Tag: সন্ত্রাসী হামলা

  • মিরসরাইয়ে মাদক মামলার স্বাক্ষির উপর সন্ত্রাসী হামলা

    মিরসরাইয়ে মাদক মামলার স্বাক্ষির উপর সন্ত্রাসী হামলা

    মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ে বিজিবি কর্তৃক মাদক উদ্ধার পরবর্তী মামলার স্বাক্ষী হওয়ায় মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক ব্যাক্তি। আহত ব্যাক্তির নাম ফখরুল ইসলাম (২৫) ।

    গত শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর নিচুতলা বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ফখরুল ইসলাম ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

    তার অভিযোগের ভিত্তিতে জানা যায়, চলতি বছরের ৯ জানুয়ারি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র অধীনস্থ “বি” কোম্পানি অলিনগর (বিওপি) ক্যাম্পের সদস্যরা পশ্চিম অলিনগর নিচুতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানিয় নুরুল হুদা ডাক্তার বাড়ির মৃত নুরুল হুদার পুত্র মোঃ লিয়াকত হোসেন শিপুল (৩৫) কে ১ লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা সিজার মূল্যের ৪৯৫ পিস ইয়াবা সহ আটক করে। ঐসময় স্থানিয় আজিজুল হক, ফখরুল ইসলাম ও আলমগীর প্রকাশ দেলোয়ার হোসেন সহ তিনজন বিজিবির উপস্থিত সাক্ষী হয়। মাদক উদ্ধারের ঘটনায় বিজিবি সদস্যরা মামলা রজু করে আসামিকে কোর্টে প্রেরণ করে। মাদক কারবারি শিপুল প্রায় ১ মাস জেল খেটে গত ৩ ফেব্রুয়ারী জামিনে বের হয়ে আসে এবং মাদক মামলার সাক্ষী হওয়ার জেরে শিপুল তার কয়েকজন সহযোগীদের নিয়ে ফখরুল ইসলামের উপর হামলা করে গুরুতর আহত করে। হামলার ঘটনায় ফখরুল ইসলাম শিপুল সহ ৬ হামলাকারীর বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত নুরুল হুদা’র পুত্র শিপুল (৩৫), শওকত (৪২) ও শাকিল (৩০), কামাল উদ্দিনের পুত্র ফারুক (২৮) শওকত এর পুত্র শরিফ (২০) এবং বাবনের পুত্র শাহাদাত (২০)।

    অভিযোগের তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম জানান, অলিনগর এলাকায় ফখরুল ইসলাম নামে একজনের উপর হামলার ঘটনায় ২৭ মার্চ (সোমবার) ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে উদ্ধতন কতৃপক্ষের নির্দেশনা মতো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
    স্থানীয় ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, মাদক মামলায় স্বাক্ষী হওয়ার জেরে হামলার বিষয়টি জেনেছি। বিষয়টি নিয়ে বিজিবি সদস্যদের সাথেও কথা হয়েছে।

    অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম জানান, মাদক মামলার সাক্ষীর উপর হামলার ঘটনা উদ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের পরামর্শ ক্রমে ব্যাবস্থা নেওয়া হবে।

  • যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে বন্দুকধারীর হামলা, নিহত ১০

    যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে বন্দুকধারীর হামলা, নিহত ১০

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) এ হামলার ঘটনা ঘটে।

    হামলায় জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

    পুলিশ বলছে, সন্দেহভাজন ওই তরুণ শনিবার বিকালে একটি জনবহুল সুপার মার্কেটে প্রবেশ করেন। এরপর এলোপাতাড়ি গুলি চালান। হামলার ঘটনা অনলাইনে দেখানোর জন্য ক্যামেরাও সেট করেন ওই হামলাকারী।

    এফবিআই-এর বাফেলো অফিসের দায়িত্বে থাকা একজন প্রতিনিধি স্টিফেন বেলঙ্গিয়া সংবাদ সম্মেলনে বলেন, এটি বিদ্বেষমূলক অপরাধ বলে ধারণা করা হচ্ছে। সহিংস হামলার ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।

    এদিকে, হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হামলার বিষয়টি অবহিত করা হয়েছে। হামলার ঘটনায় শোক প্রকাশ করে জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে আ’লীগের হামলা, আহত ২০

    ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে আ’লীগের হামলা, আহত ২০

    ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার ঘটনা ঘটেছে। এতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ১৭ নেতাকর্মীসহ ২০ জন আহত হয়েছেন।

    শনিবার দুপুরে ফেনী শহরের শান্তি কোম্পানি মোড় এলাকায় এই হামলা হয়।

    স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

    তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা।

    লংমার্চে থাকা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদরি জয় বলেন, ফেনীতে সমাবেশ শেষে নোয়াখালী রওনা হতে বাসে ওঠার সময় লাঠিসোঁটা ইট নিয়ে আমাদের ওপর হামলা হয়। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

    হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে স্থানীয়দের বরাতে অভিযোগ করেন জয়।

    এছাড়া হামলায় স্থানীয় তিন সাংবাদিক আহত হয়েছেন বলে আমাদের ফেনী প্রতিনিধি জানিয়েছেন।

    হামলার বিষয়ে জানতে চাইলে ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, হামলার ঘটনার সঙ্গে দলীয় লোকজন জড়িত নয়। এটা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অভ্যন্তরীণ কোন্দল।

    তিনি আরও বলেন, স্থানীয় এমপি নিজাম হাজারীকে কটূক্তি করায় সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে এই হামলা চালিয়েছে।

    তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একাধিক স্থানীয় ব্যক্তি ও ব্যবসায়ী জানান, সরকার দলীয় নেতাকর্মীদের হামলায় নেতৃত্ব দিতে দেখেছেন তারা।

    এদিকে লংমার্চের প্রায় ছয়টি গাড়ি ভাংচুর করা হয় বলে কর্মসূচিতে থাকা ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল জানিয়েছেন। পুলিশ এসময় নিশ্চুপ ছিল বলে অভিযোগ করেন তিনি।

    এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, সংসদ সদস্য নিজাম হাজারীর ছবি নিয়ে কটূক্তি করার অভিযোগে সরকার দলীয় লোকেরা লংমার্চে হামলা চালায়। এসময় উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে ৭/৮ জন আহত হয়েছেন।

    তিনি বলেন, হামলাকারীদের প্রতিহত করা চেষ্টা করা হয়েছে। ঘটনার পর লংমার্চে অংশকারীদের নোয়াখালী পাঠানো হয়েছে।

    প্রসঙ্গত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরির লক্ষ্যে শুক্রবার নোয়াখালীর পথে লংমার্চ শুরু করে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’। বাম ছাত্র সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও নারী সংগঠন এতে যোগ দিয়েছে। শনিবার বিকালে নোয়াখালী শহরে সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে, যে জেলায় বিবস্ত্র করে এক নারীকে নির্যাতন করা হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ১৭

    সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ১৭

    সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে দেশটির সশস্ত্র সংগঠন আল-শাবাবের অস্ত্রধারীদের বন্দুক ও বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। দেশটির পদস্থ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম আলজাজিরা।

    সোমালিয়া সরকারের মুখপাত্র মুখতার ওমর জানান, রোববার রাতে হোটেলটিতে থাকা লোকজনকে জিমি করে রাখা বন্দুকধারীরা। পরে তাদের উদ্ধারে আইনশৃংখলা বাহিনী সেখানে যায়। এ সময় দুপক্ষের মধ্যে ৩ ঘণ্টা গোলাগুলি হয়। এ সময় আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

    এ সময় অন্তত ১৭ জন নিহত হন। এ সময় ৪ হামলাকারীও নিহত হন বলে সরকারের মুখপাত্র দাবি করেন।

    পুলিশ কর্মকর্তা আহমদ বাসান গণমাধ্যমে জানান, এ ঘটনায় আহত ১২ জনের মধ্য দুজন সরকারি কর্মকর্তা, ৩ জন নিরাপত্তাকর্মী, ৪ জন বেসামরিক এবং অজ্ঞাত পরিচয় ৪ জন রয়েছেন।
    এলিট নামের ওই বিলাসবহুল হোটেলটি তরুণদের কাছে বেশ জনপ্রিয়।

    সোমালিয়ার তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল মুক্তার সংবাদমাধ্যমকে জানান, উদ্ধার অভিযানে হোটেলে আটকে পড়া লোকজনকে দ্রুত বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    জঙ্গি সংগঠন আল-কায়দার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ড প্রতিনিধি : মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা এবং বসত ঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সীতাকুণ্ড উপজেলা ১নং সৈয়দপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের মহানগর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মীর জেবল হোসেনের স্ত্রী বৃদ্ধা রাহেলা আক্তার (৫০)।

    আজ রবিবার (১৯ জুলাই) বেলা এগারটায় সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এসময় রাহেলা আক্তারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মীর সাকিব হোসেন। জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গত ১৫ জুলাই সকালে এলাকার স্থানীয় সন্ত্রাসী মীর নোমান, মীর মোশারফ হোসেন প্রকাশ ইলিয়াছ, তোফায়েল আহম্মদসহ অজ্ঞাত আরো ৪/৫ সন্ত্রাসী আমাদের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

    এসময় বাঁধা দিতে গেলে তাদের হামলায় রোকসানা আক্তার(২৩), মীর সাকিব হোসেন(১৭) এবং আমি রাহেলা বেগম (৫০) আহত হয়। এরপর থেকে সন্ত্রাসীরা আমাদেরকে হত্যা, গুমসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে।

    তার প্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে গত ১৭ জুলাই সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি দায়ের করি। (জিডি নং ৬৯৪)। এরপর সন্ত্রাসীরা আবারো আমাদের উপর হামলা করে। আমার ছেলে মীর লবিব হোসেন পুলিশে চাকরী করার সুবাধে বাড়িতে না থাকায় তার স্ত্রীর উপর হামলা চালিয়ে অশ্লীলতা করে। তারা হুমকি দেয় যে আমার ছেলের পুলিশের চাকরী তারা খেয়ে ফেলবে।

    এ ঘটনায় রোকসানা আক্তার স্মৃতি বাদী হয়ে থানায় আরেকটি এজাহার আকারে অভিযোগ করে। আমরা মুক্তিযোদ্ধা এবং পুলিশ পরিবার সন্ত্রাসীদের ভয়ে দিন যাপন করছি। তারা যেকোন মূহুর্তে আবারও আমাদের উপর হামলা করতে পারে। সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক শাস্তি দাবী করছি। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোকসানা আক্তার স্মৃতি, মীর সাকিব হোসেন, মো: শহিদুল্লাহসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • থানায় অভিযোগ দেওয়ায় প্রাণ নাশের হুমকি

    থানায় অভিযোগ দেওয়ায় প্রাণ নাশের হুমকি

    নীলফামারীর সৈয়দপুর শহরের প্রাচীণ ও ঐতিহ্যবাহী ডায়াগনস্টিক সেন্টার ‘চেকআপ’ এ হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

    এতে যে কোন সময় প্রতিপক্ষ দূর্বৃত্তদের প্রাণঘাতি হামলায় জীবন নাশের আশংকায় পড়েছে প্রতিষ্ঠানটির কর্মচারী ও মালিক পক্ষ। তারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত আবেদন করেছেন চেকআপ ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান মোঃ মোবারক হোসেন।

    সৈয়দপুর থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দুপুর আনুমানিক ১২ টার দিকে শহরের সৈয়দপুর প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত চেকআপ ডায়াগনস্টিক সেন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় এক রোগীকে কর্মচারীরা তাদের সেন্টারে পরীক্ষ-নিরীক্ষার জন্য আহ্বান জানায়। কিন্তু রোগীটি চেকআপ এ না গিয়ে পাশবর্তী এসআর প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ডিজিটাল হেলথ্ কেয়ার এন্ড ডায়াগনস্টি সেন্টারে যায়। ওই রোগীকে ডাকার সময় ডিজিটাল হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মুকুল দেখতে পায় এবং অকথ্য ভাষায় উস্কানিমূলক কথাবার্তা ও গালিগালাজ করতে থাকে। এতে চেকআপের কর্মচারীরা তাৎক্ষনিক তাদের প্রতিষ্ঠানের ভিতরে চলে যায়।

    কিন্তু এর কিছুক্ষণ পরই ডিজিটাল হেলথ্ কেয়ারের মালিক মোঃ মুকুল (৩৫) ওই ঘটনার জের ধরে মোঃ আনিসুল (২০) ও মোঃ সাজ্জাদ (৩০) সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে নিয়ে চেকআপ ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে অতর্কিত হামলা করে ল্যাব টেকনিশিয়ান মোবারক হোসেনকে এলোপাথারীভাবে কিল ঘুষি ও লাথি মারতে থাকে। এসময় চেকআপ’র কর্মচারী মোঃ আবু সালেহ, মোছাঃ মালেকা বেগম এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও মারপিট করে। এমতাবস্থায় চিৎকার শুনে আশপাশের দোকানের লোকজন ছুটে আসলে হামলাকারীরা চলে যায়। তবে যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যে, এ বিষয় নিয়ে কোথাও কোন অভিযোগ দিলে বা বাড়াবাড়ি করলে ভবিষ্যতে মোবারককে রাস্তাঘাটে একাকী ও রাতের অন্ধকারে সুযোগমত পাইলে খুন জখম করবে।

    পরে এ বিষয়ে উপরোল্লেখিত ব্যক্তিদের অভিযুক্ত করে প্লাজা ব্যবসায়ী সমিতি ও প্লাজা কর্তৃপক্ষ এবং থানায় লিখিত অভিযোগ দেয় মোবারক।

    এ কারণে ক্ষিপ্ত হয়ে মোঃ মুকুল সহ অন্যান্যরা বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন চেকআপ’র লোকজন।

    এ ব্যাপারে ডিজিটাল হেলথ্ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ মুকুলে সাথে কথা হলে তিনি জানান, রোগিটি যে ডাক্তার রেফার্ড করেছেন তিনি নিয়মিত আমাদের প্রতিষ্ঠানে রোগী পাঠান। তাই ওই রোগী আমাদের এখানে আসার পথে চেকআপ এর কর্মচারী মোবারক জোর করে তার প্রতিষ্ঠানে নেওয়ার চেষ্টা করে। যা আমার চোখে পড়লে আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে আমার সাথে চরম দূর্ব্যবহার করে। একজন কর্মচারী হয়ে অন্য প্রতিষ্ঠানের মালিকের সাথে যে আচরণ করেছে সে তা মেনে নেওয়া যায়না।

    তাই বিষয়টি তার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত স্বত্বাধিকারীকে জানাতে যাওয়ার পথে মোবারক ও তার সহকর্মীরা বাধা দিলে আমার সাথে থাকা লোকজনের সাথে বাক-বিতন্ডা ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আমি বাধা দিয়েও সে মুহুর্তে তাদের প্রতিহত করতে পারিনি। তবে দ্রুতই আমরা সেখান থেকে চলে আসি এবং এ ব্যাপারে প্লাজা ব্যবসায়ী সমিতি ও প্লাজা কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা সময় নিয়ে বসে এ ব্যাপারে সুরাহার আশ্বাস দিয়েছেন। অথচ তার আগেই মোবারক থানায় অভিযোগ দিয়েছে। যা সম্পূর্ণভাবে মিথ্যে ও ষড়যন্ত্রমূলক এবং প্লাজা ব্যবসায়ী, প্লাজা কর্তৃপক্ষ ও আমাকে হেয় করতেই করা হয়েছে বলেই আমি মনে করি।

  • কক্সবাজারে যমুনা টিভির অনুসন্ধানী টিমের উপর সন্ত্রাসী হামলা

    কক্সবাজারে যমুনা টিভির অনুসন্ধানী টিমের উপর সন্ত্রাসী হামলা

    কক্সবাজারে যমুনা টিভির অনুসন্ধানী টিম ৩৬০ ডিগ্রির সদস্যদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে কক্সবাজারের মেয়র মুজিবুর রহমানের নতুন বাহারছড়াস্থ বাসায় স্বাক্ষাৎকার নিতে গেলে হামলার ঘটনাটি ঘটে।

    সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে ৩৬০’র ক্যামেরাম্যান শাহিনুর আলম সাইফুল ও সিনিয়র প্রতিবেদক সাজ্জাদ পারভেজ। আহত টিভি সাংবাদিক শাহিনুরকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।

    মেয়রের ব্যাক্তিগত সহকারী এবি সিদ্দিক খোকন

    প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়রের ব্যাক্তিগত সহকারী এবি সিদ্দিক খোকনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী যমুনা টিভির সাংবাদিকদের উপর হামলা করে। তারা জানায় শুরুতে ক্যামেরম্যানকে মারধর করে সন্ত্রাসীরা। পরে প্রতিবেদক সাজ্জাদ পারভেজ ঘটনাস্থলে পৌছালে তাকেও আটকে রেখে লাঞ্চিত করে সন্ত্রাসীরা।

    হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা টিভির অনুসন্ধানী টিম ৩৬০ ডিগ্রির সিনিয়র প্রতিবেদক সাজ্জাদ পারভেজ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রবিবার রাতে কক্সবাজারের মেয়র মুজিবুর রহমানের সাক্ষাৎকার নিতে গেলে মেয়রের ব্যাক্তিগত সহকারী এবি সিদ্দিক খোকনের নেতৃত্বে কয়েকজন লোক তাদের সাথে বাকবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে চিত্রগ্রাহক শাহিনুর ও আমার উপরে হামলা চালায়। শারিরীকভাবে লাঞ্চিত করে রুমে আটকে রাখে।

    পরে বিষয়টি যমুনা টিভির অনুসন্ধানী টিম ৩৬০ ডিগ্রির গাড়ি চালক বুঝতে পারলে তিনি স্থানীয়দের সহায়তায় সেখান থেকে আহতাবস্থায় আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

    এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ঢাকা থেকে যমুনা টিভির রেসকিউ টিম আসছে বলে জানান সিনিয়র প্রতিবেদক সাজ্জাদ পারভেজ।