২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সকল পেশার মানুষ। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই আতঙ্কিত।
এমন পরিস্থিতিতে ফটিকছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট-পিপিই) দিলেন স্থানীয় সংসদ সদস্য।
আজ ২৯ মার্চ রবিবার বিকেলে সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারীর ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলায় কর্মরত সাংবাদিকের মধ্যে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন।
এসময় ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী, যুগ্ন সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক, প্রচার সম্পাদক দৌলত শওকত, সহযোগী সদস্য আনোয়ার হোসেন ফরিদ, নির্বাহী সদস্য এম জুনায়েদ উপস্হিত ছিলেন।
২৪ ঘন্টা/ এম জুনায়েদ/ আর এস পি