Tag: সম্মাননা

  • গ্র‍্যান্ড লাইফ এক্সপোর প্রথম দিনে চট্টগ্রামে ‘কোভিড হিরোদের’ সম্মাননা

    গ্র‍্যান্ড লাইফ এক্সপোর প্রথম দিনে চট্টগ্রামে ‘কোভিড হিরোদের’ সম্মাননা

    ২৪ ঘণ্টা ডট নিউজ : করোনাভাইরাস মহামারীতে অসাধারণ উদ্যোগ ও অসামান্য অবদান রাখায় চট্টগ্রামে ৮ ব্যক্তি ও ১০টি সংগঠন ও ২টি প্রতিষ্ঠানকে ‘কোভিড হিরো’স অব চট্টগ্রাম’ সম্মাননা প্রদান করা হয়েছে।

    শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর পেনিনসুলা হােটেলের ডালিয়া হলে ‘গ্র্যান্ড লাইফ এক্সপাে-২০২১’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

    চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের আয়ােজনে ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এই অনুষ্ঠান উদ্বোধন করেন নবনির্বাচিত সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

    বিএফইউজে’র নির্বাহী সদস্য সাংবাদিক নেতা আজহার মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে প্রবেশ করেই আমার মন উৎফুল্ল হয়েছে। আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের আমি ধন্যবাদ জানাই, কারণ তারা কোভিড হিরোদের সংবর্ধিত করছে।’

    তিনি আরও বলেন, ‘পশুর ঘরে জন্মগ্রহণ করলেই পশু হওয়া যায়। কিন্তু মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য মানবিকতা ও মনুষ্যত্ব থাকতে হয়, অর্জন করতে হয়। আমি আশা করবো এই সৃজনশীল ও মানবিক মানুষেরা আরও এগিয়ে যাবেন।’

    চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘ফিল্ড হাসপাতাল ছোট একটা স্বপ্ন ছিল। কিন্তু এখন এই হাসপাতাল এখন অনেক বড় হয়েছে, চট্টগ্রামবাসীর হাসপাতাল হয়েছে। এই হাসপাতাল আমার একার নয়, এর সাথে অনেক নিবেদিত প্রাণ মানুষেরা যুক্ত আছেন। আমি তাদের প্রতিনিধিত্ব করেছি মাত্র।’

    অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে একুশে পত্রিকা সম্পাদক ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা আজাদ তালুকদার বলেন, ‘আমি বরাবরই বিখ্যাত হওয়ার চেয়ে সুন্দর জীবনের অধিকারী হতে চেয়েছি। সেলিব্রিটি হওয়া, বিখ্যাত হওয়া কিংবা সম্মাননা পাওয়ার জন্য আমি ফিল্ড হাসপাতালের কাজের সাথে যুক্ত হইনি। সুন্দর জীবনবোধের অংশ হিসেবে ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা হিসেবে আমার যুক্ত হওয়া।’

    র‌্যাংকস এফসি’র সিইও তানভীর শাহরিয়ার রিমন বলেন, ‘কোভিড হিরোদের নিয়ে বলতে গেলে আমাদের শ্রদ্ধেয় আজাদ তালুকদার, ডা. বিদ্যুৎ বড়ুয়া, ওসি মহসিনদের কথা বলতে হয়। আমি কোভিড হিরো হওয়ার মত কিছু করিনি। তারপরও আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগাবে।’

    নগর গোয়েন্দা পুলিশের এডিসি শাহ মুহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘লকডাউন চলাকালীন সময়ে পুলিশ যখন সবাইকে ঘরে রাখতে চেষ্টা করছিল, তখন খেটে খাওয়া মানুষেরা কষ্ট পাচ্ছিলেন। সে সময় এসব খেটে খাওয়া মানুষের মধ্যে ২৪ হাজার পরিবারকে আমরা সহায়তা করার চেষ্টা করেছি। এটা আমাদের বড় একটি অর্জন বলা যায়। কি করতে পেরেছি তা জানি না, তবে মানুষের কষ্ট কিছুটা হলেও কমানোর প্রচেষ্টা করেছি।’

    মহিউদ্দিন মাসুমের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে চট্টগ্রামের কোভিড হিরো হিসেবে আজাদ তালুকদার, ড. বিদ্যুৎ বড়ুয়া, এডভোকেট রেহানা বেগম রানু, তানভীর শাহরিয়ার রিমন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন লায়ন্স ক্লাব, গাওসিয়া কমিটি, আল-মানহিল কল্যাণ ফাউন্ডেশন, কর্ণফুলী ফাউন্ডেশনের সৈয়দ জালালউদ্দিন আহমেদ রুম্মান, অক্সিজেন ফর লাইফ ফাউন্ডেশনের রাকিব উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    এছাড়াও চেইঞ্জ মেকার অব চট্টগ্রামের সম্মাননা স্মারক প্রদান করা হয় মঞ্জুরুল হক মঞ্জু, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চু, অসীম কুমার দাশ, দৃষ্টি চট্টগ্রামকে। কর্পোরেট কোভিড কন্ট্রিবিউটর হিসেবে ইস্পাহানি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে সম্মাননা দেওয়া হয়।

    ‘হিরো ইন সার্ভিস’ হিসেবে নগর গোয়েন্দা পুলিশের এডিসি শাহ মুহাম্মদ আব্দুর রউফ, সাংবাদিক নেতা সাইদুল ইসলাম, ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন, বাকলিয়া থানার ওসি রুহুল আমিন ও এসআই মৃণাল মজুমদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    সামাজিক সংগঠন এবিসি’র আয়োজনে এ অনুষ্ঠানের সহ-আয়োজক লাইফ ফর লাইফ ও ওমেন্স কন্সেপ্ট।

  • রোকেয়া পদক অর্জনে চবি ভিসিকে সম্মাননা ক্রেস্ট দিলেন বিএনসিসি

    রোকেয়া পদক অর্জনে চবি ভিসিকে সম্মাননা ক্রেস্ট দিলেন বিএনসিসি

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : নারী শিক্ষায় অবদান, নারীর উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ‘বেগম রোকেয়া পদক ২০২০’ অর্জন করায় উপাচার্যের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করলেন চবি বিএনসিসি।

    আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় চবি উপাচার্য দপ্তরে উপাচার্যকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    এসময় বিএনসিসি’র কমান্ডিং অফিসার প্রফেসর ড. মোহাম্মদ শওকতুল মেহের, বিএনসিসি’র পিইউও প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন চৌধুরী, সেকেন্ড লে. প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, সেকেন্ড লে. প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, পিইউও ড. শহিদুল হক, পিইউও ড. মোহাম্মদ জহিরুল কাইয়ুম, পিইউও (ভারপ্রাপ্ত) ফারহানা রুমঝুম ভূঁইয়া, পিইউও (ভারপ্রাপ্ত) নাসরিন আকতার, পিইউও (ভারপ্রাপ্ত) ড. সোহাগ মিয়াসহ বিএনসিসি ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপাচার্য বিএনসিসি’র কমান্ডিং অফিসার এবং ক্যাডেটবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি ক্যাডেটবৃন্দ অত্যন্ত সুশৃংখল এবং চৌকষ একটি দল।

    চবি’র বিএনসিসি’র ক্যাডেটবৃন্দ পড়ালেখার পাশাপাশি দেশ-জাতির যে কোনো নিয়মানুবর্তী প্রয়োজনে যেভাবে ঝাঁপিয়ে পড়ে মানবতার কাজে আত্মনিয়োগ করে থাকেন তা অত্যন্ত প্রশংসনীয়।

    উপাচার্য বিএনসিসি’র ক্যাডেট এবং কমান্ডারবৃন্দকে তাঁদের নৈমিত্তিক কাজের পাশাপাশি আর্ত মানবতার সেবায় অধিকতর নিয়োজিত রাখার আহবান জানান।

    ২৪ ঘণ্টা/আর এস

  • ঔপন্যাসে ও শিশুসাহিত্যে সম্মাননা পেলেন শাম্মী তুলতুল

    ঔপন্যাসে ও শিশুসাহিত্যে সম্মাননা পেলেন শাম্মী তুলতুল

    চট্টগ্রাম ডেস্ক : স্বাধীন বাংলার প্রথম সংবাদপত্র বীর চট্টলার “দৈনিক আজাদীর” প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সন্মাননা পেলেন সাহিত্যিক শাম্মী তুলতুল।

    নগরীর রীমা কনভেনশন হল চট্টগ্রামে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সাহিত্যিক শাম্মী তুলতুলকে ঔপন্যাসে ও শিশুসাহিত্যে সম্মাননা দেওয়া হয়। এ অনুষ্ঠানে মোট ১১ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।

    সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের ৫৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফ।

    মুখ্য আলোচক ছিলেন একুশে পদক প্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর বিকিরণ প্রসাদ বড়ুয়া। বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের কর্ম ও উনার বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করেন।

    শাম্মী তুলতুল বাংলাদেশের তরুণ প্রজন্ম। দুই বাংলার জনপ্রিয় লেখক। ছোট থেকে দীর্ঘ ১৩ বছর ধরে বাংলাদেশ-ভারতের প্রথম সারির জাতীয় পত্রিকাগুলোতে লেখালেখি করে যাচ্ছেন। তিনি দৈনিক আজাদী পত্রিকার নিয়মিত একজন লেখকও।

    তাছাড়া তার বই বেড়িয়েছে ১৪ টি। মুক্তিযুদ্ধের উপন্যাস চোরাবালির বাসিন্দা, একজন কুদ্দুস ও কবি নজরুল, মনজুয়াড়ি ,পদ্মবু নান্টু ঝান্টুর বক্স রহস্য, পিপড়ে ও হাতির যুদ্ধ,গণিত মামার চামচ রহস্য, দৈত্য হবে রাজা, ভূত যখন বিজ্ঞানী এই বইগুলো তাকে নিয়ে গেছে খ্যাতির শীর্ষে।

    তিনি সম্প্রতি বাংলালিংক বইঘরের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। রবি, এয়ারটেল, জিপি যেকোনো অপারেটরে শাম্মী তুলতুল সার্চ দিলেই তার বই যে কেউ পড়তে পারবেন।

    সম্মাননা প্রাপ্তির পর তিনি বলেন, এই সন্মাননা তাকে অনেকটাই আপ্লুত করেছে। তিনি ভাবতেও পারেনি হুট করে এমন একটি খবর আসবে। আর এই পুরস্কারে অত্যন্ত খুশী কারণ আজাদী পত্রিকায় আমি ছোট থেকে এখনো লিখালিখি করে যাচ্ছি। কারণ ইঞ্জিনিয়ার খালেক স্যার এর আজাদী পত্রিকায় লিখতে পারা মানেই চট্টগ্রামের লেখকের জন্য একটা বড় লেখক সার্টিফিকেট।

    তাই এই সন্মাননা আমার জন্য অতি গৌরবের। আমি এই সন্মাননা আমার সকল পত্রিকার সম্পাদক, সকল পাতার সম্পাদক বাবা- মা আর আমার পাঠকদের উৎসর্গ করলাম।

    উল্লেখ্য যে তুলতুল একটি সাহিত্য-সাংস্কৃতিক রাজনৈতিক মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। পরিবার ও নিজ ইচ্ছাশক্তি বলে চট্টগ্রাম থেকেই তিনি আন্তর্জাতিক লেখক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

    তুলতুলের বাবা আলহাজ আবু মোহাম্মদ খালেদ শিক্ষাবিদ, একজন মুক্তিযোদ্ধা। মা আলহাজ কাজী রওশন আখতার রাজনীতিবিদ ছিলেন। দাদা বিপ্লবী আব্দুল কুদ্দুস মাস্টার লেখক ও কবি নজরুলের বন্ধু ছিলেন। নানী কাজী লতিফা হক ছিলেন বেগম পত্রিকার স্বনামধন্য লেখক ও গীতিকার।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • শ্রেষ্ঠ এএসপি সার্কেল সম্মাননা পেলেন নেলী

    শ্রেষ্ঠ এএসপি সার্কেল সম্মাননা পেলেন নেলী

    ময়মনসিংহের দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমিন নেলী গুরুতর ঘটনা প্রতিরোধের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ এএসপি সার্কেল সম্মাননা পেয়েছেন।

    বৃহস্পতিবার সকাল ১১টায় ‘মুজিববর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার’ ময়মনসিংহ রেঞ্জের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ সভায় মাহমুদা শারমিনকে এ সম্মাননা প্রদান করা হয়।

    সম্মেলন কক্ষে এ সাফল্যের স্বীকৃতির জন্য এএসপি পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ (বিপিএম)।

    এ সময় অন্যদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁইঞা, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সামাজ সেবায় সম্মাননা পেলো হৃদয়ে দিয়াকুল সংগঠন

    সামাজ সেবায় সম্মাননা পেলো হৃদয়ে দিয়াকুল সংগঠন

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার অন্তর্গত শিক্ষা, সামাজিক উন্নয়নমূলক ও অরাজনৈতিক সংগঠন হৃদয়ে দিয়াকুল সংগঠনকে সম্মানা দেয়া হয়েছে।

    ২৭ নভেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেচ্ছাসেবী মানবতাবাদী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬৪ জেলার সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

    হৃদয়ে দিয়াকুল এর সাধারণ সম্পাদক মো. সাইমুন ও সহ কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল নোমান অতিথিদের হাত থেকে সম্মান স্মারক গ্রহণ করেন।

    উল্লেখ্য হৃদয়ে দিয়াকুল সংগঠন ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, শিক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষ চারা বিতরণ, ইফতার মাহফিল, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শীত বস্ত্র বিতরণ, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি, সেচ্ছায় মুমূর্ষু রোগীকে সেচ্ছায় রক্তদানসহ নানা সেবাধর্মী কাজে অংশগ্রহণ করে আসছে।