Tag: সদরঘাট থানা

  • করোনায় আক্রান্ত সীতাকুণ্ডের সন্তান পুলিশ সদস্য জাহেদ মারা গেছেন

    করোনায় আক্রান্ত সীতাকুণ্ডের সন্তান পুলিশ সদস্য জাহেদ মারা গেছেন

    সীতাকুণ্ড প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে সীতাকুণ্ড উপজেলার সন্তান পুলিশ সদস্য আ.ফ.ম জাহেদ (৪২) মারা গেছেন।

    আজ বুধবার (১জুলাই) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    জাহেদ উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া গ্রামের ফয়েজুর রহমান সেরাং বাড়ির মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের বড় ছেলে ও সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সাংস্কৃতিক সম্পাদক এস.এম তবরেজ এর বড়ভাই।

    জাহেদ চট্টগ্রাম সদর থানার উত্তর ট্রাফিক বিভাগে কর্মমরত ছিলেন।

    তার ছোট ভাই এস.এম তবরেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। তার আর কোন উপসর্গ ছিলনা। গতকাল হঠাৎ করে শ্বাস কষ্ট শুরু হলে জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ দুপুরে মারা জান।

    পুলিশ সদস্য জাহেদ এর প্রথম জানাজা তার কর্মস্থলে এবং দ্বিতীয় জানাজা নিজ গ্রাম বাড়বকুণ্ডে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য বিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • চট্টগ্রামের সদরঘাট থানার ওসিসহ আরও ১৩ পুলিশের করোনা শনাক্ত

    চট্টগ্রামের সদরঘাট থানার ওসিসহ আরও ১৩ পুলিশের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ:বন্দর নগরী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকীসহ আরও ১৩ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে।

    বুধবার (১৩ মে) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, আমি তথ্য পেয়েছি আজকে ১৩ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন ওসি আছেন।

    জানা যায়, শুধু ওসি নয় তার বডি গার্ড, গাড়ির চালকসহ সদরঘাট থানার মোট ১০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

    বাকি তিন জন দামপাড়া পুলিশ লাইনের।

    বিষয়টি নিশ্চিত করে এসি কোতোয়ালী নোবেল চাকমা বলেন, ‘সদরঘাটের ওসিসহ ১০ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে রাতে। তারা এখন নিজ নিজ বাসায় অবস্থান করছেন আগামীকাল তাদের জেনারেল হাসপাতালে নেওয়া হবে। সেখান থেকে যেখানে রেফার করা হয় সেখানে রেখে চিকিৎসা দেওয়া হবে।’

    ২৪ ঘণ্টা/এম আর

  • অস্ত্র ও গুলিসহ পেশাদার ছিনতাইকারী নাসির গ্রেফতার

    অস্ত্র ও গুলিসহ পেশাদার ছিনতাইকারী নাসির গ্রেফতার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি ও পেশাদার ছিনতাইকারী মো. নাসির (৩০) কে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।

    শুক্রবার ভোররাতে গোপন সূত্রের খবরে কলেজিয়েট স্কুল ছাত্রাবাসের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার মো. নাসির চাঁদপুর জেলার কচুয়া এলাকার আবদুল মালেকের ছেলে।

    এসময় তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করার তথ্য নিশ্চিত করে সদরঘাট থানার ওসি এস এম ফজলুর রহমান ফারুকী বলেন, গ্রেফতার নাসিরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

    সে পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে সদরঘাট থানায় অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হবে বললেন ওসি।