Tag: সন্তানসহ

  • সম্মুখ যোদ্ধা শহীদ কন্যা ডা. নুজহাত স্বামী সন্তানসহ করোনা আক্রান্ত

    সম্মুখ যোদ্ধা শহীদ কন্যা ডা. নুজহাত স্বামী সন্তানসহ করোনা আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : শহীদ আলিম চৌধুরীর কন্যা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নুজহাত চৌধুরী তার স্বামী ডাক্তার মাহতাব ও অষ্টম শ্রেণি পড়ুয়া সন্তানসহ করোনা আক্রান্ত হয়েছেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক দম্পতি।

    নুজহাতের স্বামী মাহতাব জানান, “চার দিন হল আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমার স্ত্রী ও অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেটি গত তিন দিন আগে আক্রান্ত হয়েছে। আমরা সবাই বাসাতেই চিকিৎসা নিচ্ছি। এমনিতে তেমন কোনো সমস্যা নেই।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এবং মুক্তিযুদ্ধে শহীদ ডা. আলিম চৌধুরীর কন্যা নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নুজহাত চৌধুরী শম্পা বাংলাদেশে করোনা সংক্রমণের সূচনাকাল থেকে তাদের সব ছুটি বাতিল করে করোনায় আক্রান্ত ও অন্যান্য রোগীদের বিরামহীন চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেরাই করোনায় আক্রান্ত হয়েছেন।

    হাসপাতালে রোগীদের দেখার পাশাপাশি টেলিভিশনের বিভিন্ন আলোচনায় নিয়মিত অংশগ্রহণ এবং গণমাধ্যমে লেখার মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে স্বাস্থ্যসচেতনতা সৃষ্টির কার্যক্রমে যুক্ত রয়েছেন তারা দুজন।

    একাত্তরের শহীদ ডা. আলীম চৌধুরীর ছোট মেয়ে ডা. নুজহাত চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রজন্ম একাত্তরের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সম্পাদক।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • স্বামী বেকার ঘরে অভাব, দুই সন্তানসহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা চেষ্টা মায়ের

    স্বামী বেকার ঘরে অভাব, দুই সন্তানসহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা চেষ্টা মায়ের

    ২৪ ঘণ্টা জেলা সংবাদ || ঢাকা জেলার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া এলাকার বাসিন্দা সোহেল। সে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করলেও বর্তমানে সে বেকার।

    ফলে স্ত্রী ও দুই সন্তান এবং পিতাকে নিয়ে ৫/৬ জনের পরিবারে সংসারিক অভাব অনটন লেগে আছে নিত্যদিন।

    আর এ অভাবের তাড়নায় দুই সন্তানসহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন সোহেলের স্ত্রী লাইজু বেগম।

    মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, স্বামী সোহেলের চাকরি চলে যাওয়ায় সংসারে অভাব-অনটন চলছিল। এ নিয়ে লাইজুর চা বিক্রেতা শ্বশুর তাদের বাড়ি থেকে বের করে দিতে চাইলে কথা কাটাকাটি হয়।

    একপর্যায়ে লাইজু দুই সন্তানসহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার করেন। এ সময় স্থানীয়রা তাদের আগুনের হাত থেকে রক্ষা করেন।

    আহত লাইজু আক্তার বলেন, স্বামী সোহেল বর্তমানে বেকার। এ অবস্থায় বাড়ি থেকে শ্বশুর বের করে দিতে চাইছেন। আমার দুটি সন্তান রয়েছে। ছোট ছেলের বয়স ১০ মাস, বড় ছেলের ৬ বছর। এদের নিয়ে কোথায় যাব। সন্তানদের নিয়ে না খেয়ে দিন পার করছিলাম।

    গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদের মোল্লা বলেন, করোনা ভাইরাস আতঙ্কের মাঝে হতদরিদ্রদের আমরা ত্রাণ বিতরণ করছি।

    যদি কেউ ত্রাণ না পেয়ে থাকে, তারা আমাদের জানালে তাদের বাড়িতে ত্রাণ চলে যায়। কিন্তু এ সময় কেউ যদি পারিবারিক কলহের কারণে আত্মহত্যার চেষ্টা করেন, তা হলে এ দায় তো আমাদের না।

    এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি বলে জানিয়েছেন কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা।

    ২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স