Tag: সরাইপাড়া

  • মাদকমুক্ত সমাজ গড়তে যুবলীগের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ছাবের আহমেদ

    মাদকমুক্ত সমাজ গড়তে যুবলীগের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ছাবের আহমেদ

    পাহাড়তলি ১২নং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব ছাবের আহমেদ সওদাগর বলেছেন বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে কোন বিভেদ নেই। আগামীর ভিশন-২১ বাস্তবায়নে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে সত্য ও ন্যায়নীতির আদর্শিক রাজনৈতিক কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

    তিনি বলেন,প্রত্যেক যুবলীগ নেতাকর্মীকে মানব কল্যাণে রাজনীতি করতে হবে। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গড়তে যুবলীগের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনের নেতৃত্বে যুবলীগের তৃনমূল পযার্য়ে সৎ, যোগ্য ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে যুবলীগের কমিটি গঠন করা হবে।

    অদ্য ৪ অক্টোবর বাদ মাগরিব ১২নং সরাইপাড়া ওয়ার্ড যুবলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

    এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব ডা: নুরুল ইসলাম, আবু তালেব সওদাগর, মো: আতাউর, মো: জাহাঙ্গীর, মো: ইসহাক, মো: সেকান্দর, যুবলীগ নেতা আনিসুর রহমান পলাশ, মো: ইদ্রিস, এড. আলী হোসেন, জাহেদুল আলম মুরাদ, তাজুল ইসলাম তাজু। ছাত্রলীগের পক্ষে বক্তব্য রাখেন ফারুক আহমেদ অপু, মো: শেখ আহমেদ তানবীর, সামিউল আলম, জিয়া সামিউল আহম্মেদ সাবিদ, শফিকুর রহমান, সাগির, ছুট্টু, আলমগীর হায়দার, ববিউর সালাম, মো: জাবেদ, মো: সাইফুল ইসলাম, মো: মনসুর, মো: আনিসুর রহমান (মামুন), মো: দিদারুল আলম দিদার, ইঞ্জি. রুবেল, মুন্না, ফয়েজ, মো: সুমন, বাবলু, সোহেল, ইমন, তাপস, রফিক, রাসেল, দিদার, আসাদ, মানিক, টিটু প্রমুখ।

    অনুষ্ঠানের শুরুতে কর্মী সভায় যোগ দেওয়া নেতাকর্মীদের সকলকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেয়া হয়।