Tag: সংযুক্ত আরব আমিরাত

  • আমিরাতে ১ জুলাই থেকে খুলতে যাচ্ছে মসজিদ

    আমিরাতে ১ জুলাই থেকে খুলতে যাচ্ছে মসজিদ

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১ জুলাই) থেকে খুলতে যাচ্ছে মসজিদ। মসজিদ চালু হলেও মানতে হবে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির নিয়ম। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত জুমার নামাজের স্থগিতাদেশ বহাল থাকবে।

    সােমবার (২৯ জুন) এক প্রতিবেদনে বলা হয় দেশটিতে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে মসজিদ চালু করা হচ্ছে।

    মসজিদ চালুর আগে ইমাম , মুয়াজ্জিন ও মসজিদের সকল কর্মকর্তাদের কোভিড -১৯ টেস্ট করা হয়েছে।

    বৈশ্বিক মহামারী করােনাভাইরাসের কারণে ১৬ মার্চ ‘ দ্য জেনারেল অথরিট অব ইসলামিক এ্যাফেয়ার্স এ্যান্ড এনডাওমেন্টস ‘ এর ঘােষণা মুতাবেক বন্ধ রাখা হয় দেশটির সকল মসজিদ। মসজিদ চালুর ক্ষেত্রে নতুন নিয়ম সকল মুসল্লিকে মেনে চলতে হবে।

    নিমােক্ত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।

    প্রতি দুই সারির মধ্যে একটি ফাঁকা সারি রাখতে হবে। প্রতি দুই ব্যক্তির মধ্যে ১.৫ মিটার ফাঁক রাখতে হবে। মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক। নামাজের জন্য জায়নামাজ বা নামাজের চাদর বাসা থেকে নিয়ে আসতে হবে। সামজিক দূরত্ব বজায় রেখে সালাম দিতে হবে , হাত মেলানাে যাবে না। নামাযের আগে বা পরে জটলা এড়িয়ে চলতে হবে। এক জামাত শেষ হয়ে গেলে দ্বিতীয় জামাত করা যাবে না। ফরজ নামাজ শেষ হওয়া মাত্র মসজিদ ত্যাগ করতে হবে। অসুস্থ ব্যক্তি বা করােনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেন এমন কেউ মসজিদে প্রবেশ নিষেধ। ১২ বছরের নিচে ও ৬০ বছরের বেশি বয়সের লােকদের মসজিদে প্রবেশ নিষেধ। মসজি ভিত্তিক যেসকল স্বাস্থ্যবিধি নির্ধারণ করা হয়েছে। আজানের সময় থেকে ২০ মিনিট পর্যন্ত মসজিদ চালু রাখা যাবে। এরমধ্যে জামাত শেষ করার নির্দেশ থাকবে। আজানের পরপরই জামাত চালু করতে হবে। কোন ধরনের খাবার বা কিছু বিতরণ নিষিদ্ধ। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মহিলা ও বাচ্ছাদের জন্য বন্ধ থাকবে। ওয়াশরুম অজুখানা বন্ধ থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দুবাই থেকে বিশেষ বিমানে দেশে ফিরেছেন ২৬৪ বাংলাদেশি

    দুবাই থেকে বিশেষ বিমানে দেশে ফিরেছেন ২৬৪ বাংলাদেশি

    আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে করােনাভাইরাসের কারণে আটকে পড়া আরও ২৬৪ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে আসেন । শুক্রবার বিকাল ৩ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে অবতরণ করে বিমানের বিশেষ ফ্লাইটটি।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ – মহাব্যবস্থাপক (জনসংযােগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

    এর আগে গত ১৩ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩৯১ জন বাংলাদেশি দুবাই থেকে দেশে ফেরেন। তাদের অনেকেই ভ্রমণে এবং ব্যবসার কাজে দুবাই গিয়েছিলেন। এরমধ্যে অনেক যাত্রী ছিলেন তারা ট্রানজিট সুবিধা নিয়েছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/মানিক

  • আবুধাবি ও আল আইনে​ ডোর টু ডোর পাসপোর্ট সেবা চালু

    আবুধাবি ও আল আইনে​ ডোর টু ডোর পাসপোর্ট সেবা চালু

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:সংযুক্ত আরব আমিরাত সরকারের​ অনুমােদিত সংগঠন বাংলাদেশ সমিতির কেন্দ্রীয় অফিসের পক্ষ থেকে আবুধাবি এবং আল আইনের আওতায় সকল জোনে সমিতির মনােনীত প্রতিনিধিদের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের অনুমােদনে বাংলাদেশীদের পাসপাের্ট নবায়ন, জরুরী অবস্থায় ০১ বছরের মেয়াদ বৃদ্ধি ও​ ঘরে ঘরে পাসপোর্ট ডেলিভারি দেয়ার​ সুবিধার চালু করা হয়েছে।

    ​ বৈশ্বিক মহামারী করোনা বিস্তাররোধে গণ জমায়েত কম করতে সম্প্রতি বাংলাদেশ সমিতির কেন্দ্রীয় অফিসের সভাপতি, আবুধাবী এবং আল আইনের বিভিন্ন অঞ্চলের সীমিত আকারের মনােনীত কয়েকজন প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মিজানুর রহমান, দূতালয় প্রধান মোহাম্মদ জোবায়েদ হোসেন, দূতাবাসের​ পাসপোর্ট সেকশান প্রধান মোহাম্মদ রিয়াজুল হকের​ উপস্থিতিতে মনােনীত প্রতিনিধিগনকে পাসপাের্ট সংক্রান্ত সেবা প্রদানের নিয়মাবলী বুঝিয়ে দেয়া হয়।​

    প্রাথমিক ভাবে সমিতির নির্ধারিত প্রতিনিধিগনকে পাসপাের্ট নবায়ন কাজের দায়িত্ব দেয়া হয় এবং পরবর্তীতে প্রয়ােজন অনুসারে আরও প্রতিনিধি বৃদ্ধি করা হবে।​

    বর্তমান তালিকাভুক্ত মনােনীত প্রতিনিধিগনের মাধ্যমে ঘরে বসে একটি ফোন কলের মাধ্যমে পাসপাের্ট নবায়ন সংক্রান্ত সব ধরণের সেবা গ্রহণ করার জন্য যােগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।

    বাংলাদেশ সমিতির পাসপোর্ট সেবাঃ রিনিউ/রিইস্যু/ডেলিভারীর জন্য যোগাযোগ করার জন্য
    আবুধাবী- 0505531606, 0559667216,
    মোচ্ছাফ্ফা -0562986123 বানিয়াছ- 0507523268, শাহামা -0566716564
    বানিয়াছ লেবার ক্যাম্প- 0565836234
    আল আইন- 052 222 6611, 050 779 5276
    আবুধাবির পশ্চিম অঞ্চল-​ 055 771 7202

    ২৪ ঘণ্টা/এম আর

  • সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত

    সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি:সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রবিবার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

    বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আমিরাতের সকল মসজিদ ও ঈদগাহ গুলো বন্ধ থাকাতে দেশটিতে মুসল্লীরা ঘরে ঘরে ঈদের নামাজ আদায করেছে।

    এখানে ঈদের নামাজ সকাল ৫.৪৩টা হতে ৫.৫২ টার মধ্যে অধিবাসীরা ঈদের নামাজ আদায় করেছেন। মসজিদে ঈদের নামাজ নামাজ না হলেও নামাজের দশ মিনিট আগে তাকবির (তাকবির আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লাহিলাহা হিল্লাহু আল্লাহু আাকবর…) প্রচার করা হয়।

    সংযুক্ত আরব আমিরাত জুড়ে ঈদের নামাজের সময় নিম্নরুপ ছিল। আবু ধাবি: সকাল সাড়ে ৫.৫২ টা দুবাই: সকাল ৫.৪৭ টা শারজাহ: সকাল ৫.৪৬ টা আজমান: সকাল ৫.৪৬ টা উম্মে আল ক্বওয়াইন: সকাল ৫.৪৫ টা রাস আল খাইমাহ: সকাল ৫.৪৩ টা ফুজাইরাহ: সকাল ৫.৪৪ টা আল আইন: সকাল ৫.৪৬ টা আল ধফরা: সকাল ৫. ৫৭ টা ঈদের নামাজ শেষে প্রবাসীরা নিজ নিজ স্হান বা ঘর হতে টেলিফোন বা অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।

    আমিরাতে দেশীয় প্রবাসীরাসহ এখানকার স্হানীয়রা ও অন্যান্য দেশের প্রবাসীরা কেউ নিতান্তি প্রয়োজন ছাড়া তেমন একটা বাহিরে যাচ্ছে না।

    উল্লেখ্য যে আমিরাতে জুড়ে সকাল ছযটা থেকে রাত আটটা পর্যন্ত লোকজন বাহিরে যেতে পারেন। তবে শিল্প এলাকা আর লেবার ক্যাম্প এলাকাথে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাহিরে যাবার অনুমতি আছে।

    ২৪ ঘণ্টা/এম আর