Tag: সম্মেলন

  • শ্রমিক লীগের সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

    শ্রমিক লীগের সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শনিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি।

    এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সঙ্গে ছিলেন।

    প্রধানমন্ত্রী সম্মেলনে ভাষণ দেবেন।এরপর বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে নেতৃত্ব নির্বাচনের দ্বিতীয় অধিবেশন।

    ক্ষমতাসীন দলের এই সহযোগী সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর অন্তর জাতীয় সম্মেলন হওয়ার কথা। এর মধ্যে সম্মেলন না হওয়ায় টানা সাত বছর পার করেছেন বর্তমান কমিটির নেতৃত্ব। সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই শ্রমিক লীগের সম্মেলন হয়। সম্মেলনে দুই বছর মেয়াদি কমিটির সভাপতি নির্বাচিত হন নারায়ণগঞ্জের শ্রমিক নেতা শুকুর মাহমুদ এবং সাধারণ সম্পাদক হন জনতা ব্যাংক ট্রেড ইউনিয়নের নেতা সিরাজুল ইসলাম।

    ১৯৬৯ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠিত জাতীয় শ্রমিক লীগ আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বলে বিবেচিত হতো। তবে নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮ এর বিধিমালা অনুযায়ী দলীয় গঠনতন্ত্র সংশোধন করায় এই সংগঠন ও ছাত্রলীগ সহযোগী সংগঠনের মর্যাদা হারায়। অবশ্য সংগঠন দুটি ভ্রাতৃপ্রতিম সংগঠনের মর্যাদা পাচ্ছে।

  • কৃষকলীগের সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

    কৃষকলীগের সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

    আজ সকালে উৎসবমুখর পরিবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগের ১০ম জাতীয় কাউন্সিল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সকাল ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কবুতর ও বেলুন ঊড়িয়ে প্রধানমন্ত্রী কাউন্সিল উদ্বোধন করেন।

    পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কৃষকলীগ নতুন কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল “কৃষক বাঁচাও ,দেশ বাঁচাও” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেন।
    আবদুর রব সেরনিয়াবাদ ছিলেন কৃষকলীগের প্রথম সভাপতি। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযজ্ঞের অন্যতম শহীদ।

    কৃষকলীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১৯ জুলাই।

    কাউন্সিলের মাধ্যমে মোতাহার হোসেন মোল্লাকে সভাপতি এবং সামসুল হক রেজাকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

  • আগামী ডি-এইট সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে

    আগামী ডি-এইট সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে

    বাংলাদেশ আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহে ৮টি বৃহৎ মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-এইট-এর ১০ম সম্মেলনের আয়োজন করবে।

    ডি-এইট-এর মহাসচিব রাষ্ট্রদূত জাফর কু শারি আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে একথা উল্লেখ করেন তিনি।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন।

    তিনি বলেন, ‘ডি-এইট-এর আগামী ঢাকা সম্মেলনে বাংলাদেশকে জোটের পরবর্তী চেয়ারম্যান করা হবে যা কাকতালীয়ভাবে ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সঙ্গে মিলে গেছে ।’

    ডি-এইট মহাসচিব সংগঠনের সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি বলেন, ঢাকা সম্মেলনে ২০৩০ সালের এজেন্ডার সঙ্গে সংগতি রেখে নতুন উদ্যোগ ও ধারনা গ্রহণ করা হবে।

    রাষ্ট্রদূত জাফর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের উদীয়মান অর্থনীতির ভূয়সী প্রশংসা করেন।

    ‘বাংলাদেশ অন্যান্য দেশের জন্য অনুকরণীয় উন্নয়নের একটি মডেল হতে পারে,’ বলেন তিনি।

    তিনি ডি-এইট সদস্য দেশগুলোর জন্য বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দেরও দাবি জানান।

    শেখ হাসিনা এ বিষয়ে ইতিবাচক সাড়া প্রদান করে বলেন, ‘বর্তমানে আমরা একশ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। সেখান থেকে ডি-এইট সদস্য দেশগুলোর জন্য ভূমি বরাদ্দ দেয়া যেতে পারে।’
    মহাসচিবকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর গতিশীল নেতৃত্বে সংগঠনটিকে দৃশ্যমান করণে এবং সদস্য দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলায় উদ্ভাবনী ধারনা এবং অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।

    তিনি বলেন, ‘আমরা আরো উন্নয়নের জন্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় করতে পারি।’
    প্রধানমন্ত্রী এবং মহাসচিব উভয়েই ডি-এইট সদস্য দেশগুলোর মধ্যে কানেকটিভিটি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

    ডি-এইট সদস্যভূক্ত দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক।

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

  • স্বেচ্ছাসেবক লীগের বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে

    স্বেচ্ছাসেবক লীগের বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জামিন দেয়ার এখতিয়ার সরকার বা আওয়ামী লীগের নয়, এটি সম্পূর্ণভাবে আদালতের ব্যাপার বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

    এসময় স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সম্মেলনে বিতর্কিত ও দলীয় শৃঙ্খলা বিরোধীদের বাদ দিয়ে নতুন ও ত্যাগী নেতা কর্মীদের নেতৃত্বে নিয়ে আনার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

    এসময় তিনি বলেন, খালেদা জিয়ার জামিন আওয়ামী লীগের হাতে নেই, সরকারের হাতেও নেই, শেখ হাসিনার হাতেও নেই। জামিন দিতে পারে আদালত। আদালত জামির দিলে তার ব্যাপারে আমাদের কিছু বলার নেই। সরকার বিচার বিভাগের কর্মকাণ্ডে কখনো হস্তক্ষেপ করেনা করবেও না।

    তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবক লীগের বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। যারা বিতর্কিত যাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ আছে তাদের বাদ দিতে হবে।

  • পংকজ দেবনাথকে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে বিরত থাকার নির্দেশ

    পংকজ দেবনাথকে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে বিরত থাকার নির্দেশ

    ক্যাসিনোকাণ্ডে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা আবু কাওছারকে অব্যাহতি দেয়ার পর এবার সংগঠনটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে সাংগঠনিক সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

    ওই সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজারবাইজান সফরে যাওয়ার পূর্বে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে সাংগঠনিক সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই আওয়ামী লীগের একজন শীর্ষপর্যায়ের নেতা তাকে ফোন করে জানিয়ে দিয়েছেন।

    তবে এমন কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন পংকজ দেবনাথ।

    উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    দশম জাতীয় নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পংকজ নাথ। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হয়েছেন।

    ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়েছে দুইবার। ২০০৩ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনে বাহাউদ্দিন নাছিমের সঙ্গে সাধারণ সম্পাদক হয়েছিলেন পংকজ নাথ।

    এরপর ২০১২ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনেও তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই সম্মেলনে প্রথমবারের মতো সভাপতি হয়েছিলেন মোল্লা আবু কাওছার। সংগঠনটির তৃতীয় সম্মেলন আগামী ১৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা রয়েছে।

  • জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ১ ডিসেম্বর

    জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ১ ডিসেম্বর

    জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন তারিখ পরিবর্তন করে আগামী ৬ নভেম্বরের পরির্বতে ১ ডিসেম্বর করা সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

    বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় ৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু স্থানীয় সাংসদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় ৬ নভেম্বর পরির্বতে আগামী ১ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে।

    জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমানকে নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইমন। এদিকে সম্মেলন কে সামনে রেখে জগন্নাথপুরে ব্যপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

  • সম্মেলন মানেই নতুন মুখ : কাদের

    সম্মেলন মানেই নতুন মুখ : কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন সম্মেলন মানেই নতুন মুখ। আর আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে কোনো আপস নেই। যথাসময়েই সম্মেলন অনুষ্ঠিত হবে।

    আগামী ১৬ ও ২৩ নভেম্বর যথাক্রমে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে যান ওবায়দুল কাদের।

    সেখানে যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের আসন্ন সম্মেলনসহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী।

    রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, এবারের সম্মেলনে পদ হারাতে পারেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।

    নেতৃত্বে পরিবর্তন আসবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সেদিকেই ইঙ্গিত দিলেন ওবায়দুল কাদের।

    তিনি বলেন, নতুন সম্মেলন মানেই নতুন মুখ। প্রবীণ-তরুণ-অভিজ্ঞদের সমন্বয় ঘটিয়ে আমরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখানে পরিবর্তন হবে, নতুন মুখ আসবে।

    সম্মেলন করা অত্যাবশ্যকীয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের বয়স ৮-৯ বছর হয়ে গেছে। তাই সম্মেলন করা এখন বেশ জরুরি হয়ে পড়েছে। সম্মেলন হবে। নির্ধারিত দিনেই। দলকে ঢেলে সাজানো হবে সেখানে।

    এ সময় সম্প্রতি বুয়েটে ঘটে যাওয়া আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিষয়ে তাকে প্রশ্ন করা হয়।

    শিবির সন্দেহে আবরার ফাহাদকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী পিটিয়ে হত্যা করেছে সাংবাদিকদের এমন কথার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আবরার হত্যাকারীরা ছাত্রলীগ পরিচয়ের হলেও প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেননি। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তরা গ্রেফতার হয়েছেন। বুয়েট শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়া হয়েছে।

    তিনি যোগ করেন, শুদ্ধি অভিযানে যেমন যুবলীগ, ছাত্রলীগ নেতাদের ছাড় দেয়া হয়নি। ঠিক তেমনই এ হত্যাকাণ্ডে জড়িতদেরও ছাড় দেয়া হয়নি, হবেও না।

    অপরাধীরা যেই দলেরই হোক শেখ হাসিনা সরকারের কাছে কোনো ছাড় নেই বলে জানান তিনি।

  • সীতাকুণ্ডে সম্মেলনকে ঘিরে আওয়ামীলীগের বর্ধিত সভা হট্টগোলে পন্ড

    সীতাকুণ্ডে সম্মেলনকে ঘিরে আওয়ামীলীগের বর্ধিত সভা হট্টগোলে পন্ড

    সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা পন্ড হয়ে গেছে। আগামী সম্মেলনকে ঘিরে উক্ত বর্ধিত সভা আহবান করা হয়।

    আগামী ১৬ নভেম্বর সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সন্মেলন উপলক্ষে বুধবার বিকেলে জেলা পরিষদ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসহাকের সভাপতিত্বে শুরু হওয়া এ সভায় উপস্থিত হন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন ও থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়াসহ নেতা-কর্মীরা।

    এসময় নেতাকর্মীদের হট্টগোলে উক্ত বর্ধিত সভাটি পন্ড হয়ে যায়। তবে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন পূর্ব নির্ধারিত ১৬ নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    অতি সম্প্রতি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভায় আগামী ১৬ নভেম্বর সীতাকুণ্ড উপজেলা সম্মেলনের সিদ্ধান্তে পৌঁছেন নেতাকর্মীরা। তবে এর আগে ৯টি ইউনিয়ন ও প্রত্যেকটি ওয়ার্ড কমিটির সম্মেলন করতে বলা হয়।

    এ সম্মেলন সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহানগর পিপি অ্যাডভোকেট ফকরুদ্দিনকে।

    ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন বিষয়ে আলোচনা শুরু হলে বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ও বারৈয়াঢালা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি নিয়ে নেতাকর্মীরা মতানৈক্যে জড়িয়ে পড়েন। এসব কমিটিকে এক পক্ষ বৈধ দাবি করলেও আরেক পক্ষ অবৈধ আখ্যা দেয়। একপর্যায়ে এসব কমিটি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন এমপি দিদারুল আলম ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।

    এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। শেষে বর্ধিত সভা মুলতবি করা হয়।

    এব্যাপারে জানতে চাইলে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বর্ধিত সভা পন্ড হওয়ার বিষয়টি অস্বীকার করেন।

  • ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন

    ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটির সম্মেলন আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

    ক্ষমতাসীন দলের মেয়াদোত্তীর্ণ আরও দুটি সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের সম্মেলনের তারিখও নির্ধারণ করা হয়েছে।

    বুধবার (৯ অক্টোবর) রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে সংগঠনগুলোর সম্মেলনের তারিখ নির্ধারণ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বৈঠক শেষে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

    বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন কৃষক লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগেরও সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

    এসব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মেলনের তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। তারা নির্ধারিত সময়ে সম্মেলন আয়োজন করবেন বলে জানান তিনি।

    বিপ্লব বড়ুয়া জানান, আগামী ২৩ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ যুবলীগের সপ্তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগ এবং ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।