Tag: সাংবাদিকদের

  • সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে ইপসার ওরিয়েন্টেশন সভা

    সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে ইপসার ওরিয়েন্টেশন সভা

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সীতকুণ্ডে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

    আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ১০টায় সীতাকুণ্ড উপজেলার ইপসা-সিভিক কনসোর্টিয়াম এর সহযোগিতায় ইপসা কোর প্রোগ্রাম অফিস, বীর মুক্তিযোদ্ধা এখলাছ উদ্দিন মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।

    সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশন এ প্রধান অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন চৌধুরী।

    অনুষ্ঠানে প্রকল্প ম্যানেজার মো. শাহ সুলতান শামীম ইপসার প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধের কার্যক্রম‌ আমরা পরিবার থেকে শুরু করতে হবে।

    কাউকে মতের বাইরে কোন কিছু চাপিয়ে দিলে তার মধ্যে উগ্রতা দানা বেঁধে একসময় সহিংসতায় রূপ নেয়। উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সাংবাদিকরা লেখনীর মাধ্যমে বড় ভূমিকা পালন করতে পারে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী দিলো কেএসআরএম

    সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী দিলো কেএসআরএম

    নিজস্ব প্রতিনিধি:::ইস্পাত নির্মাণকারী শিল্প গ্রুপ কেএসআরএম সাতকানিয়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সুরক্ষা সরঞ্জাম (পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড ওয়াশ ও ক্যাপ) প্রদান করেছে।

    করোনার প্রভাবে ঝুঁকিরমুখে থাকা গণমাধ্যমকর্মীদের জন্য এসব সরঞ্জাম দিয়ে পাশে দাঁড়িয়েছে কেএসআরএম।

    বরিবার (৩ মে) দুপুরে কেএসআরএমের পক্ষে সাংবাদিক প্রতিনিধিদের হাতে এসব সুরক্ষা সরঞ্জাম তুলে দেন প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম।

    তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন ও দায়বদ্ধতার কারণে লকডাউনের সময়ও ঘরে বস থাকার সুযোগ নেই গণমাধ্যমকর্মীদের। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি গণমাধ্যমকর্মীদের তাড়া করে বেড়ায় প্রতিনিয়ত। তবুও সঠিক তথ্য উপস্থাপনের জন্য তাদের ছুটাছুটি করতে হয় সবসময়। তাই কেএসআরএম সুরক্ষা সরঞ্জাম দিয়ে সাতকানিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পাশে দাঁড়িয়েছে।

    প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের পক্ষ থেকে এসব সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়।

    এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, মনজুর আলম, মো. নাজিম উদ্দিন প্রমুখ।

    তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনে এসব সুরক্ষা সরঞ্জাম আমাদের কাজের জন্য সহায়ক হবে। অতীতের মতো এবারও কেএসআরএম দুর্যোগকালীন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। আশা করছি ভবিষ্যতেও পাশে থাকবে।
    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা : ফটিকছড়িতে সাংবাদিকদের পিপিই দিলেন এমপি

    করোনা : ফটিকছড়িতে সাংবাদিকদের পিপিই দিলেন এমপি

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সকল পেশার মানুষ। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই আতঙ্কিত।

    এমন পরিস্থিতিতে ফটিকছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট-পিপিই) দিলেন স্থানীয় সংসদ সদস্য।

    আজ ২৯ মার্চ রবিবার বিকেলে সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারীর ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলায় কর্মরত সাংবাদিকের মধ্যে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন।

    এসময় ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী, যুগ্ন সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক, প্রচার সম্পাদক দৌলত শওকত, সহযোগী সদস্য আনোয়ার হোসেন ফরিদ, নির্বাহী সদস্য এম জুনায়েদ উপস্হিত ছিলেন।

    ২৪ ঘন্টা/ এম জুনায়েদ/ আর এস পি

  • সাংবাদিকদের সুরক্ষা ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতা মহসীন কাজী

    সাংবাদিকদের সুরক্ষা ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতা মহসীন কাজী

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক রিপোর্ট : চরম ঝুঁকি নিয়ে মৃত্যুকে উপেক্ষা করে মাঠ পর্যায়ে দায়ত্ব পালন করা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ তাদের বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম-মহাসচিব মহসীন কাজী।

    তাছাড়া সাংবাদিকদের পরিবার-স্বজনদের নিয়ে বর্তমান পরিস্থিতিতে যাতে কোন সংকটে না পড়ে তার জন্য তিনি সাংবাদিকদের চলতি মাসের আগাম বেতন পরিশোধের জন্যও কর্তৃপক্ষের কাছে দাবি রেখেছেন।

    বুধবার (২৫ মার্চ) রাতে এক বিবৃতিতে এসব দাবি জানিয়েছেন সাংবাদিক নেতা মহসীন কাজী।

    বিবৃতিতে তিনি বলেন, উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাংবাদিকরা অরক্ষিত অবস্থায় পেশাগত দায়িত্ব পালন করে চললেও মিডিয়া কর্তৃপক্ষ কাউকে সুরক্ষা সামগ্রী সরবরাহ করেনি। জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করা সাংবাদিকদের সুরক্ষার দাবি জানাচ্ছি।

    তিনি বলেন, যেসব মিডিয়ায় সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া রয়েছে তাদের বকেয়া আজকের মধ্যে পরিশোধ করতে হবে। একই সাথে চলতি মাসের বেতনও আগাম পরিশোধের দাবি জানাচ্ছি।

    সাংবাদিক নেতা মহসীন কাজী তার বিবৃতিতে উল্লেখ করেছেন, যারা চলমান দুর্যোগের খবর জীবনের ঝুঁকি নিয়ে জাতির সামনে তুলে ধরে সতর্ক করছেন তাদের সুরক্ষা ও বেতন-ভাতা পরিশোধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খোঁজখবর নেয়ার দায়িত্ব থাকলেও এ বিষয়ে কারও নজরদারি আছে বলে মনে হয় না। আশা করছি এ বিষয়ে সংশ্লিষ্টরাও দায়িত্বপালন করবেন।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • সাংবাদিকদের কলমে শক্তিশালী হোক রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার : এ্যানেল

    সাংবাদিকদের কলমে শক্তিশালী হোক রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার : এ্যানেল

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মবীর প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি।

    বুধবার রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সংগঠকও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল’র উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক শিবলী আল সাদিক। এতে মূল আলোচনায় অংশগ্রহণ করেন, দেশ থেকে আগত একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুল ইসলাম সাঈদ।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, প্রবাসীদের রক্ত ও ঘামে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশে সেই নিজ দেশে যদি রাষ্ট্রের কোন কর্মচারী প্রবাসীদের অহবেলা করে তবে দাঁতভাঙ্গা জবাব দাওয়া হবে, শত প্রতিকূলতার মাঝে প্রবাসীরা দিনের পর দিন দেশের রেমিট্যান্স প্রবাহের গতি সচল রাখছে। মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তারাই, তাই রেমিট্যান্স যোদ্ধারাই শ্রেষ্ঠ দেশপ্রেমিক।

    নাজিম উদ্দিন চৌধুরী চৌধুরী এ্যানেল বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের অধিকার রক্ষায় সাংবাদিক বন্ধুদের কালি ও কলমকে আরও শক্তিশালী করার আহবান জানিয়ে বলেছেন- গণমাধ্যম হয়ে উঠুক প্রবাসীদের অধিকার আদায়ের শেষ ঠিকানা।

    একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুল ইসলাম সাঈদ বলেন, ‘বাংলাদেশ এবং প্রবাসীদের উন্নয়নে সাংবাদিকরা বিভিন্ন উদ্যোগ নিতে হবে। নানা সীমাবদ্ধতার কারণে প্রবাসী সাংবাদিকরা যেসকল সংবাদ পরিবেশনে সমস্যা হয় তা দেশের সাংবাদিকদের সাথে সমন্বয় করে প্রকাশ করার একটি পথ বের করতে হবে।’

    সভায় সমাপনী বক্তব্যে শিবলী সাদিক বলেন, ‘ নানা কারণে প্রবাসে এখন কমিউনিটি কলুষিত হচ্ছে, গুরুত্ব কমছে গণমাধ্যমের। তাই সাংবাদিক ব্যবসায়ীসহ সকল মতও পথের লোকদের নিয়ে বাওসো ইউএইতে শক্তিশালী ভুমিকা রাখতে পারবে।

    সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এসময় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, সায়বাদিক প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী,সাংব্দিক নাসিম উদ্দিন আকাশ, সাংবাদিক কামরুল হাসান জনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী শফিকুল ইসলাম রাহী, শারজার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, মোদাচ্ছের শাহ, আবদুল্লাহ আল শাহীন, মুহাম্মদ ইসমাঈল, ওসমান চৌধুরী প্রমুখ।