Tag: সম্পাদক সুবাস

  • পোপাদিয়া আচার্য্য সমিতি’র সভাপতি হৃষিকেশ সম্পাদক সুবাস

    পোপাদিয়া আচার্য্য সমিতি’র সভাপতি হৃষিকেশ সম্পাদক সুবাস

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের পোপাদিয়া আচার্য্য সমিতি ২০২০’র নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

    গত শুক্রবার বিকেলে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া কিশোর সংঘ দুর্গা বাড়ি প্রাঙ্গণে এক কার্যকরী সভায় সর্বসম্মতিক্রমে কমিটির অনুমোদন করা হয়।

    সংগঠনের সদস্য সাংবাদিক পলাশ আচার্য্যরে সভাপতিত্বে কার্যকরী সভাটি অনুষ্ঠিত হয়। এতে আগামী দুই বছরের (২০২০-২১) জন্য হৃষিকেশ আচার্য্যকে সভাপতি ও সুবাস আচার্য্যকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

    ২১ জনের নবগঠিত কমিটিতে নিউটন আচার্য্য, তিলক আচার্য্যকে সিনিয়র সহ সভাপতি এবং সাংবাদিক পলাশ আচার্য্য, সুকান্ত আচার্য্য ও রাজু আচার্যকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।

    এছাড়াও ২১ সদস্যের কমিটিতে সুজন আচার্য্যকে সাংগঠনিক সম্পাদক এবং মিঠু আচার্য্য গোপাল ও জয়দেব আচার্য্য জীবনকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক করা হয়। অর্থ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় সুভাষ আচার্য্যকে। এছাড়া ঝুন্টু আচার্য্যকে যুগ্ম অর্থ সম্পাদক, টিটু আচার্য্যকে দপ্তর সম্পাদক, প্রণব আচার্য্যকে ত্রাণ বিষযক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।

    আগামী ২ বছরের দায়িত্ব পালনের জন্য উত্তম আচার্য্যকে প্রচার সম্পাদক ও প্রান্ত আচার্য্যকে সহ প্রচার সম্পাদক এবং নোবেল আচার্য্যকে ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিপ্লব আচার্য্যকে ক্রীড়া সম্পাদক করা হয়।

    এছাড়া ঝুলন আচার্য্যকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করে ২১ সদস্যের কমিটিতে বিশ্বজিৎ আচার্য্য বিশু এবং সুনয়ন আচার্য্যকে সদস্য পদে রাখা হয়।