Tag: সফল উড্ডয়ন

  • বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন করল চীন

    বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন করল চীন

    সমুদ্রে বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন সম্পন্ন করেছে চীন। জটিল আবহাওয়াতেও উড়তে সক্ষম এজি৬০০ নামের দূরপাল্লার এই বিমানের বহন-ক্ষমতাও অনেক।

    গতকাল ২৬ জুলাই সকালে স্থানীয় প্রযুক্তিতে স্থানীয়ভাবে তৈরি এই বিমানটি পূর্ব চীনের শানতুং প্রদেশের ছিংতাওয়ে সমুদ্রের ওপরে সফলভাবে উড়েছে।

    রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা কোম্পানি এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশান অব চায়না (এভিক) এসব তথ্য জানিয়েছে।

    বিমানটি ছিংতাওয়ের সমুদ্র থেকে সকাল ১০টা ১৮ মিনিটে উড্ডয়ন করে এবং সফলভাবে প্রায় ৩১ মিনিটের টেস্ট ফ্লাইট সম্পন্ন করে।

    এর আগে ২০১৭ সালে বিমানটি প্রথম আকাশে ওড়ে এবং ২০১৮ সালে একে একটি জলাশয় থেকে পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ানো হয়।

    এখন সমুদ্র থেকে টেস্ট ফ্লাইট সম্পন্ন হবার পর বিমানটিকে আরও বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সব পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল একে আনুষ্ঠানিকভাবে অপারেশনে নামানো হবে।

    ২৪ ঘণ্টা/এম আর