২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়ের ৮নং ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় পুড়ে গেছে ৫টি বসতঘর।
আজ ২৭ এপ্রিল সোমবার দুপুর ২টার সময় ওই ওয়ার্ডের ইশান বৈদ্য বাড়ির রান্না ঘরের চুলা হতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে তাৎক্ষনিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে আগুন লাগার খবরটি পটিয়া ফায়ার সার্ভিস জানতে পারে। সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের চেষ্টায় আগুনে নেভাতে সক্ষম হয়।
এর আগেই ওই বাড়ির যুদুষ্টি সিকদার, অমল সিকদার, সুমন সিকদার, রাজু বৈদ্য ও সুনিল বৈদ্যের বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।
পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোমেন বড়ুয়া তথ্যটি নিশ্চিত করে বলেন, আজ দুপুর ২টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ হতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।
রান্নার চুলা হতে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক তিন লক্ষ টাকা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তাদের কিছু অবশিষ্ট নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। তাদের পরিবার পরিজনদের নিয়ে এখন খোলা আকাশের নীচে অবস্থান করছে।
পরে খবর পেয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের হাতে ত্রাণ তুলে দেন। তাছাড়া আগামীতে আরো সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করেন।
২৪ ঘণ্টা/সঞ্জয় সেন/আর এস পি