Tag: সচেতনতামূলক

  • চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সীতাকুণ্ডে পুলিশের আয়োজনে সচেতনতামূলক সভা

    চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সীতাকুণ্ডে পুলিশের আয়োজনে সচেতনতামূলক সভা

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সীতাকুণ্ড মডেল থানার আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের নুনাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

    সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী সাহা।

    তিনি বলেন, চুরি-ডাকাতি রোধ ও অপরাধ দমনে পুলিশ সতর্ক রয়েছে। কোন অপরাধী ছাড় পাবে না। যারাই জুয়া-মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

    তিনি আরো বলেন, শীত মৌসুমে এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ার আশংঙ্কা থাকে। তাই পুলিশের পাশাপাশি জনসাধারণকে রাতের বেলা নিজ নিজ এলাকায় স্বেচ্ছাশ্রমে গ্রুপ ভিত্তিক পাহারার ব্যবস্থা করা জরুরী। চুরি-ডাকাতি প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন। সকল প্রকার অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগনকেও সচেতন হতে হবে।

    সীতাকুণ্ড মডেল থানার এসআই হারুনুর রশিদের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন, ১নং ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী।

    বক্তব্য রাখেন মডেল থানার ওসি ( ইন্টেলিজেন্ট) সুমন বনিক, পৌর কমিশনার আনোয়ার হোসেন ভূইয়া, মাইমুদ্দিন মামুন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ-সাধারণ নাছির উদ্দিন অনিক, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ওবাইদুল্লাহ, বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ কাউসারসহ মডেল থানার পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

  • রাউজানে মাদক এবং জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

    রাউজানে মাদক এবং জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প’র (ইউজিপিডি) আওতায় বাল্য বিবাহ ও যৌতুক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, মাদক এবং জঙ্গিবাদ প্রতিরোধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

    আজ সোমবার উপজেলার রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন ও হলদিয়া ইউনিয়নের হযরত ইয়াছিন শাহ পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থীরা অংশ নেন।

    রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, সমাজ সেবা কর্মকর্তা মুনির হোসাইন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার সরকার।

    এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মিঠু চৌধুরী, মাস্টার মোবারক আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়।

    দুপুরে হযরত ইয়াছিন শাহ পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় আওয়ামী লীগ নেতা এস এম বাবর, রুনু ভট্টচার্য্যসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।