Tag: সপরিবারে করোনায় আক্রান্ত

  • চবি উপাচার্য পবিবারের ৫ সদস্যসহ করোনা আক্রান্ত

    চবি উপাচার্য পবিবারের ৫ সদস্যসহ করোনা আক্রান্ত

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারসহ তাঁর মেয়ে-নাতি-নাতনীসহ পরিবারের পাঁচ সদস্যের করোনা শনাক্ত হয়েছেন।

    এ ছাড়া উপাচার্যের বাসার দুই কেয়াটেকারেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    আজ শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় তাঁদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

    বিষয়টি নিশ্চিত করে উপাচার্য বলেন, সামান্য জ্বর আসায় পরিবারের সাতজনের নমুনা পরীক্ষার জন্য জমা দেওয়া হয়। সন্ধ্যায় ফলাফল পজিটিভ আসে। চিকিৎসা শুরু করেছি।

    চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান জানান, গত দুই মাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে অন্তত ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দু জন সম্পূর্ণ সুস্থ্য। আর বাকিরা চিকিৎসাধীন আছেন।

    উল্লেখ্য, গত ৪ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ দিনের জন্য লকডাউন জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রাম সুহৃদ মানবাতাবাদী পরিবারটির সকল সদস্যই করোনা আক্রান্ত

    চট্টগ্রাম সুহৃদ মানবাতাবাদী পরিবারটির সকল সদস্যই করোনা আক্রান্ত

    অ্যাডভোকেট আনোয়ারুল কবির, স্ত্রী অধ্যাপক হান্নানা বেগম ও মেয়ে সোনিয়া করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় বাড্ডাস্থ এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন।

    ২০০৭ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রীতিলতার স্মৃতি বিজড়িত নগরীর ঐতিহ্যবাহী অর্পণাচরণ স্কুল ভেঙে মার্কেট করা শুরু করে। বিপ্লবী বিনোদ বিহারীকে দিয়ে অনসনের আয়োজন করি। কিন্তু চসিক থামছেনা। নিরুপায় হয়ে এই স্কুল থেকে পাশ করা প্রতিষ্ঠিত ছাত্রীর খোঁজ নিতে গিয়ে প্রফেসর হান্নানা বেগমের সংবাদ পেলাম। তিনি অর্পনা চরণ স্কুলের কৃতি ছাত্রী। তখন তিনি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রধান।

    উনাকে ফোন করতেই বললেন নিজের স্কুল রক্ষায় সম্ভাব্য সব করবেন। তখন তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা ছিলেন ড. হোসেন জিল্লুর রহমান। উনাকে হান্নানা বেগম ও আমি বিষয়টি অবহিত করতেই ছুটে আসলেন স্কুলে। তখন চসিক স্কুলের একটা ভবনের কিছু অংশ ভেঙে ফেলেছে। ড. জিল্লুর রহমান স্কুল ভাঙা বন্ধ করে নতুন স্কুল ভবন দিয়ে গেলেন। খুব দ্রুত স্কুলের উত্তর পাশের বড় ভবনটি নির্মিত হয়।

    এডভোকেট আনোয়ারুল কবির বার কাউন্সিল মেম্বার। বিরোধী দলে থাকাকালীন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের মামলার উকিল তিনি। দীর্ঘদিন চট্টগ্রাম বঙ্গবন্ধু ল টেম্পলের প্রিন্সিপাল ছিলেন। কখনও কোন গরীবের মামলার কথা বললে ফি নিতেন না।

    এই পরিবারের পক্ষে প্রিয় সন্দ্বীপবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন-অ্যাডভোকেট আনোয়ারুল কবির মহোদয়ের ভাগ্নে মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বাবলু।

    অ্যাডভোকেট এ এম আনোয়ারুল কবির মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সভাপতি, চট্টগ্রাম জেলার সাবেক জিপি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক নির্বাচিত সদস্য, বঙ্গবন্ধু ল’ ট্যাম্পল’র অধ্যক্ষ ও সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বশীল হয়ে দায়িত্ব পালন করেন।

    উনার স্ত্রী অধ্যাপক হান্নানা বেগম সরকারি কলেজে অধ্যাপনার পাশাপাশি বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

    ২৪ ঘণ্টা/এম আর/এ আর

  • আবেদ খান সপরিবারে করোনা আক্রান্ত

    আবেদ খান সপরিবারে করোনা আক্রান্ত

    জ্যেষ্ঠ সংবাদিক ও দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক আবেদ খান সপরিবারে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছে।

    আজ শনিবার আবেদ খান নিজেই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

    তিনি জানান, তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মীও করোনায় সংক্রমিত হয়েছেন।

    তিনি বলেন, কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করতে দেই। এর ফলাফল আজ পেয়েছি। রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।

    তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, ‘শারীরিক অবস্থা এখন আগের তুলনায় বেশ ভালো। হালকা জ্বর আছে। খাবারের স্বাদ পাচ্ছি না। এছাড়া অন্য কোনও উপসর্গ নেই। শ্বাসকষ্ট নেই।’

    ২৪ ঘণ্টা/এম আর

  • সাংসদ মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য করোনায় আক্রান্ত

    সাংসদ মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য করোনায় আক্রান্ত

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:এবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদসহ তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

    আক্রান্তের মধ্যে তাঁর স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের সদস্যরা রয়েছেন।

    এর আগে গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজেটিভ।

    এর আগে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান পরিবারের ১১ সদস্যসহ করোনা আক্রান্ত হন। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোন সাংসদ ও তার পরিবারে করোনা শনাক্ত হলো।

    বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এ সাংসদ পরিবারসহ বুধবার চট্টগ্রামে ১০৮ জনের শরীরের সংক্রমণ পাওয়া গেছে করোনারভাইরাসের। যার তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

    সাংসদ মোছলেম উদ্দিনের সঙ্গে করোনা আক্রান্ত পরিবারের অন্যরা হলেন তার স্ত্রী শিরিন আহমেদ (৫৮), ফারহানা ইমন (৩৬) , আরিফুল ইসলাম (৩২), আবিয়াস ইসলাম (১৮), আইমান ইসলাম (১৮), নামির ইসলাম ফাহাদ (৮), কাজী শারমিন সুমি (৪৩), জেসমিন (১৫) এবং তাসলিমা (১৩)।

    উল্লেখ্য, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে বুধবার সর্বমোট ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৫ জনের ফলাফল পজেটিভ আসে। এদের সকলেই নগরীর বাসিন্দা। যাদের মধ্যে সাংসদ সদস্যসহ তার পরিবারের ১০ জন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য, চিকিৎসক রয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

  • বিএনপি নেতা আবু সুফিয়ান সপরিবারে করোনায় আক্রান্ত

    বিএনপি নেতা আবু সুফিয়ান সপরিবারে করোনায় আক্রান্ত

    চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান স্ত্রী-ছেলে ও গাড়ী চালকসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    গতকাল শনিবার (৬ জুন) রাতে তিনি নমুনা পরীক্ষার রিপোর্ট পান।

    বিষয়টি নিশ্চিত করেন আবু সুফিয়ান বলেন, ঈদের দিন রাতে তার জ্বর এসেছিল। পরে তার স্ত্রী, ছেলে এবং গাড়ি চালকের জ্বর আসে। পরবর্তীতে গত ২ জুন তারা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার রাতে দেওয়া প্রতিবেদন পান তারা।

    সুফিয়ান বলেন, আমরা ভাল আছি, সকলেই বাসায় আইসোলেশনে আছি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সাংসদ মোস্তাফিজ সপরিবারে করোনায় আক্রান্ত

    সাংসদ মোস্তাফিজ সপরিবারে করোনায় আক্রান্ত

    চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন তার স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক মেয়ের জামাই। আক্রান্তের তালিকায় আছেন এমপির এপিএস এবং তিন গৃহকর্মীও।

    গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মোস্তাফিজুর রহমানের এপিএস একেএম মোস্তাফিজুর রহমান রাসেল।

    রাসেল জানান, গত ১ জুন এমপির শহরের বাসা থেকে পরিবারের মোট ১৬ জনের নমুনা নেয়া হয়। ২ জুন ফৌজদারহাট বিআইটিআইডির রিপোর্টে এমপিসহ মোট ১১ জনের করোনাভাইরাস পজিটিভ আসে।

    তিনি বলেন, ‘২৫ মার্চ সাধারণ ছুটি ঘোষণার পর থেকে গাড়িচালকদেরও ছুটি দেয়া হয়। বাসায় মানুষের যাওয়া-আসাও সীমিত করা হয়। স্যার তেমন কোনো মিটিং-সেমিনারেও যোগ দেননি। এমপি নিজে এবং পরিবারের কোনো সদস্য বাসা থেকে তেমন বেরও হননি। শুধু ১৪ মে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে যোগ দেন।

    এর আগে এপ্রিলের শেষ দিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির আহ্বানে চট্টগ্রাম সার্কিট হাউসের একটি সভায় যোগ দিয়েছিলেন। এছাড়া নিজের এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন, তবে তা ১৪ এপ্রিলের আগ পর্যন্ত। সবমিলিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সব ধরনের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেই ছিলেন তিনি। এরপরও করোনায় আক্রান্তের হিসাব মেলাতে পারছেন না তারা।’

    রাসেল আরও বলেন, ‘ঈদের আগে নিজ এলাকা বাঁশখালীতে গেলেও বাড়িতে লোকজনের ভিড় হওয়ার শঙ্কায় পুনরায় শহরে ফিরে আসেন এমপি মোস্তাফিজুর রহমান। ঈদ করেছেন শহরেই। তবে ঈদের সময় বাসায় বেশ কিছু সংখ্যক অতিথি এসেছিলেন। যদিও অতিথিদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখেই কথা বলেছিলেন এমপি।’

    পরিবারের সবাই শহরের বাসায় আইসোলেশনে আছেন জানিয়ে রাসেল বলেন, ‘আল্লাহর রহমতে স্যার (এমপি) ভালো আছেন। পরিবারের সবাই ভালো আছে। আমরাও ভালো আছি। সিভিল সার্জন মহোদয় খোঁজ-খবর রাখছেন। পরিবারের সবাই সিভিল সার্জনের পরামর্শ মেনে চলছেন।’

    ২৪ ঘণ্টা/এম আর

  • আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাসিনিয়ান সপরিবারে করোনায় আক্রান্ত

    আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাসিনিয়ান সপরিবারে করোনায় আক্রান্ত

    প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাসিনিয়ান।

    নিকোল জানিয়েছেন, তিনি এবং তার পুরো পরিবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

    ফেসবুকে এক লাইভ ভিডিওতে প্রধানমন্ত্রী নিকোল বলেন, আমার শরীরে কোনো ধরনের উপসর্গ দেখা দেয়নি। তবুও আমি পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছি।

    সে সময়ই তিনি নিজের এবং পরিবারের সদস্যদের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। আর্মেনিয়ার মোট জনসংখ্যা ৩০ লাখ। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪০২ জন।

    এর মধ্যে মারা গেছে ১৩৯ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১২০ জন এবং মারা গেছে আরও ৮ জন। ইতোমধ্যেই সেখানে সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ৪০২ জন।

    দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৫ হাজার ৮৬১টি। অপরদিকে ১০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। দেশটির প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের করোনায় আক্রান্তের বিষয়টি বেশ উদ্বেগজনক।

    ২৪ ঘণ্টা/এম আর