ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শিল্প সহায়ক কেন্দ্র বিসিক ঠাকুরগাঁওয়ের আয়োজনে সোমবার বিকেলে বিসিক প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিন ব্যাপি এ প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠিত হয়।
বিসিক ঠাকুরগাঁওয়ের উপ-ব্যাবস্থাপক রবিন চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নুর কুতুবুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিক পঞ্চগড়ের উপ-ব্যাবস্থাপক মাহামুদুল হাসান ও ঠাকুরগাঁওয়ের সফল নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ।
এ প্রশিক্ষনে জেলার ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।উল্লেখ্য যে বিসিক দেশে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা ও বেকারত্ব দূরীকরণের জন্য লক্ষ্যমাত্রা অনুযায়ী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করে যাচ্ছে।