Tag: সম্মান শ্রেণীর

  • নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান শ্রেণীর বিদায় অনুষ্ঠান সম্পন্ন

    নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান শ্রেণীর বিদায় অনুষ্ঠান সম্পন্ন

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান শ্রেণীর বিদায় অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে ২ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় কলেজের এ.বি.এম. ফজলে করিম চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, সম্মাননা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

    কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচক ছিলেন উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মনিরুল ইসলাম, জাহাঙ্গীর সিকদার, আবুল বাশার , অধ্যাপক হারুনুল ইসলাম, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপিকা ফিফতাহেতুল জান্নাত, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ হোসাইন।

    বিদায়ী শিক্ষার্থী ইসরাত জাহান তালুকদার, মেরুনা আক্তার ও একান্ত বড়ুয়ার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের বিদায়ী শিক্ষার্থী পূজা বড়ুয়া।

    আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃতি, নৃত্য, গান, মুখাভিনয়, কৌতুক সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।