Tag: সহায়তা

  • পটিয়ায় আগুনে পুড়লো ৫ ঘর, ঘটনাস্থল পরিদর্শণ করে সহায়তার আশ্বাস ইউএনও‘র

    পটিয়ায় আগুনে পুড়লো ৫ ঘর, ঘটনাস্থল পরিদর্শণ করে সহায়তার আশ্বাস ইউএনও‘র

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়ের ৮নং ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় পুড়ে গেছে ৫টি বসতঘর।

    আজ ২৭ এপ্রিল সোমবার দুপুর ২টার সময় ওই ওয়ার্ডের ইশান বৈদ্য বাড়ির রান্না ঘরের চুলা হতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    জানা যায়, দুপুরে তাৎক্ষনিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে আগুন লাগার খবরটি পটিয়া ফায়ার সার্ভিস জানতে পারে। সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের চেষ্টায় আগুনে নেভাতে সক্ষম হয়।

    এর আগেই ওই বাড়ির যুদুষ্টি সিকদার, অমল সিকদার, সুমন সিকদার, রাজু বৈদ্য ও সুনিল বৈদ্যের বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।

    পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোমেন বড়ুয়া তথ্যটি নিশ্চিত করে বলেন, আজ দুপুর ২টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ হতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।

    রান্নার চুলা হতে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক তিন লক্ষ টাকা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

    তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তাদের কিছু অবশিষ্ট নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। তাদের পরিবার পরিজনদের নিয়ে এখন খোলা আকাশের নীচে অবস্থান করছে।পটিয়া আগুনে পুড়ল ৫ বসতঘর

    পরে খবর পেয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের হাতে ত্রাণ তুলে দেন। তাছাড়া আগামীতে আরো সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করেন।

    ২৪ ঘণ্টা/সঞ্জয় সেন/আর এস পি

  • করোনায় ফটিকছড়ি’র সংবাদপত্র হকারদের পাশে দাড়ালেন ইউএনও

    করোনায় ফটিকছড়ি’র সংবাদপত্র হকারদের পাশে দাড়ালেন ইউএনও

    ২৪ ঘণ্টা ডি নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি’তে কর্মহীন হয়ে পড়া সংবাদপত্র হকাদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফিন।

    আজ ২৬ এপ্রিল রোববার বিকালে উপজেলায় ডেকে পাঠিয়ে সংবাদপত্রের হকারদের খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেন তিনি।

    উপজেলার মোট ১৫ সংবাদপত্র হকারদের এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল হোসেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।

    দেশের লকডাউন ঘোষণা হবার পর থেকে ফটিকছড়ির ১৫ জন হকার কর্মহীন হয়ে পড়ে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছিল। এটি অনুভব হওয়ায় ইউএনও স্বয়ং প্রেসক্লাব সভাপতিকে ফোন দিয়ে সংবাদপত্র হকারদের ডেকে পাঠান এবং এ ত্রাণ সামগ্রী প্রদান করেন।

    ২৪ ঘণ্টা/এম জুনায়েদ/আর এস পি

  • কেএসআরএমের সহায়তায় পত্রিকার অসচ্ছল হকারের পাশে সিএমপি

    কেএসআরএমের সহায়তায় পত্রিকার অসচ্ছল হকারের পাশে সিএমপি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক || ইস্পাত নির্মাণকারী শিল্পগ্রুপ কেএসআরএমের সহায়তায় পত্রিকার অসচ্ছল হকার পরিবারের পাশে দাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগ।

    করোনার প্রভাবে অসহায় হয়ে পড়া এসব পরিবারকে খাদ্য সামগ্রি দেওয়া হয় কেএসআরএমের পক্ষ থেকে।

    শনিবার বিকেলে নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান হকার সমিতি নেতৃবৃন্দের কাছে তা আনুষ্ঠানিক হস্তান্তর করেন।

    কেএসআরএমের পক্ষে দেওয়া নিত্যপণ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল ৭ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ আধা কেজি, রসুন আধা কেজি। প্রাথমিকভাবে ৩৫০ হকার পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে।

    এ সময় উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, মহামারী করোনার প্রভাবে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ আর্থিক সংকটে পড়েছে চরমভাবে।

    আমরা চাই তাদের পাশে দাঁড়াতে। সহযোগিতার হাত বাড়াতে কর্মহীন হয়ে পড়া মানুষের প্রতি।

    এরই অংশ হিসেবে আমরা জানতে পেরেছি চট্টগ্রামে প্রায় ১ হাজার পত্রিকা হকার কর্মহীন হয়ে পড়েছে। এরমধ্যে ৩৫০ পরিবার দুর্বিসহ জীবনযাপন করছেন। তাই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি ইস্পাত নির্মাণকারী শিল্পগ্রুপ কেএসআরএমের সহায়তায়।

    আরও বিভিন্ন শিল্পগ্রুপ আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। ভবিষ্যতে আরও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রি দেওয়া হবে অসহায় বিভিন্ন পেশার মানুষ চিহ্নিত করার মাধ্যমে। আমরা এসব সামগ্রি তালিকাভুক্ত হকার পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেবো রাতের মধ্যেই। যাতে সামাজিক দূরত্ব রক্ষা করা যায়।

    কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার বলেন, এসব আমাদের সামাজিক দায়বদ্ধতার ও ধারাবাহিক কাজেরই অংশ।

    বৈশ্বিক মহামারি করোনার প্রভাব শুরু হওয়ার পর থেকে কেএসআরএম বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের পাশে দাঁড়িয়েছে। এসব পণ্য সামগ্রীও দেওয়া হয়েছে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের আন্তরিক সহযোগিতায়। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এ সময় উপস্থিত ছিলেন সিএসপি দক্ষিণ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুর রউফ, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন প্রমুখ।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা : সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে মধ্যবিত্তদের পাশে দাঁড়াবে সিএমপি

    করোনা : সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে মধ্যবিত্তদের পাশে দাঁড়াবে সিএমপি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন রোধে পৃথিবীর অনেক দেশই এখন পুরোপুরি লকডাউনে। তেমনি আমাদের দেশেও অঘোষিত লকডাউনে গত ২৬ মার্চ থেকে, সরকারি ঘোষণা অনুযায়ী দেশের প্রায় সবকিছুই বন্ধ থাকবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।

    মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশের এমন ক্রান্তি লগ্নে গরীব দিনমজুর খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষদের সহযোগীতায় এগিয়ে এসেছে সরকারি ও বেসরকারি একাধিক সংস্থা। শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট ছোট একাধিক প্রতিষ্ঠান ছাড়াও অনেকে ব্যক্তি উদ্দ্যেগেও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে নিম্নবিত্তদের।

    এদিকে লকডাউনের দিন যতই বাড়ানো হচ্ছে সবচেয়ে ততই বেশি বিপাকে পড়ছে মধ্যবিত্ত পরিবারগুলো। দীর্ঘদিন সরকারি বেসরকারি অফিস কারখানা বন্ধ থাকায় মধ্যবিত্ত অনেকের ঘরে যা জমাছিল তা ফুরিয়ে এসেছে।

    লোকলজ্জ্বার ভয়ে থাকা গৃহবন্দি এসব মধ্যবিত্ত পরিবারে কথা চিন্তা করে তাদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি।

    সিএমপির ডিসি (দক্ষিণ) মেহেদী হাসান বলেন, যারা সরকারী বেসকারী চাকুরি করেন তারাই বেশিরভাগ মধ্যবিত্ত। অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান (আয়ের উৎস) সব বন্ধ থাকায় অনেকটা নিরুপায় হয়ে পড়েছে অধিকাংশই পরিবার। না পারছে সহ্য করতে আবার লোকলজ্জ্বার ভয়ে বলতেও পারছেনা কাউকে।

    তাই তাদের কথা চিন্তা করে এসব মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিএমপি। এক্ষেত্রে যারা ত্রাণ নিচ্ছে বা নিবে তাদের আমরা ক্যামেরা বা মিডিয়ার সামনে ফোকাস করতে চাই না। মধ্যবিত্ত পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তাদের পাশে দাঁড়াতে চায় সিএমপি দক্ষিণ বিভাগ।

    সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন মধ্যবিত্তদের উদ্দেশ্যে বলেন, আপনার সামর্থ্য ফুরিয়ে এসেছে, কিন্তু লোকলজ্জায় বলতে পারছেন না। আপনারও সহযোগিতা প্রয়োজন। কিন্তু সামাজিক মর্যাদারক্ষায় চাইতে পারছেন না। আমরা আপনার পাশে দাঁড়াতে চাই।

    নিম্নোক্ত নাম্বারে এসএমএস করুন অথবা ফোনে বলুন।

    ডিসি দক্ষিণ ০১৭৬৯০৫৮১২১, এডিসি দক্ষিণ ০১৭৬৯০৫৮১২৫, এসি কোতোয়ালী ০১৭১৩৩৭৩২৫৪, এসি চকবাজার ০১৭৬৯৬৯৪২২৩, ওসি কোতোয়ালী ০১৭১৩৩৭৩২৫৬, ওসি বাকলিয়া ০১৭১৩৩৭৩২৬১, ওসি চকবাজার ০১৭৬৯৬৯০০৬৪, ওসি সদরঘাট ০১৭৬৯৬৯০০৬৫।

    কথা দিচ্ছি, আপনার সামাজিক মর্যাদা রক্ষার দায়িত্বও আমাদের। এই সহযোগিতার কথা কেউই জানবেনা। মানুষ সন্দেহ করবে এমন বিশেষ কোন ব্যাগও ব্যবহার করা হবে না।
    ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আস্থা রাখুন পুলিশে।

    ২৪ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • কেএসআরএম’র সহায়তা : ৩ হাজার পরিবারে ক্রাণ বিতরণ শুরু করেছে সিএমপি’র দক্ষিণ জোন

    কেএসআরএম’র সহায়তা : ৩ হাজার পরিবারে ক্রাণ বিতরণ শুরু করেছে সিএমপি’র দক্ষিণ জোন

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : দেশের শীর্ষ স্থানীয় লোহার রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেএসআরএম’র সহায়তায় নগরীর ৩ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) দক্ষিণ জোন।

    প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, দেড় কেজি পেয়াজ-রসুন, আধা কেজি লবন, ১ লিটার তেল ও ১টি সাবানসহ সর্বমোট ১৯ কেজি খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

    আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় নগরীর লাভলেইনস্থ একটি কমিউনিটি সেন্টারে এই কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান।

    এসময় তিনি করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার নির্ধারিত কর্মসূচি সবাইকে মেনে চলতে আহ্বান জানিয়ে বলেন, সরকার যে কয়দিন সাধারণ ছুটি ঘোষনা সবাইকে ঘরে অবস্থান করতে বলেছেন তা মেনে চললে সম্ভাব্য ক্ষতি থেকে আমরা রক্ষা পাবো।

    তিনি শিল্পগ্রুপ কেএসআরএম’র প্রশংসা করে সমাজের অন্যান্য যারা বিত্তশালী আছেন তাদেরকে গরীব, অসহায়, কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

    সিএমপি কমিশনার বলেন, আমরা চাইলে সবাইকে ডেকে একসাথে ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে দিতে পারতাম। কিন্তু নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি বিবেচনায় আমাদের ফোর্স কষ্ট করে আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আপনারা ঘরে থাকুন। নিরাপদ থাকুন, দেশকে নিরাপদ রাখুন।কেএসআরএম ৩ হাজার পরিবারে সহায়তা

    সিএমপিতে চালু করা ভ্রাম্যমাণ বাজার নিয়ে তিনি বলেন, আমরা ২৪ ঘন্টা হটলাইন সেবা চালু রেখেছি। প্রতিটি থানায় একটি করে হটলাইন আছে। তাছাড়া নগর পুলিশের একটি হটলাইন আছে, যার নাম্বার ০১৪০৪০০৪০০। আপনারা ইতোমধ্যে জেনেছেন হটলাইনে ফোন পেয়ে আমাদের থানার ওসির গাড়ি গিয়ে রোগীকে হাসপাতাল পৌঁছে দিয়েছে।

    যার যেখানে যা প্রয়োজন আমাদের বলুন। তবুও ঘরে অবস্থান করুন। করোনার প্রাদুর্ভাব রোধে সাধারণ ছুটি ঘোষণা কর্মহীন ৩ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

    জানা গেছে, কেএসআরএম সরকার সাধারণ ছুটি ঘোষণা করার পর সাতকানিয়া কর্মহীন ২ হাজার ৩শ পরিবারের কাছে মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে প্রতিটি পরিবারকে ১ হাজার টাকা করে প্রেরণ করেছে। এর আগে ঘরে ঘরে গিয়ে কেএসআরএম প্রতিনিধরা সবার মোবাইলে নগর একাউন্ট চালু করে ডাটাবেইজ প্রস্তুত করেছিল।

    ত্রাণ বিতরণের বিষয়ে কেএসআরএম’র মিডিয়া এডভাইজর মিজানুল ইসলাম বলেন, কেএসআরএম কর্তৃপক্ষ নীরবে দান করতে অভ্যস্থ। নগর পুলিশ প্রস্তাব দেওয়ার সাথে সাথেই কেএসআরএম ত্রাণের ব্যবস্থা করেন। চার দিকে সব বন্ধ। কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে থাকতে পেরে কেএসআরএম ধন্য।

    ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ, জোনের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • ফটিকছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা

    ফটিকছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ পরিবারকে উপজেলা প্রশাসন ঢেউটিন, টাকা ও কম্বল প্রদান করেছেন।

    ৩ ফেব্রুয়ারী সোমবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন পৌরসভার উত্তর ধুরুং এলাকার বড়ুয়া পাড়ার পিনু বড়ুয়া, রিমন বড়ুয়া ও সনজিত বড়ুয়ার পরিবারকে ঢেউটিন, নগত টাকার চেক ও ৩টি কম্বল প্রদান করেন।

    এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম, কাউন্সিলর ফিরোজা বেগম উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারী বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে মুহুর্তের মধ্যে ঘর গুলো ভষ্মিভূত হয়। আগুনে তাদের জমির প্রয়োজনীয় কাগজ,শিক্ষাগত সনদ সহ ঘরের আসবাব পত্র পুড়ে যায়।