরত: নির্ধারিত আয় দ্বারা মসজিদের খরচ প্রদান করিবেন এবং উক্ত ওয়াকফ সম্পত্তিতে থাকা দোকান গৃহের উপস্বত্ত্ব হ‌ইতে শতকরা দশভাগ মোতোয়াল্লীর বেতন বাদ দিয়ে বাকি আয়ের শতকরা ৪০ ভাগ মসজিদ বাবৎ,শতকরা ৫ ভাগ দান খয়রাত এবং শতকরা ৫৫ ভাগ মোতোওয়াল্লীর নিজ‌ ও অপরাপর আওলাদদের ভরণ পোষণের জন্য নির্ধারিত থাকিবে। কিন্তু পিতা জীবিত অবস্থায় সব ঠিকঠাক ভাবে চললেও তার মৃত্যুর পর উক্ত ওয়াকফ সম্পত্তির উপর স্থিত দোকান ও যাবতীয় অংশ হতে বাৎসরিক আয় ১৩লক্ষ টাকার‌ও অধিক থেকে শফিউল আলমগং অন্যান্য ওয়ারিশদের প্রাপ্য না দিয়ে এককভাবে সম্পূর্ন টাকা আত্মসাৎ করছে।

    আমরা উক্ত ওয়াকফ সম্পত্তির মালিকের দুই কন্যা সামসুন্নাহার নিলু(৬০) ও জোহরা খাতুন (৭০) আমাদের ন্যায্য পাওনা চাইলে আমাদেরকে বিভিন্ন হুমকি-ধমকি দেয় এবং চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে। বর্তমানে আমি উক্ত মামলায় আত্মসমর্পণপূর্বক জামিন এ রয়েছি। আমার বড় ভাই শফিউল আলম মারা যাওয়ার পরে তার ছেলে মোহাম্মদ আলী ও লিয়াকত আলী উক্ত ওয়াকফ এস্টেটের সমস্ত আয় থেকে আমাদের বঞ্চিত করে টাকা আত্মসাৎ করে আসছে। বর্তমানে আমার বড় বোন জোহরা খাতুন (৭০) কোন রকম জীবন যাপন করলেও আমি সামসুন্নাহার বৃদ্ধ বয়সে আমার প্রতিবন্ধী স্বামীকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে অতিকষ্টে জীবন-যাপন করছি। অভিযুক্ত মোহাম্মদ আলী ও লিয়াকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

    সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোহরা খাতুন, সুলতানা রাজিয়া, আবুল হাসেম, নুরুল হুদ, আবুল কাসেম, মোঃ ইয়াকুব জয়নাল আবেদীন প্রমূখ।

  • বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করায় সীতাকুণ্ডে বড় ভাইয়ের বিরুদ্ধে বোনদের সংবাদ সম্মেলন

    বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করায় সীতাকুণ্ডে বড় ভাইয়ের বিরুদ্ধে বোনদের সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ড প্রতিনিধি : বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করায় আপন বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সামাদ আলী ভূঁইয়া বাড়ির মৃত রুহুল আমিনের দুই মেয়ে জাহানারা বেগম ও মোনোয়ারা বেগম।

    আজ বুধবার সকালে সীতাকুণ্ড প্রেসক্লাবে এক সংবাদ সম্মলেনে এ অভিযোগ করেন তারা।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহানারা বেগম বলেন, আমার বড় ভাই একজন মুক্তিযুদ্ধা, এই দাম্ভিকত দেখিয়ে দুইবোনকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করছে। আমাদের পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দিতে বললে সে বলে, মেয়েরা বাবার সম্পত্তিতে কোন ভাগ পাবে না। সে আমাদের দুই বোনের ৯১ শতক সম্পত্তি মুক্তিযোদ্ধার দাপট দেখিয়ে আত্মসাতের করেছে। এই সম্পত্তির আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। আমরা দুই বোন আমাদের পাওনা ওয়ারিশ সম্পত্তি পরিমাপ করে আমাদেরকে দেওয়ার জন্য বললে তিনি মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, মেয়েরা কোন সম্পত্তি পায় না। তাই তোরাও পাবি না বলে আমাদের দুই বোনকে তাড়িয়ে দেয়। পরে আমরা ২নং বারৈয়াঢালা ইউনিয়ন চেয়ারম্যান রেহান উদ্দীন কাছে একটি লিখিত অভিযোগ করি। চেয়ারম্যান দীর্ঘ শুনানি ও কাগজপত্র দেখার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি পরিমাপ করে আমাদের দুই বোনের জায়গা খুঁটি দিয়ে সীমান নির্ধারণ করে দেন। কিন্তু মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে ও ক্ষমতার দাপট দেখিয়ে পরিমাপ করা জায়গার উপর থেকে খুঁটি ফেলে দেয়। সম্পত্তির কথা বললে সে আমাদেরকে নানা রকম মানসিক নির্যাতন করছে। সংবাদ সন্মেলনের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, বাবার পৈত্রিক সম্পত্তি থেকে যেন আমাদের বঞ্চিত না করে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সলিমপুরে সাক্ষর জাল করে টাকা আত্মসাতের প্রতিবাদে এক ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের সংবাদ সম্মেলন

    সলিমপুরে সাক্ষর জাল করে টাকা আত্মসাতের প্রতিবাদে এক ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ড প্রতিনিধি : তিন বোনের স্বাক্ষর জাল করে পিতার পেনশনের টাকা জালিয়াতি করে আত্মসাৎ করার প্রতিবাদে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছেন সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বীর মুক্তিযুদ্ধা মরহুম বাদশা মিয়ার তিন কন্যা।

    আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের এস.রহমান হলে উক্ত সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

    এতে লিখিত বক্তব্যে মুক্তিযুদ্ধা মরহুম বাদশা মিয়ার ছোট মেয়ে শাহিনুর আক্তার বলেন, আমার মা নুর জাহান বেগম এম এল এস এস হিসাবে বিউবো পাহাড়তলী দপ্তরে চাকুরী করতেন। গত বছরের ২৫ এপ্রিল কর্মরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নুর জাহানের সন্তান হিসেবে আমরা তিন বোন ও এক ভাই। আমাদের মায়ের মৃত্যুর কিছুদিন পর জানতে পারি আমাদের ভাই মোঃ নজরুল ইসলাম তিন বোনের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে মায়ের ১৮ মাসের বেতন ও পেনশনের টাকা আত্মসাৎ করে। আমাদের ভাই নজরুল একজন প্রতারক। সে আমাদের পিতা বাদশা মিয়া ও আমাদের মা নুর জাহান বেগমের নমিনির একমাত্র সন্তান দাবী করে আমাদের তিন বোনের পাওনা হক থেকে বঞ্চিত করে। আমাদের অজান্তে সাক্ষর জাল করে একক নমিনি দেখিয়ে বিদ্যুৎ অফিস থেকে ৩ লক্ষ টাকা উত্তোলন করে। নজরুলের প্রতারণার কারণে আমরা তিন বোন মুক্তিযুদ্ধার সন্তান হয়েও কোন ধরণের সুবিধা পাচ্ছি না। আমরা এসবের প্রতিবাদ করায় সে প্রতিনিয়ত আমাদেরকে মোবাইল ফোনে হুমকি ধমকি দিচ্ছে। আমরা তিন বোন বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

    সংবাদ সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুর নাহার বেগম, নুর বানু বেগম, শাহিনুর আকতার, চট্টগ্রাম মুক্তিযুদ্ধা মঞ্চের সভাপতি সালমান দীপ্ত, সাধারণ সম্পাদক শেখ ফজলুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক পিনাক ভৌমিক, নুর নাহার বেগমের স্বামী মোঃ শহীদ ও শাহিনুর আক্তারের স্বামী মোঃ মাসুদ।

  • পটিয়ায় অপহৃত গাড়ি চালক মোসলেম উদ্ধার হয়নি ১১ মাসেও,সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়লেন স্ত্রী-সন্তানরা

    পটিয়ায় অপহৃত গাড়ি চালক মোসলেম উদ্ধার হয়নি ১১ মাসেও,সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়লেন স্ত্রী-সন্তানরা

    পটিয়া উপজেলার হাইদদগাঁও ইউনিয়নের সাতগাছিয়া দরবার শরীফ এলাকা থেকে অস্ত্র ঠেকিয়ে গাড়ি চালক মোসলেম উদ্দিনকে অপহরণ করে এক দল দুর্বৃত্ত গত বছরের ১২ ফেব্রুয়ারি। অপহরণের পরে রাতে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা নিয়ে নির্দিষ্টস্থানে গেলেও অপহরণকারীদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ ৫জনকে গ্রেফতার করলে তারা আদালতে ১৬৪ ধরায় জবানবন্দি দেয়। এরপরও তাকে পুলিশ উদ্ধার করতে পারেনি গত ১১ মাসেও।

    শুক্রবার (১ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন অপহ্নত মোসলেমের স্ত্রী ফরিদা আক্তার।

    তিনি বলেন, দুই পুত্র সন্তান নিয়ে স্বামীর সন্ধান চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। বরং পুলিশ প্রশাসন আশস্ত করার চেয়ে ধমক দিচ্ছে।

    অপহৃত গাড়ি চালক মোসলেম উদ্দিন (৪৫)চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ গ্রাম বাসিন্দা।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোসলেমের ছোট ভাই নাঈমুর রহমান বলেন, পটিয়া উপজেলার পূর্ব হাইদগাঁও এটিআর এগ্রো ফার্মের পাশ থেকে আলমগীর আলম নামের একব্যক্তি লাকড়ি ক্রয় করে কয়েক দিন ধরে শ্রমিক দিয়ে পিকআপ ভর্তি করে নির্দিষ্ট স্থানে নিয়ে যান। কিন্তু গত ২১ ফেব্রুয়ারি ৯টায় শ্রমিকরা লাকড়ি আনতে গেলে গাড়ি চালক মোসলেম উদ্দিনকে একদল সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়।

    তিনি জানান, পরে তাকে উদ্ধারের জন্য পটিয়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মোহাম্মদ সাইফুল উদ্দিন প্রকাশ বালু সাইফু(৩৫), মো. মুছাকে (২৭), মোহাম্মদ নয়ন (৩২), আব্দুর রহিম ও মোহাম্মদ আজিম নামের পাঁচজনকে গ্রেফতার করে। তারা বিভিন্ন সময় আদালতে অপহরণের কথা স্বীকার করে ১৬৪ দেয়।

    নাঈমুর রহমান দাবি করেছেন, আসামিদের স্বীকারোক্তিতে আব্দুর শুক্কুর ও শাহাব উদ্দিন প্রকাশ মিয়ার নাম আসলেও তারা প্রভাবশী হওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করছে না।

    পটিয়া থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিনের অসযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, মোসলেমকে উদ্ধারের বিষয়ে জানতে থানায় গেলে ওসি তেলে বেগুনে জ্বলে উঠেন। তিনি হুমকি দিয়ে থানা থেকে আমাদের তাড়িয়ে দেন।

    অপহৃতের স্ত্রী ফরিদা আক্তার বলেন, ছোট ছোট দুটি সন্তান তাদের পিতার আসার পথ চেয়ে থাকে। সংসারের একমাত্র উপর্যক্রম মানুষটিকে অপহরণের পর প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে এখন নিঃস্ব, অসহায়।

    তিনি, তার স্বামীর অপহরণের মামলাটি পটিয়া থানা থেকে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানান।

  • বিএনপিতে মুক্তিযোদ্ধারা কোণঠাসা হয়ে আছে: মেজর হাফিজ

    বিএনপিতে মুক্তিযোদ্ধারা কোণঠাসা হয়ে আছে: মেজর হাফিজ

    বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজের বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের সব কয়টি প্রত্যাখান করেছেন তিনি। বেশিরভাগ অভিযোগকে হাস্যকর বলেও মন্তব্য করেন সাবেক সেনা কর্মকর্তা।

    তিনি বলেন, বরাবর আমি বিএনপিকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছি। জেল থেকে বেগম জিয়া নির্দেশনা দিয়েছিলেন দলকে ঐক্যবদ্ধ রাখার। আমি সেটিও করেছি। কিন্তু তারাই আমার বিরুদ্ধে বলেন আমি সংস্কারপন্থী, আমি ভাঙার পক্ষে। এর চাইতে দুঃখজনক লজ্জাজনক কিছু হতে পারে না।

    শনিবার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আত্মপক্ষ সমর্থন করে সব অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি।

    গত দেড় দুই বছর ধরে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাকে আমন্ত্রণ জানানো হয় না। তবে আগে সবসময় আমন্ত্রণ জানানো হতো।

    তিনি আরও বলেন, বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে রাখতে একটি মহল সক্রিয় রয়েছে। আমি মুক্তিযোদ্ধা, জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা সিলেট দখল করেছি। ১৯৭৭ সালে গণভবনে আমাকে ডেকে জিয়া বলেছেন তুমি নির্বাচন করো, তখন আমি বলেছি আমি এখন রাজনীতি করবো না।

    তিনি বলেন, বিএনপিতে যোগদানের আগে আমি তিনবার সংসদ সদস্য ছিলাম। ১৯৯১ সালে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বিজয়ী হয়ে বিএনপিতে যোগ দিয়েছিলাম। আমি গত ২২ বছর ধরে দলের অন্যতম ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছি।

    আমি এলাকার জন্য কাজ করি, শিক্ষা প্রতিষ্ঠান করেছি। আমি ২৯ বছর ধরে এই দল করি। আমি কখনও বিএনপির বিরুদ্ধে কথা বলি নাই। এমন কি শেখ হাসিনার বিরুদ্ধেও কখনও খারাপ মন্তব্য করি না কারণ এসব আমার আচরণে নেই।

    দলীয় মানববন্ধনে অংশগ্রহন না করা, বরিশালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির কর্মসূচিতে অংশ না নেয়া, বিএনপির সর্বোচ্চ স্তরের নেতাবৃন্দদের নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য দেয়াসহ ১১ টি অভিযোগ এনে সম্প্রতি মেজর হাফিজকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি।

    সংবাদ সম্মেলনে মেজর হাফিজ বলেন, আমার নামের ভুল সহ নানা ভুল সহিত আক্রমনাত্মক ভাষায় যে চিঠি রুহুল কবির রিজভী আমাকে দিয়েছেন আমি তাতে হতবাক৷ জিয়াউর রহমান থাকলে তিনি নিজেও লজ্জা পেতেন যে আমাকে শোকজ করা হয়েছে। এসময় তিনি ২০২১ সালের মধ্যে বিএনপির জাতীয় কাউন্সিলিং করা সহ চারটি সুপারিশ করেন৷

    মেজর হাফিজ বলেন, আমি পদত্যাগ করছিনা। আমি যে ব্যাখা দিয়েছি সেটি কিভাবে তারা নেয় তা দেখতে চাই। যদিও ভেবেছিলাম পদত্যাগ করব, আমার সাবেক কলিগ, বন্ধুরা বলেছিলেন পদত্যাগ করতে। কিন্তু আমার যারা নেতাকর্মীরা তারা আমাকে অনুরোধ করেছেন যাতে পদত্যাগ না করি। তাদের অনুরোধের কারণেই কেবল আমি পদত্যাগ করলাম না৷

    উল্লেখ্য গত সোমবার দলের দুই ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছিল বিএনপি। ওই নোটিশে সই করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

  • সীতাকুণ্ডে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর নামে অপপ্রচার,পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ডে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর নামে অপপ্রচার,পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌর সদর এর আমিরাবাদ এলাকায় সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর চাচা মৃত সন্তোষ চন্দ্র দে’র পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্ঠায় ব্যর্থ হয়ে এই কণ্ঠশিল্পীর নামে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

    জানা যায়, এই প্রখ্যাত শিল্পীর দাদা মৃত অশ্বীনি বাবুর খরিদকৃত সম্পত্তি এক তৃতীয় অংশ তাঁর ছোট ভাই অনন্ত কুমার দে কে বন্টন নামায় উল্লেখ করে দান করে যান। বন্টন নামার শর্তভঙ্গ করে দান করা সম্পত্তি দানকরা ব্যক্তির ওয়ারিশদের অনুমতি না নিয়ে দফায় দফায় অন্যত্র বিক্রয় করার কারনে চলাচলের রাস্তায় বাঁধা দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শর্তভঙ্গ করে।

    বিষয়টি সমাধানের চেষ্টায় শিল্পী কুমার বিশ্বজিৎ এর চাচী মা তাপসী রানী দে পৌর মেয়র, সীতাকুণ্ডর ভূমি অফিস থেকে বিজ্ঞ আদালত পর্যন্ত গড়ায় (মামলা নং-৫২৬/২০)। মামলা দায়েরে আদালত দলিল পত্র বিশ্লেষণ করে উভয় পক্ষকে বিরোধীয় ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সীতাকুণ্ড থানার দায়িত্বেরত ওসি কে নির্দেশ দেন।

    প্রতিপক্ষরা দিলীপ দে প্রকাশ দানু ও তার ভাই প্রদীপ দে প্রকাশ নুনু, বিরোধীয় সম্পত্তিতে অন্যায়ভাবে জোরপূর্বক গৃহ নির্মানের জন্য মাটি খননের কাজ করতে গেলে তাপসী রানীর ও তাঁর ভাতুষ পুত্র চন্দন কাজে বাঁধা প্রদান করে। নির্মাণ শ্রমিকরা কাজ বন্ধ না করে কাজ চালিয়ে যাচ্ছিলো এমন দৃশ্য ভিডিও করাতে দিলীপ দে কন্যা মুক্তি দে যিনি সম্পদের কোন মালিক নই সে চন্দন কে দাম্ভিকতার সুরে হুমকি প্রদান করে। এতে চন্দন ঘটনাস্থল থেকে সরে আসে। ওইদিনে বিষয়টি থানাতে অভিযোগ করা হয়।

    পরের দিন উক্ত স্থানে বহিরাগত ১৫-২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মাণ কাজ শুরু করে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে সন্তাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে নিমার্ণ শ্রমিকসহ ৫জনকে ওই সময় ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সাংবাদিক সম্মেলন করে সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর দিকে অভিযোগের আঙ্গুল তুলেন দিলীপ দে ও প্রদীপদের পরিবারের লোকজন।

    বিষয়টি নিয়ে দু’পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে।

    এবিষয়ে মামলার বাদি তাপসী রানী বলেন, আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক কাজ করায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। তাদের গ্রেফতারের সাথে বিশ্বজিৎ এর কোন সম্পৃকততা নেই। বিশ্বজিৎ শিল্পী হিসেবে দেশের সুনাম অর্জন করে চলেছে। ভিত্তিহীন কথা বলে তাঁর সম্মান ক্ষুন্ন করা হচ্ছে।

    এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুল আলম বলেন, কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ সাথে আমার কোন কথা হয়নি। বিজ্ঞ আদালতের নির্দেশ ভঙ্গ করে জোরপূর্বক কাজ করায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ৫জনকে গ্রেফতার করা হয়।

    ২৪ ঘণ্টা/দুলু

  • পেকুয়ায় যুবলীগের রাজনীতি ধ্বংসে বিএনপির প্রেতাত্মারা প্রপাগান্ডা চালাচ্ছে: সংবাদ সম্মেলনে অভিযোগ

    পেকুয়ায় যুবলীগের রাজনীতি ধ্বংসে বিএনপির প্রেতাত্মারা প্রপাগান্ডা চালাচ্ছে: সংবাদ সম্মেলনে অভিযোগ

    ২৪ঘণ্টা নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় যুবলীগের রাজনীতি ধ্বংসে স্থানীয় বিএনপি প্রপাগান্ডা চালানোর অভিযোগ উঠেছে।

    পেকুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম এবং উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আজমগীরের বিরুদ্ধে কল্পকাহিনী সাজিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

    শনিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক  এমন অভিযোগ করেছেন উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আজমগীর।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, পেকুয়া যুবলীগের সাধারণ সম্পাদক পরে সভাপতির দায়িত্ব পাওয়ার পর পেকুয়ার উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তার ডাকে সাড়া দিয়ে দলের ছায়াতলে লোকজন যখন ভিড়তে শুরু করলো তখন বিএনপির চিহ্নিত সন্ত্রাসী ও পরাজিক শক্তি জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আজমগীরের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরই ধরাবাহিকতায় গত ২০ নভেম্বর কথিত সংবাদ সম্মেলন করে জনৈক হাজি মকসুদ নামের এক ব্যক্তি।

    মোহাম্মদ আজমগীর বলেন, মকসুদ ও তার পরিবারের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করেন। প্রকৃত পক্ষে মকসুদগংদের বিরুদ্ধে এলাকায় অসামাজিক কার্যকলাপসহ নানা অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ায় ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমের নেতৃত্বে পেকুয়া আওয়ামী পরিবার যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই স্বার্থান্বেষী ঐক্যবিনাশী খন্দকার মোস্তাকের প্রেতাত্মারা অর্থলোভী হাজী মকসুদকে দিয়ে এহেন ষড়যন্ত্রকারী মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।

    সংবাদ সম্মেলনে বলা হয়, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুদীর্ঘকাল ধরে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী । একজন সফল দলনেতা থেকে জননেতায় পরিণত হয়েছেন জনগণের ভালবাসায় । যার ফলশ্রুতিতে তিনি বার বার নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি হিসেবে।

    ইউপি সদস্য থেকে শুরু করে জেলা পরিষদ সদস্য এবং সর্বশেষ বিপুল ভােটে নির্বাচিত পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে তিনি বর্তমানে সুনামের সাথে দায়িত্বপালন করছেন । তিনি জীবনে কোন নির্বাচনে পরাজিত হননি ।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, ফোরকান উদ্দিন প্রমূখ।

    ২৪ঘণ্টা/এন এম রানা

  • সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ড প্রতিনিধি : মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা এবং বসত ঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সীতাকুণ্ড উপজেলা ১নং সৈয়দপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের মহানগর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মীর জেবল হোসেনের স্ত্রী বৃদ্ধা রাহেলা আক্তার (৫০)।

    আজ রবিবার (১৯ জুলাই) বেলা এগারটায় সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এসময় রাহেলা আক্তারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মীর সাকিব হোসেন। জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গত ১৫ জুলাই সকালে এলাকার স্থানীয় সন্ত্রাসী মীর নোমান, মীর মোশারফ হোসেন প্রকাশ ইলিয়াছ, তোফায়েল আহম্মদসহ অজ্ঞাত আরো ৪/৫ সন্ত্রাসী আমাদের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

    এসময় বাঁধা দিতে গেলে তাদের হামলায় রোকসানা আক্তার(২৩), মীর সাকিব হোসেন(১৭) এবং আমি রাহেলা বেগম (৫০) আহত হয়। এরপর থেকে সন্ত্রাসীরা আমাদেরকে হত্যা, গুমসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে।

    তার প্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে গত ১৭ জুলাই সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি দায়ের করি। (জিডি নং ৬৯৪)। এরপর সন্ত্রাসীরা আবারো আমাদের উপর হামলা করে। আমার ছেলে মীর লবিব হোসেন পুলিশে চাকরী করার সুবাধে বাড়িতে না থাকায় তার স্ত্রীর উপর হামলা চালিয়ে অশ্লীলতা করে। তারা হুমকি দেয় যে আমার ছেলের পুলিশের চাকরী তারা খেয়ে ফেলবে।

    এ ঘটনায় রোকসানা আক্তার স্মৃতি বাদী হয়ে থানায় আরেকটি এজাহার আকারে অভিযোগ করে। আমরা মুক্তিযোদ্ধা এবং পুলিশ পরিবার সন্ত্রাসীদের ভয়ে দিন যাপন করছি। তারা যেকোন মূহুর্তে আবারও আমাদের উপর হামলা করতে পারে। সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক শাস্তি দাবী করছি। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোকসানা আক্তার স্মৃতি, মীর সাকিব হোসেন, মো: শহিদুল্লাহসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • বাংলাদেশে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন

    বাংলাদেশে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন

    করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে বাংলাদেশে প্রথম টিকা (ভ্যাকসিন) আবিষ্কারের দাবি করেছে গ্লোব বায়োটেক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

    আজ বুধবার প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা পশুর শরীরে এই ভ্যাকসিনের সফলতা পেয়েছেন। মানবদেহেও এর সফলতা পাওয়া সম্ভব বলে আশা করছেন তারা।

    প্রতিষ্ঠানটির রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ জানান বলেন, ‘আসলে আমরা কাজ শুরু করার পর প্রাথমিকভাবে এটা নিয়ে সফল হয়েছি। এনিমেল মডেলে এটা সফল হয়েছে। এখন আমরা আশা করি মানবদেহেও এটা সফলভাবে কাজ করবে। আমরা বিষয়টি নিয়ে এখন সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে যাব। এরপর তাদের দেওয়া গাইডলাইন অনুযায়ী পর্ববর্তী ধাপগুলো সম্পন্ন করবো৷’

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই প্রতিষ্ঠানটি জানায়, এনসিবিআই ভাইরাস ডাটাবেজ অনুযায়ী গতকাল মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী ৫ হাজার ৭৪৩টি সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স জমা হয়েছে। যার মধ্যে বাংলাদেশ থেকে জমা হয়েছে ৭৬টি। উক্ত সকল সিকোয়েন্স বায়োইনফরম্যাটিক্স টুলের মাধ্যমে পরীক্ষা করে গ্লোব বায়োটেক লিমিটেড তাদের টিকার টার্গেট নিশ্চিত করে। যা যৌক্তিকভাবে এই ভৌগোলিক অঞ্চলে অধিকতর কার্যকরী হবে বলে আশা করছেন তারা।

    উক্ত টার্গেটের সম্পূর্ণ কোডিং সিকোয়েন্স যুক্তরাষ্ট্রের এনসিবিআই ভাইরাস ডাটাবেজ-এ জমা দিয়েছেন যা ইতিমধ্যেই এনসিবিআই কর্তৃক স্বীকৃত ও প্রকাশিত হয়েছে। গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণাগারে আবিষ্কৃত টিকাটির বিশদ বিশ্লেষণের পর ল্যাবরেটরি এনিমেল মডেলে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে যথাযথ এন্টিবডি তৈরিতে সন্তোষজনক ফলাফল পেয়েছেন বলে দাবি করছেন তারা।

    এই বিষয়ে গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, ‘এই টিকাটির সুরক্ষা ও কার্যকারিতা নিরীক্ষার লক্ষ্যে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য কাজ করে যাচ্ছি। এই সুরক্ষা ও কার্যকারিতা পরীক্ষায় সরকারের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।’

    তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় গ্লোব বায়োটেক লিমিটেড কোভিড -১৯-এর টিকা আবিষ্কার নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

    এই বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম) ডা. আয়েশা আক্তার বলেন, ‘আমাদের এখনো এমন কিছু জানানো হয়নি। নিয়ম অনুযায়ী তারা বিষয়টি অফিসিয়ালি চিঠি দিয়ে আমাদের জানাবে। এরপর আমরা সেটা দেখব।’

    গ্লোব বায়োটেক লিমিটেডের সিইও ড. কাকন নাগ এবং সিওও ড. নাজনীন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এই ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। তারা গবেষণার পাশাপাশি কোভিড-১৯ ‘শনাক্তকরণ কিট, টিকা এবং ওষুধ’ আবিষ্কার সংক্রান্ত গবেষণা কর্মকাণ্ড শুরু করেছে।

    গ্লোব বায়োটেক লিমিটেড ২০১৫ সালে ক্যানসার, আর্থ্রাইটিস, রক্তস্বল্পতা, উচ্চ রক্তচাপ, অটোইমিউন ডিজিজসহ অন্যান্য দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বায়োলজিক্স, নোভেল ড্রাগ এবং বায়োসিমিলার উৎপাদনের লক্ষ্যে অত্যাধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • নীলফামারীতে ভ্যান ছিনতাইয়ের উদ্যেশ্যেই চালককে কুপিয়ে হত্যা:সংবাদ সম্মেলনে এসপি

    নীলফামারীতে ভ্যান ছিনতাইয়ের উদ্যেশ্যেই চালককে কুপিয়ে হত্যা:সংবাদ সম্মেলনে এসপি

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে ছুরিকাঘাতে জিয়াউর রহমান (৪০) নামে এক ব্যাটারী চালিত ভ্যানচালক হত্যার মুল রহস্য উৎঘাটন করেছে পুলিশ।

    ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক ফজলে রাব্বি (২৪) ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিও দিয়েছেন। নিহত জিয়াউর রহমান জেলা সদরের কচুকাটা ইউনিয়নের ভরতপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

    শনিবার (২০ জুন) দুপুরে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম)।

    সংবাদ সম্মেলনে তিনি জানান, জিয়াউর রহমানের ব্যাটারী চালিত অটো ভ্যানটি ছিনতাইয়ের জন্য জেলার কিশোরগঞ্জ উপজেলার রূপালী কেসবা মাষ্টারপাড়া গ্রামের মৃত মাজু মিয়ার ছেলে ফজলে রাব্বিসহ পাঁচজন ব্যক্তি এ পরিকল্পনা করেন।

    পরিকল্পনার অংশ হিসেবে গত বৃহস্পতিবার(১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের আনন্দ বাবুর পুল এলাকা থেকে ৩০০ টাকায় ভ্যানটি ভাড়া করেন পাঁচজন। পাঁচজনে ওই ভ্যানে করে রামনগর ইউনিয়নের বাহালীপাড়া পর্যন্ত যান। সেখানে পৌঁছে উপর্যপুরি ছুরিকাঘাত করে জিয়াউর রহমানকে সড়কের পাশে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করেন।

    এসময় জিয়াউর রহমানের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে হত্যাকারীরা ভ্যানটি রেখে পালিয়ে যান।

    পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জিয়াউর রহমানকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। রাতেই আশ পাশের থানাসহ হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযানে নেমে পরলে ফজলে রাব্বি জলঢাকা উপজেলার পাঠানপাড়া বাজারে পুলিশের হাতে আটক হন।

    শুক্রবার(১৯ জুন) রাত আটটার দিকে ফজলে রাব্বি ঘটনার দায় স্বীকার করে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

    নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই শাহজাহান আলী বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতেই নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাতে লাশ উদ্ধার করে গত শুক্রবার সকালে নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, অপরাধীদের জন্য নীলফামারী হবে খুব খারাপ জায়গা এটাই আমরা বুঝাতে চাই। আমরা শুধু চার্জশীট নয়, তাদের শাস্তি নিশ্চিত করতে চাই। এজন্য আসামীর আদালতের জবানবন্দি নিশ্চিত করেছি।ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গোয়েন্দা পুলিশসহ সকল চেক পোষ্টকে সতর্ক করি। পুলিশ টিম তল্লাশী শুরু করে। ওই তল্লাসীতে সন্দেহভাজন হিসেবে ফজলে রাব্বি রাতেই আটক হয়। শুক্রবার রাত আটটার দিকে ফজলে রাব্বি ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

    এর আগে তার দেয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ আলামত সংগ্রহ করা হয়েছে। তার দেয়া তথ্য মতে অপর চারজনকে গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল)রুহুল আমিন, সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী, ডিআইও-ওয়ান লাইছুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) ওসি কেএম আজমিরুজ্জামান প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • প্রণোদনা প্যাকেজ বিষয়ে রোববার প্রধনমন্ত্রীর সংবাদ সম্মেলন

    প্রণোদনা প্যাকেজ বিষয়ে রোববার প্রধনমন্ত্রীর সংবাদ সম্মেলন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে দেশের সম্ভাব্য প্রতিকূল অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণার বিষয়ে আগামী রোববার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘রোববার সকাল দশটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’

    তিনি বলেন, আজ সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রণোদনা প্যাকেজ ঘোষণার বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    সভায় আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

  • সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে আইআইইউসি খুলে দেওয়ার দাবী ছাত্রলীগের

    সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে আইআইইউসি খুলে দেওয়ার দাবী ছাত্রলীগের

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) খুলে দেয়ার দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে আইআইউসি ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    মঙ্গলবার দুপুর ১টায় সীতাকুণ্ড প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগ নেতা শাহরিয়ার হামিদ।

    লিখিত বক্তব্য তিনি বলেন, আইআইইউসি চট্টগ্রাম এর দেশ বিরোধী সিন্ডিকেট ও সাবেক শিবিরকর্মী শিক্ষকদের যড়যন্ত্রমুলক অপপ্রচার ও নাটকীয় কায়দায় বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ এবং জাতির পিতা ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন।

    গত ২৯ জানুয়ারী বুধবারে দরখাস্তে রিকমান্ডেশন নিয়ে ছাত্রলীগ নেতাদের সাথে ইইই বিভাগের শিক্ষক শামীম স্যারের সাথে বাকবিতন্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ শিক্ষক অনেকটা নাটকীয় কায়দায় হামলা হয়েছে বলে অপপ্রচার করে এবং সুপরিকল্পিতভাবে ছাত্রলীগকে সকলের কাছে প্রশ্নবিদ্ধ করে।

    ছাত্র শিবির ও জামাতীদের এজেন্ডা বাস্তবায়ন করতে তিনি শিক্ষকতার মহান পেশা ভুলে এজেন্ট হয়ে ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট তৈরী করে। সেইদিন তারা শরিয়া ফ্যাকাল্টিতে প্রবেশ করে তারা জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।

    কৃর্তপক্ষ সেইদিনের ঘটনার পুরো সিসিটিভি ফুটেজের খন্ডিত ও ইডিটেড অংশ প্রচার করে পরিকল্পিতভাবে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধকরণ ও ভাবমূর্তি নষ্টের অপচেষ্টায় লিপ্ত আছে। তারই ধারাবাহিকতায় সাবেক শিবির ক্যাডারা শিক্ষক শামীমকে লাঞ্চনা ও হামলার অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর মানববন্ধনের নাটক করে।

    শিক্ষকরা নাটকীয়ভাবে জরুরী সিন্ডিকেট ডেকে জামাত শিবিরের প্রেসক্রিপশন মোতাবেক অনিদিষ্টকালের জন্য আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ‘ বাংলাদেশ ছাত্রলীগ’কে দমিয়ে শিবির চক্রকে ক্যাম্পাসে প্রতিষ্ঠার যড়যন্ত্র করে।

    প্রশানসনকে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা ত্যাগ করে অবিলম্বে একাডেমিক কর্মকান্ডে ফিরে এসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে অভিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই।

    সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক যোবায়ের ইসলাম ডলার। উস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ইইই বিভাগের ছাত্র ছাত্রলীগ নেতা মিফতাহুল হাসান আনাম, একই বিভাগের আব্দুল জব্বার নাঈম, শাহরিয়ার হামিদ ও এল এল এম বিভাগের উচো মারমা প্রমুখ।

    এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কর্মকান্ডের কোন সুযোগ নেই। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয় টি সম্পুর্ন ধুমপান ও রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ছাত্রলীগ যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন । হলের মধ্যে কখনো কোন রাজনৈতিক দলের অফিস থাকতে পারে না। শিবিরের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, তাদের দৃশ্যমান কোন কর্মকান্ড আমার চোখে পড়েনি। পরোক্ষভাবে করছে কিনা সে বিষয়ে আমি অবগত নয়।