Tag: সতর্ক

  • পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

    পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

    থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

    কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কলসেন্টার অপারেটরসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে (ভুয়া ওয়েবসাইট, ই-মেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি) প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে।

    এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদেরও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে।

    ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত ও পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে।

    এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

    এছাড়া, এসব দেশগুলোতে সাইবার স্ক্যাম নিয়ে কাজ করছে এরূপ এনজিওসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাইল্যান্ড ও মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

    বিদেশে চাকরির উদ্দেশ্যে গমনেচ্ছু বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা অথবা জনশক্তি, কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট শাখার মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহের সহযোগিতায় নিয়োগকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য যাচাই করে নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

    এছাড়াও স্ক্যাম সেন্টার থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে বিভিন্ন দেশে-বিদেশে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদেরকে টার্গেট করে আর্থিকভাবে প্রতারণা করা হচ্ছে। দেশে-বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে প্রতারকদের অ্যাকাউন্টে বিনিয়োগ করলে প্রতারক চক্রটি তাৎক্ষণিকভাবে এসব লেনদেনের অ্যাকাউন্ট বন্ধের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে।

    এ বিষয়ে দেশে-বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরো বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

  • করোনা’য় সক্রিয় সাইবার অপরাধী, স্মার্টফোন ও কম্পিউটার ব্যবহারে সতর্ক থাকুন

    করোনা’য় সক্রিয় সাইবার অপরাধী, স্মার্টফোন ও কম্পিউটার ব্যবহারে সতর্ক থাকুন

    ২৪ ঘণ্টা প্রযুক্তি ডেস্ক ||  পৃথিবী ব্যাপী মহামারি করোনা ভাইরাসের কবলে অধিকাংশ দেশ এখন লকডাউনে। একই অবস্থা আমাদের বাংলাদেশেও। 

    ফলে গৃহবন্দি মানুষের সময় কাটানোর অন্যতম মাধ্যম স্মার্টফোন ও কম্পিউটার।  তুলনামূলক বেড়েছে ইন্টারনেটের ব্যবহারও।  আর এ সুযোগে সক্রিয় ও ভয়ংকর হয়ে উঠছে সাইবার অপরাধীরা।

    কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া (CERT-In) এর তরফে বলা হয়েছে, করোনার কারণে এখন সবাই বাড়ি থেকেই কাজ করছে। কিন্তু অফিসের ডিভাইসের তুলনায় বাড়ির ডিভাইসের প্রটেকশন কম থাকে।

    আর সেকারণেই সাইবার অপরাধীরা এই সময়ের ফায়দা নিতে চাইছে। তারা মানুষের স্মার্টফোনে বা কম্পিউটারে ভাইরাস, স্পাইওয়্যার ও রেনসমওয়্যার ঢুকিয়ে দিয়ে ডেটা চুরি, অর্থ চাওয়ার মত কাজ করছে।

    কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া একারণে সবাই কে সতর্ক থাকতে বলেছে। এছাড়াও কয়েকটি উপদেশ দিয়েছে। আসুন এই উপদেশগুলি জেনে নিই।

    # অ্যাপ ইনস্টল : অফিসিয়াল অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। কারণ বাইরের অ্যাপে সুরক্ষা সংক্রান্ত প্রশ্ন থেকে যায়। কোনো থার্ড পার্টি সোর্স কে আপনার ফোনের কিছুর পারমিশন দেবেন না।

    # ফিসিং স্ক্যাম : এইসময় এই স্ক্যাম খুব বেড়েছে। তাই ফোনে আসা কোনো লিংকে একদম ক্লিক করবেন না। আগে সেই লিংক সম্পর্কে ভালোভাবে জেনে তবে ক্লিক করুন। নচেৎ এই লিংকের মাধ্যমে আপনার ফোন হ্যাক হতে পারে।

    # পাসওয়ার্ড : কোনো ওয়েবসাইটে পাসওয়ার্ড সেভ রাখবেন না। অনেক ওয়েবসাইট থাকে যারা লগইন এর ঝঞ্ঝাট দূর করতে পাসওয়ার্ড সেভ রাখতে বলে। তবে এটি কোনো সুরক্ষিত পদ্ধতি নয়।

    ২৪ঘণ্টা/ আর এস পি

  • চট্টগ্রামে বাসে যত্রতত্র যাত্রী উঠানামা বন্ধে চালক-হেলপারদের সতর্ক করলেন ট্রাফিক

    চট্টগ্রামে বাসে যত্রতত্র যাত্রী উঠানামা বন্ধে চালক-হেলপারদের সতর্ক করলেন ট্রাফিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাসে যত্রতত্র যাত্রী উঠানামা বন্ধে সড়কে সচেতনতামূলক অভিযান চালিয়ে চালক-হেলপারদের সতর্ক করলেন ট্রাফিক বিভাগ (বন্দর)।

    শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে থেকে রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত সচেতনতামূলক এ অভিযানে অন্তত ২০০ চালকের কাছ থেকে নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা করার অঙ্গীকার নেওয়া হয়।

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সল্টগোলার সী-ম্যানস হোস্টেল গেট এলাকায় সচেতনতামূলক অভিযানে প্রাথমিকভাবে চালকদের সতর্ক করে অঙ্গিকার নেওয়া হলেও পরবর্তীতে কঠোর আইনের প্রয়োগ করে জরিমানা করা হবে বললেন ট্রাফিক বিভাগ।

    বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হারুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, আপাতত আমরা সচেতনমূলক অভিযান চালিয়ে তাদের থেকে অঙ্গীকার নামায় স্বাক্ষর নিচ্ছি। পরবর্তীতে অঙ্গীকার ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

    তিনি বলেন সচেতনমূলক এ অভিযানের ফলে চালক-হেলপার সতর্ক হবে। যত্রতত্র গাড়ি থামাবে না। নির্ধারিত স্টপেজে বাস থামিয়ে সতর্কতার সাথে যাত্রী ওঠানামা করলে যানজট ও দুর্ঘটনা কমবে।

  • খাতুনগঞ্জে এক ঘন্টায় পেঁয়াজের দাম কমলো ২০ টাকা

    খাতুনগঞ্জে এক ঘন্টায় পেঁয়াজের দাম কমলো ২০ টাকা

    ভারতের বিভিন্ন রাজ্যে টানা বর্ষণে সৃষ্ট বন্যার কারণে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেন ভারত। এ সুযোগ কাজে লাগিয়ে গুদামে প্রচুর পরিমাণ পেঁয়াজ মজুদ থাকা স্বর্ত্তেও পেয়াঁজের দাম বাড়িয়ে দেন পাইকাররা। অতিরিক্ত মুনাফা লাভের আশায় উৎসবে মেতেছে খুচরা ব্যাবসায়িরাও।

    পেয়াঁজের দর অস্বাভিক বৃদ্ধিতে বাজার মনিটরিংয়ে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার সকালে দেশের বৃহত্তম পাইকারী বাজার খাতুনগঞ্জ ও অন্যতম বৃহৎ পাইকারি কাঁচা বাজার রেয়াজুদ্দিন বাজারে চলে এ মনিটরিং।

    এসব অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ও নিবার্হী ম্যাজিস্ট্রেট কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম।

    অভিযানের এক ঘন্টা আগে একাধিক আড়তে পেঁয়াজের মূল্য তালিকা ৭৫ থেকে ৮০ টাকা টাঙ্গানো হলেও অভিযানের খবর পেয়ে এক ঘন্টার মধ্যেই মূল্য তালিকায় দাম লেখা হয় কেজিতে ৬০ টাকা।

    অভিযানের সময় বাজারের বৃহৎ পাইকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন নথিপত্র বিশ্লেষন করে দেখা যায়, গত ১১ সেপ্টেম্বর যে পেঁয়াজের দর মাত্র ৪২ টাকা ছিলো একই পেঁয়াজের গতকাল পর্যন্ত পাইকারী দর উঠেছে ৯০ টাকা।

    গত ২০ দিনে দফায় দফায় বেড়েছে পেঁয়াজের দাম। ভ্রাম্যমান আদালতের পর্যালোচনায় নথিপত্রে উল্লেখ থাকা মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে আসা পেঁয়াজ যে দামে তারা পেঁয়াজ ক্রয় করেছে তার দ্বিগুন দামে বিক্রি করা হয়েছে।

    খাতুনগঞ্জের পাইকারী পেঁয়াজের আড়ৎ মেসার্স অছিউদ্দিন ট্রেডার্স, মেসার্স আবদুল আউয়াল ট্রেডার্স, শাহজালাল ট্রেডার্স, বাগদাদী করপোরেশন, এসএন ট্রেডার্স ও খাজা ট্রেডার্সসহ অধিকাংশ আড়তেই একই অবস্থা।

    তবে অভিযানের প্রথমদিনে দাম বৃদ্ধির বিষয়ে সত্যতা মিললেও কাউকে জরিমানা করেনি নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়। ক্রয়মূল্যের সাথে পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে স্বাভাবিক দামে পেঁয়াজ বিক্রি করার জন্য আড়তদারদের কাছ থেকে মুচলেখা নিয়ে প্রত্যেককে সতর্ক করে দেয়া হয়। তাছাড়া একটি আড়তে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে ম্যাজিস্ট্রেট।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পেঁয়াজের দাম অস্বাভিকভাবে বৃদ্ধির কারণ অনুসন্ধানে আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে খাতুনগঞ্জ ও রেয়াজউদ্দিন বাজারের পেঁয়াজের বৃহৎ আড়তগুলোর মনিটরিং করা হয়।

    তিনি বলেন, অভিযানে গিয়ে দেখা যায়, এক ঘন্টা আগে যেসব আড়তে পেঁয়াজের দর টাঙ্গানো ছিলো ৭৫ থেকে ৮০ টাকা। অভিযানের খবরে এক ঘন্টার মধ্যে তা বদলে লেখা হয় ৬০ টাকায়। একই ঘটনা বিভিন্ন আড়তে। পরে এসব আড়তের নথিপত্র দেখে কমদামে পেঁয়াজ আমদানি করেও বেশি দামে বিক্রি করার সত্যতাও মেলে।

    তবে প্রথমদিনের অভিযান হিসেবে বাজারের আড়তদার সমিতির নেতৃবৃন্দদের উপস্থিতিতে গত ২৯ তারিখের আগে থেকে পেঁয়াজের যে বাজার মূল্য ছিলো সে অবস্থায় বাজার দর ফিরিয়ে আনার জন্য এবং পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার ‘অঙ্গীকার’ নেওয়া হয় আড়তদারদের কাছ থেকে।

    তিনি বলেন এম এন ট্রেডার্স নামে একটি আড়তাকে মূল্য তালিকা না টাঙ্গানোর অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম পেঁয়াজের দর বৃদ্ধির জন্য আমদানিকারকদেরকেই দুষছেন। তিনি বলেন, প্রায় ২ শতাধিক পাইকারী পেঁয়াজের আড়ৎ রয়েছে খাতুনগঞ্জ বাজারে। তবে আমদানিকারক আছে মাত্র ১০ জন।

    যারা মিয়ানমার ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে এবং দেশের বিভিন্ন অঞ্চল হতে পেঁয়াজ আমদানি করে তা কমিশন ভিত্তিতে খাতুনগঞ্জ আড়তদারদের কাছে বিক্রি করে। এখান থেকে খোলা বাজারে বিক্রির উদ্দ্যেশে পেঁয়াজ ক্রয় করে খুচরা বাজারে বিক্রি করে ব্যবসায়িরা।

    হাত বদল হতে হতে পেঁয়াজের দাম দ্বিগুন হয়ে যায় বলে মত প্রকাশ করে তিনি আমদানিকারকদের সাথে জেলা প্রশাসনের কর্মকর্তাদের আলোচনায় বসার অনুরোধ জানান।

    চট্টগ্রাম বন্দর ও অন্যান্য পথে আসা পেঁয়াজের চালনগুলো আগামী বৃহস্পতিবারের মধ্যে খালাস হলে পেঁয়াজের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন আমদানিকারকরা।