Tag: সহায়ক উপকরণ বিতরণ

  • প্রতিবন্ধী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে সহায়ক উপকরণ বিতরণ

    প্রতিবন্ধী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে সহায়ক উপকরণ বিতরণ

    খাগড়াছড়ি প্রতিনিধি : জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২০ উপলক্ষে খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

    জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্থানীয় স্বেচ্ছা সেবী সংস্থাসমূহের আয়োজনে এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহযোগীতায় বৃহস্পতিবার খাগড়াছড়ি কালেক্টরিয়েট প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবন্ধীদের সহায়ক উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

    বিশেষ অতিথি ছিলেন হামদর্দের রিজিয়নাল ম্যানেজার হাকিম আব্দুর রহিম এবং সমাজ সেবা কর্মকর্তা রোকেয়া বেগম প্রমূখ।

    স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: শাহজাহান এবং উপস্থাপনায় ছিলেন ফিজিও থেরাপিস্ট কনসালটেন্ট সৈয়দা লুলু মারজান।

    বিতরনকৃত সহায়ক উপকরনের মধ্যে ছিলো: ১২টি হুইল চেয়ার, ১টি এলবো ক্রাচ, ২টি হেয়ারিং ও ১টি ডিজিটাল সাদাছড়ি।

    প্রধান অতিথি সাংসদ বাসন্তী চাকমা বলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস প্রতিবন্ধীদের বিষয়ে খুবই আন্তরিক। জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে এই প্রথম কালেক্টরিয়েট প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপিত হলো। বিদ্যালয়ের এ ভবনটি জরাজীর্ণ ও পরিত্যাক্ত ছিলো। জেলা প্রশাসক বিভিন্ন ফান্ড থেকে অর্থ সংগ্রহ করে প্রতিবন্ধী বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ তৈরি করেছেন। শিক্ষার্থীরা স্বাচ্ছন্দে বিদ্যালয়ে আসা যাওয়া করছে। আশা করি সকলের সহযোগীতায় এ বিদ্যালয়ের উৎকর্ষতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ২৫ শতক জায়গার উপর এ বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। আমরা চেষ্টা করছি প্রতিবন্ধীদের শিক্ষাসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে। প্রতিবন্ধীদের অবহেলা করা উচিত নয়। প্রতিবন্ধীরা আপনার আমার কাহারো ভাই-বোন বা সন্তান। প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। সরকার সকল প্রতিবন্ধীকে নিবন্ধনের আওতায় এনে ভাতার ব্যবস্থা করেছে। শিক্ষা, চিকিৎসাসহ সকল বিষয়ে সরকারের সুদৃষ্টি রয়েছে প্রতিবন্ধীদের প্রতি।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • সীতকুণ্ডে প্রতিবন্ধীদের মাঝে হ্যান্ডিক্যাপের সহায়ক উপকরণ বিতরণ

    সীতকুণ্ডে প্রতিবন্ধীদের মাঝে হ্যান্ডিক্যাপের সহায়ক উপকরণ বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে এনজিও সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টার ন্যাশনাল ও হিউম্যানিটি এ্যান্ড ইনক্লুশন বাংলাদেশের আয়োজনে প্রতিবন্ধী জনগোষ্ঠীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মিল্টন রায়।

    সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হ্যান্ডিক্যাপ ইন্টার ন্যাশনাল এর বেইজ ম্যানেজার আব্দুল গফুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

    টেকিং সাকসেসফুল ইনোভেশন টু স্কেল-পাথওয়েজ ফর ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ গ্র্যাজুয়েশন আউট অফ প্রোভার্টি প্রজেক্ট এর আওয়ায় এদিন প্রতিবন্ধীদের জন্য সহায়ক হুইল চেয়ার (স্ক্র্যাচ), টয়লেট চেয়ার, হাঁটার লাঠি, সাদাছড়ি, টাই সাইকেলসহ মোট ২৩টি উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিবন্ধী পরিবারকে ৮টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মিল্টন রায় বলেন, হ্যান্ডিক্যাপ ইন্টার ন্যাশনাল সবসময় প্রতিবন্ধীদের পাশে থেকে সহযোগিতা করে প্রশংসা কুড়িয়েছে। আজকেও যেসব সরঞ্জাম প্রদান করা হয়েছে তা তাদের অনেক কাজে আসবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু