Tag: সম্পন্ন

  • ফটিকছড়িতে ৪দিনের মৎস্য প্রশিক্ষণ সম্পন্ন

    ফটিকছড়িতে ৪দিনের মৎস্য প্রশিক্ষণ সম্পন্ন

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক ৪ দিনের প্রশিক্ষন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

    ১৩ জানুয়ারী সোমবার হতে শুরু হওয়া এ প্রশিক্ষন কার্যক্রম ১৬ জানুয়ারী সম্পন্ন হয়। উদ্বোনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন।

    উদ্বোধক ছিলেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব। বিশেষ অথিতি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।

    প্রশিক্ষণ প্রদান করেন মৎস্য সম্প্রসারণ অফিসার মুহাম্মদ মোস্তাফা কামাল, সহকারী মৎস অফিসার সৈয়দ হুমায়ন মোরশেদ। উপজেলা মৎস দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ বুলবুল আহমেদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আব্দুল মোত্তালিব এসময় উপস্হিত ছিলেন।

  • হযরত নজির আহমদ শাহ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন

    হযরত নজির আহমদ শাহ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন

    ২৪ খবর ডেস্ক : ঐতিহ্যবাহী ফটিকছড়ি ধর্মপুর সুন্নী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত নজির আহমদ শাহ(রাঃ) নূরানি মাদরাসার ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ ১৪নভেম্বর বৃহস্পতিবার মাদ্রাসা হলে অনুষ্টিত হয়।

    এতে বক্তব্য রাখেন সমাজ সেবক আলহাজ্ব এ কে এম বখতিয়ার।

    উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সম্মানিত পরিচালনা কমিটি সভাপতি মৌলনা মুছা কাদেরী সমাজসেবক ইউনুচ চৌধুরী আইয়ুব, মাষ্টার মৌলনা শফিউল আজম ইলিয়াস ‘আলহাজ্ব মৌলনা মহিনউদ্দীন মৌলনা কুতুবউদ্দীন, মৌলনা হাফেজ আবু সালেহ, মৌলনা ইউনুচ কাদেরি মৌলনা, হাফেজ মোস্তাফা হোসাইন, মৌলনা শহিদুল্লাহ্, হাফেজ নেজাম, হাফেজ জসিম মাষ্টার, পেয়ারু ইসলাম, মাষ্টার নাছির, জামসেদ, মাষ্টার জসিম উদ্দীন ও মজাহার রিয়াদ প্রমুক।।

  • রাউজানের উরকিরচর জনতা সংঘের ঈদে মিলাদুন্নবী (সঃ) সম্পন্ন

    রাউজানের উরকিরচর জনতা সংঘের ঈদে মিলাদুন্নবী (সঃ) সম্পন্ন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের উরকিরচর জনতা সংঘের উদ্যোগে ৪৫তম পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সঃ) গত ৭,৮ ও ৯ নভেম্বর উরকিরচর উচ্চ বিদ্যালয়ে মাঠে সম্পন্ন হয়েছে।

    এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পবিত্র জশ্নে জুলুছ, খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, নাতে রাসূল (সঃ), বিনা মূল্যে ব্লার্ড গ্রুপ নির্ণয়, প্রবাসী সংবর্ধনা, শিশু কিশোর সমাবেশ, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ক্বেরাত, নাতে রাসূল (সঃ), ইসলামী জ্ঞান কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) শীর্ষক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ।

    ৭ নভেম্বর মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা ডঃ মোহাম্মদ লিয়াকত আলী, তকরীব করবেন মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা এহসানুল হক জেহাদী।

    ৮ নভেম্বর মাহফিলে সভাপতিত্ব করেন রাণীরহাট আলামীন হামিদীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ক্বারী নজরুল ইসলাম, তকরীর করবেন মাওলানা সেকান্দর হোসেন, মুফতি মাস্উদ রিজভী।

    ৯ নভেম্বর ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবদুল জব্বার সোহেল, তকরির করেন, আল্লামা ড. এ এস এম বোরহান উদ্দীন, ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী, তকরির করেন, মুফতি মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম রেজভী, আল্লামা মুফ্তি মনিরুজ্জামান, আল্লামা মুফ্তি মাছুম বিল্লাহ্, মাওলানা মুহাম্মদ হাসান রেজা।

    সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এস.এম জাহাঙ্গীর আলম সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন সাইফ এর সংঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক ছগির আহমদ, নুরুল আমিন, সাবেক সভাপতি নুরুল আবছার মিয়া, মোঃ আইয়ুব, ইকবাল হোসেন, সরওয়ারুল আলম, সাবেক সভাপতি মোঃ নুর নবী, ইউছুপ আলী, মহিউদ্দীন ইমন, আবু তাহের সওদাগর, হাবিবুল ইসলাম চৌধুরী, হাজী জহুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম, আবু বক্কর সিদ্দিকী, মোঃ আলী, মনছুর আলম, ওসমান গণি, আরিফুল ইসলাম, নেজাম উদ্দীন চৌধুরী করিম, সাজ্জাদ হোসেন, লোকমান আনছারি, জাবেদ হোসেন, ফরহাদ উদ্দীন বাবলু, তারেক আজিজ, মোঃ শাহেদ, আবু কাউছার, মোঃ ফিরোজ, আবদুর রহিম, নাজমুল রায়হান, ইয়াকুব আলী প্রমুখ।

    বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলিমের পরিত্রাণের পথ ও পাথেয় মহান আল্লাহর একমাত্র নিয়ামত মহানবী (দঃ)’র জীবন আদর্শ। মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির অনুসরণে মহানবী (দঃ)’র আদর্শ মানবকুলের সর্বময় জীবন শান্তি-সুখ ও কল্যাণের ধারা প্রবাহমান হবে।

    ঐতিহ্যবাহী জনতা সংঘ সামাজিক সাংস্কৃতিক সংগঠন হলেও সুন্নিয়ত ও বেলায়তের ভিত্তিতে তাকওয়া ভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালনে ঐক্যবদ্ধ।

  • চুয়েটে ‘প্ল্যানিং ফেস্ট-২০১৯’ সম্পন্ন

    চুয়েটে ‘প্ল্যানিং ফেস্ট-২০১৯’ সম্পন্ন

    রাউজান প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ‘প্ল্যনিং ফেস্ট-২০১৯’ উদযাপিত হয়েছে।

    এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে স্থাপত্য ও পরিকল্পনা বিভাগের সামনে থেকে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে এক আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ইউআরপি বিভাগ থেকে শুরু হয়ে পুরকৌশল ভবন, প্রশাসনিক ভবন ও গোল চত্ত্বর হয়ে পুরকৌশল ভবনের সামনে এসে শেষ হয়।

    র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা ঢাকঢোল পিটিয়ে ও ভুভুজেলা বাজিয়ে আনন্দ শোভাযাত্রাকে প্রাণবন্ত করে রাখেন।

    এ উপলক্ষ্যে বিকেলে ইউআরপি বিভাগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পরিচালক শেখ মনোয়ার হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহান।

    প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, পরিকল্পিত ও টেকসই উন্নয়নের জন্য একজন পরিকল্পনাবিদের ভূমিকা অনস্বীকার্য। দেশের পরিকল্পিত উন্নয়নে চুয়েটের পরিকল্পনাবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সদ্য বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মজীবনের জন্য তিনি শুভকামনা জানান।

    পরে সদ্য বিদায়ী ব্যাচ এবং নবীন ব্যাচের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্ল্যানিং ফেস্ট -২০১৯ উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়।

    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পরিচালক শেখ মনোয়ার হোসাইন।

    দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল- ফায়ারওয়ার্কস, বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ-গান, মুখাভিনয় ও সাংস্কৃতিক সন্ধ্যা ও চুয়েটের ব্যান্ড দল ‘বীক্ষণ’-এর মনোমুগ্ধকর পরিবেশনা।

    ২৪ ঘন্টা/এন রানা/রাজীব..