Tag: সলিমপুর ইউনিয়ন

  • দীর্ঘ ৯ বছর পর সলিমপুর পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারি কার্যক্রম চালু

    দীর্ঘ ৯ বছর পর সলিমপুর পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারি কার্যক্রম চালু

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘ ৯ বছর পর নরমাল ডেলিভারি কার্যক্রম চালু হয়েছে। বিগত ২০১৪ সালে সর্বশেষ এই কেন্দ্রে নরমাল ডেলিভারি অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে উক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

    বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকালে শাহজালাল ও আয়েশা সিদ্দিকা দম্পতির কোল আলোকিত করে শিশুটি জন্মগ্রহণ করার মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সম্পূর্ণ বিনামূল্যে প্রসব সেবা প্রদান করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা হাসিনা বেগম। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিরলস প্রচেষ্টায় এ কার্যক্রম চালু হয়।

    জানা যায়, চট্টগ্রাম জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবুল কালামের নির্দেশনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে স্বাভাবিক প্রাতিষ্ঠানিক প্রসব সেবা কার্যক্রমের উপর জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

    জিয়াউর কাদের বলেন, এক সময় এই কেন্দ্রে সেবার মান ছিল অত্যন্ত নিম্ন মানের। বর্তমান কেন্দ্রটিকে আধুনিকায়ন করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তির সর্বোচ্চ ভরসারস্থল হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে কেন্দ্রটিকে এসিকরন, থাই গ্লাসকরণ, টাইসকরন করে আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে।

  • সলিমপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    সলিমপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি: কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার বিকালে ফৌজদারহাট বাইপাস রোডস্থ গোলচত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে করিম চৌধুরী নিউটনের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ ম ম দিলসাদ।

    সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ, আ.লীগ নেতা আযম খান, যুবলীগ নেতা এস এম আল নোমান, ইমামুদ্দীন ইমু, সামস মোহাম্মদ লেলিন, মো জাভেদ , মো করিম, মো আজম মেম্বার প্রমুখ।

    সমাবেশ শেষে একটা বিশাল শান্তি মিছিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে |

  • সলিমপুর আ.লীগের কাউন্সিলে মহিউদ্দিন সভাপতি,নিউটন সম্পাদক নির্বাচিত

    সলিমপুর আ.লীগের কাউন্সিলে মহিউদ্দিন সভাপতি,নিউটন সম্পাদক নির্বাচিত

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল সম্পূর্ণ হয়েছে।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কালুশাহ নগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সন্মেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলনে সচ্ছ ব্যালেটের মাধ্যমে পুনরায় সভাপতি নির্বাচিত হন কাজী গোলাম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে পুুুুুনরায় এ্যাডভোকেট ফজলে করীম চৌঃ নিউটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    প্রধান অতিথির বক্তব্যে সদস্য সদস্য দিদারুল আলম বলেন, ১০নং সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলের মাধ্যদিয়ে উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পুর্ণ হয়েছে। আশা করবো যারাই নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন এবং যারা বিজয়ী হতে পারেননি সবাই মিলে একসাথে কাজ করে যাবো। সঠিক ও সুন্দর নেতৃত্বের মাধ্যমে সকল ভেদাভেদ ভুলে তৃর্ণমুল আওয়ামীলীগ শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

    উক্ত কাউন্সিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস.এম আল মামুন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসহাক, সাধারণ সম্পাদক আবদুল্ললাহ আল বাকের ভুইয়া,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আ.ম.ম দিলসাদ, প্রধান সমন্বয়কারী মহানগর পিপি এডভোকেট ফখরুদ্দিন, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ ইদ্রিস, এডভোকেট ভবতোষ নাথ।

    চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রেহান উদ্দিন রেহান, তাজুল ইসলাম নিজামী, সালাউদ্দিন আজিজসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।