Tag: সরকারি চাকরি

  • চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপন জারি

    চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপন জারি

    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার রাতে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। এবং স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক ননফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোর চাকরির যেসব পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বা অনুর্ধ্ব ৩২ বছর উল্লেখ আছে ওইসব ক্ষেত্রে ৩২ বছর প্রতিস্থাপিত হবে। তবে প্রতিরক্ষা কর্মবিভাগগুলো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব বিধিমালা বা প্রবিধানমালা বহাল থাকবে।

    উল্লেখ্য, এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ছিল ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য তা ৩২ বছর। জুডিশিয়াল সার্ভিস কমিশনে (বিজেএস) ও ডাক্তারদের আবেদনের বয়সসীমা ছিল ৩২ বছর। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকতায় ঢোকার বয়স ছিল ৩৫ বছর। এরও আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭ বছর। ১৯৯১ সালে তা বাড়িয়ে ৩০ বছর নির্ধারণ করা হয়। সরকারি চাকরিজীবীরা বর্তমানে ৫৯ বছর বয়স পর্যন্ত চাকরি করেন। এর পর অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যান। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য এ বয়স ৬৫। উচ্চ আদালতের বিচারকরা ৬৭ বছর পর্যন্ত কর্মরত থাকেন। আগে সরকারি চাকরিতে অবসরের বয়স ছিল ৫৭ বছর পর্যন্ত। ২০১১ সালে বয়স দুই বছর বাড়িয়ে ৫৭ থেকে ৫৯ করা হয়।

    চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন একদল চাকরিপ্রত্যাশী। এ অবস্থায় গত ২৪ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয় সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করা হবে। সরকারের ওই সিদ্ধান্ত গতকাল প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হলো।

  • সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ

    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ

    বিভিন্ন সময়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে অবশেষে তা বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি।

    সুপারিশ অনুযায়ী, পুরুষের জন্য ৩৫ বছর ও নারীদের হবে ৩৭ বছর।

    গত ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে গঠন করা হয় পর্যালোচনা কমিটি। এক সপ্তাহ পর সরকারের কাছে এই সুপারিশ দিয়েছে তারা।

    এতে বলা হয়েছে, সরকারি চাকরির আবেদনে পুরুষের বয়স হবে সর্বোচ্চ ৩৫ বছর, আর নারীদের ৩৭ বছর।

    দেশের শিক্ষাব্যবস্থা, পরীক্ষার ধরন ও কর্মসংস্থানের সুযোগের বিষয়টি আমলে নিয়েছে পর্যালোচনা কমিটি। উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে অবসরের বয়সসীমা ৫৯ বছরই সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি।

    উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান হলে ৩২ বছর।

  • সচিবের আত্মীয় পরিচয়দানকারী আজিজের প্রতারণা ফাঁস, গ্রেফতার

    সচিবের আত্মীয় পরিচয়দানকারী আজিজের প্রতারণা ফাঁস, গ্রেফতার

    মন্ত্রীপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ শফিউল আলমের নিকটাত্মীয় ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে একাধিক লোকের সর্বনাশ করেছে পটিয়া উপজেলার মনসারটেক এলাকার নুরুল আলমের ছেলে আজিজুর রহমান আজিজ। নারীদের সাথেও প্রতারণার আশ্রয় নিয়ে বিয়ের কথা গোপন রেখে একাধিক বিয়েও করেছেন এ প্রতারক। 

    তার প্রতারণার শিকার ভুক্তভোগী নাহিম হাসানের অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে ধরা পড়ার পর প্রতারক আজিজের প্রতারণার নানা কৌশল ফাঁস হয়। মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা থেকে প্রতারক আজিজকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

    পুলিশ জানিয়েছে, মুখ্য সচিবের আত্মীয় পরিচয় দিয়ে প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক, পুলিশের এস.আই পদে ও কাস্টমসসহ বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এমবিবিএস পরিচয়দাকারী ভূয়া চিকিৎসক আজিজের বিরুদ্ধে।

    ওয়েলফুড কোম্পানীর খুলশী শাখায় কর্মরত নিরাপত্তা প্রহরী নাহিম হাসান (২২) এ ধরনের একটি অভিযোগ নিয়ে বাকলিয়া থানায় লিপিবদ্ধ করেন।

    তিনি তার অভিযোগে উল্লেখ করেন তাকে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিকস্থ আরোহী ট্রেডার্স নামক একটি দোকান বসে নগদ দুইলক্ষ টাকা গ্রহন করেন আজিজ। দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি দিতে না পারায় আজিজের কাছে তার টাকা ফেরৎ চাইতে গেলে উল্টো সে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি ধমকি দেন। প্রাণে মেরে ফেলারও হুমকি দেন আজিজ।

    ভুক্তভোগীর অভিযোগ পেয়ে মঙ্গলবার সকালে আজিজকে গ্রেফতার করতে গেলে সে পুলিশকেও তার ভুয়া পরিচয় দিয়ে হুমকি ধমকি দিয়ে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে।

    এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আজিজ সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    ভুক্তভোগীরা চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে তাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর হুমকি দিতেন। এছাড়া নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবী করে বিভিন্ন নারীর সাথে সম্পর্ক তৈরি করে এবং নিজের বিয়ের কথা গোপন রেখে এক আইনজীবিকে বিয়ে করারও অভিযোগ পাওয়া যায়।

    এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান ওসি নেজাম উদ্দিন।