Tag: সমুদ্র সৈকত

  • সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন এলাকা ঘোষণা

    সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন এলাকা ঘোষণা

    প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যে ভরপুর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন এলাকা ঘোষণা করেছে সরকার।

    সমুদ্র সৈকত এলাকার ১ নম্বর খাস খতিয়ানের ২৫৯.১০ একর জায়গায়কে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

    সোমবার (১০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ সচিব শ্যামলী নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে উল্লেখ করা হয়, ‘অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বা অন্য কোনরূপ কার্যক্রম গ্রহণের কারণে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকার ১ নম্বর খাস খতিয়ানের ২৫৯.১০ একর এলাকায় পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ ব্যাহত হচ্ছে বা ভবিষ্যতে আরও ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।সীতাকুণ্ড, গুলিয়াখালী, সমুদ্র সৈকত, পর্যটন এলাকা

    এমতাবস্থায়, বাংলাদেশের পর্যটন শিল্প ও সেবা খাতের পরিকল্পনা, উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে এবং পর্যটন সম্ভাবনাময় এলাকায় অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বা অন্য কোনরূপ কার্যক্রম নিয়ন্ত্রণকল্পে বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন, ২০১০ এর (৪) ধারার ক্ষমতাবলে এই এলাকা পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হলো’।

    বাহারী রঙের বৃক্ষ আর আর সবুজের সমারোহ পরিবেশকে আরো সৌন্দর্য মন্ডিত করেছে।বিশাল আয়তনের এই পর্যটন স্থান দেখতে দূর দূরান্তর থেকে অধীর আগ্রহে পর্যটকরা ঘুরতে আসেন।

    একদিকে দিগন্তজোড়া জলরাশি আর অন্যদিকে কেওড়া বন। আছে সবুজগালিচার বিস্তৃত ঘাস। তার মাঝে বয়ে চলেছে আঁকাবাঁকা নালা। জোয়ারের পানিতে সবুজ ঘাসের ফাঁকে নালাগুলো কানায় কানায় ভরে ওঠে। জোয়ার চলে গেলে ফিরে যায় আগের অবস্থায়।

    মৃদু বাতাস আর গাছের পাতার ফিসফিসানিতে তপ্ত দুপুর, স্নিগ্ধ বিকেল কিংবা বিষণ্ণ সন্ধ্যাটি যে কাউকে রাঙিয়ে তুলবে বর্ণিল আলোকছটায়। খাল ধরে এগিয়ে গেলে মিলবে সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগের এক অভাবনীয় মুহূর্ত। চোখের সামনে অনন্যসুন্দরের এক সৈকত।

    গুলিয়াখালী বিচকে সাজাতে কোনো কার্পণ্য করেনি প্রকৃতি। সবকিছু মিলে এ যেন প্রকৃতির অন্যরকম ‘আশীর্বাদ’। এই সৈকতের একপাশে রয়েছে সাগরের জলরাশি, অন্যপাশে কেওড়া বন। দেখা মিলবে সোয়াম্প ফরেস্ট আর ম্যানগ্রোভ বনের অন্যরকম মিলিত রূপ।

    ২৪ ঘন্টা/রাজীব

  • দুবাই সমুদ্র সৈকতে একদিনে ২২১ জনকে জরিমানা

    দুবাই সমুদ্র সৈকতে একদিনে ২২১ জনকে জরিমানা

    ওবায়দুল হক মানিক আমিরাত থেকে:দুবাইয়ের সমুদ্র সৈকতে করােনাভাইরাসের আন্তর্জাতিক আইন অমান্য করায় প্রথম দিনেই ২২১ জনকে জরিমানা করা হয়েছে।

    করােনাভাইরাসের সংক্রমণ প্রতিরােধে সমুদ্র সৈকত দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল। গত ৩০ মে দুবাই সমুদ্র সৈকত পুনরায় চালু হওয়ার পর থেকে মােট ৩১৬ জনকে জরিমানা করা হয়েছে ।

    জরিমানার ব্যাপারে স্থানীয় প্রশাসন জানায় , করােনাভাইরাসের সংক্রমণ প্রতিরােধে আন্তর্জাতিক আইন মেনেই দুবাই প্রশাসন সমুদ্র সৈকত পুনরায় চালু করে। সমুদ্র সৈকতে আগত দর্শনার্থীদের বিভিন্ন আইন পূর্বে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই আইন লঙ্ঘন করে সমুদ্র সৈকতে অবস্থান করেছেন। মাস্ক পরিধান না করায় ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় এই জরিমানা করা হয়েছে।

    আমিরাতের আইন অনুযায়ী বাইরে কেউ মাস্ক ব্যবহার না করলে তাকে ৩ হাজার দিরহাম জরিমানা করা হয়।

    উল্লেখ্য, আমিরাত সরকার দেশটিতে বসবাসরত সকল নাগরিককে নিজ নিজ স্বাস্থ্য সুরক্ষার জন্য দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানাের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি ঘােষণা করেছে। এ পর্যন্ত ২.৫ মিলিয়ন মানুষের শরীরে করােনা টেস্ট সম্পন্ন করা হয়েছে। শতভাগ নাগরিককে টেস্ট করার উদ্দেশ্য নিয়ে ইতােমধ্যে কাজ চালু হয়েছে বলেও জানা যায়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • কক্সবাজার সমুদ্র সৈকতে খেলা করা ডলফিনগুলো জেলেদের হাতে মারা যাচ্ছে

    কক্সবাজার সমুদ্র সৈকতে খেলা করা ডলফিনগুলো জেলেদের হাতে মারা যাচ্ছে

    কক্সবাজার প্রতিনিধি : পর্যটকশূণ্য কক্সবাজার সমুদ্র সৈকতে খেলা করা ডলফিনগুলো জেলেদের হাতে মারা যাচ্ছে। জেলেদের জালে আটকে মারা যাওয়া বা আঘাত প্রাপ্ত ডলফিনগুলো ভেসে আসছে কক্সবাজারের বিভিন্ন উপকূলে। গত দুই দিনে টেকনাফ উপকূলে ভেসে এসেছে দুইটি বিশাল আকৃতির ডলফিন। অথচ কয়েকদিন আগেও কক্সবাজার সমুদ্র সৈকতে বিরল ডলফিন দল বেঁধে খেলা করতে দেখা গেছে। কিন্তু জেলেদের উৎপাতে কদিন ধরে এই ডলফিন দেখা যাচ্ছেনা।

    স্থানীয়রা জানিয়েছেন, ডলফিন খাওয়ার সংগ্রহের জন্য মাছের পালের পেছনে থাকে। জেলেরাও বিষয়টা জানে। মাছ ধরার জন্য জেলেরা সাগরের ডলফিনের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলে।এসময় জেলেদের জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যাচ্ছে।

    আজ শনিবার বিকেলে কক্সবাজারের টেকনাফের শাপলাপুর সৈকতেও একটি বড় মৃত ডলফিন ভেসে আসে। ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

    কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে ২৩ মার্চ (সোমবার) সকাল থেকে এক দল ডলফিন খেলা করতে করতে দেখা যাচ্ছিলো। ১০ থেকে ১২টি ডলফিনের এই দলটি সকাল ৯টা থেকে সাগরে নীল জলে লাফিয়ে লাফিয়ে খেলছিলো। সমুদ্র সৈকতের একদম কাছেই ডলফিনগুলোকে খেলতে দেখা গেছে। সমুদ্র পাড় থেকে ডলফিনের খেলা করার দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছিল।

  • পর্যটক শুন্য কক্সবাজারের সমুদ্র সৈকত

    পর্যটক শুন্য কক্সবাজারের সমুদ্র সৈকত

    ২৪ ঘন্টা ডট নিউজ। ইসলাম মাহমুদ, কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতে করোনা ভাইরাস প্রতিরোধে সবধরনের জনসমাগম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

    এদিকে, বৃহস্পতিবার সকালে হিমছড়ি, ইনানী, কক্সবাজার সৈকতে পর্যটক চোখে পড়েনি। চারিদিকে শূন্যতা বিরাজ করছে। আবাসিক হোটেলগুলোতে চোখে পড়ার মতো কোনো পর্যটক নেই। আবাসিক হোটেলের মালিকরা প্রশাসনের নির্দেশনা মেনে চলছে।

    প্রশাসনের ঘোষণার পর থেকে কক্সবাজারে পর্যটক আগমন ঠেকাতে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যাত্রীবাহী বাস তল্লাসি করতে চকরিয়ায় বসানো হয়েছে চেকপোস্ট।

    বিভিন্ন বাস কাউন্টার ও জনসমাগমের জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারপত্র বিলিসহ সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। যেসব পর্যটক বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছেন তারা নিরাপদে গন্তব্যে ফিরতে পারবেন। তবে, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারির পর কোনো আবাসিক হোটেলে নতুন বুকিং নেয়া যাবে না বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

    জেলা প্রশাসন সূত্র জানায়, যেসব পর্যটক ইতিমধ্যে হোটেলে অবস্থান করছেন তাদেরও ফেরত যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। কোনো পর্যটক, পিকনিক পার্টি, কনফারেন্স বা অন্য কোন জমায়েত ও সমাবেশের উদ্দেশ্যে কক্সবাজার শহরে কেউ যাতে আসতে না পারে সেজন্য কক্সবাজার-চট্টগাম মহাসড়কের চকরিয়ার হারবাং পয়েন্টে জেলা পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

    এদিকে, হোম কোয়ারেন্টাইন নির্দেশ অমান্য করার দায়ে বিদেশফেরত চার প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফকরুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধ এবং কক্সবাজারকে করোনামুক্ত রাখতে জনসমাগম বন্ধ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমুদ্রসৈকতে দেশি-বিদেশি পর্যটক যাতে সমাগম না হয় সে জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। সভা-সমাবেশসহ সব ধরনের জনসমাগম না করার নির্দেশনার কথা জানান এ কর্মকর্তা।

    কক্সবাজারে দেশি-বিদেশি অনেক পর্যটক আসে। এর ফলে কক্সবাজার করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছো। তাই করোনাঝুঁকি এড়াতে কক্সবাজারে পর্যটকদের না আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে সমুদ্র সৈকতে জনসমাগম রোধে পর্যটকদের না নামতে সতর্কতা জারি করা হয়েছে।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • পতেঙ্গা সৈকত এলাকার সায়মা শপিং সেন্টারে আগুন : দোকান কর্মচারির মৃত্যু

    পতেঙ্গা সৈকত এলাকার সায়মা শপিং সেন্টারে আগুন : দোকান কর্মচারির মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বিনোদনের অন্যতম প্রধান স্পট পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার সায়মা শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    বুধবার গভীররাতে ওই শপিং সেন্টারের ফারুক স্পিড বোট সার্ভিস নামক একটি প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের কর্মচারি মো. জাবেদ (১৮) আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

    নিহত জাবেদ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন ঘটনার সত্যতা ও একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, বুধবার গভীররাত সোয়া ১টার সময় পতেঙ্গার সায়মা শপিং সেন্টারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পতেঙ্গা ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ফারুক স্পিড বোট সার্ভিসিং সেন্টারের ভেতর থেকে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

    তিনি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষনিক জানাতে না পারলেও নিহত যুবকের পরিচয় নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম মো. জাবেদ। সে ওই প্রতিষ্ঠানের কর্মচারি। রাতে সে প্রতিষ্ঠানের ভেতর ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যায়।