Tag: সংবাদ সম্মেলন

  • ছিনতাইকারীদের বাধা দেয়ায় প্রাণ হারায় ডা.শাহ আলম, সংবাদ সন্মেলনে র‌্যাব

    ছিনতাইকারীদের বাধা দেয়ায় প্রাণ হারায় ডা.শাহ আলম, সংবাদ সন্মেলনে র‌্যাব

    সীতাকুণ্ডের কুমিরা থেকে নগরীর চান্দগাঁওয়ে ফেরার পথে মহাসড়কে চলাচলকারী সেইভ লাইনে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শাহ আলম।

    ছিনতাইকারীদেরকে বাধা দেওয়ায় কারণেই তাকে নির্মমভাবে খুন হতে হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। আরো খবর : সীতাকুণ্ডের কুমিরায় পাওয়া অজ্ঞাত লাশটি চিকিৎসক শাহ আলমের

    মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ।

    তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কর্মস্থল সীতাকুণ্ড থেকে নগরের চান্দগাঁও এলাকার বাসায় ফিরতে একটি লেগুনায় উঠেন সৌদি আরবের মদিনা ফেরৎ চিকিৎসক ডা. শাহ আলম। লেগুনায় আগে থেকেই দুজন ছিনতাইকারী ছিলেন। লেগুনাটি কিছুদূর অগ্রসর হওয়ার পর আরও দুজন ছিনতাইকারী লেগুনায় উঠেন। লেগুনাটি রয়েল গেট এলাকায় পৌঁছালে চার ছিনতাইকারী মিলে ডাক্তার মোঃ শাহ আলমের কাছ থেকে টাকা পয়সা এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

    এসময় শাহ আলম জিনিসপত্র দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয়।ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা মোঃ শাহ আলমকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে। হত্যা করার পর তার লাশ রাস্তায় ফেলে দেয়। এর পর তারা লেগুনা নিয়ে সাগর পাড়ে চলে যায়। আরো খবর : কুমিরায় মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

    কাজী তারেক আজিজ বলেন, খুনের পর মরদেহের পরিচয় যাতে শনাক্ত করা না যায় সেজন্য ডা. শাহ আলমের মুখ বিকৃত করে দেন ছিনতাইকারীরা। পরে কুুুমিরাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মরদেহটি ফেলে পালিয়ে যান তারা।

    তিনি বলেন, ঘটনার পরপরই র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। লেগুনাটির বিস্তারিত তথ্য সংগ্রহ কিরে চট্টগ্রাম রেল স্টেশন থেকে লেগুনা চালক ওমর ফারুককে (১৯) আটক করা হয়। ওমর ফারুককে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যেই জট খুলে আলোচিত এ হত্যাকাণ্ডের।

    গ্রেফতারকৃত ফারুককে আজ ২২ অক্টোবর চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

    উল্লেখ্য যে, ডা.শাহ আলম দীর্ঘ ৩০ বছর সৌদি আরবের একটি স্বনামধন্য হাসপাতালের শিশু বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে নিজের গ্রামের গরীব-অসহায় মানুষের চিকিৎসা দেবার মনোবাসনা নিয়ে চলতি বছর ১৭ জানুয়ারি সীতাকুণ্ডে নিজ গ্রামে শিশুদের জন্য ‘চাইল্ড কেয়ার’ নামে মানসম্পন্ন একটি ক্লিনিক চালু করেন।

    কিন্তু তার মনোবাসনা বেশিদিন স্থায়ী হতে দেয়নি ঘাতকরা। নিহত ডা. শাহ আলম সীতাকুণ্ড কুমিরা ইউনিয়নের ছোট কুমিরার মরহুম মাস্টার আজিজুল হকের ছেলে।

  • বিভিন্ন দাবিতে আন্দোলনে ক্রিকেটাররা

    বিভিন্ন দাবিতে আন্দোলনে ক্রিকেটাররা

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে মতের অমিল ও বোর্ডের কাজে ক্রিকেটাররা সন্তুষ্ট না হওয়ায় ধর্মঘটের ডাক দিয়েছেন।

    জাতীয় দল ও ঘরোয়া লিগের ক্রিকেটাররা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দাবিদাওয়া তুলে ধরেছেন। যেখানে উঠে এসেছে ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের আরও টুর্নামেন্ট আয়োজনের কথা।

    সোমবার (২১ অক্টোবর) হঠাৎ করেই শোনা যায়, ধর্মঘটের ডাক দিতে যাচ্ছেন ক্রিকেটাররা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব-মুশফিকদের মতো জাতীয় দলের ক্রিকেটাররাসহ জুনায়েদ-নাইমদের মতো ঘরোয়া লিগের অভিজ্ঞ ও নিয়মিত পারফর্মাররা তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকবেন বলে জানিয়েছেন।

    এখানে তারা লিখিত বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। যেখানে ক্রিকেটারদের আট (৮) ও নয় (৯) নম্বর দাবির কথা জানান এনামুল হক বিজয় ও নুরুল হাসান সোহান। বিজয়ের বক্তব্যে উঠে এসেছে অন্তত আরও একটি করে ৫০ ওভার ও ২০ টুর্নামেন্ট আয়োজন করা। বিপিএল ছাড়াও শুধু দেশি ক্রিকেটারদের নিয়েই ২০ ওভারের আরেকটি টুর্নামেন্টের দাবি করা হয়েছে।

    বিজয়ের ভাষ্যমতে, ‘ঘরোয়া লিগে আমরা দুইটা চারদিনের টুর্নামেন্ট খেলি, বিসিএল এবং এনসিএল। কিন্তু ৫০ ওভারের সংস্করণে আমরা একটা মাত্র টুর্নামেন্ট পাই। এখানে আমাদের অন্ততপক্ষে আরও একটা টুর্নামেন্ট বাড়ানো দরকার।

    এছাড়া আমরা বিপিএল খেলি, সেটা টি-টোয়েন্টি সংস্করণ। বিপিএল ছাড়া আমাদের আর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয় না। বিপিএলের শুরুর আগে আমাদের একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট হওয়া জরুরি।’

    তিনি আরও যোগ করেন, ‘ওয়ানডের কথা যেটা বলছিলাম, আমাদের কিন্তু আগে ৫০ ওভারেরও একটা জাতীয় লিগ খেলা হত। পাঁচ বছর আগেও এটা হয়েছে। চারদিনের ম্যাচের পরে আমরা একটা ৫০ ওভারের ম্যাচ খেলতাম। এখন সেটা বন্ধ হয়ে গেছে।

    আমরা চাই, জাতীয় ক্রিকেট লিগে আবারো ওয়ানডে ম্যাচ চালু করা হোক যেন আমরা এই সংস্করণে আরও বেশি খেলার সুযোগ পাই।’

    এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান ঘরোয়া লিগের সূচি আগে থেকেই নির্দিষ্ট করার আবেদন জানান, ‘ঘরোয়া লিগের জন্য আমাদের একটা নির্দিষ্ট সূচি থাকতে হবে। এটা যদি নির্দিষ্ট করা হয় তাহলে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকতে পারি।’

    দেশের ক্রিকেটের স্বার্থেই তারা এই দাবি তুলে ধরেছেন। তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণায় সংশয়ের মুখে পড়েছে বাংলাদেশের ভারত সফর।

  • হাছিনাই খুনী, পুলিশের জবানবন্ধীতে জোড়া খুনের দায় স্বীকার

    হাছিনাই খুনী, পুলিশের জবানবন্ধীতে জোড়া খুনের দায় স্বীকার

    পরকীয়ায় আসক্ত হয়ে প্রেমিক মাইনুদ্দীনের সহযোগীতাই জোড়া খুনের দায় স্বীকার করে নিয়েছে হাছিনা আক্তার। পরকীয়া প্রেমিকের সাথে অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় শিশু কণ্যা ফাতেমা বিবি ও পথের কাটা সরিয়ে নিজ প্রেমিককে একান্তে পেতে স্বামী আবু তাহেরকে হত্যা করার দোষ স্বীকার করে নিয়েছেন তিনি।

    হাছিনা পুলিশের কাছে জানিয়েছে মাইনুদ্দীনের সঙ্গে তার শারিরীক সম্পর্কের বিষয়টি শিশু ফাতেমা দেখে ফেলার পর তার বাবাকে ঘটনাটি বলে দেয়ার ভয় দেখালে মেয়েকে সে নিজেই খুন করে। পরে আবু তাহেরকেও শ্বাসরোধ করে এবং ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়।

    চট্টগ্রামে নিজ বাসায় বাবা-মেয়ে খুনের ঘটনায় মূল আসামীদের গ্রেফতারের পর রোববার (২০ অক্টোবর) সকালে নগরীর দামপাড়ায় সিএমপি কমিশনারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।

    পুলিশের অভিযানে নাছিমার পরকিয়া প্রেমিক ও শ্রমিক নেতা মাইনুদ্দিন নোয়াখালি থেকে গ্রেফতার

    তিনি বলেন, হাছিনার দেওয়া তথ্যে তার কথিত প্রেমিক মাহিন উদ্দিনের অবস্থান শনাক্ত করে নোয়াখালীতে অভিযান চালিয়ে শনিবার রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

    ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমেনা বেগম সংবাদ সম্মেলনে বলেন, চট্টগ্রাম নগরীর বন্দর থানা নিমতলা এলাকায় বুচুইক্যা কলোনির জনৈক শাহআলমের মালিকানাধীন ৩ তলা ভবনের নিচতলার একটি ঘরে স্ত্রী হাছিনা আক্তার ও মেয়ে বিবি ফাতেমাসহ একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন আবু তাহের।

    তিনি এসএপিএল কন্টেইনার ডিপোতে দিন মজুরের কাজ করতেন। নোয়াখালী জেলার চরপার্বতী এলাকার মো মোস্তফার ছেলে আবু তাহেরের স্ত্রী হাছিনা আক্তার বাসা ভাড়িতে বুয়ার কাজ করতেন।

    তাদের বাসাটির অর্ধেক অংশ বোডের পার্টিশান দিয়ে অপর প্রান্তে থাকতেন ওই কন্টেইনার ডিপোতে শ্রমিকদের নেতা মাইনুদ্দিন। সে সুবাধে দীর্ঘদিন ধরে আবু তাহেরের স্ত্রী হাছিনা আক্তারের সাথে মাইনুদ্দিনের অবৈধ সম্পর্ক চলে আসছিলো। সম্প্রতি স্বামী আবু তাহের বিষয়টি বুঝতে পারলে স্বামী স্ত্রী দুজনের মাঝে অশান্তি শুরু হয়।

    অন্যান্য দিনের মত ১৯ অক্টোবর শনিবার সকাল সাড়ে আটটায় কর্মস্থলের উদ্দ্যেশে বাসা থেকে বেরিয়ে যায় দিনমজুর আবু তাহের। তখন বাসায় ছিলেন হাছিনা এবং শিশু কণ্যা ফাতেমা। একটু পরে বাসায় ঢুকে হাছিনার প্রেমিক মাইনুদ্দিন। দুজনের মাজে শারিরীক সম্পর্ক স্থাপনের সময় দেখে ফেলে শিশু ফাতেমা। ঘটনা তার বাবাকে বলে দেওয়ার হুমকি দেয়।

    পরকিয়ার বলি
    বন্দর থানা নিমতলা এলাকায় বুচুইক্যা কলোনির জনৈক শাহআলমের মালিকানাধীন ৩ তলা ভবনের নিচতলার একটি ঘর থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। ইনসেটে স্ত্রী হাছিনা আক্তার

    তখন মাইনুদ্দীন ফাতেমার হাত-পা চেপে ধরে আর হাসিনা ছুরি দিয়ে নিজ কণ্যাকে হত্যা করে লাশ খাটের উপর রেখে কাপড় দিয়ে ঢেকে দেয়। কিছুক্ষণ পর তাহের বাসায় প্রবেশ করলে মাইনুদ্দীন ও হাসিনা তাকে জাপটে ধরে গলায় রশি দিয়ে শ্বাসরোধ এবং পেটে ও মাথায় ছুরিকাঘাতের পাশাপাশি গলা কেটে ফেলে।

    আরো খবর : পরকিয়ার বলি স্বামী ও শিশু সন্তান

    নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) কামরুল ইসলাম জানান, নিহত আবু তাহের ও তার স্ত্রী হাছিনা আক্তারের আগেও বিয়ে হয়েছে। আবু তাহেরের স্ত্রী মারা গেলেও হাছিনার আগের স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ছাড়াছাড়ি হয়ে গেলে গত ৫ বছর আগে পারিবারিক সম্মতিতে তাহেরের সাথে দ্বিতীয় বিয়েতে বসে।

    সম্প্রতি কিছুদিন আগে তাদের রুমে বোড লাগিয়ে আরেকটি স্পেস ভাড়া নেন শ্রমিক নেতা মাইনুদ্দিন। তার স্ত্রী থাকেন নোয়াখালীর বাড়িতে। এরমধ্যে পরকীয়ার সম্পর্কে জড়ায় তাহেরের স্ত্রী হাছিনা এবং মাইনুদ্দিন। শনিবার দুজনের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় শিশু কণ্যা ফাতেমাকে খুন করে হাছিনা। একই দিন মাইনুদ্দিন ও হাছিনা মিলে স্বামী আবু তাহেরকেও হত্যা করে।

    হত্যার পর লাশ উদ্ধার হলে হাছিনা পুলিশকে জানিয়েছে আবু তাহের মেয়েকে হত্যার পর নিজেই আত্মহত্যা করেছে। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বামী ও মেয়েকে হত্যা করার কথা স্বীকার করে নিয়েছে।

    শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে বন্দর থানাা পুলিশ ওই ভাড়া বাসা থেকে দিনমজুর আবু তাহের ও মেয়ে বিবি ফাতেমার গলাকাটা লাশ উদ্ধার করে। দুজনের গলায় ছুরিকাঘাতের চিহ্ন পায় পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে ধারালো রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করে।

    আরো খবর : চট্টগ্রামের নিমতলার বাসায় বাবা ও মেয়ের গলাকাটা লাশ

    এসময় স্ত্রী হাছিনা আক্তার দাবি করেন, ঘটনার দিন সকাল ৮ টার দিকে কাজে গিয়ে ৯টার দিকে এসে মেয়ে ফাতেমার লাশ খাটের উপর এবং স্বামী আবু তাহেরের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে সে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পরপর হত্যার রহস্য উদঘাটনে পুলিশের সাথে সিআইডির ফরেনসিক টিম, ডিবি ও পিবিআই যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করে।

  • সীতাকুণ্ডে সরকারী জায়গা দখল,অপ-প্রচারের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ডে সরকারী জায়গা দখল,অপ-প্রচারের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ডে ১০ কোটি টাকার সরকারী জায়গা দখল করে রেখেছে ছাত্রলীগ নেতা মো. রমজান আলী এমন একটি অভিযোগে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশকে একটি কুচক্রী মহলের অপ-প্রচার বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড কদমরসুল জাহানাবাদ এলাকায় মুন্সী মিয়ার পুত্র এবং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রমজান আলী।

    আজ মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুুুুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সরকারী জায়গা দখল করেছি বলে যে প্রচার করছে তা সম্পূর্ণ মিথ্যা,ভিক্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ৪/১/১৯৯৪ তারিখে ১০৪,১০৫ নং ছাফ কবলামূলে গুরা মিয়া চৌধুরী এবং গত ২/৮/১৯ তারিখে নুরুল ইসলাম ও মছুয়া খাতুন হইতে ক্রয় করি। আমি আমার পৈতৃকসূত্রে উক্ত জায়গা ভোগ দখলে আছি। এলাকার কিছু কুচক্রী মহল, চাঁদাবাজ, ভূমিদস্যু বঙ্গবন্ধু স্নৃতি সংসদ, শেখ রাসেল স্নৃতি সংসদ,বঙ্গমাতা ফাউন্ডেশন এবং এমপি ফাউন্ডেশ এর নাম ভাঙ্গিয়ে আমার জায়গা দখল করার চেষ্টা করছে। আমি আইনের আশ্রয় নিলে চক্রটি ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাকে আমাকে হয়রানি করছে।

    মূলত আমি নিজেও একজন বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। মূলত উক্ত সম্পত্তি বাংলাদেশ সওজ কর্তৃক অধিগ্রহণ করা হয় এবং পরিত্যাক্ত অংশ আমার বি.এস সম্পত্তির সামনে হওয়ায় বাংলাদেশ গেজেট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ সম্পত্তি শাখার মতে আমার দখলে থাকার কথা।

    আমি কখনো কোন অবস্থায় সরকারী ও বেসরকারী কোনরূপ সম্পত্তি অবৈধ জবরদখল,হস্তগত করেনি বা করবো না। আমি প্রশাসনের মাধ্যমে সকল প্রকার অপ-প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

    সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শফি ও আহম্মদ মিঞা চৌধুরী।

  • প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

    প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

    নিউইর্য়ক ও ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে গত ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিউইর্য়ক সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বেশ কয়েক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করেন।

    অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠক এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ইন্ডিয়া ইকোনমিক সামিটে’ অংশ নিতে ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লি সফর করেন।