বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরের মতো সপ্তম আসরেও টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে সর্বোচ্চ রানের মালিক হলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। আগের আসরে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ৫৫৮ রানের রেকর্ডের পর এবারের আসরে ৪৯৫ রান করে সবার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন তিনি।
রান সংগ্রাহকের দুইয়ে থাকা মুশফিকের রান রুশোর পিছেই। ৪ রান দুরে থেকে ৪৯১ রান নিয়ে বিপিএল শেষ করেছেন মুশফিক। এই রানে এক বিপিএলে স্বদেশী তামিমকে ছাড়িয়ে বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন তিনি।
এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন মালান ও ইমরুল কায়েস। কুমিল্লার হয়ে খেলা মালান ১১ ম্যাচে করেন ৪৪৪ রান এবং চট্টগ্রামের হয়ে খেলা ইমরুল ১২ ম্যাচে করেন ৪৩৭ রান।